পরিভাষা ও পারিভাষিক শব্দ

পৃথিবী যতই সামনের দিকে ধাবিত হচ্ছে ততই বাড়ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা। ব্যবহার করতে হচ্ছে নতুন নতুন শব্দ। যা হয়তো কোন এক ভাষার নতুন শব্দ দিয়ে সেটা প্রথম শুরু করা হয়। কিন্তু একই বিষয় যখন অন্য কোন ভাষায় উপস্থাপনের প্রয়োজন হয় তখনই দেখা দেয় শব্দের অভাব সংক্রান্ত সমস্যা। অর্থাৎ বিদেশি শব্দ প্রয়োগ না করে দেশি বা নিজস্ব ভাষার শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । কিন্তু তাৎক্ষণিক ভাবে সেই ভাষায় যখন ঐ বিদেশি শব্দের অর্থ বোঝায় এরকম কোন শব্দ পাওয়া না যায় ঠিক তখনি প্রয়োজন হয় নিজস্ব ভাষায় নতুন শব্দ প্রচলনের। আর এটাই হল পরিভাষা এবং প্রতিটি শব্দকে বলে পারিভাষিক শব্দ । আজ আমরা পরিভাষা ও পারিভাষিক শব্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।

পরিভাষা ও পারিভাষিক শব্দ কাকে বলে

প্রতিটি শাস্ত্রের নিজস্ব শব্দ আছে যা তার পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজি "terminology" শব্দের বাংলা অর্থ হলো পরিভাষা। পরিভাষা শব্দের আভিধানিক অর্থ 'বিশেষ অর্থজ্ঞাপক শব্দ"। তাই আমরা বলতেই পারি যে শব্দ দিয়ে কোন বিষয় সুনির্দিষ্ট করে প্রকাশ করতে পারি তাই পরিভাষা।এবার মনে প্রশ্ন আসতেই পারে পারিভাষিক শব্দ কাকে বলে।

জ্ঞান বিজ্ঞান ও বাস্তবতার নিরিখে যেসব শব্দ সুনির্দিষ্ট ক্ষেত্রে বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় বা প্রচলন করা হয় তাকে পারিভাষিক শব্দ বলে। সহজ করে বাংলা ভাষার জন্য বললে ,বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।

পারিভাষিক শব্দ সৃষ্টি এবং প্রচলন সংক্রান্ত সমস্যা

একটি উদাহরণ দেই, অক্সিজেন এর বাংলা কি বলেন তো? অম্লজান! তাই না? কিন্তু আসলে আমরা কি অম্লজান বলি?মোটেই না।তাহলে ব্যাপারটা কি দাড়াল? বাংলা ভাষায় অক্সিজেনকে বোঝাতে পারত এমন শব্দ তখনকার সময়ে ছিল না। তাই বাংলায় একটা নতুন শব্দ নির্ধারণ করা হল অম্লজান।কিন্তু মানুষ তো অম্লজান কে গ্রহণ করেনি বরং অক্সিজেনকেই গ্রহণ করেছে ।যার ফলে আমরা আবার ও বিদেশি ভাষার প্রতি ঋণিই থেকে গেলাম। পারিভাষিক শব্দ সৃষ্টিতে ব্যবহারকারীদের আগ্রহ ও বিরাট ভূমিকা পালন করে। কাজেই পারিভাষিক শব্দ সৃষ্টির প্রয়োজন হলে এমনভাবে করা উচিত যেন সবাই সে শব্দটা গ্রহণ করে।ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব না দিয়ে পারিভাষিক শব্দ তৈরি করা হলে ভাষায় শুধু অপ্রযোজনীয় শব্দই বাড়বে ভাষার সমৃদ্ধতা কখনো আসবে না।এরকম আরো অনেক উদাহরণ আছে যা সাধারণ মানুষ গ্রহণ করে নি। যেমন-ক্যামেরা এর বাংলা পারিভাষিক শব্দ হল আলোকচিত্র গ্রহণের যন্ত্র।কিন্তু সবাই তো ক্যামেরা ই বলে।

আবার কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি শব্দের তো বাংলা পরিভাষা তৈরির কোনো উদ্যোগই নেওয়া হয় নি । মোবাইল ফোনের বাংলা পরিভাষা হিসেবে 'মুঠোফোন' শব্দটি সৃষ্টির পর প্রচলনের চেষ্টা গৃহীত হলেও তা যথেষ্ট পরিমাণে এখনো ব্যবহৃত হয় না আর হবে বলে ও তো মনে হয় না। কাজেই ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে নির্দিষ্ট পারিভাষিক শব্দ তৈরি করা উচিত।সাধারণত, একটা শব্দে অভ্যস্ত হয়ে যাওয়ার পর পরিভাষা হিসেবে নতুন শব্দ চালু করলে ও মানুষ পূর্বেরটাই গ্রহণ করে।

পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা

১. পরিভাষার মাধ্যমে ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
২. নতুন ধারণা মানুষের গ্রহণ করতে সহজ হয়।
৩. অনেক ক্ষেত্রেই বিশিষ্ট অর্থে পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।
৪. পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে অন্যান্য ভাষার সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়।
৫. পারিভাষিক শব্দ ভাষাকে গতিশীল করে।
৭. অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. অন্য ভাষা থেকে শব্দ ধার করার প্রয়োজন হয় না।
৯. ভাষা আরো সমৃদ্ধ হয়।

আপনার জন্য আরো: সমার্থক শব্দ ভান্ডার বাংলা প্রতিশব্দ || বাংলা ব্যাকরণ বিপরীত শব্দের তালিকা ।। ১৫০০+ বিপরীত শব্দ

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের তালিকা

বিদেশি শব্দ পারিভাষিক শব্দ
Aboriginal আদিবাসী
Abbreviation সংক্ষেপণ
A to Z সম্পূর্ণভাবে
Armour বর্ম
Analogy উপমা
Anarchy নৈরাজ্য
Anatomy শরীরবিদ্যা
Annotation টীকা
Abstract বিমূর্ত
Autonomous স্বায়ত্তশাসিত
Amicus Curiae আদালতের বন্ধু
Assassination গুপ্তহত্যা
Anonymous অনামা
Affidavit হলফনামা
Autobiography আত্মজীবনী
Architect স্থপতি
Allegory রূপক
Attested সত্যায়িত
Alias ওরফে
Amplitude বিস্তার
Amplification পরিবর্ধন
Archetype আদিরূপ
Agora মুক্তাঞ্চল
Anticipation Ambiguous
Bribe উৎকোচ / ঘুষ
Background পটভূমি
Bugger জঘন্য ব্যক্তি
Bail জামিন
Biography কড়চা
Boycott বর্জন
Blockade অবরোধ
Blue Print প্রতিচিত্র
Barren ঊষর
Caretaker তত্ত্বাবধায়ক
Cabinet মন্ত্রিপরিষদ
Cancer কর্কট রোগ
Coup অভ্যুত্থান
Cartoon ব্যঙ্গচিত্র
Curtail সংক্ষিপ্ত করা
Coatting আবরণ
Cease Fire অস্ত্র সংবরণ
Civil Society সুশীল সমাজ
Chancellor আচার্য
Covenant চুক্তিপত্র
Circular প্রচারপত্র
Curfew সান্ধ্য আইন
Current Account চলতি হিসাব
Co-opted সহযোজিত
Climax মহামুহূর্ত
Constipation কোষ্ঠকাঠিন্য
Consumer goods ভোগ্যপণ্য
Colleague সহকর্মী
Curriculum পাঠ্যক্রম
Dilly dally অযথা দেরি করা
Deadlock অচলাবস্থা
Divulge প্রকাশ করা
Executive নির্বাহী
Exhibition প্রদর্শনী
Excise Duty আবগারী শুল্ক
Embassy দূতাবাস
Epic মহাকাব্য
File নথি
Flora উদ্ভিদকুল
Final সমাপ্তি
Filing নথিভুক্তি
General Manager মহাব্যবস্থাপক
Graduate স্নাতক
Guideline নির্দেশনা
Glossary টীকাপুঞ্জি
Genocide গণহত্যা
Gazette ঘোষণাপত্র
Handy ব্যবহারে সুবিধাজনক
Hybrid সঙ্কর
Horizontal অনুভূমিক
Hypothesis অনুমান
Homicide নরহত্যা
Hightide জোয়ার
Hand bill প্রচারপত্র
Hydrogen উদ্ জান
Housing আবাসন
Hierarchy আধিপত্য পরম্পরা
Issue প্রচার
Industrious পরিশ্রমী
Indigenous স্বদেশী
Intellectual বুদ্ধিজীবী
In abeyance স্থগিত করা
Index সূচক
Jerhin আটসাট জামা
Justification for সমর্থন
Job চাকরি
Jail code কারাবিধি
Key-note মূলভাব
Knavery প্রতারণা
Legal statement জবানবন্দি
Loggerheads দা-কুমড়া সম্পর্ক
Lyric গীতিকবিতা
Lease ইজারা
Lass বালিকা
Manager ব্যবস্থাপক
Microbiology অনুজীব বিজ্ঞান
Modernism আধুনিকতাবাদ
Meteor উল্কা
Mince কিমা করা
Migratory bird অতিথি পাখি
Nebula নীহারিকা
Null and void বাতিল
Nationalism জাতীয়তাবাদ
Nota Bene (N.B) লক্ষনীয়
Oxygen অম্লজান
Overrule বাতিল করা
Odds and ends এটা সেটা
Obligatory বাধ্যতামূলক
Post graduate স্নাতকোত্তর
Payer দাতা
Phonology ভাষার ধ্বনিবিজ্ঞান
Pensive বিষণ্ণ
Postage ডাকমাশুক
Polygamy বহুবিবাহ
Pact চুক্তি
Periodical সাময়িকী
Provoke উস্কানি দেওয়া
Parole সাময়িক মুক্তি
Prominent প্রখ্যাত
Play truant স্কুল থেকে পালানো
Quarterly ত্রৈমাসিক
Quorum গণপূর্তি
Quack হাতুড়ে
Quotation মূল্যজ্ঞাপন
Radio বেতার
Review প্রাসঙ্গিক
Relevant প্রাসঙ্গিক
Range এলাকা
Referendum গণভোট
Secretary সচিব
Subjudice বিচারাধীন
Scarcity স্বল্পতা
Secretariat সচিবালয়
Superstitious কুসংস্কারাচ্ছন্ন
Study Leave শিক্ষাবকাশ
Surgeon শল্য চিকিৎসক
Stigma লজ্জা বা কলঙ্ক চিহ্ন
Sleeping partner নিষ্ক্রিয় অংশীদার
Sponsor পৃষ্ঠপোষক
Subconscious অবচেতন
Scroll লিপি
sanction মঞ্জুরি
Summit শীর্ষ
Satellite উপগ্রহ
Script হস্তলিপি
Transparent স্বচ্ছ
Transparency স্বচ্ছতা
Training প্রশিক্ষণ
Treasurer কোষাধ্যক্ষ
Take to task তিরস্কার করা
Time to again বারবার
Transliteration প্রতিবর্ণীকরণ
Trilogy ত্রয়ী
Unstamped সিলমোহরবিহীন
Ultimatum চরমপত্র
United Kingdom যুক্তরাজ্য
United States যুক্তরাষ্ট্র
Virile পুরুষোচিত
Vivid প্রাণবন্ত
Vertical উল্লম্ব
Vocation বৃত্তি
Wisdom প্রজ্ঞা
Worship পূজা
Whirlpool ঘূর্ণি
Western পশ্চিমা
Zenith শীর্ষ
Zoology প্রাণিবিদ্যা
সাহিত্য সম্পর্কিত কিছু শব্দ
প্রদত্ত শব্দ অর্থ
Alliteration অনুপ্রাস
Anthesis পরস্পরবিরোধী শব্দাবলি ব্যবহার
Allegory রূপকধর্মী রচনা
allusion পরোক্ষ উল্লেখ/ইঙ্গিত
Assonance স্বরানুপ্রাস
Apostrophe সম্বোধন অলঙ্কার
Ballad লোকগাঁথা
Blank Verse অমিত্রাক্ষর ছন্দ
Bibliography গ্রন্থ ও রচনাবলির তালিকা
Couplet দ্বিপদী শ্লোক
Chiasmas বাক্যালঙ্কার
Epistolary novel পত্রোপন্যাস/চিঠির আকারে রচিত উপন্যাস
Hyperbole অতিশয়োক্তি
Haiku বিশেষ আঙ্গিকের জাপানি কবিতা
Irony বিদ্রুপ
Lingua Franca সংযোগ ভাষা
Limeric এক ধরনের ছোট কবিতা
Lyric গীতি কবিতা
Limerick মজাদার ছড়া
Magnum Opus বড় মাপের সাহিত্যকর্ম
Melodrama গীতি নাটক / অতিনাটক
Metaphor রূপকালঙ্কার
Metonymy বাক্যালঙ্কারবিশেষ লক্ষণা
Paradox আপাত বিরোধী হলেও সত্য
Personification ব্যক্তিরূপ দান
Pun শ্লেষালঙ্কার / দ্ব্যর্থক শব্দ প্রয়োগ
Onomatopoeia অনুকার শব্দ
Oxymoron বিপরীতালঙ্কার
Synecdoche লক্ষণা
Satire ব্যঙ্গধর্মী রচনা
Simile সুস্পষ্ট তুলনামূলক
Understatement ন্যূনোক্তি
প্রদত্ত শব্দ অর্থ
Anecdote কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে ছোট-খাটো আকর্ষণীয় মজার গল্প
Anaphora কোনো বাণী অথবা কোনো বাক্যের মধ্যে একই শব্দ বা শব্দাংশের বারবার উচ্চারণ বা ছন্দ অনুপ্রাস
Epitaph সমাধিফলকে খোদিত করার মতো উপযুক্ত সাহিত্যিক রচনা
Euphemism শ্রুতিকটু পদের পরিবর্তে কোমলতর পদের প্রয়োগ
Litotes এক জাতীয় অর্থালঙ্কার যাতে নঞর্থক শব্দের সাহায্যে তার বিপরীত সদর্থক ভাবটিকেই জোরালোভাবে প্রকাশ করা হয়
নবীনতর পূর্বতন