বিখ্যাত বাংলা উপন্যাস ও রচয়িতা

বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিখ্যাত বাংলা উপন্যাস এর একটি তালিকা নিচে দেওয়া হল। বাংলা উপন্যাস সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ুন: বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ এবং শ্রেণীবিভাগ

বিখ্যাত বাংলা উপন্যাস

বিখ্যাত বাংলা উপন্যাস ও ঔপন্যাসিক
ঔপন্যাসিক উপন্যাসের নাম
প্যারীচাঁদ মিত্র ‘আলালের ঘরের দুলাল' (১৮৫৭) : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) : এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 'কপালকুণ্ডলা'(১৮৬৬), 'মৃণালিনী'(১৮৬৯), 'কৃষ্ণকান্তের উইল'(১৮৭৮), 'ইন্দিরা'(১৮৭৩), 'যুগলাঙ্গুরীয়'(১৮৭৪), 'দেবী চৌধুরাণী'(১৮৮৪), ‘রাধারানী(১৮৮৬) ', 'সীতারাম(১৮৮৭) ', 'রজনী'(১৮৭৭), 'চন্দ্রশেখর'(১৮৭৫), 'আনন্দমঠ(১৮৮২) ', 'রাজসিংহ (১৮৮২) ', 'বিষবৃক্ষ'(১৮৭৩) ।
রবীন্দ্রনাথ ঠাকুর 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩): প্রথম প্রকাশিত উপন্যাস। 'চোখের বালি'(১৯০৩), 'গোরা'(১৯১০), 'ঘরে-বাইরে'(১৯১৬), যোগাযোগ’(১৯২৯), ‘শেষের কবিতা” (১৯২৯), “দুইবোন’(১৯৩৩), ‘চার অধ্যায়'(১৯৩৪), 'মালঞ্চ'(১৯৩৪), 'চতুরঙ্গ'(১৯১৬), 'রাজর্ষি'(১৮৮৭), 'নৌকাডুবি'(১৯০৬) ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 'বড়দিদি' (১৯০৭) : এটি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস। 'শ্রীকান্ত' (১ম খণ্ড ১৯১৭, ২য় খণ্ড- ১৯১৮, ৩য় খণ্ড- ১৯২৭, ৪র্থ খণ্ড- ১৯৩৩): এটি তাঁর আত্মজৈবনিক উপন্যাস ।
'গৃহদাহ' (১৯২০), 'পথের দাবী' (১৯২৬), 'পল্লীসমাজ' (১৯১৬), 'দেবদাস' (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'নববিধান' (১৯২৪), 'দত্তা' (১৯১৮), 'দেনা পাওনা' (১৯২০), ‘পরিণীতা' (১৯১৪), ‘বিরাজ বৌ' (১৯১৪), 'পণ্ডিত মশাই' (১৯১৪), ‘শেষ প্রশ্ন' (১৯৩১), 'শেষের পরিচয়' (১৯৩৯) ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ’পথের পাঁচালী' (১৯২৯): এটি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস। 'অপরাজিত', 'আরণ্যক', 'আদর্শ হিন্দু হোটেল', 'অনুবর্তন', 'দৃষ্টিপ্রদীপ', ‘ইছামতি', 'অশনি সংকেত', ‘দেবযান’।
কালীপ্রসন্ন সিংহ 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২): এটি রম্য রচনা।
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় 'কল্পতরু' ( ১৮৭৪): এটি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস ।
ভূদেব মুখোপাধ্যায় 'ঐতিহাসিক উপন্যাস' (১৮৫৭) : বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাসের দ্বিতীয় নিদর্শন।
রমেশচন্দ্র দত্ত ‘বঙ্গবিজেতা' (১৮৭৯), 'মাধবীকঙ্কন' (১৮৭৯), 'জীবনপ্রভাত' (১৮৭৯), জীবনসন্ধ্যা' (১৮৭৯)। প্রথম দুটি উপন্যাসে তিনি সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়, তৃতীয়টিতে আকবরের বিরুদ্ধে রানা প্রতাপ সিংহের সংগ্রাম এবং চতুর্থটিতে শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির অভ্যুদয়ের কাহিনি বর্ণনা করেন। এ চারটি উপন্যাসই ছিল ঐতিহাসিক। চারটির বিষয়ই মোঘল আমলের ১০০ বছরের মধ্যেই ঘটিত। এ জন্য উপন্যাস চারটি একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী 'রূপজালাল' (১৮৭৬): এটি আত্মজীবনীমূলক রচনা ।
নজিবর রহমান সাহিত্যরত্ন ‘আনোয়ারা' (১৯১৪); এতে বাঙালি মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে।
মোহাম্মদ মোজাম্মেল হক ’জোহরা' (১৯২৬); এতে তৎকালীন মুসলিম সমাজের নারীদের প্রতি অন্যায় ও অত্যাচারের চিত্র অঙ্কিত হয়েছে। কন্যার মতামত অগ্রাহ্য করে আত্নীয়-স্বজনেরা বিয়ে দিতে গিয়ে কন্যার জীবনে যে দুর্ভোগের সৃষ্টি করে তারই সার্থক রূপায়ণ এ উপন্যাস।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ‘ধাত্রীদেবতা'(১৯৩৯) , ‘গণদেবতা'(১৯৪২) , 'পঞ্চগ্রাম'(১৯৪৩) , 'একটি কালো মেয়ের কাহিনী'(১৯৭১) , 'হাঁসুলি বাঁকের উপকথা'(১৯৪৭), ‘কবি'(১৯৪২), 'অরণ্যবহ্নি'(১৯৬৬),' চৈতালি ঘূর্ণি’(১৯৩২), উত্তরায়ণ (১৯৫০)।
কাজী নজরুল ইসলাম ‘বাঁধনহারা'(১৯২৭): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। 'কুহেলিকা(১৯৩১)', 'মৃত্যুক্ষুধা'(১৯৩০)।
মানিক বন্দ্যোপাধ্যায় 'জননী' (১৯৩৫): এটি তাঁর রচিত প্রথম উপন্যাস ।
‘পদ্মানদীর মাঝি”(১৯৩৬), ‘পুতুলনাচের ইতিকথা”(১৯৩৬), “শহরতলী(১৯৪০)', 'অমৃতস্য পুত্রা', 'অহিংসা'(১৯৪১), 'আরোগ্য'(১৯৫৩), 'দিবারাত্রির কাব্য'(১৯৩৫), 'সোনার চেয়ে দামি'(১৯৫১), 'স্বাধীনতার স্বাদ'(১৯৫১)।
আনোয়ার পাশা ‘রাইফেল রোটি আওরাত'(১৯৭৩)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস ”রাইফেল রোটি আওরাত” রচনার জন্য তিনি মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন।
সেলিনা হোসেন ‘হাঙর নদী গ্রেনেড’( ১৯৭৬), ‘পোকামাকড়ের ঘরবসতি’(১৯৮৬), ‘নিরন্তর ঘন্টাধ্বনি’(১৯৮৭)।
শওকত ওসমান ‘জননী’ (১৯৬১): প্রথম প্রকাশিত উপন্যাস। ‘জাহান্নাম হইতে বিদায়’(১৯৭১), ‘দুই সৈনিক’(১৯৭৩), ‘নেকড়ে অরণ্য'(১৯৭৩), ‘জলাঙ্গী’(১৯৮৬), ‘বনি আদম’, ‘ক্রীতদাসের হাসি’(১৯৬২), ‘সমাগম’( ১৯৬৭), ‘চৌরসন্ধি’(১৯৬৮), ‘রাজা উপাখ্যান’(১৯৭০), ‘পতঙ্গ পিঞ্জর’(১৯৮৩) ।
দিলারা হাসেম ‘ঘর মন ও জানালা’(১৯৬৫), ‘আমলকীর মৌ’(১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫) ।
অন্নদাশঙ্কর রায় ‘সত্যাসত্য’: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাস যা ছয় খণ্ডে প্রকাশিত।
শওকত আলী ‘প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪), ‘কুলায় কালস্রোত’ (১৯৮৬), 'ওয়ারিশ' (১৯৮৯)।
আবু জাফর শামসুদ্দীন ভাওয়াল গড়ের উপাখ্যান (১৯৬৩),‘পদ্মা মেঘনা যমুনা’ (১৯৭৪), ‘দেয়াল’ (১৯৮৫) ।
স্বর্ণকুমারী দেবী দীপনির্বাণ (১৮৭৬),মিবার-রাজ (১৮৭৭),ছিন্নমুকুল (১৮৭৯)।
রশীদ করিম উত্তম পুরুষ (১৯৬১),প্রসন্ন পাষাণ (১৯৬৩)।
কাজী ইমদাদুল হক ‘আব্দুল্লাহ’ (১৯৩৩)
ইমদাদুল হক মিলন ‘রূপনগর’(১৯৮৮),‘সারাবেলা’(১৯৮৮),‘নদী উপাখ্যান ’
নারায়ণ গঙ্গোপাধ্যায় ‘বৈতালিক’
প্রমথনাথ বিশী ‘কেরী সাহেবের মুন্সী’(১৯৫৮), ‘লালকেল্লা’(১৯৬৩) ।
হুমায়ুন কবির ‘নদী ও নারী’(১৯৪৫)।
অদ্বৈত মল্লবর্মণ ‘তিতাস একটি নদীর নাম'
ডা. লুৎফর রহমান 'সরলা'
হরপ্রসাদ শাস্ত্রী ‘বেণের মেয়ে’(১৯১৯)
মাহমুদুল হক ‘কালো বরফ’ (১৯৭৭) - উপন্যাসটির মূল বিষয় ছেচল্লিশের দাঙ্গা ও সাতচল্লিশের দেশভাগ।
সুনীল গঙ্গোপাধ্যায় ‘আত্মপ্রকাশ’, ‘পূর্ব-পশ্চিম'
আব্দুর রাজ্জাক ‘কন্যাকুমারী’
নুরজাহান বেগম ‘আগুনমুখার মেয়ে’
হাসন রাজা ‘লোকে সিন্ধু’
রাজিয়া খান ‘বটতলার উপন্যাস'
খান মুহম্মদ মঈনুদ্দিন ‘অনাথিনী’
সৈয়দ মুস্তাফা সিরাজ ‘অলীক মানুষ’
জরাসন্ধ ‘ন্যায়দণ্ড’
আকবর হোসেন ‘দু’দিনের খেলাঘর’
সত্যেন সেন ‘অভিশপ্ত নগরী’, ‘পাপের সন্তান’।
সরদার জয়েনউদ্দীন ‘অনেক সূর্যের আশা’,‘বিধ্বস্ত রোদের ঢেউ’

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: বাংলা উপন্যাস mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৪৪)

১. 'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ ]

উত্তর: (ক) আবু জাফর শামসুদ্দিন

ব্যাখ্যা: আবু জাফর শামসুদ্দিনের 'শেষ রাত্রির তারা' (১৯৬৬) প্রকৃতপক্ষে গল্পগ্রন্থ, উপন্যাস নয়।

২. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (ক) গঙ্গা

৩. উপন্যাস কোন যুগের সৃষ্টি? [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১ ]

উত্তর: (খ) আধুনিক যুগের

৪. কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২ ]

উত্তর: (গ) রমেশচন্দ্র দত্ত

৫. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার: ২৩ ]

উত্তর: (ঘ) উপন্যাস

৬. নিচের কোনটি উপন্যাস? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩ ]

উত্তর: (ক) কাকজ্যোৎস্না

৭. 'প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]

উত্তর: (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

৮. পূর্ব-পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন? [ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার : ১৭ ]

উত্তর: (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়

৯. নিচের কোনটি উপন্যাস? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

উত্তর: (খ) শেষের কবিতা

১০. ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে? [ ২৯ তম বিসিএস ]

উত্তর: (খ) কাজী ইমদাদুল হক

১১. নিচের কোনটি সঠিক? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০০৯ ]

উত্তর: (গ) বিষবৃক্ষ-উপন্যাস

১২. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? [ সহকারী প্রকৌশলী ( গণপূর্ত ) : ০৫ ]

উত্তর: (খ) সমাজের রঙ্গরসাত্মক চিত্র

১৩. বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ক) প্যারীচাঁদ মিত্র

১৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের প্রধান উপজীব্য-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) নিষিদ্ধ পল্লীর জীবনাভূতি

১৫. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক) : ২১ ]

উত্তর: (ক) একটি কালো মেয়ের কথা

১৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয় ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিসংখ্যান সহকারী) ]

উত্তর: (খ) ১৮৫৮

১৭. 'কালের পুতুল' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) হেলেনা খান

১৮. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর : ১৩ ]

উত্তর: (খ) দুর্গেশনন্দিনী

১৯. ‘আমলকীর মৌ’ উপন্যাসটি কে রচনা করেছেন? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (ঘ) দিলারা হাসেম

২০. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থটি কোন ধরনের রচনা এবং রচয়িতার নাম কি? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

উত্তর: (গ) উপন্যাস-হুমায়ুন আজাদ

২১. ‘আলমনগরের উপকথা’ গ্রন্থটি কে রচনা করেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) শামসুদ্দিন আবুল কালাম

২২. নিচের কোন উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) গণদেবতা

২৩. ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসটি কে লিখেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) সেলিনা হোসেন

২৪. ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক : ১৬ ]

উত্তর: (ঘ) ছোটগল্প ও উপন্যাস

২৫. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক : ১৬ ]

উত্তর: (ক) প্যারীচাঁদ মিত্র

২৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক : ১৩ ]

উত্তর: (ঘ) আলালের ঘরের দুলাল

২৭. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (ঘ) প্যারীচাঁদ মিত্র

২৮. 'কাগজের নৌকা' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) রোমেনা আফাজ

২৯. ‘দুদিনের খেলাঘর’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( ইছামতি) : ১০ ]

উত্তর: (ক) আকবর হোসেন

৩০. কোনটি শওকত আলীর উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কুলায়ে কালস্রোত

৩১. ‘বৈতালিক’ উপন্যাসটি কে রচনা করেছেন? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (যমুনা) : ১৩ ]

উত্তর: (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

৩২. 'পথ জানা নাই'-কার লেখা? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০ ]

উত্তর: (খ) আবু জাফর শামসুদ্দীন

৩৩. নিচের কোন উপন্যাসটি গ্রামীণ পটভূমিকায় রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সবগুলো

৩৪. ‘কেয়াবন সঞ্চারণী’ ও ‘বিশ শতকের মেয়ে’-উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ড. নীলিমা ইব্রাহীম

৩৫. ‘উত্তর পুরুষ’ উপন্যাসের রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) রাজিয়া রহমান

৩৬. প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ব্রজবিলাস

৩৭. ‘হাঙর নদী গ্রেনেড’ গ্রন্থের রচয়িতা- [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি | সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) | - ১৮ ]

উত্তর: (ক) সেলিনা হোসেন

৩৮. রাজিয়া রহমান রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বং থেকে বাংলা

৩৯. কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার : ১৭ ]

উত্তর: (ঘ) দেবদাস

৪০. প্যারিচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আলালের ঘরের দুলাল

৪১. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? [ প্রবাসী কল্যাণ ব্যাংক-সিনিয়র অফিসার : ২১ ]

উত্তর: (ঘ) ফুলমণি ও করুণার বিবরণ

৪২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? [ রাবি ( গণযোগাযোগ) : ০৫-০৬ ]

উত্তর: (গ) স্বর্ণকুমারী দেবী

৪৩. ‘সূর্য তুমি সাথী’, ‘মরণ বিলাস’-রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) আহমদ ছফা

৪৪. ‘বাংলাদেশ কথা কয়’ উপন্যাসের রচয়িতা কে? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর : ১৯ ]

উত্তর: (গ) আবদুল গাফফার চৌধুরী

৪৫. “কালো বরফ” উপন্যাসটির বিষয়- [ ৪০ তম বিসিএস ]

উত্তর: (ঘ) দেশভাগ

৪৬. সেলিনা হোসেন রচিত উপন্যাস নয় কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) খোয়াবনামা

৪৭. ‘আলালের ঘরের দুলাল’- [ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক : ০১ ]

উত্তর: (ক) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ

৪৮. 'ইছামতী' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৪৯. আবদুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) চন্দ্র দ্বীপের উপাখ্যান

৫০. 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) দুর্গ প্রধানের কন্যা

৫১. ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ১০ ]

উত্তর: (গ) সেলিনা হোসেন

৫২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি তার ত্রয়ী উপন্যাসের অন্তর্গত নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কবি

৫৩. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( ইছামতি ) : ১০ ]

উত্তর: (ক) আলালের ঘরের দুলাল

৫৪. ‘পদ্মা মেঘনা যমুনা’ কোন শ্রেণীর উপন্যাস? [ কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার ( সাধারণ ) : ০৮ ]

উত্তর: (খ) ইতিহাসভিত্তিক

৫৫. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্বৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) যোগাযোগ

৫৬. ‘জীবনের খেলাঘর’ ও ‘নারঙ্গী বনের ঝড়’ উপন্যাস দুটির রচয়িতা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কাজী আবুল হোসেন

৫৭. 'গণদেবতা' উপন্যাস কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৫৮. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস? [ প্রাথমিক প্রধান শিক্ষক : ৯৩ ]

উত্তর: (ক) কলিকাতা কমলালয়

৫৯. 'গায়ত্রী সন্ধ্যা' কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) সেলিনা হোসেন

৬০. নিম্নোক্ত কোন উপন্যাসে চাকমা অঞ্চলের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবং চাকমা অঞ্চলের ভাষা ব্যবহার করা হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কর্ণফুলী

৬১. ‘আধ্যাত্মিকা’ ও ‘অভেদী’ -গ্রন্থ দুটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) প্যারীচাঁদ মিত্র

৬২. 'অমাবস্যা' উপন্যাসটি কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

৬৩. ‘কাশবনের কন্যা’ উপন্যাসের উপজীব্য কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) জেলে ও বেদেদের জীবনকাহিনী

৬৪. ভারতের একাডেমী এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস 'ন হন্যতে' কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) মৈত্রেয় দেবী

৬৫. 'অপরাজিত' কোন শ্রেণীর রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) উপন্যাস

৬৬. অচিন্ত্যকুমার সেনগুপ্তের 'প্রথম কদমফুল' কোন জাতীয় রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) উপন্যাস

৬৭. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (ঘ) অলীক মানুষ

৬৮. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? [ ৩৫ তম বিসিএস ]

উত্তর: (খ) সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'

৬৯. মাহবুব-উল-আলমের ‘মোমেনের জবানবন্দী’ কোন শ্রেণীর উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) আত্মজীবনীমূলক

৭০. 'হাজার বছর ধরে' কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) জহির রায়হানের উপন্যাস

৭১. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) একটি কালো মেয়ের কথা

৭২. মুহম্মদ মুস্তাফার জীবনালেখ্য আছে কোন উপন্যাসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কাঁদো নদী কাঁদো

৭৩. 'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]

উত্তর: (গ) নুরজাহান বেগম

৭৪. ‘জলডুঙ্গি’ ও ‘দম্পতি’ উপন্যাসদ্বয় নিম্নে কোন ব্যক্তি রচনা করেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বুলবুল চৌধুরী

৭৫. বিষাদ-সিন্ধু উপন্যাসের লেখকের নাম --- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) মীর মশাররফ হোসেন

৭৬. ‘পদ্মা মেঘনা যমুনা’ নামক বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা করেছেন? [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]

উত্তর: (গ) আবু জাফর শামসুদ্দীন

৭৭. বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭৮. সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) শিরীন আখতার

৭৯. নিচের কোনটি উপন্যাস নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) খোয়াবনামা

৮০. বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৮১. 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) দীপক চৌধুরী

৮২. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) প্যারীচাঁদ মিত্র

৮৩. কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

৮৪. ‘আলালের ঘরের দুলাল’-এর লেখক কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৮৫. 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) উপন্যাস

৮৬. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ড. নীলিমা ইব্রাহিম

৮৭. 'যদ্যপি আমার গুরু'-কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) আহ্‌মেদ ছফা

৮৮. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কপালকুন্ডলা

৮৯. প্রথম বাংলা উপন্যাস হল-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) আলালের ঘরের দুলাল

৯০. সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

৯১. মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) প্রেমের সমাধি

৯২. ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) দেবেন্দ্রনাথ সেন

৯৩. ‘নদী ও নারী’ কার রচনা? [ ২০ তম এবং ৩৮তম বিসিএস ]

উত্তর: (ঘ) হুমায়ুন কবির

৯৪. ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) মোজাম্মেল হক

৯৫. কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) রমেশচন্দ্র দত্ত

৯৬. ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]

উত্তর: (ক) খান মুহাম্মদ মঈনুদ্দিন

৯৭. হুতোমী গদ্যের লেখকের নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কালীপ্রসন্ন সিংহ

৯৮. কোনটি সঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ঘর মন জানালা- উপন্যাস

৯৯. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) ঋত্বিক ঘটক

১০০. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) রশীদ করিম

১০১. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]

উত্তর: (খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী

১০২. ‘আনোয়ারা’ কোন ধরনের গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) উপন্যাস

১০৩. ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) হুমায়ুন আজাদ

১০৪. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কালীপ্রসন্ন সিংহ

১০৫. ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

১০৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম

১০৭. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) নিখিলেস-বিমলা

১০৮. ‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন- [ কারা তত্ত্বাবধায়ক : ১৩ ]

উত্তর: (ঘ) প্রমথনাথ বিশি

১০৯. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) অদ্বৈতমল্ল বর্মণ

১১০. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) নজিবর রহমান সাহিত্যরত্ন

১১১. হুতোমী বাংলা কার রচনাকে বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কালী প্রসন্ন সিংহ

১১২. ‘খরলা’ উপ্যাসটি কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: উত্তর পাওয়া যায় নাই।

১১৩. কোনটি ঠিক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) বহ্নিপীর (নাটক)

১১৪. ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

১১৫. ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) তারকানাথ গঙ্গোপাধ্যায়

১১৬. ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১১৭. কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) আগুনপাখি

১১৮. ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) খন্দকার মোহাম্মদ ইলিয়াস

১১৯. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) রূপজালাল

১২০. ‘কুলায় কলাস্রোত’ কার লেখা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) শওকত আলী

১২১. মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) জোহরা

১২২. ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]

উত্তর: (খ) হাছন রাজা

১২৩. ‘কত ছবি, কত গান’ এর লেখক- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( বরিশাল ) : ০৭ ]

উত্তর: (খ) খন্দকার মোঃ ইলিয়াস

১২৪. 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) নগর ও গ্রামীণ জীবন

১২৫. ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) ১৯১৪ সালে

১২৬. 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) শহীদুল্লা কায়সার

১২৭. ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) উপন্যাস

১২৮. মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১২৯. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) কুহেলিকা

১৩০. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) কালী প্রসন্ন সিংহ

১৩১. ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৩২. ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) রম্যরচনা

১৩৩. “আগুন পাখি”উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) হাসান আজিজুল হক

১৩৪. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন ? [ প্রাক- প্রাথমিক সহকারী শিক্ষক ( পদ্ম) : ১৩ ]

উত্তর: (খ) জরাস্বন্ধ

১৩৫. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) আনোয়ার পাশা

১৩৬. ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ঘ) শওকত আলী

১৩৭. কোনটি উপন্যাস? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) কন্যা কুমারী

১৩৮. 'সংশপ্তক' একটি বিখ্যাত- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) উপন্যাস

১৩৯. নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম- [ আনসার ও ভিডিপি সার্কেল এডজুট্যান্ট : ০৫ ]

উত্তর: (গ) রূপজালাল

১৪০. ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্ছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (খ) শওকত আলী

১৪১. ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) হুমায়ুন আজাদ

১৪২. 'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ? [ সাব-রেজিস্ট্রার: ১৬ ]

উত্তর: (ক) হ্যানা ক্যাথারিন

১৪৩. ”আলালের ঘরের দুলাল”- [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক: ০৬ ]

উত্তর: (খ) প্রথম বাংলা উপন্যাস

১৪৪. 'আলালের ঘরের দুলাল- [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক:০১ ]

উত্তর: (খ) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ

    নবীনতর পূর্বতন