হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান। তাঁর রচিত সাহিত্যকর্মে জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটেছে। ১৯৬৭-তে পাকিস্তানি শাসকচক্র কর্তৃক বাংলা বর্ণমালা ও বানান সংস্কার এবং পাকিস্তানের আদর্শ পরিপন্থী বলে রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে তিনি অংশগ্রহণ করেন ।
হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | হাসান হাফিজুর রহমান ১৪ জুন, ১৯৩২ খ্রিস্টাব্দে [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান] জামালপুর শহরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস - জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রাম । |
ভাষা আন্দোলন | ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ঐ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ প্রকাশিত হয়। |
২১ ফেব্রুয়ারির বাংলা তারিখ | ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি দিনটি ছিল বাংলা ৮ই ফাল্গুন। |
সম্পাদনা | তিনি ১৯৫২ সালে ‘বেগম’ পত্রিকায়, ১৯৫৩ সালে ‘সওগাত' পত্রিকায় এবং ১৯৫৫ সালে ‘দৈনিক ইত্তেহাদ’ পত্রিকায় এবং ১৯৬৫ সালে ‘দৈনিক পাকিস্তান' পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । |
মুক্তিযুদ্ধ | ১৯৭১ সালে কুমিল্লার এক গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন । |
পুরস্কার | তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৭), ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৭১), ‘একুশে পদক’- মরণোত্তর (১৯৮৪) লাভ করেন । |
সম্পাদিত গ্রন্থ | তাঁর সম্পাদিত গ্রন্থ: ‘একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩): এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি এতে প্রথম প্রকাশিত হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, তাদের স্মরণে এ সংকলনটি ১৯৫৩ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই পাকিস্তান সরকার এটি নিষিদ্ধ করেন। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নক্শা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে মোট ২২জন লেখকের রচনা রয়েছে। এটি পুঁথিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান । ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র' (১৯৮২-৮৩)- ১৯৭৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প' এর প্রধান নিযুক্ত হন। তাঁর সম্পাদনায় এটি ১৫ খণ্ডে ১৯৮২-৮৩ সালে প্রকাশিত হয়। |
কাব্যগ্রন্থ |
তাঁর কাব্যসমূহ: ‘বিমুখ প্রান্তর’ (১৯৬৩): এটি তাঁর প্রকাশিত প্রথম কাব্য। ‘অমর একুশে’ এ কাব্যের বিখ্যাত কবিতা । ‘আর্ত শব্দাবলী’ (১৯৬৮), ‘অন্তিম শরের মতো' (১৯৬৮), ‘যখন উদ্যত সঙ্গীন' (১৯৭২), ‘শোকার্ত তরবারী' (১৯৮২), ‘ভবিতব্যের বাণিজ্য তরী' (১৯৮৩)। |
প্রবন্ধ | ‘আধুনিক কবি ও কবিতা' (১৯৬৫), ‘মূল্যবোধের জন্য' (১৯৭০), ‘আলোকিত গহবর' (১৯৭৭), ‘সাহিত্য প্রসঙ্গ' (১৯৭৩)। |
গল্প | ‘আরো দু'টি মৃত্যু’ (১৯৭০) |
ভ্রমণকাহিনি | ‘সীমান্ত শিবিরে’ |
মৃত্যু | তিনি ১৭ জানুয়ারি হার্ট, লিভার ও কিডনির চিকিৎসার জন্য রাশিয়া গমন করেন এবং ১ এপ্রিল, ১৯৮৩ খ্রিস্টাব্দে মস্কোতে মৃত্যুবরণ করেন। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: হাসান হাফিজুর রহমান mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১২)
১. ‘একুশে ফেব্রুয়ারি, গ্রন্থের সম্পাদক কে ছিলেন? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী:১৫ ]
উত্তর: (ক) হাসান হাফিজুর রহমান
২. ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন? [ সাব-রেজিস্ট্রার:১২ ]
উত্তর: (গ) হাসান হাফিজুর রহমান
৩. ”একুশে ফেব্রূয়ারি” কী ধরনের রচনা? [ কারা তত্ত্বাবধায়ক:১৩ ]
উত্তর: (ঘ) কবিতা সংকলন
৪. ”বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের" দলিলপত্র” সম্পাদনা করেন-- [ সহকারী তথ্য অফিসার:১৩ ]
উত্তর: (ক) হাসান হাফিজুর রহমান
৫. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [ ৩৭তম বিসিএস ]
উত্তর: (খ) হাসান হাফিজুর রহমান
৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? [ সোনালী ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (খ) ৮ ফাল্গুন
৭. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? [ একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী: ২১ ]
উত্তর: (ক) ১৩৫৮
৮. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন? [ দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১৯ ]
উত্তর: (খ) হাসান হাফিজুর রহমান
৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? [ দুদকের সহকারী পরিচালক: ২০ ]
উত্তর: (ক) যখন উদ্যত সঙ্গীন
১০. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়? [ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ বিসিআইসি'র সহকারী প্রশাসনিক অফিসার: ২১ ]
উত্তর: (খ) একুশে ফেব্রুয়ারি
১১. 'শোকার্ত তরবারী' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [ এনএসআই এর সহকারী পরিচালক: ২১ ]
উত্তর: (গ) হাসান হাফিজুর রহমান
১২. কোন সালের প্রভাত ফেরীতে সর্বপ্রথম 'একুশের গান' আমার ভাইয়ের রক্তে... গানটি পাওয়া হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২ ]
উত্তর: (ঘ) ১৯৫৪