রাবেয়া খাতুন

রাবেয়া খাতুন (১৯৩৫-২০২১)

বিশিষ্ট সমাজকর্মী ও সাহিত্যিক রাবেয়া খাতুন। সামাজিক কুসংস্কার, নারীর অনগ্রসরতা প্রভৃতি বিষয় নিয়ে লেখনী ধারণ করেন। তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ লেখক শিবির ও বাংলাদেশ মহিলা সমিতির সাথে যুক্ত আছেন ।

রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম রাবেয়া খাতুন ২৭ ডিসেম্বর, ১৯৩৫ সালে ঢাকার বিক্রমপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে।
পুরস্কার তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩), একুশে পদক (১৯৯৩), স্বাধীনতা পুরস্কার (২০১৭) পান ।
উপন্যাস তাঁর উপন্যাসসমূহ:

‘‘অনন্ত অন্বেষা” (১৯৬৭): হাওয়াই জাহাজে আকাশচারী পেশায় রত মানুষের জীবনচিত্র এর মূল বিষয়। ‘মেঘের পরে মেঘ’: এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন।

‘মধুমতি' (১৯৬৩),

‘মন এক শ্বেতী কপোতী' (১৯৬৭),

‘সাহেব বাজার’ (১৯৬৯),

‘ফেরারী সূর্য’ (১৯৭৪),

‘নীল নিশীথ' (১৯৮৩),

‘বায়ান্ন গলির এক গলি' (১৯৮৪),

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’,

‘একাত্তরের নিশান'
চলচ্চিত্র তাঁর রচিত ‘মধুমতি’, ‘মেঘের পরে মেঘ', ‘কখনো মেঘ কখনো বৃষ্টি' এই তিনটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়।
মৃত্যু ২০২১ সালের ৩ জানুয়ারি গুলশানে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
নবীনতর পূর্বতন