আবুল হাসান

আবুল হাসান (১৯৪৭-১৯৭৫)

আবুল হাসান ষাটের দশকের একজন সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত। আত্মগত দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে ।

আবুল হাসানের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম আবুল হাসান ৪ আগস্ট, ১৯৪৭ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নিগ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- ঝনঝনিয়া গ্রাম, নাজিরপুর, পিরোজপুর ।
প্রকৃত নাম তাঁর প্রকৃত নাম আবুল হোসেন মিয়া । সাহিত্যিক নাম আবুল হাসান ।
সম্পাদনা তিনি ১৯৬৯ সালে ‘ইত্তেফাক' পত্রিকায় বার্তা বিভাগে যোগ দেন। পরবর্তীতে ‘গণবাংলা’র সহকারী সাহিত্য সম্পাদক (১৯৭২), দৈনিক ‘জনপদ' পত্রিকার সহকারী সম্পাদক (১৯৭৩), দৈনিক ‘গণকণ্ঠ' পত্রিকার সহসম্পাদক (১৯৭৪) হিসেবে দায়িত্ব পালন করেন।
এশীয় কবিতা প্রতিযোগিতা তিনি ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ।
পুরস্কার তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৫, মরণোত্তর), একুশে পদক (১৯৮২, মরণোত্তর) পান ।
সাহিত্যকর্ম তাঁর প্রকাশিত সাহিত্যসমূহ:

কাব্যগ্রন্থ:

‘রাজা যায় রাজা আসে' (১৯৭২),
‘যে তুমি হরণ করো' (১৯৭৪),
‘পৃথক পালঙ্ক' (১৯৭৫)।

কাব্যনাট্য :

“ওরা কয়েকজন' (১৯৮৮)- এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়।

গল্প সংকলন:

‘আবুল হাসান গল্প সংগ্রহ' (১৯৯০)।
মৃত্যু তিনি ২৬ নভেম্বর, ১৯৭৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ।
নবীনতর পূর্বতন