বিখ্যাত ছোট গল্প ও এর রচয়িতা

ছোটগল্প সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ । এটি ইংরেজি Short Story এর পরিভাষা হিসেবে বাংলায় গৃহীত হয়েছে। ছোটগল্প মানে ছোট গল্প নয়, এ এক অনন্য সাহিত্যকর্ম। বিন্দুর মধ্যে যেমন সিন্ধুর কলতান নিয়ে আসা সহজ কোনো ব্যাপার নয়, তেমনই ক্ষুদ্র কোনো কাহিনিতে মানবজীবনের রূপ ও রহস্যের দ্বার উন্মোচন তেমনই কষ্টসাধ্য। তবুও অনন্য কথাশিল্পীরা এই কর্মটি করে পাঠককে অভিভূত করে থাকেন। খণ্ড কাহিনির মধ্যে তাঁরা জীবনের অখণ্ডকে যথার্থভাবে বাণীবদ্ধ করতে সমর্থ হয়েছেন ।

ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য

আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল ছোটগল্প। ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ভাষায় ও স্বল্প পরিসরে জীবনের খণ্ডাংশের বর্ণনা, প্রারম্ভে ও পরিসমাপ্তিতে নাটকীয়তা।

রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর বৈশিষ্ট্য

ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর । তাঁর হাতেই ছোটগল্পের উৎকর্ষ সাধিত হয়।বাংলা ছোটগল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর । আনন্দময় বৈচিত্র্যে ভরা ছোটগল্প সৃষ্টি তাঁকে বিখ্যাত সাহিত্যিক হিসেবে বিশ্বজনীন খ্যাতি ও স্বীকৃতি প্রদান করেছে। বাংলার নির্জন প্রান্তর, নদীর তীর, উন্মুক্ত আকাশ, বালুচর, অবারিত মাঠ, ছায়া-সুনিবিড় গ্রামে সহজ-সরল অনাড়ম্বর জীবন, অভাবক্লিষ্ট অথচ শান্ত, সহিষ্ণু গ্রামবাসী ইত্যাদি বিষয় রবীন্দ্রনাথের ছোটগল্পের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ‘সোনার তরী' কাব্যের ‘বর্ষাযাপন' কবিতায় ছোটগল্পের বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরেছেন।

ছোট প্রাণ ছোট ব্যথা,     ছোট ছোট দুঃখ কথা
             নিতান্তই সহজ সরল,
সহস্র বিস্মৃতি রাশি ,     প্রত্যহ যেতেছে ভাসি
          তারি দু-চারিটি অশ্রুজল ।
নাহি বর্ণনার ছটা,     ঘটনার ঘনঘটা
          নাহি তত্ত্ব নাহি উপদেশ
অন্তরে অতৃপ্তি রবে,     সাঙ্গ করি মনে হবে
          শেষ হয়েও হইল না শেষ ।

বাংলা সাহিত্যের বিখ্যাত ছোটগল্পসমূহ ও এর রচয়িতা

বিখ্যাত ছোট গল্প ও রচয়িতা
ছোটগল্পকার ছোটগল্প
রবীন্দ্রনাথ ঠাকুর প্রেম সম্পর্কিত গল্প: ‘শেষকথা’, ‘মধ্যবর্তিনী’, ‘সমাপ্তি’, ‘নষ্টনীড়’, ‘একরাত্রি' ।
সমাজ সম্পর্কিত গল্প: ‘ছুটি’, ‘হৈমন্তী’, ‘পোস্ট-মাস্টার’, ‘দেনাপাওনা’, ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, ‘কাবুলিওয়ালা'।
অতিপ্রাকৃত গল্প: ‘ক্ষুধিত পাষাণ”, ‘কঙ্কাল’, ‘নিশীথে', জীবিত ও মৃত।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘মন্দির’: প্রথম প্রকাশিত গল্প। ‘মহেশ’, ‘মেজদিদি’, ‘মামলার ফল’, ‘বিলাসী’।
কাজী নজরুল ইসলাম ‘বাউণ্ডেলের আত্নকাহিনী' (১৯১৯): প্রথম প্রকাশিত রচনা / গল্প । ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’, ‘পদ্মগোখরা'।
মানিক বন্দ্যোপাধ্যায় ‘অতসী মামী’ (১৩৩৫): প্রথম প্রকাশিত গল্প। ‘প্রাগৈতিহাসিক’, ‘সরীসৃপ', ‘সমুদ্রের স্বাদ', 'বৌ', ‘আজকাল পরশুর গল্প', ‘ছোট বকুলপুরের যাত্রী', ‘ফেরিওয়ালা'।
দক্ষিণারঞ্জন মিত্র ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’, ‘ঠানদিদির থলে’, ‘দাদা মহাশয়ের থলে'। (এসকল গল্পে রূপকথা- ব্রতকথা স্থান পেয়েছে)।
শওকত ওসমান ‘জন্ম যদি তব বঙ্গে’: এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী', ‘পিঁজরাপোল’, ‘প্রস্তর ফলক’।
হাসান আজিজুল হক ‘আমরা অপেক্ষা করছি’, ‘নামহীন গোত্রহীন', ‘আত্মজা ও একটি করবী গাছ’, ‘শীতের অরণ্য’, ‘জীবন ঘষে আগুন’।
প্রভাতকুমার মুখোপাধ্যায় ‘দেশী ও বিলাতী’, ‘গল্পাঞ্জলি’, ‘ষোড়শী’, ‘গল্পবীথি' ।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ‘রসকলি’, ‘ডাকহরকরা' ।
শাহেদ আলী ‘জিবরাইলের ডানা’, ‘একই সমতলে’
রাজশেখর বসু ‘গড্ডলিকা’
সুবোধ ঘোষ 'ফসিল’
সরদার জয়েনউদ্দিন ‘বেলা ব্যানার্জির প্রেম'
আবুল খায়ের মুসলেহউদ্দিন ‘নিষিদ্ধশহর’,‘নারিন্দালন’, ‘ওম শান্তি'
সোমেন চন্দ 'ইঁদুর'
শাহরিয়ার কবির ‘একাত্তরের যীশু’
প্রেমেন্দ্র মিত্র ‘মহানগর’, ‘পুতুল ও প্রতিমা'।
শৈলজানন্দ মুখোপাধ্যায় ‘রেজিং রিপোর্ট
নবীনতর পূর্বতন