বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিখ্যাত বাংলা উপন্যাস এর একটি তালিকা নিচে দেওয়া হল। বাংলা উপন্যাস সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন: বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ এবং শ্রেণীবিভাগ
বিখ্যাত বাংলা উপন্যাস
ঔপন্যাসিক | উপন্যাসের নাম |
---|---|
প্যারীচাঁদ মিত্র | ‘আলালের ঘরের দুলাল' (১৮৫৭) : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) : এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 'কপালকুণ্ডলা'(১৮৬৬), 'মৃণালিনী'(১৮৬৯), 'কৃষ্ণকান্তের উইল'(১৮৭৮), 'ইন্দিরা'(১৮৭৩), 'যুগলাঙ্গুরীয়'(১৮৭৪), 'দেবী চৌধুরাণী'(১৮৮৪), ‘রাধারানী(১৮৮৬) ', 'সীতারাম(১৮৮৭) ', 'রজনী'(১৮৭৭), 'চন্দ্রশেখর'(১৮৭৫), 'আনন্দমঠ(১৮৮২) ', 'রাজসিংহ (১৮৮২) ', 'বিষবৃক্ষ'(১৮৭৩) । |
রবীন্দ্রনাথ ঠাকুর | 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩): প্রথম প্রকাশিত উপন্যাস। 'চোখের বালি'(১৯০৩), 'গোরা'(১৯১০), 'ঘরে-বাইরে'(১৯১৬), যোগাযোগ’(১৯২৯), ‘শেষের কবিতা” (১৯২৯), “দুইবোন’(১৯৩৩), ‘চার অধ্যায়'(১৯৩৪), 'মালঞ্চ'(১৯৩৪), 'চতুরঙ্গ'(১৯১৬), 'রাজর্ষি'(১৮৮৭), 'নৌকাডুবি'(১৯০৬) । |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | 'বড়দিদি' (১৯০৭) : এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। 'শ্রীকান্ত' (১ম খণ্ড ১৯১৭, ২য় খণ্ড- ১৯১৮, ৩য় খণ্ড- ১৯২৭, ৪র্থ খণ্ড- ১৯৩৩): এটি তাঁর আত্মজৈবনিক উপন্যাস । 'গৃহদাহ' (১৯২০), 'পথের দাবী' (১৯২৬), 'পল্লীসমাজ' (১৯১৬), 'দেবদাস' (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'নববিধান' (১৯২৪), 'দত্তা' (১৯১৮), 'দেনা পাওনা' (১৯২০), ‘পরিণীতা' (১৯১৪), ‘বিরাজ বৌ' (১৯১৪), 'পণ্ডিত মশাই' (১৯১৪), ‘শেষ প্রশ্ন' (১৯৩১), 'শেষের পরিচয়' (১৯৩৯) । |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | ’পথের পাঁচালী' (১৯২৯): এটি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস। 'অপরাজিত', 'আরণ্যক', 'আদর্শ হিন্দু হোটেল', 'অনুবর্তন', 'দৃষ্টিপ্রদীপ', ‘ইছামতি', 'অশনি সংকেত', ‘দেবযান’। |
কালীপ্রসন্ন সিংহ | 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২): এটি রম্য রচনা। |
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় | 'কল্পতরু' ( ১৮৭৪): এটি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস । |
ভূদেব মুখোপাধ্যায় | 'ঐতিহাসিক উপন্যাস' (১৮৫৭) : বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় নিদর্শন। |
রমেশচন্দ্র দত্ত | ‘বঙ্গবিজেতা' (১৮৭৯), 'মাধবীকঙ্কন' (১৮৭৯), 'জীবনপ্রভাত' (১৮৭৯), জীবনসন্ধ্যা' (১৮৭৯)। প্রথম দুটি উপন্যাসে তিনি সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়, তৃতীয়টিতে আকবরের বিরুদ্ধে রানা প্রতাপ সিংহের সংগ্রাম এবং চতুর্থটিতে শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির অভ্যুদয়ের কাহিনি বর্ণনা করেন। এ চারটি উপন্যাসই ছিল ঐতিহাসিক। চারটির বিষয়ই মোঘল আমলের ১০০ বছরের মধ্যেই ঘটিত। এ জন্য উপন্যাস চারটি একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে। |
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী | 'রূপজালাল' (১৮৭৬): এটি আত্মজীবনীমূলক রচনা । |
নজিবর রহমান সাহিত্যরত্ন | ‘আনোয়ারা' (১৯১৪); এতে বাঙালি মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে। |
মোহাম্মদ মোজাম্মেল হক | ’জোহরা' (১৯২৬); এতে তৎকালীন মুসলিম সমাজের নারীদের প্রতি অন্যায় ও অত্যাচারের চিত্র অঙ্কিত হয়েছে। কন্যার মতামত অগ্রাহ্য করে আত্নীয়-স্বজনেরা বিয়ে দিতে গিয়ে কন্যার জীবনে যে দুর্ভোগের সৃষ্টি করে তারই সার্থক রূপায়ণ এ উপন্যাস। |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | ‘ধাত্রীদেবতা'(১৯৩৯) , ‘গণদেবতা'(১৯৪২) , 'পঞ্চগ্রাম'(১৯৪৩) , 'একটি কালো মেয়ের কাহিনী'(১৯৭১) , 'হাঁসুলি বাঁকের উপকথা'(১৯৪৭), ‘কবি'(১৯৪২), 'অরণ্যবহ্নি'(১৯৬৬),' চৈতালি ঘূর্ণি’(১৯৩২), উত্তরায়ণ (১৯৫০)। |
কাজী নজরুল ইসলাম | ‘বাঁধনহারা'(১৯২৭): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। 'কুহেলিকা(১৯৩১)', 'মৃত্যুক্ষুধা'(১৯৩০)। |
মানিক বন্দ্যোপাধ্যায় | 'জননী' (১৯৩৫): এটি তাঁর রচিত প্রথম উপন্যাস । ‘পদ্মানদীর মাঝি”(১৯৩৬), ‘পুতুলনাচের ইতিকথা”(১৯৩৬), “শহরতলী(১৯৪০)', 'অমৃতস্য পুত্রা', 'অহিংসা'(১৯৪১), 'আরোগ্য'(১৯৫৩), 'দিবারাত্রির কাব্য'(১৯৩৫), 'সোনার চেয়ে দামি'(১৯৫১), 'স্বাধীনতার স্বাদ'(১৯৫১)। |
আনোয়ার পাশা | ‘রাইফেল রোটি আওরাত'(১৯৭৩)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস ”রাইফেল রোটি আওরাত” রচনার জন্য তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। |
সেলিনা হোসেন | ‘হাঙর নদী গ্রেনেড’( ১৯৭৬), ‘পোকামাকড়ের ঘরবসতি’(১৯৮৬), ‘নিরন্তর ঘন্টাধ্বনি’(১৯৮৭)। |
শওকত ওসমান | ‘জননী’ (১৯৬১): প্রথম প্রকাশিত উপন্যাস। ‘জাহান্নাম হইতে বিদায়’(১৯৭১), ‘দুই সৈনিক’(১৯৭৩), ‘নেকড়ে অরণ্য'(১৯৭৩), ‘জলাঙ্গী’(১৯৮৬), ‘বনি আদম’, ‘ক্রীতদাসের হাসি’(১৯৬২), ‘সমাগম’( ১৯৬৭), ‘চৌরসন্ধি’(১৯৬৮), ‘রাজা উপাখ্যান’(১৯৭০), ‘পতঙ্গ পিঞ্জর’(১৯৮৩) । |
দিলারা হাসেম | ‘ঘর মন ও জানালা’(১৯৬৫), ‘আমলকীর মৌ’(১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫) । |
অন্নদাশঙ্কর রায় | ‘সত্যাসত্য’: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাস যা ছয় খণ্ডে প্রকাশিত। |
শওকত আলী | ‘প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪), ‘কুলায় কালস্রোত’ (১৯৮৬), 'ওয়ারিশ' (১৯৮৯)। |
আবু জাফর শামসুদ্দীন | ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩),‘পদ্মা মেঘনা যমুনা’ (১৯৭৪), ‘দেয়াল’ (১৯৮৫) । |
স্বর্ণকুমারী দেবী | দীপনির্বাণ (১৮৭৬),মিবার-রাজ (১৮৭৭),ছিন্নমুকুল (১৮৭৯)। |
রশীদ করিম | উত্তম পুরুষ (১৯৬১),প্রসন্ন পাষাণ (১৯৬৩)। |
কাজী ইমদাদুল হক | ‘আব্দুল্লাহ’ (১৯৩৩) |
ইমদাদুল হক মিলন | ‘রূপনগর’(১৯৮৮),‘সারাবেলা’(১৯৮৮),‘নদী উপাখ্যান ’ |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | ‘বৈতালিক’ |
প্রমথনাথ বিশী | ‘কেরী সাহেবের মুন্সী’(১৯৫৮), ‘লালকেল্লা’(১৯৬৩) । |
হুমায়ুন কবির | ‘নদী ও নারী’(১৯৪৫)। |
অদ্বৈত মল্লবর্মণ | ‘তিতাস একটি নদীর নাম' |
ডা. লুৎফর রহমান | 'সরলা' |
হরপ্রসাদ শাস্ত্রী | ‘বেণের মেয়ে’(১৯১৯) |
মাহমুদুল হক | ‘কালো বরফ’ (১৯৭৭) - উপন্যাসটির মূল বিষয় ছেচল্লিশের দাঙ্গা ও সাতচল্লিশের দেশভাগ। |
সুনীল গঙ্গোপাধ্যায় | ‘আত্মপ্রকাশ’, ‘পূর্ব-পশ্চিম' |
আব্দুর রাজ্জাক | ‘কন্যাকুমারী’ |
নুরজাহান বেগম | ‘আগুনমুখার মেয়ে’ |
হাসন রাজা | ‘লোকে সিন্ধু’ |
রাজিয়া খান | ‘বটতলার উপন্যাস' |
খান মুহম্মদ মঈনুদ্দিন | ‘অনাথিনী’ |
সৈয়দ মুস্তাফা সিরাজ | ‘অলীক মানুষ’ |
জরাসন্ধ | ‘ন্যায়দণ্ড’ |
আকবর হোসেন | ‘দু’দিনের খেলাঘর’ |
সত্যেন সেন | ‘অভিশপ্ত নগরী’, ‘পাপের সন্তান’। |
সরদার জয়েনউদ্দীন | ‘অনেক সূর্যের আশা’,‘বিধ্বস্ত রোদের ঢেউ’ |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বাংলা উপন্যাস mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৪৪)
১. 'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ ]
উত্তর: (ক) আবু জাফর শামসুদ্দিন
ব্যাখ্যা: আবু জাফর শামসুদ্দিনের 'শেষ রাত্রির তারা' (১৯৬৬) প্রকৃতপক্ষে গল্পগ্রন্থ, উপন্যাস নয়।
২. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (ক) গঙ্গা
৩. উপন্যাস কোন যুগের সৃষ্টি? [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১ ]
উত্তর: (খ) আধুনিক যুগের
৪. কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]
উত্তর: (গ) রমেশচন্দ্র দত্ত
৫. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার: ২৩ ]
উত্তর: (ঘ) উপন্যাস
৬. নিচের কোনটি উপন্যাস? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩ ]
উত্তর: (ক) কাকজ্যোৎস্না
৭. 'প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]
উত্তর: (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৮. পূর্ব-পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন? [ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার : ১৭ ]
উত্তর: (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৯. নিচের কোনটি উপন্যাস? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (খ) শেষের কবিতা
১০. ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে? [ ২৯ তম বিসিএস ]
উত্তর: (খ) কাজী ইমদাদুল হক
১১. নিচের কোনটি সঠিক? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০০৯ ]
উত্তর: (গ) বিষবৃক্ষ-উপন্যাস
১২. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? [ সহকারী প্রকৌশলী ( গণপূর্ত ) : ০৫ ]
উত্তর: (খ) সমাজের রঙ্গরসাত্মক চিত্র
১৩. বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ক) প্যারীচাঁদ মিত্র
১৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের প্রধান উপজীব্য-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি
১৫. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২১ ]
উত্তর: (ক) একটি কালো মেয়ের কথা
১৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয় ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিসংখ্যান সহকারী) ]
উত্তর: (খ) ১৮৫৮
১৭. 'কালের পুতুল' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) হেলেনা খান
১৮. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর : ১৩ ]
উত্তর: (খ) দুর্গেশনন্দিনী
১৯. ‘আমলকীর মৌ’ উপন্যাসটি কে রচনা করেছেন? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]
উত্তর: (ঘ) দিলারা হাসেম
২০. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থটি কোন ধরনের রচনা এবং রচয়িতার নাম কি? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]
উত্তর: (গ) উপন্যাস-হুমায়ুন আজাদ
২১. ‘আলমনগরের উপকথা’ গ্রন্থটি কে রচনা করেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শামসুদ্দিন আবুল কালাম
২২. নিচের কোন উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গণদেবতা
২৩. ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসটি কে লিখেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সেলিনা হোসেন
২৪. ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক : ১৬ ]
উত্তর: (ঘ) ছোটগল্প ও উপন্যাস
২৫. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক : ১৬ ]
উত্তর: (ক) প্যারীচাঁদ মিত্র
২৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (ঘ) আলালের ঘরের দুলাল
২৭. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ঘ) প্যারীচাঁদ মিত্র
২৮. 'কাগজের নৌকা' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) রোমেনা আফাজ
২৯. ‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( ইছামতি) : ১০ ]
উত্তর: (ক) আকবর হোসেন
৩০. কোনটি শওকত আলীর উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কুলায়ে কালস্রোত
৩১. ‘বৈতালিক’ উপন্যাসটি কে রচনা করেছেন? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা) : ১৩ ]
উত্তর: (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
৩২. 'পথ জানা নাই'-কার লেখা? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০ ]
উত্তর: (খ) আবু জাফর শামসুদ্দীন
৩৩. নিচের কোন উপন্যাসটি গ্রামীণ পটভূমিকায় রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সবগুলো
৩৪. ‘কেয়াবন সঞ্চারণী’ ও ‘বিশ শতকের মেয়ে’-উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ড. নীলিমা ইব্রাহীম
৩৫. ‘উত্তর পুরুষ’ উপন্যাসের রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রাজিয়া রহমান
৩৬. প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ব্রজবিলাস
৩৭. ‘হাঙর নদী গ্রেনেড’ গ্রন্থের রচয়িতা- [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি | সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) | - ১৮ ]
উত্তর: (ক) সেলিনা হোসেন
৩৮. রাজিয়া রহমান রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বং থেকে বাংলা
৩৯. কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার : ১৭ ]
উত্তর: (ঘ) দেবদাস
৪০. প্যারিচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আলালের ঘরের দুলাল
৪১. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? [ প্রবাসী কল্যাণ ব্যাংক-সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (ঘ) ফুলমণি ও করুণার বিবরণ
৪২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? [ রাবি ( গণযোগাযোগ) : ০৫-০৬ ]
উত্তর: (গ) স্বর্ণকুমারী দেবী
৪৩. ‘সূর্য তুমি সাথী’, ‘মরণ বিলাস’-রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আহমদ ছফা
৪৪. ‘বাংলাদেশ কথা কয়’ উপন্যাসের রচয়িতা কে? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর : ১৯ ]
উত্তর: (গ) আবদুল গাফফার চৌধুরী
৪৫. “কালো বরফ” উপন্যাসটির বিষয়- [ ৪০ তম বিসিএস ]
উত্তর: (ঘ) দেশভাগ
৪৬. সেলিনা হোসেন রচিত উপন্যাস নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) খোয়াবনামা
৪৭. ‘আলালের ঘরের দুলাল’- [ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
৪৮. 'ইছামতী' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪৯. আবদুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) চন্দ্র দ্বীপের উপাখ্যান
৫০. 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দুর্গ প্রধানের কন্যা
৫১. ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০ ]
উত্তর: (গ) সেলিনা হোসেন
৫২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি তার ত্রয়ী উপন্যাসের অন্তর্গত নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কবি
৫৩. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( ইছামতি ) : ১০ ]
উত্তর: (ক) আলালের ঘরের দুলাল
৫৪. ‘পদ্মা মেঘনা যমুনা’ কোন শ্রেণীর উপন্যাস? [ কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার ( সাধারণ ) : ০৮ ]
উত্তর: (খ) ইতিহাসভিত্তিক
৫৫. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্বৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যোগাযোগ
৫৬. ‘জীবনের খেলাঘর’ ও ‘নারঙ্গী বনের ঝড়’ উপন্যাস দুটির রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কাজী আবুল হোসেন
৫৭. 'গণদেবতা' উপন্যাস কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৫৮. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস? [ প্রাথমিক প্রধান শিক্ষক : ৯৩ ]
উত্তর: (ক) কলিকাতা কমলালয়
৫৯. 'গায়ত্রী সন্ধ্যা' কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সেলিনা হোসেন
৬০. নিম্নোক্ত কোন উপন্যাসে চাকমা অঞ্চলের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবং চাকমা অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কর্ণফুলী
৬১. ‘আধ্যাত্মিকা’ ও ‘অভেদী’ -গ্রন্থ দুটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্যারীচাঁদ মিত্র
৬২. 'অমাবস্যা' উপন্যাসটি কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৬৩. ‘কাশবনের কন্যা’ উপন্যাসের উপজীব্য কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জেলে ও বেদেদের জীবনকাহিনী
৬৪. ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস 'ন হন্যতে' কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মৈত্রেয় দেবী
৬৫. 'অপরাজিত' কোন শ্রেণীর রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উপন্যাস
৬৬. অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'প্রথম কদমফুল' কোন জাতীয় রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) উপন্যাস
৬৭. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? [ ৩৭তম বিসিএস ]
উত্তর: (ঘ) অলীক মানুষ
৬৮. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? [ ৩৫ তম বিসিএস ]
উত্তর: (খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
৬৯. মাহবুব-উল-আলমের ‘মোমেনের জবানবন্দী’ কোন শ্রেণীর উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আত্মজীবনীমূলক
৭০. 'হাজার বছর ধরে' কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) জহির রায়হানের উপন্যাস
৭১. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) একটি কালো মেয়ের কথা
৭২. মুহম্মদ মুস্তাফার জীবনালেখ্য আছে কোন উপন্যাসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কাঁদো নদী কাঁদো
৭৩. 'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (গ) নুরজাহান বেগম
৭৪. ‘জলডুঙ্গি’ ও ‘দম্পতি’ উপন্যাসদ্বয় নিম্নে কোন ব্যক্তি রচনা করেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বুলবুল চৌধুরী
৭৫. বিষাদ-সিন্ধু উপন্যাসের লেখকের নাম --- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মীর মশাররফ হোসেন
৭৬. ‘পদ্মা মেঘনা যমুনা’ নামক বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা করেছেন? [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (গ) আবু জাফর শামসুদ্দীন
৭৭. বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭৮. সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শিরীন আখতার
৭৯. নিচের কোনটি উপন্যাস নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) খোয়াবনামা
৮০. বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮১. 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দীপক চৌধুরী
৮২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্যারীচাঁদ মিত্র
৮৩. কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
৮৪. ‘আলালের ঘরের দুলাল’-এর লেখক কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮৫. 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উপন্যাস
৮৬. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ড. নীলিমা ইব্রাহিম
৮৭. 'যদ্যপি আমার গুরু'-কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আহ্মেদ ছফা
৮৮. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কপালকুন্ডলা
৮৯. প্রথম বাংলা উপন্যাস হল-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আলালের ঘরের দুলাল
৯০. সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৯১. মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রেমের সমাধি
৯২. ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দেবেন্দ্রনাথ সেন
৯৩. ‘নদী ও নারী’ কার রচনা? [ ২০ তম এবং ৩৮তম বিসিএস ]
উত্তর: (ঘ) হুমায়ুন কবির
৯৪. ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মোজাম্মেল হক
৯৫. কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) রমেশচন্দ্র দত্ত
৯৬. ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]
উত্তর: (ক) খান মুহাম্মদ মঈনুদ্দিন
৯৭. হুতোমী গদ্যের লেখকের নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কালীপ্রসন্ন সিংহ
৯৮. কোনটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ঘর মন জানালা- উপন্যাস
৯৯. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঋত্বিক ঘটক
১০০. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রশীদ করিম
১০১. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
উত্তর: (খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
১০২. ‘আনোয়ারা’ কোন ধরনের গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উপন্যাস
১০৩. ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হুমায়ুন আজাদ
১০৪. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কালীপ্রসন্ন সিংহ
১০৫. ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১০৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
১০৭. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) নিখিলেস-বিমলা
১০৮. ‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন- [ কারা তত্ত্বাবধায়ক : ১৩ ]
উত্তর: (ঘ) প্রমথনাথ বিশি
১০৯. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অদ্বৈতমল্ল বর্মণ
১১০. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নজিবর রহমান সাহিত্যরত্ন
১১১. হুতোমী বাংলা কার রচনাকে বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কালী প্রসন্ন সিংহ
১১২. ‘খরলা’ উপ্যাসটি কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: উত্তর পাওয়া যায় নাই।
১১৩. কোনটি ঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বহ্নিপীর (নাটক)
১১৪. ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
১১৫. ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তারকানাথ গঙ্গোপাধ্যায়
১১৬. ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১৭. কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আগুনপাখি
১১৮. ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) খন্দকার মোহাম্মদ ইলিয়াস
১১৯. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) রূপজালাল
১২০. ‘কুলায় কলাস্রোত’ কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শওকত আলী
১২১. মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জোহরা
১২২. ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]
উত্তর: (খ) হাছন রাজা
১২৩. ‘কত ছবি, কত গান’ এর লেখক- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( বরিশাল ) : ০৭ ]
উত্তর: (খ) খন্দকার মোঃ ইলিয়াস
১২৪. 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) নগর ও গ্রামীণ জীবন
১২৫. ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ১৯১৪ সালে
১২৬. 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শহীদুল্লা কায়সার
১২৭. ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উপন্যাস
১২৮. মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১২৯. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কুহেলিকা
১৩০. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কালী প্রসন্ন সিংহ
১৩১. ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩২. ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রম্যরচনা
১৩৩. “আগুন পাখি”উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) হাসান আজিজুল হক
১৩৪. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক ( পদ্ম) : ১৩ ]
উত্তর: (খ) জরাস্বন্ধ
১৩৫. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আনোয়ার পাশা
১৩৬. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শওকত আলী
১৩৭. কোনটি উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কন্যা কুমারী
১৩৮. 'সংশপ্তক' একটি বিখ্যাত- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উপন্যাস
১৩৯. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম- [ আনসার ও ভিডিপি সার্কেল এডজুট্যান্ট : ০৫ ]
উত্তর: (গ) রূপজালাল
১৪০. ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) শওকত আলী
১৪১. ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হুমায়ুন আজাদ
১৪২. 'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ? [ সাব-রেজিস্ট্রার: ১৬ ]
উত্তর: (ক) হ্যানা ক্যাথারিন
১৪৩. ”আলালের ঘরের দুলাল”- [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক: ০৬ ]
উত্তর: (খ) প্রথম বাংলা উপন্যাস
১৪৪. 'আলালের ঘরের দুলাল- [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক:০১ ]
উত্তর: (খ) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ