সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬)
বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় প্রখ্যাত সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক । ষাট-সত্তরের দশকে যখন যৌনতা চরম লজ্জার বিষয় তখনই তিনি যৌনগন্ধী সাহিত্য রচনা করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক' বলা হয়।
সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | সৈয়দ শামসুল হক ২৭ ডিসেম্বর, ১৯৩৫ খ্রিস্টাব্দে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন । |
তাঁর স্ত্রী | প্রখ্যাত লেখিকা ডা. আনোয়ারা সৈয়দ হক তাঁর স্ত্রী । |
সব্যসাচী লেখক | তাঁকে সব্যসাচী লেখক নামে অভিহিত করা হয়। সব্যসাচী অর্থ- যার ডান বাম দুই হাত সমানভাবে চলে। যে লেখক সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ করেন, তাকেই সব্যসাচী লেখক বলে। কিন্তু সে বিচারে সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক নন। তিনি ও তাঁর সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ তাকে সব্যসাচী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। প্রকৃতপক্ষে, সৈয়দ শামসুল হকের প্রথম দিককার গ্রন্থগুলো তাঁর ভাইয়ের লক্ষ্মীবাজারের সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হতো। সে দিক থেকেই তাকে সব্যসাচীর লেখক বলা হয়। |
পুরস্কার | তিনি মাত্র ২৯ বছর বয়সে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' পান (এ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী)। এছাড়াও তিনি ‘আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৯), ‘একুশে পদক' (১৯৮৪), ‘স্বাধীনতা পুরস্কার' (২০০০) লাভ করেন। |
উপন্যাস | তাঁর রচিত উপন্যাসগুলো: ‘দেয়ালের দেশ': এটি তাঁর প্রথম উপন্যাস । “নিষিদ্ধ লোবান' (১৯৮১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটি ‘গেরিলা' নামে চলচ্চিত্রায়িত করেন নাসিরউদ্দিন ইউসুফ । ‘নীলদংশন' (১৯৮১): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস । ‘খেলারাম খেলে যা' (১৯৭৯) : আত্মসুখ সন্ধানী ও ভোগবাদী চেতনার চরিত্র বাবর আলীর মস্তিষ্ককোষে ক্রিয়াশীল ফ্রয়েডীয় লিবিডোর একাধিপত্যের কাহিনি এর বিষয়। যৌন সুরসুরি এ উপন্যাসে বিদ্যমান থাকায় একে ‘পিনআপ নভেল' বলা হয়। এ ধরনের উপন্যাসকে হুমায়ুন আজাদ ‘অপন্যাস’ বলেছেন। ‘এক মহিলার ছবি’ (১৯৫৯), ‘অনুপম দিন' (১৯৬২), ‘সীমানা ছাড়িয়ে' (১৯৬৪), ‘দ্বিতীয় দিনের কাহিনী' (১৯৮৪), ‘আয়না বিবির পালা' (১৯৮৫), ‘স্তব্ধতার অনুবাদ' (১৯৮৭), ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ' (১৯৮৯), ‘ত্রাহি’ (১৯৮৯), 'তুমি সেই তরবারি' (১৯৮৯), ‘মৃগয়ায় কালক্ষেপণ’ , ‘অন্য এক আলিখান’ , ‘একমুঠো জন্মভূমি' , ‘আলোর জন্য’ , ‘রাজার সুন্দরী' । |
কাব্যগ্রন্থ | তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো: ‘পরানের গহীন ভিতর' (১৯৮০): এটি আঞ্চলিক ভাষারীতিতে রচিত। ‘একদা এক রাজ্যে' (১৯৬১), ‘বিরতিহীন উৎসব' (১৯৬৯), ‘বৈশাখে রচিত পঙ্ক্তিমালা' (১৯৭০), 'প্রতিধ্বনিগণ' (১৯৭৩), ‘অপর পুরুষ' (১৯৭৮), ‘আমি জন্মগ্রহণ করিনি' (১৯৯০), ‘ধ্বংসস্তূপে কবি ও নগর' (২০০৯), ‘নাভিমূলে ভষ্মাধার' |
কাব্যনাট্য | কাব্যনাট্য: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬) : এটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিস্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে। মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে। ‘নূরলদীনের সারা জীবন' (১৯৮২) : ১৭৮৩ সালের রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নূরলদীনের সংগ্রাম নিয়ে রচিত এ নাটক। এ নাটকের বিখ্যাত উক্তি- ‘জাগো, বাহে, কোনঠে সবায়'। ‘গণনায়ক’ (১৯৭৬), ‘এখানে এখন' (১৯৮৮), ‘ঈর্ষা’ |
প্রবন্ধ | ‘হৃৎকলমের টানে' (১৯৯১) |
শিশুতোষ | ‘সীমান্তের সিংহাসন’, ‘আনু বড় হয়', ‘হডসনের বন্দুক' |
গল্প | ‘তাস' (১৯৫৪), ‘শীত বিকেল' (১৯৫৯), ‘রক্তগোলাপ' (১৯৬৪), ‘আনন্দের মৃত্যু' (১৯৬৭), ‘প্রাচীন বংশের নিঃস্ব সন্তান' (১৯৮২), ‘জলেশ্বরীর গল্পগুলো' (১৯৯০)। |
মৃত্যু | তিনি ২৭ সেপ্টেম্বর, ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। (কবির ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে তাকে সমাহিত করা হয়) |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: সৈয়দ শামসুল হক mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৮)
১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-গ্রন্থের মূল উপজীব্য/ মৌল বিষয় কী? [ কারা তত্ত্বাবধায়ক : ১৩ ]
উত্তর: (ঘ) মুক্তিযুদ্ধ
২. ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থের লেখক- [ ডেসকোর সুপারভাইজার : ১৯ ]
উত্তর: (খ) সৈয়দ শামসুল হক
৩. মুক্তিযুদ্ধ অবলম্বনে সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটকের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সৈয়দ শামসুল হক
৪. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট- [ আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার : ০৭ ]
উত্তর: (ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
৫. বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক
৬. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- [ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক : ২২ ]
উত্তর: (ঘ) পায়ের আওয়াজ পাওযা যায়
৭. কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নাম না জানা ভোর
৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক
৯. সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) নীল দংশন
১০. ‘রক্ত গোলাপ’ গ্রন্থের রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সৈয়দ শামসুল হক
১১. সৈয়দ শামসুল হকের কোন গ্রন্থে মুক্তিযুদ্ধের বিষয়টি ফুটে উঠেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) নীল দংশন
১২. ”জাগো বাহে কুন্ঠে সবাই”-এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট: ১০ ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন
১৩. নিচের কোনটি কাব্যনাট্য? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার : ১৭ ]
উত্তর: (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
১৪. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (ঘ) নাটক
১৫. 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (যমুনা) :১২ ]
উত্তর: (খ) সৈয়দ শামসুল হক
১৬. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ? [ সাব-রেজিস্টার : ১৬ ]
উত্তর: (গ) নিষিদ্ধ লোবান
১৭. ‘আনন্দের মৃত্যু’ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন- [ সমাজসেবা অফিসার : ১০ ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক
১৮. ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা? [ ১৪তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৭ ]
উত্তর: (খ) কাব্যনাট্য
১৯. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? [ সাব-রেজিস্টার: ০৩ ]
উত্তর: (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
২০. ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে? [ প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১০ ]
উত্তর: (গ) সৈয়দ শামসুল হক
২১. ‘পরানের গহীন ভিতর’ কাব্যগন্থের প্রণেতা কে? [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (খ) সৈয়দ শামসুল হক
২২. 'পরানের গহীন ভিতর' কাব্যের কবি কে? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক
২৩. 'আমার পরিচয়' কার লেখা? [ দুদকের সহকারী পরিচালক: ২০ ]
উত্তর: (খ) সৈয়দ শামসুল হক
২৪. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (ঘ) সৈয়দ শামসুল হক
২৫. সৈয়দ শামসুল হক রচিত নাটক- [ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২ ]
উত্তর: (গ) নূরলদীনের সারাজীবন
২৬. সৈয়দ শামসুল হক রচিত নাটক- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
উত্তর: (খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
২৭. 'নূরলদীনের সারাজীবন' কাব্যনাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? [ সহকারী জজ: ২২ ]
উত্তর: (ক) ১৭৮৩ এর কৃষক আন্দোলন
২৮. সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২ ]
উত্তর: (খ) গণনায়ক