জসীমউদ্দীন

জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)

সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার সমর্থক, বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলনের পৃষ্ঠপোষক পল্লীকবি জসীমউদ্দীন এর কবি প্রতিভার প্রকাশ ঘটে ছাত্রাবস্থায়। তাঁর রচিত কাব্যগুলোতে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র যে কুশলতার সাথে অঙ্কিত হয়েছে তাতে আধুনিক শিল্প- চেতনার ছাপ সুস্পষ্ট । বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তাঁর কাব্যে এক অনন্যসাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠে। ষাটের দশকের শেষের দিকে পাকিস্তান সরকার রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত বন্ধের পদক্ষেপ নিলে তিনি এর তীব্র বিরোধিতা করেন।

জসীমউদ্দীনের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
প্রকৃত ও ছদ্মনাম প্রকৃত নাম- মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা। ছদ্মনাম- জমীরউদ্দিন মোল্লা ।
উপাধি পল্লীকবি
তাঁর জামাতা ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর জামাতা।
প্রথম কবিতা ১৯২১ সালে ‘মোসলেম ভারত' পত্রিকায় ‘মিলন গান’ কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা ।
বাংলা একাডেমির পুরস্কার বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ ।
পুরস্কার ও সম্মাননা তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান ।
কর্মপরিধি জসীমউদ্দীনকে পল্লীকবি বলা হয় । তিনি এম.এ শ্রেণিতে অধ্যয়নকালে ড. দীনেশচন্দ্ৰ সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিয়োগ লাভ করেন। তিনি ১৯৩১-১৯৩৭ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে প্রচার বিভাগের ডেপুটি ডাইরেক্টরের পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কবি জসীমউদ্দীন হল' আছে।
কাব্যগ্রন্থ তাঁর কাব্যগ্রন্থসমূহ :

রাখালী ' (১৯২৭): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। এ কাব্যের ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’। এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান] ‘কবর' কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।

‘নক্সীকাঁথার মাঠ' (১৯২৯): এটি কবির শ্রেষ্ঠ কাহিনিকাব্য/গাথাকাব্য। এ গ্রন্থের প্রথম অংশে আছে চাষার ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের গল্প এবং দ্বিতীয় ভাগে তাদের বিচ্ছেদ। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এ কাব্যের উপকরণ। ১৯২৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে জসীমউদ্দীন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে আসলে রূপাই নামক এক ব্যক্তির সাথে তাঁর পরিচয় ঘটে। এ ব্যক্তির বাস্তব জীবনীকে কেন্দ্র করে তিনি রচনা করেন ‘নক্সীকাঁথার মাঠ'। চরিত্র: সাজু, রূপাই। E. M Milford af Field of the Embroidery Quilt নামে ইংরেজিতে অনুবাদ করেন।

‘সুচয়নী' (১৯৬১): এটি তাঁর নির্বাচিত কবিতার সংকলন ।

‘সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪) : এ কাহিনিকাব্য/ গাথাকাব্যটি ইউনেস্কোর উদ্যোগে ‘Gypsy Wharf’(১৯৬৯) নামে অনূদিত হয়। চরিত্র: সোজন, দুলী।

‘এক পয়সার বাঁশি' (১৯৫৬): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘ আসমানী ’। আসমানী একটি বাস্তব চরিত্র। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে জসীমউদ্দীনের বড় ভাই রাজেন্দ্র কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তিনি আসমানীর দেখা পান এবং এখানেই বসে তিনি ‘আসমানী’ কবিতাটি রচনা করেন । ৯৭ বছর বয়সে ১৮ আগস্ট, ২০১২ সালে আসমানী মারা যান ।

‘বালুচর' (১৯৩০),
ধানক্ষেত’ ( ১৯৩৩),
রূপবতী ’ (১৯৪৬),
‘মা যে জননী কান্দে' (১৯৬৩),
‘মাটির কান্না’ (১৯৫৮),
‘সকিনা’ (১৯৫৯)।
নাটক তাঁর রচিত নাটকসমূহ:

‘বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।
‘পদ্মাপাড়’ (১৯৫০),
‘মধুমালা’ (১৯৫১),
‘পল্লীবধূ’ (১৯৫৬),
‘গ্রামের মায়া’ (১৯৫৯),
বাঁশের বাঁশি
ভ্রমণকাহিনি তাঁর রচিত ভ্রমণকাহিনিসমূহ:

‘চলে মুসাফির' (১৯৫২),
‘‘হলদে পরীর দেশ” (১৯৬৭),
‘যে দেশে মানুষ বড়' (১৯৬৮),
'জার্মানির শহরে ও বন্দরে’ (১৯৭৬)।
অন্যান্য রচনাবলি জসীমউদ্দীনের অন্যান্য রচনাবলি:

উপন্যাস:

বোবাকাহিনি ' (১৯৬৪): এ উপন্যাসে মহাজনী শোষণের কারণে গ্রামের প্রান্তিক চাষি আজহারের ভূমিহীন হওয়া, শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিক কর্তৃক মেধাবী বছির নিগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে রচিত। চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।

‘বউটুবানির ফুল’ (১৯৯০): এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত উপন্যাস ।

শিশুতোষ গ্রন্থ: ‘হাসু' (১৯৩৮), ‘এক পয়সার বাঁশী' (১৯৪৯), ‘ডালিমকুমার' (১৯৫১)।

আত্মজীবনী : ‘জীবনকথা' (১৯৬৪)।

স্মৃতিকথা : ‘যাদের দেখেছি' (১৯৫২), ‘ঠাকুর বাড়ির আঙিনায়' (১৯৬১)।

গল্পগ্রন্থ: ‘বাঙ্গালীর হাসির গল্প' (১ম খণ্ড- ১৯৬০, ২য় খণ্ড-১৯৬৪)। এ গ্রন্থটি ইউনেস্কোর উদ্যোগে ‘Folk Tales of Bangladesh' নামে অনূদিত হয়।

গানের সংকলন: ‘রঙ্গিলা নায়ের মাঝি' (১৯৩৫), ‘গাঙ্গের পাড়’ (১৯৬৪), ‘জারিগান' (১৯৬৮)।

বিখ্যাত কবিতা:

‘কবর’: এটি প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল' পত্রিকায়। মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পঙ্ক্তি আছে। প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ ‘কবর’ কবিতার মূল বিষয়।

‘আসমানী’: কবিতাটি ‘এক পয়সার বাঁশি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবির বড় ভাই রাজেন্দ্র সরকারি কলেজের অধ্যাপক নুরুদ্দিন আহমেদের শ্বশুরবাড়ি ছিল বর্তমান ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেখানে কবি বেড়াতে গিয়ে আসমানীর দেখা পান এবং সেখানে বসেই তিনি ‘আসমানী' কবিতাটি রচনা করেন। ৯৭ বছর বয়সে আসমানী মৃত্যুবরণ করেন ১৮ আগস্ট, ২০১২ সালে ।

‘রাখাল ছেলে’ (রাখালী),
নিমন্ত্রণ ' (ধানক্ষেত),
মুসাফির ’ (বালুচর),
‘চাষার ছেলে’ ,
‘পল্লীজননী’
বিখ্যাত পক্তি ১. এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। (কবর)

২. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। (কবর)

৩. বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা,
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ। (কবর)

৪. এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাঠির তলে,
গড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। (কবর)

৫. কাচা ধানের পাতার মত কচি মুখের মায়া ।
জালি লাউয়ের ডগার মতোন বাহু দু’খান সরু। (রুপাই )

৬. যে মোরে করিল পথের বিবাগী,
পথে পথে আমি ফিরি তার লাগি । (প্রতিদান )
মৃত্যু তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয় ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: জসীম উদ্দীন mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৭১)

১. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) তরমুজ

২. পল্লীকবি জসীমউদ্‌দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে? [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]

উত্তর: (খ) রাখালী

৩. কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি? [ সহকারী ভূ-তত্ত্ববিদ: ৯৮ ]

উত্তর: (ঘ) রাখালী

৪. ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন- [ সহকারী ভূ-তত্ত্ববিদ: ৯৮ ]

উত্তর: (ক) জসীমউদ্দীন

৫. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ? [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]

উত্তর: (গ) নকশী কাঁথার মাঠ

৬. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার : ০৪ ]

উত্তর: (খ) মাত্রাবৃত্ত

৭. পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন--- [ পিটিআই এর শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ফরিদপুরে

৮. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? [ সাব রেজিস্ট্রার: ১২ ]

উত্তর: (খ) শাপলার হাটে

৯. কোনটি জসিম উদ্দীনের লেখা? [ সাব রেজিস্ট্রার: ০১ ]

উত্তর: (গ) উত্তম পুরুষ

১০. জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]

উত্তর: (গ) ১৯২৭

১১. ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে? [ উপ খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (গ) কবি জসীম উদ্দীন

১২. ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন? [ কারা তত্ত্বাবধায়ক : ১০ ]

উত্তর: (খ) জসীমউদ্দীন

১৩. ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে? [ কারা তত্ত্বাবধায়ক : ০৬ ]

উত্তর: (ক) জসীমউদ্দীন

১৪. কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো- [তথ্য অফিসার : ০৫ ]

উত্তর: (খ) প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ

১৫. ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) : ১৪ ]

উত্তর: (ক) ১১৮টি

১৬. জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) : ১৪ ]

উত্তর: (ঘ) ১৩ মার্চ

১৭. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) : ১৪ ]

উত্তর: (গ) ১৯৬৯

১৮. কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর :১৪ ]

উত্তর: (ঘ) রাখালী

১৯. ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর :১৪ ]

উত্তর: (ঘ) জসীম উদ্দীন

২০. জসীমউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে? [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (খ) ১৯৩৮

২১. ‘রাখালী’ কাব্য কার লেখা? [ পিএসসি এর সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (খ) জসীমউদ্দীন

২২. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা? [ ২৪তম বিসিএস ]

উত্তর: (ক) কাব্য

২৩. 'আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও'- পংক্তিটি কোন কবির লেখা? [ পিএসসি এর সহকারী পরিচালক : ০৬ ]

উত্তর: (গ) জসীমউদ্দীন

২৪. জসীম উদ্‌দীনের রচনা কোনটি? [ ৪০তম বিসিএস ]

উত্তর: (ক) যাদের দেখেছি

২৫. "The filed of embroidered quilt" : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ? [ বাংলাদেশ টেলিভিশন এর প্রযোজক : ০৬ ]

উত্তর: (গ) নকশী কাঁথার মাঠ

২৬. কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? [ ১৪তম বিসিএস ]

উত্তর: (ক) ১৯০৩-১৯৭৬ইং

২৭. "বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।" পংক্তিটির রচয়িতা কে? [ রেজিস্ট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক ( শাপলা) : ১১ ]

উত্তর: (ক) জসীমউদ্দীন

২৮. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [ ২৫তম বিসিএস ]

উত্তর: (গ) কল্লোল

২৯. 'বোবা কাহিনী' জসীমউদ্‌দীনের কোন ধরনের রচনা? [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (গ) উপন্যাস

৩০. জসীমউদ্দীন 'কবর' কবিতা রচনার সময়ে- [ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (খ) কলেজে পড়েন

৩১. কোনটি জসীমউদ্দীনের রচনা? [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (গ) ঠাকুর বাড়ির আঙিনায়

৩২. পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]

উত্তর: (খ) ঢাকায়

৩৩. জসিম উদ্দীনের 'আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১২ ]

উত্তর: (খ) ফরিদপুর

৩৪. কোনটি জসীম উদ্দীনের নাটক – [ ৩৬তম বিসিএস ]

উত্তর: (গ) বেদের মেয়ে

৩৫. ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]

উত্তর: (ঘ) জসীমউদ্দীন

৩৬. ‘কবর’ কবিতার লেখক কে? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ঘ) জসীম উদ্দীন

৩৭. জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ঘ) সোজন বাদিয়ার ঘাট

৩৮. 'কবর' কবিতা কোন কাব্যের অন্তর্গত? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]

উত্তর: (গ) রাখালী

৩৯. জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [ ২৪তম বিসিএস ]

উত্তর: (ক) রাখালী

৪০. জসীমউদ্দীন রচিত উপন্যাস কোনটি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) : ১৪ ]

উত্তর: (ঘ) বোবা কাহিনী

৪১. জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা) : ১৪ ]

উত্তর: (খ) নক্সী কাঁথার মাঠ

৪২. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (গ) এক পয়সার বাঁশি

৪৩. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি? [ ৩১তম বিসিএস ]

উত্তর: (ক) জসীমউদ্দীন

৪৪. জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (খ) কাজল গাঁয়ে

৪৫. কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে? [ মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক : ০৩ ]

উত্তর: (ক) জসীম উদ্দীন

৪৬. কবি জসিমউদ্দিন রচিত কাব্য কোনটি? [ ৩৪ তম বিসিএস ]

উত্তর: (গ) রাখালী

৪৭. বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১১ ]

উত্তর: (ঘ) জসীমউদ্দীন

৪৮. কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত? [ ৩৪তম বিসিএস ]

উত্তর: (গ) রাখালী

৪৯. 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য? [ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (খ) গীতিকাব্য

৫০. 'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:১৬ ]

উত্তর: (ক) কাহিনী কাব্য

৫১. ”নকশী কাঁথা” কোন কবির কাব্য কে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী : ১৩ ]

উত্তর: (ঘ) জসীমউদ্দিন

৫২. জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫ ]

উত্তর: (গ) ধানক্ষেত

৫৩. ‘চলে মুসাফির’ ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থটি কে রচনা করেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক (চট্রগ্রাম) : ০৩ ]

উত্তর: (খ) জসীমউদ্দিন

৫৪. জসীমউদ্দীনের 'চলে মুসাফির ' কি ধরনের রচনা? [ সাব-রেজিস্টার : ০৩ ]

উত্তর: (গ) ভ্রমণ কাহিনী

৫৫. কোনটি জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ ? [ বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী:১৩ ]

উত্তর: (খ) চলে মুসাফির

৫৬. কোনটি জসীমউদ্‌দীনের কাব্য নয়? [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক:০৬ ]

উত্তর: (খ) মাটির মায়া

৫৭. পল্লী কবি জসীম উদ্দিনের উপন্যাস মোট কয়টি ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১২ ]

উত্তর: (ক) একটি

৫৮. আসমানিরে দেখতে কোথায় যেতে হবে? [ বন অধিদপ্তরের বন প্রহরী : ১৫ ]

উত্তর: (গ) রসুলপুর

৫৯. ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১৫ ]

উত্তর: (খ) জসীমউদ্দীন

৬০. নিচের কোন কবি লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (ঘ) জসীমউদ্দীন

৬১. কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রুপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক :১৯ ]

উত্তর: (খ) নকশী কাঁথার মাঠ

৬২. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।-পংক্তিটি কোন কবির রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক (তিস্তা) : ১০ ]

উত্তর: (খ) কবি জসীম উদদীন

৬৩. 'এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে, / ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে । চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত - [ রুপালী ব্যাংক অফিসার : ১৯ ]

উত্তর: (ক) নকশী কাঁথার মাঠ

৬৪. পল্লী কবি জসীমউদ্‌দীন রচিত নাটক কোনটি? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি আটেনডেন্ট : ২০ ]

উত্তর: (গ) বেদের মেয়ে

৬৫. 'আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়.....' পঙক্তিটির কার? [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]

উত্তর: (গ) জসীমউদ্‌দীন

৬৬. 'রূপাই' জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? [ সিনিয়র স্টাফ নার্স: ২১ ]

উত্তর: (খ) নক্সী কাঁথার মাঠ

৬৭. 'সূচয়নী' কোন ধরনের গ্রন্থ? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী:২১ ]

উত্তর: (খ) কবিতা সংকলন

৬৮. 'নকশী কাঁথার মাঠ' কাব্যের নায়িকার নাম কী? [ বাংলাদেশ রেলওয়ের খালার্সী : ২২ ]

উত্তর: (গ) সাজু

৬৯. কোনটি জসীম উদ্‌দীনের রচনা? [ খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী : ২২ ]

উত্তর: (খ) এক পয়সার বাঁশি

৭০. 'ঠাকুর বাড়ির আঙিনায়' কার আত্মকথামূলক রচনা? [ বিমান বাংলাদেশ এয়ারলাইলের ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২ ]

উত্তর: (ক) জসীমউদ্দীন

৭১. 'ঐ দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে।' বিখ্যাত এই পড়ক্তিদ্বয়ের রচয়িতা কে? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২২ ]

উত্তর: (খ) জসীমউদ্দীন

    নবীনতর পূর্বতন