বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা থেকে প্রায়শই বিসিএস সহ বিভিন্ন নিয়োগ প্রশ্ন এসে থাকে।তাই বিখ্যাত চরিত্রসমূহের একটি তালিকা আমরা প্রস্তুত করেছি।যেখান থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষাসহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে।
বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা
গ্রন্থকার
|
গ্রন্থ
|
চরিত্র
|
বড়ু চণ্ডীদাস
|
শ্ৰীকৃষ্ণ কীর্তন
|
রাধা (জীবাত্মা বা প্রাণিকূল) , কৃষ্ণ (পরমাত্মা বা ঈশ্বর) , বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতী)
|
কানা হরিদত্ত
|
মনসামঙ্গল
|
চাঁদ সদাগর, বেহুলা লখিন্দর ও মনসা দেবী।
|
মুকুন্দরাম চক্রবর্তী
|
চণ্ডীমঙ্গল
|
প্রথম উপাখ্যানঃ ফুল্লরা, ভাড়ুদত্ত, কালকেতু।
দ্বিতীয় উপাখ্যানঃ ধনপতি সওদাগর, লহনা, খুলনা।
|
ভারতচন্দ্র
|
অন্নদামঙ্গল
|
ঈশ্বর পাটনী
|
আলাওল
|
পদ্মাবতী
|
পদ্মাবতী
|
দ্বিজ কানাই
|
মহুয়া পালা (মৈমনসিংহ গীতিকা)
|
নদের চাঁদ ও মহুয়া
|
প্যারীচাঁদ মিত্র
|
আলালের ঘরের দুলাল (উপন্যাস)
|
ঠকচাচা
|
কালীপ্রসন্ন সিংহ
|
হুতুম প্যাচার নক্শা (উপন্যাস)
|
দনুবানু
|
দীনবন্ধু মিত্র
|
নীলদর্পণ (নাটক)
|
তোরাপ, নবীন মাধব
|
সধবার একাদশী (প্রহসন)
|
নিমচাদ, কেনারাম
|
|
অমৃতলাল বসু
|
বিবাহ বিভ্রাট (প্রহসন)
|
নন্দলাল
|
মাইকেল মধুসূদন দত্ত
|
মেঘনাদবধ (মহাকাব্য)
|
মেঘনাদ, প্রমীলা, রাবণ
|
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (প্রহসন)
|
ভক্ত-প্রসাদ বাবু
|
|
কৃষ্ণকুমারী (নাটক)
|
ভীমসিং, বিলাসবতী
|
|
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
|
দুর্গেশনন্দিনী (উপন্যাস)
|
আয়েশা, তিলোত্তমা
|
কপালকুণ্ডলা (উপন্যাস)
|
কপালকুণ্ডলা, নবকুমার,মতিবিবি
|
|
বিষবৃক্ষ (উপন্যাস)
|
কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী
|
|
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)
|
রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর
|
|
মৃণালিনী
|
মৃণালিনী, হেমচন্দ্ৰ
|
|
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
|
মহেশ (ছোটগল্প)
|
গফুর
|
মেজদিদি (ছোটগল্প)
|
হেমাঙ্গিনী, কেষ্ট, কাদম্বিনী
|
|
বড় দিদি (উপন্যাস)
|
মাধবী, সুরেন্দ্রনাথ
|
|
দত্তা (উপন্যাস)
|
নরেন, রমা
|
|
শ্রীকান্ত (উপন্যাস)
|
শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অভয়া
|
|
গৃহদাহ (উপন্যাস)
|
সুরেশ, অচলা, মহিম
|
|
চরিত্রহীন (উপন্যাস)
|
সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী
|
|
পথের দাবী (উপন্যাস)
|
সব্যসাচী
|
|
দেবদাস (উপন্যাস)
|
দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী
|
|
পল্লী সমাজ (উপন্যাস)
|
রমা, রমেশ
|
|
দেনাপাওনা (উপন্যাস)
|
জীবনানন্দ, ষোড়শী
|
|
রামের সুমতি
|
রাম, নারায়নী
|
|
রবীন্দ্রনাথ ঠাকুর
|
ছুটি (ছোটগল্প)
|
ফটিক
|
কাবুলীওয়ালা (ছোটগল্প)
|
রহমত, খুকী
|
|
পোস্ট মাস্টার (ছোটগল্প)
|
রতন
|
|
ল্যাবরেটরি
|
মোহিনী, নন্দ কিশোর
|
|
সমাপ্তি (ছোটগল্প)
|
মৃন্ময়ী
|
|
হৈমন্তী (ছোটগল্প)
|
হৈমন্তী, গৌরীশঙ্কর, অপু
|
|
নষ্টনীড় (ছোটগল্প)
|
চারু
|
|
খোকাবাবুর প্রত্যাবর্তন (ছোটগল্প)
|
রাইচরণ
|
|
একরাত্রি (ছোটগল্প)
|
সুরবালা
|
|
জীবিত ও মৃত (ছোটগল্প)
|
কাদম্বিনী
|
|
বিসর্জন (নাটক)
|
জয়সিংহ, রঘুপতি, অপর্ণা
|
|
ডাকঘর (নাটক)
|
অমল, মাধব দত্ত, ঠাকুরদা
|
|
রক্তকবরী (নাটক)
|
নন্দিনী, রাজা, রঞ্জন
|
|
গোরা (উপন্যাস)
|
গোরা, ললিতা, বিনয়
|
|
শেষের কবিতা (উপন্যাস)
|
অমিত,লাবন্য,শোভনলাল
|
|
চোখের বালি (উপন্যাস)
|
মহেন্দ্ৰ, বিনোদিনী, আশালতা,বিহারী
|
|
যোগাযোগ (উপন্যাস)
|
মধুসূদন, কুমুদিনী, বিপ্রদাস
|
|
ঘরে-বাইরে (উপন্যাস)
|
বিমলা, সন্দ্বীপ ও নিখিলেস
|
|
দুইবোন (উপন্যাস)
|
শর্মিলা, ঊর্মিলা
|
|
সুভা
|
সুভা
|
|
শাস্তি
|
চন্দরা
|
|
মীর মশাররফ হোসেন
|
বিষাদ সিন্ধু (উপন্যাস)
|
ইমাম হোসেন (নায়ক), জয়নব, কাসেম, হোসেন, এজিদ
|
প্রভাতকুমার মুখোপাধ্যায়
|
ফুলের মূল্য (ছোটগল্প)
নবকথা, ষোড়শী, গহনার বাক্স,
বিলাসিনী ও নতুন বই
|
ম্যাগী
|
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
|
কবি (উপন্যাস)
|
নিতাই, বসন
|
ধাত্রীদেবতা (উপন্যাস)
|
শিবনাথ, গৌরী
|
|
মানিক বন্দ্যোপাধ্যায়
|
পদ্মানদীর মাঝি (উপন্যাস)
|
কুবের, পাচু, মালা, কপিলা, গণেশ ও হোসেন মিয়া
|
পুতুল নাচের ইতিকথা (উপন্যাস)
|
শশী, কুমুদ
|
|
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
|
পথের পাঁচালি (উপন্যাস)
|
অপু, দুর্গা
|
আবু ইসহাক
|
সূর্যদীঘল বাড়ি (উপন্যাস)
|
জয়গুন, হাসু, মায়মুন, শফি
|
নজীবর রহমান
|
আনোয়ারা (উপন্যাস)
|
আনোয়ারা
|
কাজী ইমদাদুল হক
|
আব্দুল্লাহ (উপন্যাস)
|
আবদুল্লাহ
|
জহির রায়হান
|
হাজার বছর ধরে (উপন্যাস)
|
টুনি, মন্ত
|
একুশের গল্প
|
তপু , রেণু
|
|
শহীদুল্লাহ কায়সার
|
সারেং বউ(উপন্যাস)
|
কদম সারেং, নবীতুন
|
সংশপ্তক (উপন্যাস)
|
হুরমতি, লেকু, রমজান,আনোয়ার
|
|
মোজাম্মেল হক
|
জোহরা (উপন্যাস)
|
জোহরা, কাশেম
|
সৈয়দ ওয়ালীউল্লাহ
|
লালসালু (উপন্যাস)
|
মজিদ, জমিলা, আমেনা
|
মুনীর চৌধুরী
|
রক্তাক্ত প্রান্তর (নাটক)
|
জোহরা, ইব্রাহীম কার্দি
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন