সুফিয়া কামাল

সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯)

বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল। তাঁর কবিতার বিষয় প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, জাতীয় উৎসবাদি, স্বদেশানুরাগ, ধর্মানুভূতি এবং মুক্তিযুদ্ধ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। পাকিস্তান সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর দমননীতির অংশ হিসেবে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করলে তিনি তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ।

সুফিয়া কামালের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিস্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- কুমিল্লা ।
প্রতিষ্ঠাতা তিনি ‘মহিলা পরিষদ' (১৯৭০) এর প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে এর নাম ‘বাংলাদেশ মহিলা পরিষদ' । তিনি শিশুদের সংগঠন ‘কচিকাঁচার মেলা' (১৯৫৬) প্রতিষ্ঠা করেন।
সম্পাদনা তিনি ‘ বেগম’ (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
উপাধি বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি সুফিয়া কামাল। তিনি ‘জননী সাহসিকা' নামে পরিচিত।
বিশেষত্ব তিনি ছিলেন রবীন্দ্র কাব্যধারার গীতিকবিতা রচয়িতা।
পুরস্কার ও সম্মাননা তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬২), ‘একুশে পদক' (১৯৭৬), ‘বেগম রোকেয়া পদক' (১৯৯২), ‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৯৭) পান ।
হলের নামকরণ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ম ছাত্রী হলের নামকরণ করা হয়েছে তাঁর নামে ‘বেগম সুফিয়া কামাল হল' ।
সুফিয়া কামাল ১৯১৮ সালে কলকাতায় রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেন। তাঁর একান্ত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রোকেয়া হল' এর নামকরণ করা হয়।
বিবাহ মাত্র বার বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে হয়। তখন নাম হয় সুফিয়া এন হোসেন । ১৯৩২ সালে নেহাল হোসেন যক্ষ্মা রোগে মারা গেলে ১৯৩৯ সালে তিনি চট্টগ্রামের লেখক কামালউদ্দিন আহমদকে বিয়ে করেন। তখন থেকে সুফিয়া কামাল নাম ব্যবহার করেন। এ্যাডভোকেট সুলতানা কামাল তাঁর মেয়ে ।
প্রথম সাহিত্যকর্ম সুফিয়া কামাল রচিত প্রথম সাহিত্যকর্মের নাম:

‘সৈনিক বধূ' (১৯২৩): এটি তাঁর প্রথম গল্প যা বরিশালের ‘তরুণ' পত্রিকায় প্রকাশিত হয় ।
‘বাসন্তী' (১৯২৬): এটি তাঁর প্রথম কবিতা যা ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো:

‘সাঁঝের মায়া’ (১৯৩৮): এটি তাঁর রচিত প্রথম কাব্য। এর মুখবন্ধ লিখে দেন কবি কাজী নজরুল ইসলাম। ১৯৮৪ সালে এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয় ।

‘মোর জাদুদের সমাধি পরে' (১৯৭২) : কাব্যের কবিতাগুলো মুক্তিযুদ্ধের সময়কালে লেখা ।

‘মায়া কাজল’ (১৯৫১),
‘মন ও জীবন' (১৯৫৭),
‘শান্তি ও প্রার্থনা' (১৯৫৮),
‘উদাত্ত পৃথিবী' (১৯৬৪),
‘দিওয়ান’ (১৯৬৬),
অভিযাত্রিক ' (১৯৬৯),
‘মৃত্তিকার ঘ্রাণ' (১৯৭০)
অন্যান্য রচনাবলি তাঁর প্রকাশিত অন্যান্য রচনাবলি:

গল্প: ‘কেয়ার কাঁটা’ (১৯৩৭)।

শিশুতোষ গ্রন্থ : ‘ইতল বিতল’ (১৯৬৫), ‘নওল কিশোরের দরবারে' (১৯৮২)।

ভ্রমণকাহিনি : ‘সোভিয়েতের দিনগুলো' (১৯৬৮)।

আত্মজীবনী: ‘একালে আমাদের কাল' (১৯৮৮)।

স্মৃতিকথা : ‘একাত্তরের ডায়েরি' (১৯৮৯)।

কবিতা: 'তাহারেই পড়ে মনে' (সাঁঝের মায়া), ‘রূপসী বাংলা’ (সাঁঝের মায়া)।
মৃত্যু তিনি ২০ নভেম্বর, ১৯৯৯ খ্রিস্টাব্দে মারা যান। বাংলাদেশে তিনিই প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বেগম সুফিয়া কামাল mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২০)

১. ‘একাত্তরের ডায়েরি’ কার রচনা? [ সমাজসেবা অফিসার : ১০ ]

উত্তর: (খ) সুফিয়া কামাল

২. সাঁঝের মায়া’ কাব্য কে রচনা করেন? [ পরিসংখ্যান এসিস্ট্যান্ট জুনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (ক) বেগম সুফিয়া কামাল

৩. বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (খ) গীতিকবি

৪. বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক: ০৬ ]

উত্তর: (খ) একজন কবি ও সমাজসেবক

৫. বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত- [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সহকারী পরিচালক (শ্রম) : ০১ ]

উত্তর: (ক) কবি বেগম সুফিয়া কামাল

৬. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি- [ পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর:০২ ]

উত্তর: (গ) বেগম সুফিয়া কামাল

৭. কোনটি সুফিয়া কামালের কবিতা? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১৬ ]

উত্তর: (খ) তাহারেই পড়ে মনে

৮. সুফিয়া কামালের কবিতা কোনটি? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১৫ ]

উত্তর: (খ) তাহারেই পড়ে মনে

৯. বেগম সুফিয়া কামালের কবিতা কোনটি? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১৫ ]

উত্তর: (ঘ) সাঁঝের মায়া

১০. কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি? [ সাব-রেজিস্ট্রার:১৬ ]

উত্তর: (গ) মায়া কাজল

১১. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে না কি তব বন্দনায়? উদ্ধৃতাংশের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০ ]

উত্তর: (ঘ) বেগম সুফিয়া কামাল

১২. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ --- এই কবিতাংশটুকুর কবি কে? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]

উত্তর: (খ) সুফিয়া কামাল

১৩. বেগম সুফিয়া কামালের জন্মস্থান- [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল):১৬ ]

উত্তর: (খ) বরিশাল

১৪. কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত? [ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক: ০১ ]

উত্তর: (খ) সুফিয়া কামাল

১৫. 'ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম'- এই লাইনটির লেখক বা কবি কে? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১ ]

উত্তর: (ক) বেগম সুফিয়া কামাল

১৬. শিশুতোষ গ্রন্থ 'ইতল বিতল' কে লিখেছেন? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]

উত্তর: (ঘ) সুফিয়া কামাল

১৭. 'সাঁঝের মায়া' কার রচনা? [ খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২ ]

উত্তর: (গ) বেগম সুফিয়া কামাল

১৮. 'সাঁঝের মায়া' কবিতাটির রচয়িতা- [ সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]

উত্তর: (গ) সুফিয়া কামাল

১৯. নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ? [ দুদকের কোট পরিদর্শক: ২২ ]

উত্তর: (খ) ইতল বিতল

২০. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ? [ বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩ ]

উত্তর: (গ) ইতল বিতল

    নবীনতর পূর্বতন