আনোয়ার পাশা

আনোয়ার পাশা (১৯২৮-১৯৭১)

রবীন্দ্র সাহিত্যের অনুরাগী ভক্ত ও প্রগতিশীল চিন্তার অধিকারী আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তাঁর সাহিত্যকর্মে ফুটে উঠেছে দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা। আমৃত্যু তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

আনোয়ার পাশার সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম আনোয়ার পাশা ১৫ এপ্রিল, ১৯২৮ সালে ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন ।
হাস্নাহেনা রাজশাহী কলেজে বিএ অধ্যয়নকালে ‘ হাস্নাহেনা ' শিরোনামে তাঁর একটি রম্যরচনা প্রকাশিত হয়।
পুরস্কার তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার (মরণোত্তর) পান।
সাহিত্যকর্ম তাঁর সাহিত্যকর্মসমূহ:

উপন্যাস:

‘রাইফেল রোটি আওরাত' (১৯৭৩): এটি মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আনোয়ার পাশা এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।

‘নীড় সন্ধানী' (১৯৬৮),

‘নিশুতি রাতের গাথা' (১৯৬৮)।

গল্পগ্রন্থ :

‘নিরুপায় হরিণী' (১৯৭০)।

কাব্য :

‘নদী নিঃশেষিত হলে' (১৯৭০),

‘সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী' (১৯৭৪)।
মৃত্যু ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে পাক-বাহিনী (আল বদর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে মিরপুর বধ্যভূমিতে হত্যা করে ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: আনোয়ার পাশা mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০৫)

১. ' রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে? [ ২৪তম বিসিএস ]

উত্তর: (ঘ) আনোয়ার পাশা

২. 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কী? [ রাবি ]

উত্তর: (ঘ) ২৫ মার্চ থেকে দু'দিনের ঘটনা

৩. 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়? [ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা :১৯ ]

উত্তর: (ক) বিশ্ববিদ্যালয়

৪. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস ‘ রাইফেল রোটি আওরাত’ কার লেখা? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-ফিল্ড অফিসার:২১ ]

উত্তর: (ঘ) আনোয়ার পাশা

৫. ‘নীড় সন্ধানী’ কার রচিত উপন্যাস ? [ পিএসসি’র জুনিয়র ইন্সট্রাক্টর : ২৩ ]

উত্তর: (খ) আনোয়ার পাশা

নবীনতর পূর্বতন