ভাষা আন্দোলনভিত্তিক গ্ৰন্থ / রচনা / সাহিত্যকর্ম
ঔপন্যাসিক | উপন্যাস |
---|---|
জহির রায়হান | আরেক ফাল্গুন (১৯৬৮): ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস |
শওকত ওসমান | ’আর্তনাদ’ |
সেলিনা হোসেন | ”নিরন্তর ঘন্টাধ্বনি”, ”হাঙর নদী গ্রেনেড”, ”পোকামাকড়ের ঘরবসতি”,” যাপিত জীবন” । |
নাট্যকার | নাটক |
মুনীর চৌধুরী | কবর (১৯৬৬): একুশের প্রথম নাটক কবর। কবর নাটকটি মুনীর চৌধুরী রচনা করেন ১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কেন্দ্রীয় কারাগারে বসে। নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে, কেন্দ্রীয় কারাগারে। |
মমতাজ উদ্দিন আহমেদ | বিবাহ |
সম্পাদক | সম্পাদিত গ্রন্থ |
হাসান হাফিজুর রহমান | একুশে ফেব্রুয়ারি: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৫৩ সালে সাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। প্রকাশের তিন সপ্তাহের মধ্যে সংকলনটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। এই সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প গান, নক্শা, ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২ জন লেখক লিখেছেন। |
চলচ্চিত্রকার | চলচ্চিত্র |
জহির রায়হান | জীবন থেকে নেওয়া “, ”Let there be light” |
কবি | কবিতা |
মাহবুব উল আলম চৌধুরী | কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি (ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা) । |
আলাউদ্দিন আল আজাদ | “স্মৃতিস্তম্ভ”, “স্মৃতির মিনার” |
আবু জাফর ওবায়দুল্লাহ | কোনো এক মাকে; চিঠি |
হাসান হাফিজুর রহমান | অমর একুশে |
শামসুর রাহমান | বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা; ফেব্রুয়ারি' ১৯৬৯ |
সৈয়দ শামসুল হক | সভ্যতার মনিবন্ধে |
নির্মলেন্দু গুণ | আমাকে কি মাল্য দেবে দাও |
গল্পকার | ছোটগল্প |
জহির রায়হান | “একুশের গল্প”: ভাষা আন্দোলনভিত্তিক প্রথম ছোটগল্প। “সূর্য গ্রহণ” |
শওকত ওসমান | “মৌন নয়” |
রাবেয়া খাতুন | “প্রথম বধ্যভূমি” |
গীতিকার | সংগীত |
আবদুল গাফফার চৌধুরী | আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.. |
ফজল-এ-খোদা | সালাম সালাম হাজার সালাম.... |
আবদুল লতিফ | ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়... |
কবির সুমন | একুশে ফেব্রুয়ারি... |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৪)
১. 'একুশের গান' কবিতার রচয়িতা কে? [ মাউশি'র কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০ ]
উত্তর: (গ) আবদুল গাফফার চৌধুরী
২. 'একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৩ ]
উত্তর: (ক) জাতির জাগ্রত প্রতিরোধ
৩. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? [ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২ ]
উত্তর: (ঘ) কবর
৪. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? [ ২০ তম বিসিএস ]
উত্তর: (ঘ) হাসান হাফিজুর রহমান
৫. একুশের প্রথম সংকলন করেন-- [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার (টেক্সটাইল) : ২০ ]
উত্তর: (ঘ) হাসান হাফিজুর রহমান
৬. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো- [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]
উত্তর: (খ) একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
৭. একুশের প্রথম উপন্যাস কোনটি? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ( এইচ - ইউনিট ) ]
উত্তর: (ঘ) আরেক ফাল্গুন
৮. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [ ৩৭ তম বিসিএস ]
উত্তর: (খ) হাসান হাফিজুর রহমান
৯. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ? [ ৩২তম এবং ২৮ তম বিসিএস ]
উত্তর: (গ) আরেক ফাল্গুন
১০. কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? [ থানা নির্বাচন অফিসার : ০৪ ]
উত্তর: (ক) একুশে ফেব্রুয়ারী
১১. 'ভাষা আন্দোলন' ভিত্তিক নাটক কোনটি? [ ৩৪ তম বিসিএস ]
উত্তর: (ক) কবর
১২. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আবদুল গাফফার চৌধুরী
১৩. ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV)প্রশিক্ষণার্থী : ১৫ ]
উত্তর: (ক) হাসান হাফিজুর রহমান
১৪. একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন- [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( খ ইউনিট ) : ২০০৭-০৮ ]
উত্তর: (খ) মাহবুব-উল আলম চৌধুরী