কবি-সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম
কবি-সাহিত্যিক | উপাধি |
---|---|
ঈশ্বরচন্দ্র শর্মা | বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরাম/যতি চিহ্নের প্রবর্তক । |
জীবনানন্দ দাশ | তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি। |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। |
বিহারীলাল চক্রবর্তী | বাংলা গীতিকবিতার জনক, ভোরের পাখি (গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন তিনি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এ উপাধি দেন) । |
মাইকেল মধুসূদন দত্ত | বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষরের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি , বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনিই প্রথম করেছিলেন। |
রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বকবি (ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাঁকে এ উপাধি দেন), কবিগুরু, বাংলা ছোটগল্পের জনক। |
সুফিয়া কামাল | জননী সাহসিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ৷ |
কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি, জাতীয় কবি |
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় | বাংলার মিল্টন (শেষ জীবনে অন্ধ হন। |
রোকেয়া সাখাওয়াত হোসেন | নারী জাগরণের অগ্রদূত |
আবদুল করিম | সাহিত্য বিশারদ |
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী | স্বপ্নাতুর কবি |
গোলাম মোস্তফা | কাব্য সুধাকর |
গোবিন্দচন্দ্র দাস | স্বভাব কবি |
জসীমউদ্দীন | পল্লীকবি |
জাহানারা ইমাম | শহিদ জননী |
মুহম্মদ শহীদুল্লাহ | ভাষাতত্ত্ববিদ |
নজিবর রহমান | সাহিত্যরত্ন |
নুরন্নেছা খাতুন | সাহিত্য সরস্বতী |
প্যারীচাঁদ মিত্র | বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ |
প্রমথ চৌধুরী | চলিত রীতির প্রবর্তক |
সমর সেন | আধুনিক যুগের নাগরিক কবি |
সুধীন্দ্ৰনাথ দত্ত | ক্লাসিক কবি |
ঈশ্বরচন্দ্র গুপ্ত | যুগসন্ধিক্ষণের কবি |
সুকান্ত ভট্টাচার্য | কিশোর কবি |
সুভাষ মুখোপাধ্যায় | পদাতিক কবি |
অনন্ত বড়ু | বড় চণ্ডীদাস |
আবদুল কাদির | ছান্দসিক কবি |
দিলওয়ার | গণমানুষের কবি |
কেদারনাথ বন্দ্যোপাধ্যায় | দাদা মশাই |
মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
বিদ্যাপতি | মিথিলার কোকিল, কবিকণ্ঠহার |
বিষ্ণু দে | মার্কসবাদী কবি |
ভারতচন্দ্র | রায়গুণাকর, প্রথম নাগরিক কবি |
মালাধর বসু | গুণরাজ খান |
মুকুন্দরাম চক্রবর্তী | কবিকঙ্কন |
মুকুন্দদাস | চারণকবি |
মোজাম্মেল হক | শান্তিপুরের কবি |
যতীন্দ্রনাথ সেনগুপ্ত | দুঃখবাদী কবি |
রামনারায়ণ | তর্করত্ন |
আলাওল | মহাকবি |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অপরাজেয় কথাশিল্পী |
শামসুর রাহমান | নাগরিক কবি |
ফররুখ আহমদ | ইসলামী রেনেসাঁর কবি |
হাসন রাজা | মরমি কবি |
হাবিবুর রহমান | শিশু সাহিত্যিক |
সত্যেন্দ্রনাথ দত্ত | ছন্দের জাদুকর |
বাহরাম খান | দৌলত উজির |
অমৃতলাল বসু | রসরাজ |
আবদুল হক | কলম সৈনিক |
পঞ্চানন কর্মকার | মল্লিক |
মোহিতলাল মজুমদার | সত্যসুন্দর দাস |
শহিদুল জহির | ডিমান্ডিং লেখক |
প্রকৃত নাম | ছদ্মনাম |
---|---|
অনন্ত বড়ু | বড়ু চণ্ডীদাস |
রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ ঠাকুর |
প্রমথ চৌধুরী | বীরবল |
প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
সমরেশ বসু | কালকূট |
বলাইচাদ মুখোপাধ্যায় | বনফুল |
মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | যাযাবর |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী |
সুনীল গঙ্গোপাধ্যায় | নীল লোহিত/নীল উপাধ্যায়/ সনাতন পাঠক |
মীর মশাররফ হোসেন | গাজী মিঞা/ গাজীমিয়া |
শেখ আজিজুর রহমান | শওকত ওসমান |
কাজেম আল কোরেশী | কায়কোবাদ |
কালিপ্রসন্ন সিংহ | হুতুম পেঁচা |
বিমল ঘোষ | মৌমাছি |
রাজশেখর বসু | পরশুরাম |
অচিন্ত্য কুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
নীহাররঞ্জন গুপ্ত | বানভট্ট |
স্বামী কালিকানন্দ | অবধূত |
আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ | শহীদুল্লা কায়সার |
আখতারুজ্জামান ইলিয়াস | মঞ্জু (ডাকনাম ) |
আবু জাফর শামসুদ্দিন | অল্পদর্শী |
আরজ আলী | আরজ আলী মাতুব্বর |
কাজী নজরুল ইসলাম | দুখু মিয়া, নুরু |
কামদারঞ্জন রায় | উপেন্দ্রকিশোর রায় চৌধুরী |
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় | মানিক বন্দ্যোপাধ্যায় |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | ক্বচিতপ্রৌঢ় |
আবুল কালাম শামসুদ্দীন | শামসুদ্দীন আবুল কালাম |
অমৃতলাল বন্দ্যোপাধ্যায় | অমিয়া দেবী |
আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ | জহির রায়হান |
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় | পঞ্চানন |
আলাউদ্দিন আল আজাদ | বাদশা (ডাকনাম) |
মনোয়ারা বেগম মনি | সেলিনা পারভীন |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য |
জয়েনউদ্দিন বিশ্বাস | সরদার জয়েনউদ্দিন |
মাইকেল মধুসূদন দত্ত | Timothy Penpoem |
কাজী নজরুল ইসলাম | ধূমকেতু |
এম. ওবায়দুল্লাহ | আসকার ইবনে শাইখ |
আবদুল মান্নান সৈয়দ | অশোক সৈয়দ |
অখিল নিয়োগী | স্বপনবুড়ো |
আবুল হোসেন মিয়া | আবুল হাসান |
অন্নদাশঙ্কর রায় | লীলাময় রায় |
গন্ধর্ব নারায়ণ | দীনবন্ধু মিত্র |
কানাই শেখ | পাগলা কানাই |
গৌরকিশোর ঘোষ | রূপদর্শী |
জীবনানন্দ দাশ | শ্রী, কালপুরুষ |
সুকুমার রায় | উহ্যমান পণ্ডিত |
হরিনাথ মজুমদার | কাঙাল হরিনাথ |
রোকনুজ্জামান | দাদাভাই |
মহাশ্বেতা দেবী | সুমিত্রা দেবী |
মনিরুজ্জামান | হায়াৎ মাহমুদ |
অহিদুর রেজা | হাসন রাজা |
অজিত দত্ত | রৈবতক |
অমিতাভ চৌধুরী | নিরপেক্ষ |
আবুল ফজল | শমসের উল আজাদ |
কামিনি রায় | জনৈক বঙ্গমহিলা |
প্রেমেন্দ্র মিত্র | কৃত্তিবাস ভদ্র |
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর | বঙ্গের রঙ্গ দর্শক |
নীলিমা রায় চৌধুরী | নীলিমা ইব্রাহিম |
সতীনাথ ভাদুড়ী | চিত্রগুপ্ত |
মইনুদ্দিন আহমেদ | সেলিম আল দীন |
রামমোহন রায় | শিবপ্রসাদ রায় |
সত্যেন্দ্রনাথ দত্ত | অশীতিপর শর্মা |
সৈয়দ আলী আহসান | চেনাকণ্ঠ |
সৈয়দ মুজতবা আলী | মুসাফির, সত্যপীর |
চারুচন্দ্র চক্রবর্তী | জরাসন্ধ |
জসীমউদ্দীন | তুজাম্বর আলি |
ঈশ্বরচন্দ্র গুপ্ত | ভ্রমণকারী বন্ধু |
সৈয়দ ওয়ালীউল্লাহ | আবু শরিয়া |
মধুসূদন মজুমদার | দৃষ্টিহীন |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১০৭)
১. রূপসী বাংলার কবি- [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার : ১৬ ]
উত্তর: (খ) জীবনানন্দ দাশ
২. পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় 'সিতারা-এ-খেদমত' ও 'সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি পান কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আবুল কালাম শামসুদ্দীন
৩. ‘কিশোর কবি’ কার উপাধি ? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক : ১৮ ]
উত্তর: (ঘ) সুকান্ত ভট্টাচার্য
৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫. রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ১৮৩০ সালে
৬. বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা : ১২ ]
উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭. বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বেগম রোকেয়া সাখাওয়াত
৮. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি- [ পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর : ০২ ]
উত্তর: (গ) বেগম সুফিয়া কামাল
৯. বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয়? [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন - ঊর্ধ্বতন কর্মকর্তা : ১১ ]
উত্তর: (খ) ফররুখ আহমদ
১০. এঁরা পল্লীনিষ্ঠ কবি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জসীমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া
১১. কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়
১২. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? অথবা, বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে? [ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক : ২২ ]
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১৩. ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়? [ কৃষি ব্যাংক - কর্মকর্তা : ১৭ ]
উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪. বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সুধীন্দ্রনাথ দত্ত
১৫. বাংলাদেশের জাতীয় কবি / বিদ্রোহী কবি কে? [ উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]
উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম
১৬. সাহিত্য সম্রাট কার উপাধি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঙ) কোনটিই নয়
১৭. বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়-- [ পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (ঘ) শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য সম্রাট
১৮. 'রায় গুণাকর' কার কাব্য উপাধি? [ গণযোগাযোগ প্রশিক্ষণ || সহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (গ) ভারতচন্দ্র
১৯. চিত্তরঞ্জন দাসকে 'দেশবন্ধু' উপাধিতে ভুষিত করেন? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]
উত্তর: (খ) বাংলার জনসাধারণ
২০. ‘কাব্যসুধাকর’ কার উপাধি? [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার : ১৮ ]
উত্তর: (খ) গোলাম মোস্তফা
২১. ‘নাগরিক কবি’ কার উপাধি? [ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক : ১৮ ]
উত্তর: (ঘ) সমর সেন
২২. বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (ক) আবুদল করিমের
২৩. ‘মরমী কবি’ কে ? [ উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]
উত্তর: (ক) হাসন রাজা
২৪. ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি? [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার : ১৮ ]
উত্তর: (গ) ভারতচন্দ্র
২৫. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]
উত্তর: (গ) সত্যেন্দ্রনাথ দত্ত
২৬. শেখ ফজলল করিমের উপাধি কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সাহিত্য বিশারদ
২৭. নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হাবিবুর রহমান
২৮. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি কে? [ এনএসআই এর সহকারী পরিচালক : ১৫ ]
উত্তর: (ক) মাইকেল মধুসূদন দত্ত
২৯. কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়? [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩০. ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইটহুড' উপাধি পান? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ১৯১৫ সালের ৩ জুন
৩১. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ১৮৯৮ সালে
৩২. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত- [ ১২ তম (বিশেষ) বিসিএস ]
উত্তর: (ক) ভাষাতত্ত্ববিদ
৩৩. ‘কবিকঙ্কণ’ কার উপাধি? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক : ১০ ]
উত্তর: (গ) মুকুন্দরাম চক্রবর্তী
৩৪. ‘পল্লীকবি’ উপাধি হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জসীম উদ্দীনের
৩৫. দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ভারত সরকার
৩৬. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শহীদুল্লাহ
৩৭. বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কবি বেগম সুফিয়া কামাল
৩৮. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৯ ]
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
৩৯. যুগ সন্ধির কবি হলেন- [ গণযোগাযোগ প্রশিক্ষণ || সহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (খ) ঈশ্বর চন্দ্র গুপ্ত
৪০. গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) যশোর সাহিত্য সংঘ
৪১. নজিবর রহমানের উপাধি কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সাহিত্যরত্ম
৪২. জীবনানন্দ দাশ প্রধানত- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ০২ ]
উত্তর: (গ) প্রকৃতির কবি
৪৩. জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ১৯১৫ সালে
৪৪. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? [ অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
উত্তর: (ঘ) দুই যুগের মিলনকারী
৪৫. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত কে ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) গোবিন্দচন্দ্র দাস
৪৬. তিমির হননের কবি কার উপাধি? [ পানি উন্নয়ন বোর্ড : ১৯ ]
উত্তর: (খ) জীবনানন্দ দাশ
৪৭. দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ব্রাহ্ম সমাজ
৪৮. ‘ চারণ কবি’ কে ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (খ) মুকুন্দদাস
৪৯. বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে ? [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (খ) যতীন্দ্র নাথ সেনগুপ্ত
৫০. “শহীদ জননী নামে কে বেশি পরিচিত ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১৩ ]
উত্তর: (গ) জাহানারা ইমাম
৫১. নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত ? [ সমাজ কল্যাণ অধিদপ্তরের সমাজ সংগঠক : ০৫ ]
উত্তর: (গ) হাবিবুর রহমান
৫২. ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী : ১৬ ]
উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৩. ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল? [ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর : ১১ ]
উত্তর: (ক) নারায়ণ গঙ্গোপাধ্যয়
৫৪. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন? [ ১৪ তম (বিশেষ) বিসিএস ]
উত্তর: (খ) প্রমথ চৌধুরী
৫৫. দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাহরাম খান
৫৬. প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে
৫৭. বিনয়কৃষ্ঞ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক : ১৯ ]
উত্তর: (খ) যাযাবর
৫৮. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী ? [ বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]
উত্তর: (খ) নীল লোহিত
৫৯. ‘পরশুরাম’ কার ছদ্মনাম? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (খ) রাজশেখর বসু
৬০. ‘বাংলার স্কট ’ বলা হয় কাকে? [ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা : ০৫ ]
উত্তর: (ক) বঙ্কিমচন্দ্রকে
৬১. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম--- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ০২ ]
উত্তর: (ক) প্রমথ চৌধুরী
৬২. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি? [ ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার : ১০ ]
উত্তর: (ঘ) হুতোম প্যাঁচা
৬৩. মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সত্যসুন্দর দাস
৬৪. ‘শান্তিপুরের কবি’ বলা হয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মোজাম্মেল হককে
৬৫. কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো ‘রৈবতক’ ছদ্মনামে লিখতেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অজিত দত্ত
৬৬. বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মীর মশাররফ হোসেন
৬৭. কবি কায়কোবাদের আসল নাম কি? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর : ১৪ ]
উত্তর: (ক) কাজেম আল কোরেশী
৬৮. ধূমকেতু কোন কবির ছদ্ম নাম? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ : ১১ ]
উত্তর: (গ) কাজী নজরুল ইসলাম
৬৯. কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রবাদলিপিটি পাঠ করেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
৭০. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ক্যাশিয়ার : ১০ ]
উত্তর: (ক) কালী প্রসন্ন সিংহ
৭১. ‘বনফুল’- কার ছদ্মনাম? [ ২৬ তম বিসিএস ]
উত্তর: (খ) বলাই চাঁদ মুখোপাধ্যায়
৭২. গীতিকাব্যে ভোরের পাখি কে? [ ১১ তম বিসিএস ]
উত্তর: (গ) বিহারীলাল
৭৩. কার ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (গ) প্যারীচাঁদ মিত্র
৭৪. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? [ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) : ১৭ ]
উত্তর: (ঘ) শেখ আজিজুর রহমান
৭৫. ‘মৌমাছি’ কার ছদ্মনাম? [ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ]
উত্তর: (ক) বিমল ঘোষ
৭৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অতি অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কি নামে প্রকাশ করেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
৭৭. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৭ ]
উত্তর: (খ) টেকচাঁদ ঠাকুর
৭৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ব্রজবিলাস
৭৯. রাজশেখর বসুর ছদ্মনাম হলো- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ২৪ ]
উত্তর: (গ) পরশুরাম
৮০. বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দিয়েছেন কে? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২ ]
উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮১. 'যাযাবর' কার ছদ্মনাম? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ২৩ ]
উত্তর: (ক) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
৮২. ‘দাদা ভাই’র আসল নাম কী? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ৯৯ ]
উত্তর: (ঘ) রোকনুজ্জামান খান
৮৩. 'বনফুল' -এর প্রকৃত নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮৪. বাংলা সাহিত্যে ‘গাজী মিঞা’ কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মীর মশাররফ হোসেন
৮৫. ‘বাংলার মিল্টন’ কার উপাধি? [ দুদকের কনস্টেবল : ২২ ]
উত্তর: (গ) হেমচন্দ্র চট্টোপাধ্যায়
৮৬. ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুলের প্রকৃত নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮৭. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিনয় মুখোপাধ্যায়
৮৮. ‘কালকূট’ কোন লেখকের ছদ্মনাম? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) সমরেশ বসু
৮৯. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রমথ চৌধুরী
৯০. ‘সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম ? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]
উত্তর: (গ) সুনীল গঙ্গোপাধ্যায়
৯১. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি ? [ সিজিডিএফ এর অডিটর : ১৪ ]
উত্তর: (ঘ) বনফুল
৯২. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) প্রমথনাথ শর্মা
৯৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ভানুসিংহ
৯৪. বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিহারীলাল চক্রবর্তী
৯৫. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম? [ ৩১ তম বিসিএস ]
উত্তর: (ক) আব্দুল মান্নান সৈয়দ
৯৬. 'বীরবল' কার ছদ্মনাম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রমথ চৌধুরী
৯৭. ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সমরেশ বসু
৯৮. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]
উত্তর: (গ) মধুসূদন মজুমদার
৯৯. জরাসন্ধ কার ছদ্মনাম? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন টেলিভিশন প্রকৌশলী : ০৪ ]
উত্তর: (ক) চারুচন্দ্র চক্রবর্তী
১০০. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সমরেশ বসু-কালকুট
১০১. কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হুতোম প্যাঁচা
১০২. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( মিসিসিপি ) : ১৩ ]
উত্তর: (খ) সুনীল গঙ্গোপাধ্যায়
১০৩. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক : ১৮ ]
উত্তর: (ঘ) সুকান্ত ভট্টাচার্য
১০৪. ’সত্যসুন্দর দাস’ কার ছদ্মনাম ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার : ২২ ]
উত্তর: (খ) মোহিতলাল মজুমদার
১০৫. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন ? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ২১ ]
উত্তর: (ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১০৬. ‘দৃষ্টিপাতে’র লেখক যাযাবরের আসল নাম কী ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা : ২৩ ]
উত্তর: (গ) বিনয়কৃষ্ঞ মুখোপাধ্যায়
১০৭. ‘কালপুরুষ’ কোন লেখকের ছদ্মনাম ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার : ২৩ ]
উত্তর: (খ) জীবনানন্দ দাশ