বিখ্যাত মহাকাব্য

সাধারণত বীর রসাত্মক আখ্যানকাব্যকে মহাকাব্য বলে। স্বর্গ, মর্ত্য ও পাতাল পরিব্যাপ্ত লৌকিক-অলৌকিক-পৌরাণিক বিশালায়তন আখ্যানকে মহাকাব্য বলে। পাশ্চাত্য আদর্শানুসারে মহাকাব্য হচ্ছে বীরত্বব্যঞ্জক কাহিনি। মহাকাব্যের প্রধান পাত্র-পাত্রী সর্বদা দেবতা নতুবা উচ্চ বর্ণের অভিজাত ক্ষমতাবান মানুষেরা হয়ে থাকেন। মহাকাব্যের ভাষা সর্বদা ধ্রুপদী, গুরুগম্ভীর এবং রসগুরু রুচিসম্পন্ন হয়ে থাকে। বেশিরভাগ মহাকাব্যেই অলৌকিকতার প্রাধান্য লক্ষ করা যায়।

বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য' (১৮৬১)। এটি রামায়ণের কাহিনি অবলম্বনে বীর রসের অমিত্রাক্ষর ছন্দে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে রচিত সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ ও সার্থক মহাকাব্য। চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ।

পাশ্চাত্য মহাকাব্য কয়ভাবে বিভক্ত

পাশ্চাত্য মহাকাব্য দুই ভাগে বিভক্ত । যথা:

১. জাত মহাকাব্য: এ মহাকাব্য কোন বিশেষ কবির রচনা নয়, এতে থাকে বহু অজানা কবির অসংখ্য রচনা যা পরবর্তীতে কেউ একত্রিত করে অখণ্ড রূপ দেন । জাত মহাকাব্য চারটি। যথা:
ক. মহাভারত, খ. রামায়ণ, গ. ইলিয়াড, ঘ. ওডিসি।

২. সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য: পুরান ইতিহাস থেকে কাহিনি নিয়ে একজন কবি তাঁর সাহিত্যিক প্রতিভার গুণে নতুন রূপ দেয়াকে সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য বলে । যেমন- মিলটনের ‘প্যারাডাইস লস্ট’

বিখ্যাত মহাকাব্য

বিখ্যাত মহাকাব্য ও রচয়িতা
রচয়িতা মহাকাব্য
বাল্মীকি ‘রামায়ণ’: এটি সংস্কৃত ভাষায় রচিত। এর প্রথম বাংলা অনুবাদক কৃত্তিবাস এবং প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী ।
বেদব্যাস ‘মহাভারত’: এটি সংস্কৃত ভাষায় রচিত। এর প্রথম বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। তিনি এর নাম দেন ‘পরাগলী মহাভারত' । শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস ৷
ফেরদৌসী(ইরান/পারস্যের) ‘শাহনামা’ (৯৭৭-১০১০): এটি ফারসি ভাষায় রচিত মহাকাব্য যা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক।
নবীনচন্দ্র সেন ‘রৈবতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’: এ তিনটিকে একত্রে ত্রয়ীমহাকাব্য বলে ।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ‘স্পেন বিজয় কাব্য': স্পেনের সম্রাট রডরিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনি।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ (১ম খণ্ড: ১৮৭৫, ২য় খণ্ড: ১৮৭৭)
হোমার (গ্রিক কবি) ‘ইলিয়াড’, ‘ওডিসি'
ভার্জিল ‘ইনিড’ (৩০ খ্রিস্টপূর্বাব্দ)
জন মিল্টন ‘প্যারাডাইস লস্ট’
হামিদ আলী ‘কাশেমবধ কাব্য'
যোগীন্দ্রনাথ বসু ‘পৃথ্বীরাজ', 'শিবাজী'
আনন্দচন্দ্র মিত্র ‘হেলেনা কাব্য’

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: মহাকাব্য mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৩)

১. কোনটি মহাকাব্য? [ সমাজসেবা অফিসার : ১০ ]

উত্তর: (গ) প্যারাডাইস লস্ট

২. বৃত্তসংহার’ মহাকাব্যের রচয়িতা কে? [ মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৯ ]

উত্তর: (খ) হেমচন্দ্র বন্দোপাধ্যায়

৩. ‘মেঘদূত কাব্য’ কার লেখা? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৬ ]

উত্তর: (ক) কালিদাস

৪. মহাকাব্য নয়- [ (ঢাবি-খ ) : ০৮-০৯ ]

উত্তর: (ঘ) জুলিয়াস সিজার

৫. ‘হোমার’ কোন দেশের কবি? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

উত্তর: (ঘ) গ্রীস

৬. মহাকাব্য কোনটি? [ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স : ১৭ ]

উত্তর: (ক) মহাশ্মাশান

৭. ইনিড কে লিখেছেন? [ (ঢাবি-খ ) : ০৩-০৪ ]

উত্তর: (ঘ) ভার্জিল

৮. শাহনামা কোন ভাষায় রচিত? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]

উত্তর: (খ) ফারসি

৯. মহাশ্মাশান মহাকাব্যের কবি কে? [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী : ১৭ ]

উত্তর: (ক) কায়কোবাদ

১০. অমিত্রাক্ষর ছন্দে রচিত বীররসের কাব্য-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) মেঘনাদবধ

১১. ‘রামায়ণ’রচয়িতার নাম কি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]

উত্তর: (ক) বাল্মিকী

১২. বাংলা ভাষায় ‘রামায়ণ’কে প্রথম রচনা করেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০৩ ]

উত্তর: (ঘ) কৃত্তিবাস

১৩. কায়কোবাদের ‘মহাশ্মাশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা? [ সাব-রেজিস্টার : ০৩ ]

উত্তর: (গ) মহাকাব্য

১৪. মহাকব্য রচয়িতা হিসাবে বিশেষ উল্লেখযোগ্য- [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৫ ]

উত্তর: (গ) কায়কোবাদ

১৫. কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-- [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর) : ২১ ]

উত্তর: (খ) তৃতীয় পানিপথের যুদ্ধ

১৬. ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০ ]

উত্তর: (খ) নবীনচন্দ্র সেন

১৭. কবি ফেরদৌসীর জন্মাস্থান কোথায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) ইরান

১৮. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার? [ ২৬ তম এবং ২৮তম বিসিএস ]

উত্তর: (খ) ফেরদৌসী

১৯. বাংলা মহাকাব্যের রচনাপ্রাচুর্যের মূল কারণ-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) উনিশ শতকের জাতীয়তাবোধ

২০. কে মহাকাব্য রচয়িতা নন? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রম কর্মকর্তা : ২১ ]

উত্তর: (খ) বিহারীলাল চক্রবর্তী

২১. কোন গ্রন্থটি মহাকাব্য? [ ২৬ তম বিসিএস ]

উত্তর: (খ) বৃত্র সংহার

২২. ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন- [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার : ১৭ ]

উত্তর: (খ) মোজাম্মেল হক

২৩. পৃথিবীতে কয়টি জাত মহাকব্য আছে ? [ সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার : ২৩ ]

উত্তর: (ঘ) ৪টি

    নবীনতর পূর্বতন