বিখ্যাত রম্য রচনা ও রচয়িতা

রম্য রচনা কী?

‘রম্য রচনা' কথাটির অভিধানিক অর্থ, যে রচনা রমণীয় বা সুন্দর। এই অর্থে কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ,নাটক,কেীতুক—সকল শ্রেষ্ঠ রচনাসমূহকেই রম্য রচনা অভিধায় ভূষিত করা যেতে পারে। কিন্তু রম্য রচনা বলতে বাংলা সাহিত্যে বিশেষ এক শ্রেণির রচনাকে বোঝায়। বলা যেতে পারে, যে রচনায় জীবনের লঘু-চপল বিকাশগুলিকে নিয়ে কেীতুক ভঙ্গিতে উপস্থাপন করা হয় সেই রচনাই রম্য রচনা। রম্য রচনা হবে সুন্দর এবং রসোত্তীর্ণ। আরো সহজ ভাষায় বললে, কোন একটি প্রবন্ধকে যখন লেখক নিজের ইচ্ছামত রসকষ দিয়ে হাসি কৌতুকের মাধ্যমে উপস্থাপন করেন, তাকেই রম্য রচনা বলে। যেমনঃ সৈয়দ মুজতবা আলির 'রসগোল্লা'

বিখ্যাত রম্য রচনা

বিখ্যাত রম্য রচনা ও রচয়িতা
রচয়িতা রম্যরচনা
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  1. নববাবু বিলাস
  2. নববিবি বিলাস
  3. কলিকাতা কমলালয়
সৈয়দ মুজতবা আলী
  1. পঞ্চতন্ত্রঃ এটি দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্ৰবন্ধ সংকলন। এ প্রবন্ধের উল্লেখযোগ্য রচনা : বই কেনা, মোপাসাঁ, চেখফ-রবীন্দ্রনাথ, বিদেশে অর্থংঅর্থং, মেশেদিনী ।
  2. চাচা কাহিনী
  3. ময়ূরকণ্ঠী
  4. টুনিমেম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  1. কমলা কান্তের দপ্তর
  2. মুচিরাম গুড়ের জীবনচরিত
  3. লোক রহস্য
আবুল মনসুর আহমেদ
  1. আয়না (১৯৩৫)
  2. ফুড কনফারেন্স (১৯৪৪)
  3. আসমানী পর্দা (১৯৬৪)
  4. গ্যালিভারের সফরনামা
তাজাকলম চেনা মানুষের ইতিকথা
নূরুল মোমেন
  1. বহুরূপী
  2. নরসুন্দর
কাজী দীন মোহাম্মদ গোলকচন্দ্রের আত্মকথা
মুহাম্মদ আব্দুল হাই তোষামদ ও রাজনীতির ভাষা
কালীপ্রসন্ন সিংহ হুতোম পাচার নক্সা (১৮৬২): তৎকালীন সমাজজীবনের ক্ষত বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এ গন্থে। তার বড় অবদান সংস্কৃতবহুল পন্ডিতী ভাষার বিরুদ্ধে কথ্যভাষাকে সাহিত্যে স্থাপন । বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা 'হুতোমী বাংলা' নামে পরিচিত।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা সাহিত্য
অধ্যায়: রম্য রচনা mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (০৫)

১. ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি? [ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা : ০৬ ]

উত্তর: (ঘ) ফুড কনফারেন্স

২. নিচের কোনটি ব্যঙ্গ রচনা- [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৪ ]

উত্তর: (ক) আয়না

৩. ‘টুনি মেম’ কোন ধরনের রচনা? [ দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক : ২০ ]

উত্তর: (ঘ) রম্যরচনা

৪. নিচের কোনটি রম্য রচনা ? [ তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ০৩ ]

উত্তর: (খ) পঞ্চতন্ত্র

৫. রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত- [ ঢাকা বিশ্ববিদ্যালয় -খ ইউনিট : ২০০৩-০৪ ]

উত্তর: (গ) সৈয়দ মুজতবা আলী

নবীনতর পূর্বতন