মুসলমান গদ্য লেখক
খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী ১৯ শতকের সাহিত্যিক এবং প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখক ৷ তার গ্রন্থের নাম “উচিত শ্রবণ'।যেটি ১৮৬০ সালে প্রকাশিত হয়।
জীবনচরিত (সীরাত গ্রন্থ): হযরতের জীবনী
রচয়িতা
|
গ্রন্থের ধরন
|
গ্রন্থ
|
গিরিশচন্দ্র সেন
|
প্ৰবন্ধ
|
মহাপুরুষচরিত : হযরতের জীবনী সংক্রান্ত প্রথমগ্রন্থ ।
|
মাওলানা আকরাম খাঁ
|
প্ৰবন্ধ
|
মোস্তফা চরিত: শ্রেষ্ঠ রচনা ।
|
শেখ আব্দুর রহিম
|
প্ৰবন্ধ
|
হযরত মুহম্মদের জীবনচরিত ও ধর্মনীতি
|
ইয়াকুব আলী চৌধুরী
|
প্ৰবন্ধ
|
মানব মুকুট, নূরনবী (ছোটদের জন্য)
|
গোলাম মোস্তফা
|
প্ৰবন্ধ
|
বিশ্বনবী
|
মোঃ ওয়াজেদ আলী
|
প্ৰবন্ধ
|
মরুভাস্কর
|
কাজী নজরুল ইসলাম
|
কাব্যগ্রন্থ
|
মরুভাস্কর (অসম্পূর্ণ জীবনী)
|
মোজাম্মেল হক
|
কাব্যগ্রন্থ
|
হযরত মোহাম্মদ
|
শেখ ফজলুল করিম
|
কাব্যগ্রন্থ
|
পরিত্রাণ কাব্য
|
আব্দুর রহমান খাঁ
|
কাব্যগ্রন্থ
|
শেষনবী
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন