Terms and Conditions

ডব্লিউ থ্রি ক্লাসরুমে আপনাকে স্বাগতম! আমাদের শর্তাবলী জানার আগ্রহ দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিচের নিবন্ধটি পড়ুন এবং আমাদের পরিষেবাগুলো গ্রহণের জন্য আমাদের নির্ধারিত শর্তাবলী স্বীকার করুন। শর্তাবলীর এর নিবন্ধে আমরা ডব্লিউ থ্রি ক্লাসরুম ওয়েবসাইট ব্যবহারের জন্য বিধি ও নিয়মগুলো বর্ণনা করেছি।

এই ওয়েবসাইট ব্যবহারের মধ্য দিয়ে আমরা ধরে নেই, আপনি আমাদের নিয়ম ও নীতিমালাগুলো মেনে নেবেন বা নিয়েছেন। সুতরাং আপনি যদি এই পেজে বর্ণিত সমস্ত শর্তাবলী গ্রহণ করতে সম্মত না হন, তাহলে ডব্লিউ থ্রি ক্লাসরুম ওয়েবসাইট ব্যবহার করা বন্ধ করে দিন।

ডব্লিউ থ্রি ক্লাসরুম ব্যবহার করুন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে

১. ডব্লিউ থ্রি ক্লাসরুমে প্রকাশ করা সকল প্রকার নিবন্ধ , পিডিএফ বই , ডিজিটাল বই , ছবি , ভিডিও এবং বিভিন্ন কোর্স সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত। তবে এগুলো আমরা কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন , পরিবর্ধন ,সংযোজন ,বিয়োজন এবং মুছে ফেলার অধিকার সংরক্ষণ করি।

২. এই ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত কোন তথ্য বা উপাত্ত সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে ব্যবহার করুন। ডব্লিউ থ্রি ক্লাসরুমে সকলের জন্য দৃশ্যমান তথ্যে আপনার ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনার তথ্যের অপব্যবহার হলে আমরা দায়বদ্ধ হব না।

৩. ডব্লিউ থ্রি ক্লাসরুমে যতগুলো উপাদান রয়েছে তার সবকিছুই আমাদের মালিকানাধীন। যেমন- নিবন্ধ , পিডিএফ বই , ডিজিটাল বই , ছবি, ভিডিও , বিভিন্ন কোর্স ইত্যাদি । কপিরাইট আইন অনুসারে ডব্লিউ থ্রি ক্লাসরুম থেকে নেয়া এই সকল উপাদানগুলো অন্য কোথাও ব্যবহার থেকে বিরত থাকুন।

৪. বিভিন্ন সময়ে ডব্লিউ থ্রি ক্লাসরুমের বিভিন্ন নিবন্ধে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। এই লিঙ্কগুলো আরও তথ্যের জন্য আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। তবে তার মানে এই না যে, আমরা উক্ত ওয়েবসাইটের সকল কর্মকাণ্ড সমর্থন করি। লিঙ্কযুক্ত ওয়েবসাইটগুলোর সামগ্রীর জন্য আমাদের কোনও দায়বদ্ধতা নেই।

সর্বোপরি ডব্লিউ থ্রি ক্লাসরুমের সকল তথ্যাবলী আপনার ব্যক্তিগত শিক্ষার জন্য ব্যবহার করুন। প্রাতিষ্ঠানিক কাজে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ডব্লিউ থ্রি ক্লাসরুমের উপকরণগুলো পরিবর্তন কিংবা পরিমার্জন করা থেকে বিরত থাকুন। অর্থাৎ কোন প্রকার পূর্ব অনুমতি ব্যতীত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অন্য কোথাও ব্যবহার বেআইনি।

আপনি অবশ্যই যা করবেন না

১. ডব্লিউ থ্রি ক্লাসরুমে নিবন্ধগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ বা প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ।

২. ডব্লিউ থ্রি ক্লাসরুমের ছবি বা ভিডিওগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ বা প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ।

৩. ডব্লিউ থ্রি ক্লাসরুমের বিভিন্ন কোর্স অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ বা প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ।

৪. ডব্লিউ থ্রি ক্লাসরুমের সকল উপকরণ প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ।

ডব্লিউ থ্রি ক্লাসরুমে প্রতিটি নিবন্ধে আমরা পাঠকের মতামত জানার ব্যবস্থা রাখি। আমরা অবশ্যই প্রতিটি মন্তব্য অতি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করি। এক্ষেত্রে যে সকল মন্তব্য সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ হিসেবে অনুমিত, অনুচিত বা আপত্তিকর বিবেচনা করা যেতে পারে এমন কোনও মন্তব্য মুছে ফেলার অধিকার আমরা সংরক্ষণ করি।

সবশেষ হালনাগাদ: ২১ জুন, ২০২৩।