মুহম্মদ আবদুল হাই

মুহম্মদ আবদুল হাই (১৯১৯-১৯৬৯)

বাংলা ভাষার অন্যতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বাংলা বিভাগের প্রথম মুসলিম ছাত্র। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর শাসকশ্রেণীর বিরূপ মনোভাবের কারণে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সঙ্কটের মধ্যে পড়ে। আরবি হরফে বাংলা লেখন, আরবি-ফারসি-উর্দু শব্দের অধিক প্রয়োগ, বাংলা সাহিত্য থেকে ‘হিন্দুয়ানী’ বিষয় বর্জন, ১৯৬৭ সালে রেডিও, টেলিভিশনে রবীন্দ্র সঙ্গীত প্রচার বন্ধ, এমনকি কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত প্রচাররোধ ইত্যাদি বিতর্কিত কর্মকাণ্ড শুরু হয়। আবদুল হাই পেশাগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার থেকে এসকল প্রতিরোধ করার প্রত্যয়ে এগিয়ে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই ছিলেন প্রথম মুসলিম ছাত্র।

মুহম্মদ আবদুল হাইর সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম আবদুল হাই ২৬ নভেম্বর, ১৯১৯ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন।
সম্পাদনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগ থেকে প্রকাশিত ‘সাহিত্য পত্রিকা' (১৯৫৬) এর সম্পাদক ছিলেন ।
গবেষণার বিষয় তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ‘ ধ্বনিবিজ্ঞান ' (১৯৫২) নিয়ে গবেষণা করেন। তাঁর গবেষণার বিষয় ছিল: A Study of Nasal and Nasalization in Bengali.
পুরস্কার তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬১) পান ।
বিখ্যাত গ্রন্থ তাঁর বিখ্যাত গ্রন্থসমূহ:

‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৬৮): এ গ্রন্থ তিনি সৈয়দ আলী আহসান সহযোগে রচনা করেন।

‘সাহিত্য ও সংস্কৃতি' (১৯৫৪),

‘তোষামোদ ও রাজনীতির ভাষা' (১৯৫৯),

‘ভাষা ও সাহিত্য' (১৯৬০),

‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' (১৯৬৪)।
ভ্রমণকাহিনি তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনি গ্রন্থের নাম ‘বিলাতে সাড়ে সাত’শ দিন' (১৯৫৮)।
মৃত্যু তিনি ৩ জুন, ১৯৬৯ সালে মালিবাগে রেল ক্রসিং এ কাটা পরে মারা যান ।
নবীনতর পূর্বতন