বিখ্যাত মুসলমান গদ্য লেখক ও জীবনচরিত ( সিরাত গ্রন্থ )

মুসলমান গদ্য লেখক

খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী ১৯ শতকের সাহিত্যিক এবং প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখক ৷ তার গ্রন্থের নাম “উচিত শ্রবণ”। যেটি ১৮৬০ সালে প্রকাশিত হয়।

জীবনচরিত (সীরাত গ্রন্থ): হযরতের জীবনী

রচয়িতা গ্রন্থের ধরন গ্রন্থ
গিরিশচন্দ্র সেন প্ৰবন্ধ মহাপুরুষচরিত : হযরতের জীবনী সংক্রান্ত প্রথমগ্রন্থ ।
মাওলানা আকরাম খাঁ প্ৰবন্ধ মোস্তফা চরিত: শ্রেষ্ঠ রচনা ।
শেখ আব্দুর রহিম প্ৰবন্ধ হযরত মুহম্মদের জীবনচরিত ও ধর্মনীতি
ইয়াকুব আলী চৌধুরী প্ৰবন্ধ মানব মুকুট, নূরনবী (ছোটদের জন্য)
গোলাম মোস্তফা প্ৰবন্ধ বিশ্বনবী
মোঃ ওয়াজেদ আলী প্ৰবন্ধ মরুভাস্কর
কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ মরুভাস্কর (অসম্পূর্ণ জীবনী)
মোজাম্মেল হক কাব্যগ্রন্থ হযরত মোহাম্মদ
শেখ ফজলুল করিম কাব্যগ্রন্থ পরিত্রাণ কাব্য
আব্দুর রহমান খাঁ কাব্যগ্রন্থ শেষনবী
নবীনতর পূর্বতন