Ads block

Banner 728x90px

About Us



আমাদের সম্পর্কে

 

About Us


আসসালামুআলাইকুম,
ডব্লিউ থ্রি ক্লাসরুমে আপনাকে স্বাগতম।আপনি নিশ্চয়ই ডব্লিউ থ্রি ক্লাসরুম সম্পর্কে জানতে আগ্রহী! ডব্লিউ থ্রি ক্লাসরুম অনলাইন স্কুল মূলত শিক্ষাভিত্তিক একটি ওপেন অনলাইন প্লাটফর্ম। এখানে আমরা শিক্ষা,প্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং সম্পর্কিত প্রিমিয়াম মানের বিভিন্ন ফ্রি কোর্স, পিডিএফ বই,ডিজিটাল বই,আর্টিকেল ইত্যাদি প্রকাশ করি।যাতে শিক্ষার জগত সবার জন্য বিনামূল্যে উন্মোচিত হয়। ডব্লিউ থ্রি ক্লাসরুমের মিশন একটাই শিক্ষাকে বাণিজ্য মুক্ত করা,সকলের জন্য শিক্ষাকে উন্মুক্ত করা । কারণ শিক্ষা কোন পণ্য নয়, এটা মানুষের মৌলিক অধিকার।


ডব্লিউ থ্রি ক্লাসরুম কতটা সফল হতে পারবে জানি না । তবে যত বাঁধাই আসুক ডব্লিউ থ্রি ক্লাসরুমের চেষ্টা অব্যাহত থাকবে।আর আপনাদের ভালবাসা ও অনুপ্রেরণা পেলে ডব্লিউ থ্রি ক্লাসরুম নিশ্চয়ই থামবে না।তাই ডব্লিউ থ্রি ক্লাসরুমের সাথে আপনার শেখা কখনো থামাবেন না।আপনাদের শেখাই আমাদের অনুপ্রেরণা।এ নিয়েই ডব্লিউ থ্রি ক্লাসরুম পথ চলবে। ডব্লিউ থ্রি ক্লাসরুম আপনাদের পাশে থেকে ছোট্র দেশের অধিক জনসংখ্যা নামক বোঝাকে মানবসম্পদে রুপান্তরের অংশীদার হতে চায়।এজন্যই ডব্লিউ থ্রি ক্লাসরুম একাডেমিক ও চাকরি প্রস্তুতির বিভিন্ন ফ্রি কোর্সের পাশাপাশি নিয়ে আসছে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স। যা থাকছে সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে। এজন্য অবশ্যই অর্থের প্রয়োজন।কিন্তু ডব্লিউ থ্রি ক্লাসরুম কারো কাছ থেকে কোন অর্থ বা অনুদান নেয় না।শুধু আপনাদের অনুপ্রেরণা চায়। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই এ মিশনে ডব্লিউ থ্রি ক্লাসরুম কিছুটা হলেও সফল হবে।


এক নজরে দেখা নেয়া যাক আমাদের প্রকাশিত বিভিন্ন ফ্রি কোর্সের তালিকাঃ

 • বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কোর্স
 • মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্স
 • শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কোর্স
 • প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্স
 • সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কোর্স
 • ফ্রিল্যান্সিং স্কিল সংক্রান্ত বিভিন্ন কোর্স
 • বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি কোর্স
 • একাডেমিক প্রস্তুতির জন্য বিভিন্ন কোর্স
 • এবং শিক্ষা সংক্রান্ত আরো অনেক কিছু

কি কি থাকছে ডব্লিউ থ্রি ক্লাসরুমের বিভিন্ন ফ্রি কোর্সে?

 • ভিডিও টিউটরিয়াল
 • ক্লাস নোট
 • পিডিএফ বই
 • অনলাইন মডেল টেস্ট
 • টিপস এন্ড ট্রিকস
 • অল টাইম সাপোর্ট গ্রুপ

প্রতিটি কোর্সেই অলটাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। আর এটা ডব্লিউ থ্রি ক্লাসরুম করবে এখানে যারা শিখতে আসবে তাদের নিয়েই । প্রতিটি কোর্সের জন্যই থাকবে একটা ছোট গ্রুপ যেখানে সবাই একে অপরকে সহযোগিতা করবে বিভিন্ন বিষয়ে। আর এভাবেই আপনার শেখাটা হয়ে যাবে পরিপূর্ণ। তাছাড়া ডব্লিউ থ্রি ক্লাসরুমের সাপোর্ট তো সবসময় থাকছেই। সবাই মিলে আমরা এভাবেই এগিয়ে যাব। নিচের বিভিন্ন কোর্সের বিভিন্ন সাপোর্ট গ্রুপের লিংক দেওয়া আছে।যার যে কোর্স প্রয়োজন সে কোর্সের গ্রুপে যুক্ত হতে পারেন।



সবশেষে, আমরা আশা করছি, অনলাইনে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একটু হলেও শিক্ষার্থীদের শিক্ষার্জনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দেশের বৃহত্তম বেকার জনগোষ্ঠী ফ্রিল্যান্সিং স্কিল গ্রহণের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সক্ষম হবে।


ধন্যবাদান্তে
এডমিন
ডব্লিউ থ্রি ক্লাসরুম অনলাইন স্কুল



ডব্লিউ থ্রি ক্লাসরুমের সাথে যোগাযোগ করতে Contact Us পেইজে এ ক্লিক করুন।