স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)
বাঙালি কবি, কথাসাহিত্যিক, সংগীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক । ঠাকুর বাড়ির শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে তিনি শিক্ষা লাভ করেন ।
সাহিত্যিক উপাদান
|
সাহিত্যিক তথ্য
|
জন্ম
|
স্বর্ণকুমারী দেবী ২৮ আগস্ট, ১৮৫৫ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
|
পরিচিতি
|
তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন।
|
সম্পাদনা
|
তিনি ‘ভারতী’ (১৮৭৭) পত্রিকা সম্পাদনা (১৮৮৪-৯৪) করেন। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । কিশোর পত্রিকা ‘বালক’ প্রতিষ্ঠা তাঁর অমর কীর্তি।
|
সমিতি গঠন
|
অনাথ ও বিধবাদের সাহায্যার্থে ঠাকুর বাড়ির অন্যদের নিয়ে ‘সখিসমিতি' (১৮৮৬) গঠন করেন। এ নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ সমিতির অর্থ সংগ্রহের জন্য তিনি ‘মায়ার খেলা' নাটকটি রচনা করেন।
|
পুরস্কার
|
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণপদক’ (১৯২৭) লাভ করেন।
|
সাহিত্যকর্ম
|
স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মসমূহ:
উপন্যাস: ‘দীপনির্বাণ' (১৮৭৬): এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা ।
‘মেবার রাজ’ (১৮৭৭),
‘ছিন্ন মুকুল' (১৮৭৯),
‘মালতী’ (১৮৮০),
‘হুগলির ইমাম বাড়ি' (১৮৮৮),
‘বিদ্রোহ’ (১৮৯০),
‘স্নেহলতা’ (১৮৯২),
‘কাহাকে ’ (১৮৯৮),
‘বিচিত্রা” (১৯২০),
‘স্বপ্নবাণী' (১৯২১),
‘মিলনরাত্রি' (১৯২৫)।
নাটক:
‘বসন্ত উৎসব’ (১৮৭৯),
‘বিবাহ উৎসব' (১৯০১),
‘দেবকৌতুক' (১৯০৫),
‘কনে বদল' (১৯০৬),
‘পাকচক্ৰ’ (১৯০৬),
‘রাজকন্যা’ (১৯১১),
‘নিবেদিতা' (১৯১৭),
‘যুগান্ত' (১৯২২),
‘দিব্যকমল' (১৯৩০)।
কাব্য: ‘গাথা’ (১৮৯০),
‘কবিতা ও গান’ (১৮৯৫)।
বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ:
‘পৃথিবী’ (১৮৮২)।
|
মৃত্যু
|
তিনি ৩ জুলাই, ১৯৩২ সালে মারা যান।
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন