বলা হয়ে থাকে Parts of Speech ইংরেজি ব্যাকরণের এক তৃতীয়াংশ । অর্থাৎ Parts of Speech ভালভাবে বুঝতে পারলে এবং এর সঠিক ব্যবহার করতে পারলে আপনি ইংরেজি ব্যাকরণ নিয়ে আর ভয় পাবেন না । ইংরেজির যত ভয় এই Parts of Speech এবং Tense কে কেন্দ্র করেই । কাজেই এক টিউটরিয়ালে বা একবারেই এটি আত্নস্থ করতে পারবেন না । ধীরে ধীরে বুঝে বুঝে প্রচুর অনুশীলনের মধ্য দিয়ে গেলেই কেবল এটি ভালভাবে আত্নস্থ করতে পারবেন । কাজেই আমি ও এক টিউটরিয়ালে এত কিছু ডিটেইলস আলোচনা না করে Parts of Speech এর প্রত্যেকটি প্রকারভেদের প্রাথমিক ধারণা দেয়ার চেষ্টা করব । তবে এই টিউটরিয়ালেই প্রত্যেকটি প্রকারভেদের আরো বিস্তারিত আলোচনার টিউটরিয়াল লিংক করে রাখছি । যাতে করে এই টিউটরিয়াল থেকেই Parts of Speech এর ইন ডিটেইলস ধারণা নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
What is Parts of Speech ?
বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। সব শব্দের অর্থ এক নয়, সব শব্দের অর্থ এক জাতীয় নয় । যেমন,
Rahim is a good boy who loves his younger brother very much. ( রহিম একজন ভাল ছেলে যে তার ছোট ভাইকে অত্যন্ত ভালবাসে । )
বাক্যটিতে Rahim, is, a, boy, good, who, loves, younger, very ----- প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে ।
এইসব বিভিন্ন অর্থ প্রকাশক word ব্যবহার করি বলেই আমরা একটিমাত্র বাক্যে অনেক রকমের ভাব ফুটিয়ে তুলতে পারি। তা'হলে অর্থ অনুসারে ইংরেজি শব্দের শ্রেণীবিভাগ জানা প্রয়োজন।
আপনাদের পড়ার এবং একসঙ্গে একটি মোটামুটি ধারণা নিতে সাহায্য করার জন্য নিচে প্রথমে অতি সংক্ষেপে ইংরেজি word-এর অর্থ অনুসারে classification (শ্রেণীবিভাগ)) দেখান হল ।
তবে তার আগে জেনে রাখেন, এই সকল word দিয়ে speech বা বাক্য বা বক্তব্য গঠিত হয় বলে এরা প্রত্যেকেই বক্তব্যের এক একটি part বা অংশ।
আর এজন্যেই এদেরকে বলা হয় Parts of Speech.
Definition (সংজ্ঞা) : When words are classified according to what work they do as small parts of a whole sentence, they are called parts of speech. (একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসেবে কোন শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীবিভক্ত করা হলে তখন তাকে বলে parts of speech.)
Parts of Speech এর প্রকারভেদঃ
Parts of Speech আট প্রকার যথা :
Noun (বিশেষ্য)
Pronoun (সর্বনাম)
Adjective (নাম বিশেষণ)
Verb ( ক্রিয়া বা কাজ)
Adverb (ক্রিয়া বিশেষণ)
Preposition (পদান্বয়ী অব্যয়)
Conjunction (সংযোজক অব্যয়)
Interjection (আবেগ সূচক অব্যয়)
নিচের ছকের মাধ্যমে বিভিন্ন রকমের Parts of speech উদাহরণসহ দেখানো হল । এর পরে আমরা বিস্তারিতভাবে এদের সম্বন্ধে জানব ।
Parts of Speech | সংক্ষিপ্ত পরিচয় | Example |
---|---|---|
Noun | যে কোন নাম | Rahim, Dhaka, poet etc. |
Pronoun | সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ | he, she, they, them, their, we, our etc. |
Adjective | গুণ, দোষ, অবস্থা প্রকাশক শব্দ | good, bad, beautiful, nice, fine, fat etc. |
Verb | কোন কিছু করা | do, go, sleep, run, dance, fight, kill, etc. |
Adverb | ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হল তা বোঝায় | well, nicely, there etc. |
Preposition | word-এর আগে বসে পূর্ববর্তী word-এর সাথে ঐ word-এর সম্পর্ক স্থাপন করে। | in, into, for, from, to, off etc. |
Conjunction | দুই বা ততোধিক word/clause-কে যুক্ত করে। | and, but, for, as, if yet, because, unless etc. |
Interjection | আনন্দ, দুঃখ, আবেগ, হঠাৎ প্রকাশিত বিষ্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। | Alas! (হায়!), Fie! (ছি!), Hush! (চুপ!), Hurrah! (কী মজা!) etc. |
Detailed Discussion (বিস্তারিত আলোচনা )
Noun (বিশেষ্য)
Definition : A noun is the name of any human, object, place, or action. (বিশেষ্য হল কোন ব্যক্তি, বস্তু, স্থান, বা ক্রিয়ার নাম।)
Examples :
Name of human ( ব্যক্তি ) : Rahim, Jerry, Tom, Khuku.
Name of object ( বস্তু ) : book, calculator, bamboo.
Name of place ( স্থান ) : Dhaka, Bhanderkote, Khulna, Comilla, India, America.
Name of action ( ক্রিয়া ): hesitation (দ্বিধা), purification (বিশুদ্ধকরণ), function (কাজ).
আরো পড়ুনঃ Classification of Nouns with examples
Pronoun (সর্বনাম)
Definition: A pronoun is a word used in place of a noun. (Noun-এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে pronoun বলে)
Example : সুমন ভাল ছেলে। সুমন প্রত্যহ স্কুলে যায়। সুমন মা-বাবার কথা মেনে চলে।
বাক্যগুলোতে বারবার “সুমন” শব্দটি ব্যবহৃত হয়ে তাদের শ্রুতিমাধুর্য নষ্ট করেছে। কিন্তু এই শ্রুতিমাধুর্য একটি উপায়ে রক্ষা করা যায় । তা হল, প্রথম বাক্যের পর প্রতি বাক্যের “সুমন” এর স্থলে “সে” ব্যবহার করতে হবে । যেমন :
সুমন ভাল ছেলে। সে প্রত্যহ স্কুলে যায়। সে মা-বাবার কথা মেনে চলে ।
ইংরেজীতে : Shuman is a good boy. He goes to school everyday. He abides by his parents' orders.
এই He হল pronoun. এভাবে—they, you, we, our, us, mine, ours, your,
yours, his, her, hers, it, its, them, their, theirs, this, that, these, who,
what, which ইত্যাদি হল pronoun.
আরো পড়ুনঃ Classification Of Pronouns in details
Adjective (নাম বিশেষণ)
Definition: An adjective is a word that qualifies a noun or a pronoun.
(Noun বা pronoun কে বিশেষিত করে এমন শব্দকে adjective বলে।)
Examples :
Rahim is a good boy.
She is a beautiful girl.
Jesmine wears (পরিধান করে) a blue skirt .
লক্ষ্য কর, ১ম sentence-এ good (ভাল)—word টি দ্বারা 'boy' word-টির গুণ তুলে ধরা হচ্ছে। ২য় sentence-এ 'beautiful' word-টি দ্বারা girl word-টির গুণ বুঝাচ্ছে। ৩য় sentence-এ blue (নীল)—শব্দটি দ্বারা skirt (এক প্রকার জামা) এর বৈশিষ্ট্য বুঝানো হচ্ছে। এভাবে adjective দ্বারা কোন গুণ, দোষ, অবস্থা, বৈশিষ্ট্য ইত্যাদি বুঝানো হয় । কিন্তু বলত এসব দোষ, গুণ অবস্থা কার? verb-এর? অবশ্যই না। Adjective সবসময়ই noun বা pronoun- এর দোষ, গুণ ইত্যাদি বুঝায় । (Verb-এর ও অবস্থা বুঝানো যায় । তবে সে ধরনের word হল adverb, adjective নয়।)
Adjective এর আরও কতগুলো example দেখুন :
fine, hard, ugly (কুৎসিত), naughty (দুষ্ট), rich, little, small, a, two, much, first, second, etc.
আরো পড়ুনঃ Classification of Adjective in Bangla
Verb ( ক্রিয়া বা কাজ)
Definition: A verb is a word that expresses some action. (Verb হল সেই word যা কোন কাজ প্রকাশ করে।)
Examples : কোন কিছু করা, খাওয়া, ধরা, মারা, বোঝা, ভাবা, খেলা, বা ভাঙা হল একেকটি কাজ। যে word দিয়ে এই “কাজ” বা action বুঝানো হয় তাকে বলে verb. নিচে কতকগুলো verb এর উদাহরণ দেওয়া হল :
Be, have, do, run, go, come, love, take, give, think, laugh, dance, sing, jump, see, tell etc.
আরো পড়ুনঃ Classification of Verb in Bengali Gerund and participle with infinitive
Adverb (ক্রিয়া বিশেষণ)
Definition : An adverb is a word that modifies a verb, an adjective, or another adverb. (Adverb হল এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে
বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে।)
Explanation & Examples (ব্যাখ্যা ও উদাহরণ)
(a) যখন verb কে modify করে :
swiftly, well, strongly, forcibly (জোরপূর্বক) etc. যেমন:
He runs swiftly. (সে দ্রুত দৌড়ায়।)
এখানে “দ্রুত” শব্দটি দৌড়ানোর “ধরন” বুঝাচ্ছে। নিচের প্রশ্নগুলো ক'রে যে word থেকে উত্তর পাওয়া যাবে তা হল adverb.
(1). How? (কেমন করে? )
যেমন, কেমন ক'রে দৌড়ায়? উত্তর, “দ্রুত” দৌড়ায় ।
সুতরাং দ্রুত” বা swiftly হল adverb.
(2) When? (কখন?)
যেমন, He came in the morning. যদি প্রশ্ন করা হয় “কখন?” তাহলে উত্তর পাওয়া . যায় “সকালে” বা “in the morning". সুতরাং এটি হল adverb. অবশ্য এটি একটি মাত্র শব্দ নয়, কতকগুলো শব্দের সমষ্টি। তাই এটি হল adverbial phrase. Phrase সম্বন্ধে আমরা
পরে জানব।
He will go soon. (সে শীঘ্রই যাবে।) sentenceটিতে soon হল adverb.
(3) Where? (কোথায়?)
He lives here. সে “কোথায়” থাকে? উত্তর হল “এখানে” (here). সুতরাং "here" হল adverb.
(b) যখন adjective কে modify করে :
He is a good boy-sentenceটিতে "good" হল adjective. যদি good এর অর্থকে আরও শক্তিশালী করতে চাই তাহলে লিখতে পারি : He is a very good boy. এখানে very হল adverb.
(c) যখন অন্য কোন adverbকে modify করে :
He runs swiftly—এখানে swiftly হল adverb. কিন্তু যদি লিখি—
He runs very swiftly. তাহলে swiftly-র আগে আরও একটি adverb পাওয়া যায় । very হল সেই adverb.
আরো পড়ুনঃ Kinds of Adverbs with definition and examples
Preposition (পদান্বয়ী অব্যয়)
Pre = আগে, পূর্বে; Position = স্থান। Preposition হল সেই সব word যারা কোন শব্দের আগে ব'সে পূর্ববর্তী word আর ঐ word এর মধ্যে সম্পর্ক স্থাপন করে । তাহলে—
Definition: A preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other word in the sentence.
Examples : I have a love for him. (তার জন্য আমার ভালবাসা আছে)। এখানে for মানে হল “জন্য” । এই শব্দটি love এবং him এর মধ্যে যোগসূত্র স্থাপন করছে।
আবার, She went into the room. এখানে into শব্দটি দিয়ে তার যাওয়া ও room এর মধ্যকার সম্পর্ক প্রকাশিত হচ্ছে। এই into হল একটি preposition.
আগের উদাহরণের forও একটি preposition. এরূপ আরও কতকগুলো উদাহরণ নিচে দেওয়া হল :
at, to, by, on, of, over, above, behind, from, with, below, under,
beside ইত্যাদি ।
আরো পড়ুনঃ Kinds of Prepositions in bengali Prepositions Rules in bangla
Conjunction (সংযোজক অব্যয়)
Definition : A conjunction is a word used to join two or more sentences. (দুই বা ততোধিক sentence কে যে word একত্রে যুক্ত করে তাকে conjunction বলে)
Examples : করিম সেখানে গিয়েছিল, (Karim went there.)
রহিম সেখানে গিয়েছিল। (Rahim went there.)
বাক্য দুটিকে যদি যুক্ত করে লিখতে চাই তাহলে লিখতে হয়— করিম ও রহিম সেখানে গিয়েছিল (Karim and Rahim went there.)
এই and দ্বারাই বাক্য দু'টিকে একটি বাক্যে পরিণত করা সম্ভব হয়েছে। সুতরাং and হল conjunction. আবার—
He is poor (সে গরিব) এবং
He is honest (সে সৎ)
বাক্য দু'টিকে একত্র করে নিচের মত ক'রে লেখা যায় :
He is poor but honest. (সে গরিব কিন্তু সৎ) এক্ষেত্রে but হল conjunction.
এরূপ আরও কয়েকটি conjunction হল : As, if, unless, until, till, while, lest, because, however ইত্যাদি।
Interjection (আবেগ সূচক অব্যয়)
Definition: An interjection is a word which expresses some strong and sudden feeling or emotion.
(প্রবল তাৎক্ষণিক আবেগ প্রকাশক word হল interjection.)
Example : হায়! সে আর বেঁচে নেই। ( Alas! He is no more.) বাক্যটিতে “হায়!” শব্দটি দিয়ে হৃদয়ের প্রবল বেদনা প্রকাশিত হয়েছে। এটি হল
interjection. এভাবে :
Fie! You are a thief. (ছি! তুমি একটি চোর।)
Hello! where are you going? (ওহে! কোথায় চলেছ?)
Hurrah! we have won the game. (কী মজা! আমরা খেলায় জিতেছি।)
Hush! The Headmaster comes. (চুপ! প্রধান শিক্ষক আসছেন।)
উপরের বাক্যগুলোতে Fie, Hello, Hurrah, Hush—এগুলো হল interjection.
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Identification of Parts of Speech mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২১৪)
১. Parts of speech কত প্রকার ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী : ১১ ]
উত্তর: (খ) ৮ প্রকার
২. What is the noun form of the word laugh"? [ ৪৩তম বিসিএস / পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী - ২০১৪; বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী-২০১২, প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]
উত্তর: (গ) laughter
৩. What is the adjective form of the word 'people'? [ ৪৩তম বিসিএস ]
উত্তর: (ক) populous
৪. What is the noun form of the word 'know? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (খ) knowledge
ব্যাখ্যা: know (জানা) এর noun form হলো knowledge (জ্ঞান)।
৫. Verb of ‘Number' is - [ ৩৬তম বিসিএস / মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর)-২১/ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১/ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১/ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯ ]
উত্তর: (খ) enumerate
৬. ‘Popular’ এর verb কোনটি? [ টিবিএল ও এএসপি কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-২২ ]
উত্তর: (গ) popularize
৭. The verb form of the word "acceleration" - [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১ ]
উত্তর: (খ) accelerate
৮. Choose the noun form of 'hinder' [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (খ) hindrance
৯. What is the noun of word 'wide'? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী)-২১ ]
উত্তর: (খ) width
১০. Choose the verb form of 'friend'. [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ / বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার / এরোড্রোম সহকারী) ২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ / বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯/১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯/প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]
উত্তর: (গ) befriend
১১. This book is yours. Here this' is an— [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (গ) adjective
১২. Recognise শব্দটির Noun কোনটি? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১ ]
উত্তর: (খ) Recognition
১৩. What is the abstract noun form of 'Hero'? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (ক) Heroism
১৪. Noun of the word 'poor' is- [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) ২১/ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ (অফিস সহায়
উত্তর: (ঘ) poverty
১৫. The adjective form of the word 'fool' is---- [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
উত্তর: (খ) foolish
১৬. What is the noun form of 'propose'? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে ভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (খ) Proposal
ব্যাখ্যা: Propose = প্রস্তাব দেওয়া/করা। Proposal = প্রস্তাবনা। Proposition = বিবৃতি; উক্তি। Proposed প্রস্তাবিত।
১৭. The noun of the word 'sure' is - [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১ ]
উত্তর: (গ) surely
১৮. The adjective form of the word sun is- [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১ ]
উত্তর: (গ) solar
১৯. What is the adjective form of the word ‘Obligate? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) : ২১ / জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) : জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ ]
উত্তর: (গ) Obligatory
২০. What is the noun form of the word "defer"? [ এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ]
উত্তর: (খ) Deferment
২১. Find out the Adjective of the word "Season"? [ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১ ]
উত্তর: (ক) seasonal
২২. What is the verb from of the word "Acquisition"? [ এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ]
উত্তর: (গ) Acquire
২৩. The verb form of 'danger' is - [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১/ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭, (বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭/ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৫/জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]
উত্তর: (খ) endanger
২৪. What is the verb form of word 'Habit'? [ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০ ]
উত্তর: (ঘ) Habituate
২৫. Adjective of 'circle' is— [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক )- ২১/ সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ২০১৮/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ২০১৩ ]
উত্তর: (ক) Circular
২৬. Identify the adjective of the word 'community' [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া - সহকারী পরিচালক – ২১ ]
উত্তর: (খ) Communal
২৭. The adjective of Imitate is [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া - সহকারী পরিচালক – ২১ ]
উত্তর: (গ) Imitative
২৮. The adjective form of heart' is— [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১/ যুব উন্নয়ন অধিদপ্তরঃ ক্রেডিট সুপাভাইজার ২০১৯/বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০/১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৫ ]
উত্তর: (গ) hearty / Heartening
২৯. The adjective of the word 'sea' is [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম এটিসিও)/ইন্সপেক্টর (এটিসি)/অন্যান্য)-২১ ]
উত্তর: (খ) Marine
৩০. The noun of the word 'add' is – [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক/ পরিদর্শক নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (ঘ) addition
৩১. The verb form of the word 'dear' is— [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯ ]
উত্তর: (গ) endear
৩২. নিচের কোনটি 'peace' শব্দটির verb? [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া - সহকারী পরিচালক -২১/ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ২০১৮/ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-০৮ ]
উত্তর: (গ) Pacify
৩৩. Verb of the word 'Simplification' is? [ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১/ দুর্নীতি দমন কমিশনের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (গ) Simplify
vব্যাখ্যা: Simplification = সরলীকরণ; সরলীকৃত বস্তু। Simplify = সরল করা।
৩৪. What is the verb form of "Power" ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (অফিস সহায়ক) : ২১ / কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী) : ২১ ]
উত্তর: (ঘ) Empower
৩৫. Verb of 'Master' is [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম এটিসিও)/ইন্সপেক্টর (এটিসি)/অন্যান্য)-২১/ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ / বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৯/তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রাশাসন/এইচআর) ২০১৭ ]
উত্তর: (ঘ) Master
ব্যাখ্যা: Master (N) = মালিক; প্রভু; Master (v) = আয়ত্ত করা; কর্তৃত্ব করা।
৩৬. Verb of the word 'false' is [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম ক্যাশিয়ার)-২১/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (ইঞ্জিনিয়ারিং কলেজ এর ক্যাশ সরকার/অফিস সহায়ক -২১ / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (গ) falsely
ব্যাখ্যা: False এর Verb হলো Falsify যার অর্থ জাল করা; মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা।
৩৭. What is the verb form of ’Office'. [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (খ) Officiate
৩৮. Which is the noun of the word 'brief? [ ১৬তম শিক্ষক নিবন্ধন -ভুল পর্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]
উত্তর: (খ) brevity
৩৯. What is the verb of the word LARGE? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঃ সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ২০১৯ ]
উত্তর: (ঘ) Enlarge
৪০. Adjective form of 'courage' is [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ২০১৯ ]
উত্তর: (খ) courageous
৪১. Verb form of 'false' is [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২: ২০১৯ ]
উত্তর: (ক) falsify
৪২. The verb form of 'Money' is ........? [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]
উত্তর: (ক) Monetise
৪৩. Right the wrong. Here 'right' is a/an— [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (গ) verb
ব্যাখ্যা: Right the wrong (ভুলটাকে শুদ্ধ কর) sentence টি imperative. আর imperative sentence সাধারণ verb দ্বারা শুরু হয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি নির্দেশ করে। সুতরাং বাক্যের শুরুতে থাকা Right শব্দটি হলো verb.
৪৪. Which is the verb of 'short'? [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯/ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫ ]
উত্তর: (খ) shorten
৪৫. The verb of the word 'economy' is – [ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৯ ]
উত্তর: (ঘ) economize
৪৬. The verb form of the word 'survival' is [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
উত্তর: (গ) Survive
৪৭. Find out the verb of the word "invasion' from following. [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]
উত্তর: (ক) invade
ব্যাখ্যা: Invincible = অজেয়; অপরাজেয়। Invisible = দৃষ্টিগোচর নয় এমন ।
৪৮. The verb of “ success' is [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯ ]
উত্তর: (গ) succeed
৪৯. The noun form of the word 'urgent is [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯ ]
উত্তর: (ঘ) urgency
৫০. Noun form of the word 'fly' is – [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]
উত্তর: (ঘ) flight
৫১. What is the verb form of 'glad"? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]
উত্তর: (ঘ) gladden
৫২. What is the correct noun form of the word 'important? [ উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর : ১৯ ]
উত্তর: (ক) Importance
৫৩. Find out the adjective of the word 'empire' form the following: [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]
উত্তর: (ক) imperial
৫৪. The verb of the word 'beauty' is_ [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১/ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন : বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]
উত্তর: (খ) beautify
ব্যাখ্যা: Beauty হলো Noun এর Verb হলো Beautify যার অর্থ সুন্দর করা। Beautiful এবং Beautifully যথাক্রমে Adjective Adverb.
৫৫. The noun form of the verb 'educate' is: [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]
উত্তর: (গ) education
৫৬. The noun form of the word 'strong' is : [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১/ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]
উত্তর: (খ) strength
৫৭. What is the noun form of 'believe'? [ বাংলাদেশ ডাক বিভাগ মেইল অপারেটর/ স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর/ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৯/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ২০১৮/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]
উত্তর: (খ) Belief
৫৮. The noun form of prosper is- [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]
উত্তর: (ক) prosperity
৫৯. The adjective form of include' is— [ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়-২ ২০১৯ ]
উত্তর: (খ) includable
৬০. The verb form of 'memory' is— . [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় -এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]
উত্তর: (ক) memorize
৬১. The verb form of 'Politics' is— . [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮ ]
উত্তর: (গ) Politicise
৬২. Which part of speech is 'Book'? [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]
উত্তর: (ঘ) both noun and verb
ব্যাখ্যা: Book = পুস্তক (Noun হিসেবে), Book = টিকিট কেটে আসন সংরক্ষণ করা; লিপিবদ্ধ করা। (verb হিসেবে)
৬৩. Which is the verb form of 'father'? [ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (খ) father
৬৪. What is the verb form of "? [ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (ঘ) impoverish
৬৫. The verb form of the word 'survival' is- [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (ঘ) survive
৬৬. The verb of 'strength' is : [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]
উত্তর: (ক) strengthen
৬৭. What is the noun form of the word 'realize'? [ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (খ) Realization
৬৮. The adjective form of the word 'agree' is- [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]
উত্তর: (ঘ) agreeable
৬৯. The noun of the word 'please' is [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (ক) pleasure
৭০. The noun form of the adjective 'coward' is— [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭ ]
উত্তর: (খ) cowardliness
৭১. Noun of the word 'approve' is — [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ২০১৫ ]
উত্তর: (ঘ) approval
৭২. The adjective of the word 'accident' is [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ ]
উত্তর: (খ) accidental
৭৩. The adjective of 'rigidity' is [ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫ ]
উত্তর: (খ) rigid
৭৪. The Adjective form of 'marriage' is a- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫ ]
উত্তর: (ক) married
৭৫. Which is the adjective form of 'home'? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]
উত্তর: (খ) homely
৭৬. Verb of the word 'ability' is — [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ২০১৯/প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017/স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ / জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫/সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক- ২০১১, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১০, ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- ২০১০, Chittagong University-H unit-07 08 ]
উত্তর: (ঘ) Enable
৭৭. 'Able' শব্দটির Verb নিচের কোনটি? [ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক-০৯ ]
উত্তর: (খ) Enable
৭৮. What is the adjective of 'comfort'? [ ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) ২০১৫ ]
উত্তর: (ঘ) Comfortable
৭৯. Which one is the verb of the word 'real'? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]
উত্তর: (খ) realize
৮০. The noun form of 'endure' is— [ ১২তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৫ ]
উত্তর: (ক) endurance
৮১. Noun form of the word 'Long' is– [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৫ ]
উত্তর: (ক) length
৮২. Which one is not a verb of movement? [ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫ ]
উত্তর: (ঘ) Sleep
৮৩. The adverb form of 'heart' is- — [ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ২০১৯/১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) ২০১৫ ]
উত্তর: (ঘ) heartily
৮৪. Verb of the word 'justification' is [ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫ ]
উত্তর: (খ) justify
৮৫. What is the verb of the word 'shortly'? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক - ২০২১/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭/ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন) - ২০১৩ ]
উত্তর: (গ) shorten
৮৬. Verb form of the word 'beautiful' is [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮ ]
উত্তর: (গ) beautify
৮৭. The verb form of 'television' is: [ রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮ ]
উত্তর: (গ) televise
৮৮. The verb of 'sure' is – [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮/ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১৪ ]
উত্তর: (গ) ensure
৮৯. What is the noun form of 'deny'? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ২০১৩ ]
উত্তর: (খ) denial
৯০. The noun form of the word "vary" is [ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০১৫ ]
উত্তর: (ঘ) variation
৯১. The verb of the word "short” is– [ ২৮তম/১২তম বিসিএস ]
উত্তর: (খ) shorten
৯২. Which is the noun of the word ‘beautiful'? [ ২৭তম বিসিএস, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১/ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পদের নামঃ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০১৯/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ / রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮/ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৭/ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম গবেষণা কর্মকর্তা ২০১৫/টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন)-২০১৩; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্টার-২০১২ ]
উত্তর: (ক) Beauty
৯৩. What is the adjective of the word 'Heart'? [ ১২তম বিসিএস, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন)-২০১৩; স্বরাষ্ট মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-০৬ ]
উত্তর: (খ) Heartening
৯৪. What is the noun of the word "Waste”? [ ১২তম বিসিএস, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়: সহকারী শিক্ষক ২০১৯/সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী-২০১২ ]
উত্তর: (ঘ) Wastage
৯৫. Which one is the verb from of the noun ‘advice? [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনিড, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]
উত্তর: (ঘ) Advise
৯৬. The word 'beautify' is - [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) ২০১৭ ]
উত্তর: (গ) a verb
ব্যাখ্যা: Beautify (verb) = সৌন্দর্যসাধন করা ।
৯৭. Fill in the gap with the correct form of word: 'My mother always dresses (beautiful)'. [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (ঘ) beautifully
ব্যাখ্যা: এখানে address verb-টির adverb হিসেবে beautifully word.
৯৮. 'A herd of cattle is passing.' The underlined word is a [ ৪৩তম বিসিএস ]
উত্তর: (গ) collective noun
ব্যাখ্যা: যে noun দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বুঝায়, তাকে Collective noun বলে। Example: army, class, party, navy, library, group, meeting, jury, soldiers, crowd, team, committee, mob, gang, family, herd, audience, council, public, cabinet, company, society, troupe, corporation, senate, faculty, board etc.
৯৯. Go and catch the falling star. Here the "falling" is [ ৪২তম বিসিএস ]
উত্তর: (গ) an adjective
ব্যাখ্যা: Adjective সর্বদাই noun/pronoun কে modify করে। অর্থাৎ noun/pronoun এর দোষ, গুন, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। এখানে falling শব্দটি ‘Star’ noun কে qualify করেছে। সুতরাং এটি স্পষ্টতই adjective.
১০০. 'Who's that? In this sentence 'that' is a/an- [ ৪১তম বিসিএস ]
উত্তর: (ক) pronoun
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটির that pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। শব্দটি demonstrative
১০১. 'Come on, it's time to go home.' Here 'home' is a/an- [ ৪১তম বিসিএস/ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৬ ]
উত্তর: (ঘ) adverb.
১০২. 'Call me if you have any problems regarding your work'. Here 'regarding' is a/ an - [ ৪১তম বিসিএস ]
উত্তর: (গ) Preposition
ব্যাখ্যা: Noun-এর আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক নির্দেশ করছে।
১০৩. 'I shall help you provided you obey me. Here the underlined word is a/an -- [ ৪১তম বিসিএস ]
উত্তর: (গ) conjunction
ব্যাখ্যা: দুটি clause (I shall help you) এবং (you obey me) কে যুক্ত করায় provided শব্দটি হলো conjunction।
১০৪. Which parts of speech is 'in' in the sentence Please, come in'? [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া - সহকারী পরিচালক – ২১ ]
উত্তর: (গ) Adverb
১০৫. 'Please write to me at the above address.' The word 'above' in this sentence is a/an - [ ৪০তম বিসিএস ]
উত্তর: (খ) adjective
১০৬. Down went the Titanic. The word 'down' is [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১ ]
উত্তর: (ঘ) Adverb
১০৭. The warning of the authority falls on deaf ears. Here 'warning' does the function of [ ৩৯তম বিসিএস ]
উত্তর: (ঘ) noun
১০৮. "There was a small reception following the wedding'. The word 'following' in the sentence above is a/an_ [ ৩৯তম বিসিএস ]
উত্তর: (খ) adjective
১০৯. Karim always runs quite fast. Here always is [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (খ) Adverb
১১০. The sun went down. The underlined word is used here as a/an : [ ৩৮তম বিসিএস ]
উত্তর: (খ) adverb
১১১. Advice কোন পদ? [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (গ) Noun
১১২. Find out the noun. [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ / জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক কাম-টাইপিস্ট)-২১ ]
উত্তর: (ক) Wonder
১১৩. "All spoke in his favour"--- here 'all' is [ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২ ]
উত্তর: (ক) pronoun
১১৪. Every man is potential. Here 'Every' is -- [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অফিস সহায়ক) -২১ ]
উত্তর: (খ) Adjective
১১৫. 'Thank you very much'---in this sentence 'very' is - [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১/ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ফোরম্যান ২০১৯ ]
উত্তর: (গ) adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে verb শব্দটি adverb much কে modify করায় very শব্দটি adverb কেননা very শব্দটি adjective এমনকি adverb কেও modify করে।
১১৬. The word 'calling' in the sentence 'The calling bell is out of order function as— [ প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১ ]
উত্তর: (ক) a noun
১১৭. What part of speech is “ scarcity”? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ডাটা এন্ট্রি অপারেটর)-২১ ]
উত্তর: (ক) Noun
১১৮. Honesty is the best policy. In the sentence the word 'Honesty' is [ The Security Printing Corporation BD Limited (General Officer) - 21 ]
উত্তর: (ক) Noun
১১৯. The word 'Idolize' is-- [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর)-২১ ]
উত্তর: (খ) a verb
১২০. Patience is a virtue. Here the word 'patience'— [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
উত্তর: (গ) noun
১২১. The girls water the plants. Here 'water' is [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১/ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১/ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯/১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়-২ ২০১৯ ]
উত্তর: (খ) verb
ব্যাখ্যা: ( Water শব্দটি noun এবং verb উভয় অর্থেই ব্যবহৃত হয়। Verb হিসেবে water অর্থ পানি দেওয়া। প্রদত্ত বাক্যে water sub-এর পর আসায় শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রদত্ত বাক্যটির অর্থ : মেয়েরা চারাগাছে পানি দেয়। Water the garden দ্বারা বাগানে পানি দেয়া বুঝায়। Water the streets অর্থ রাস্তায় পানি ঢেলে দাও।
১২২. He went home last night. Here the word 'home' is a/an— [ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওয়ারলেস অপারেটর ২০২১/ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]
উত্তর: (ঘ) adverb
ব্যাখ্যা: He went home last night বাক্যে home adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কেননা home শব্দটি subject এর location নির্দেশ করছে আর এটি go verb কে modify ও করছে।
১২৩. Identity the part of speech 'seldom' [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক -২১ ]
উত্তর: (খ) Adverb
১২৪. If we finish our work quickly, we can go to the movies. Here QUICKLY is a/an..... [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]
উত্তর: (ক) Adverb
ব্যাখ্যা: Quick (adj) শব্দটির সাথে যুক্ত হয়ে adverb গঠিত হয়। সুতরাং quickly (দ্রুততার সহিত) শব্দ adverb-এর উদাহরণ।
১২৫. Which parts of speech expresses a mild or sudden burst of emotions? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১ ]
উত্তর: (গ) Interjection
১২৬. After a while they have arrived their destination. The underlined word is a/an: [ এনএসআই (ফিল্ড অফিসার)-২১ ]
উত্তর: (খ) adverb
১২৭. They tell us a tale about a tail. The word tale is – [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী)-২১ ]
উত্তর: (ক) Noun
১২৮. My needs are few. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১ ]
উত্তর: (খ) noun
১২৯. The man is afraid of the dog. এখানে afraid কোন parts of speech ? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অফিস সহায়ক) -২১ / কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
উত্তর: (ক) Adjective
১৩০. Identify the word class of the bold faced word: The dark skies cleared and the sun shone dazzlingly. [ সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১ ]
উত্তর: (ঘ) verb
১৩১. The word 'inside' cannot be used as- [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সাধারণ অফিসার)-২১ ]
উত্তর: (ঘ) verb
১৩২. 'Frailty, thy name is woman'. Here ‘frailty' is - [ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]
উত্তর: (গ) a noun
ব্যাখ্যা: বাক্যে সাধারণত Verb এর Subject হিসেবে Noun ব্যবহৃত হয়। যেমনঃ Industry is the key to success আর প্রশ্নে উল্লিখিত বাক্যে Frailty (ভঙ্গুরতা) Noun হিসেবে বসেছে।
১৩৩. We want to take legal action against the hoodlum. (Here in this sentence 'to' is a/an)— [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া – সহকারী পরিচালক -২১ ]
উত্তর: (খ) Infinitive maker
১৩৪. He runs fast. Here the fast' is [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১/ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯/ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনিড, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]
উত্তর: (গ) Adjective
ব্যাখ্যা: Fast শব্দটি মূলত ‘adjective' এবং ‘verb'. কিন্তু এটি ‘adverb' হিসেবেও বসতে পারে। যেমন: He speaks too fast. বাক্যের অর্থঃ সে দ্রুত দৌড়ায় ৷
১৩৫. "I While away my pastime with novels" - here 'while' is a/an – [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]
উত্তর: (খ) verb
১৩৬. A barking dog seldom bites. In the sentence,' barking' is ....... [ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১ ]
উত্তর: (ঘ) an adjective
১৩৭. 'Don't go far'... The word ‘far’ is......... ? [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]
উত্তর: (গ) An Adverb
১৩৮. None but the brave deserve the fair….in this sentence 'but' is- [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনেভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (গ) conjunction
ব্যাখ্যা: বাক্যের অর্থঃ বীর ভাগ্যে বসুন্ধরা।
১৩৯. 'He gave me five books' In this sentence which is the adjective ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনেভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (ঘ) Five
ব্যাখ্যা: যে শব্দ দ্বারা Noun / Pronoun কে Modify করে বা তার দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ প্রকাশ করে তাকে Adjective বলে। এখানে Five দ্বারা বইয়ের (Noun) সংখ্যাকে বুঝাচ্ছে। বাক্যের অর্থঃ সে আমাকে পাঁচটি বই দিয়েছিল।
১৪০. They returned home earlier. Here the underlined word is a/an. [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার ২০২০/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯ ]
উত্তর: (গ) adverb
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে home শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ home শব্দটি verb কে modify করছে।
১৪১. Flying kites is my favourite hobby. The underlined word does the function of— [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২020 ]
উত্তর: (ঘ) noun
ব্যাখ্যা: বাক্যে Gerund form-এ থাকা flying শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে যা দ্বারা মূলত বাক্যটিতে hobby বা শখের নামকে বুঝাচ্ছে। সুতরাং flying শব্দটি এখানে noun.
১৪২. What parts of speech is 'beauty'? [ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
উত্তর: (খ) Noun
ব্যাখ্যা: Beautiful হলো Adjective. Beautify হলো Verb.
১৪৩. 'The programme was telecast live'. The word 'live' in the above sentence is a/an….. [ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০২০/ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেষ্টাইল ইনস্টিটিউট ও টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮ ]
উত্তর: (ঘ) adverb
ব্যাখ্যা: Live শব্দটি এক্ষেত্রে অফাবত্ন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ (বেতার, টিভিতে প্রচার সম্পর্কিত) পূর্বাহ্নে রেকর্ডকৃত নয় এমন। যেমনঃ It will be a live telecast. বাক্যের অর্থঃ অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয়েছিল।
১৪৪. 'Water' is an example of – [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]
উত্তর: (গ) verb
ব্যাখ্যা: Water শব্দটি noun এবং verb দুই অর্থে ব্যবহৃত হতে পারে। Verb হিসেবে water অর্থ পানি দেয়া আর noun হিসেবে aunter অর্থ পানি, জল।
১৪৫. He fathered the plan. Here the word 'father' is— [ ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১১ ]
উত্তর: (গ) a verb
ব্যাখ্যা: Father শব্দটি verb এবং noun উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। প্রদত্ত বাক্যে father verb হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং verb হিসেবে father-এর অর্থ কোনো ধারণা বা পরিকল্পনার উদ্ভাবক হওয়া।
১৪৬. None but the brave deserve the fair….in this sentence 'but' is…. [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮ ]
উত্তর: (ক) Preposition
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে but দ্বারা ব্যতীত অর্থ প্রকাশ পাওয়ায় উক্ত but শব্দটি preposition.
১৪৭. What part of speech is the word 'be fool'? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯ ]
উত্তর: (ক) verb
ব্যাখ্যা: Be fool (verb) = বোকা বানানো ৷
১৪৮. I have worked very hard lately. In this sentence 'lately' is - [ ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (WASA)-এর উপ-সহ, প্রকৌশলী (সিভিল) ২০১৯ ]
উত্তর: (খ) Adverbs
ব্যাখ্যা: বাক্যে lately (সম্প্রতি) শব্দটি বাক্যটি modify করায় বাক্যটিতে lately শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৪৯. He has done no wrong. The underlined words is a/an…. [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ) ২০১৯ ]
উত্তর: (ঘ) noun
ব্যাখ্যা: বাক্যে wrong শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। বাক্যটির বাংলা: সে কোনো অন্যায় করেনি।
১৫০. 'Frequency' is- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (তৃতীয় ধাপ) ২০১৯ ]
উত্তর: (ক) Noun
ব্যাখ্যা: Frequency(পুনঃপুন সংঘটন) শব্দটি অর্থের দিক হতে noun এবং word টির শেষে cy suffix দ্বারাও word টি যে noun তা নির্দেশ করে ।
১৫১. The word 'practice' is a/an: [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]
উত্তর: (খ) Noun
ব্যাখ্যা: Practice শব্দটি হলো noun যার অর্থ অনুশীলন। Practice শব্দটির verb হলো practise যার অর্থ অনুশীলন করা।
১৫২. Mr. Rohan is very friendly. Here 'friendly' is — [ ১৫তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায়-২ ২০১১ ]
উত্তর: (গ) adjective
ব্যাখ্যা: Non-এর সাথে by যুক্ত হয়ে adjective গঠিত হয় adverb নয়। প্রদত্ত বাক্যে friendly শব্দটি noun friend শব্দ থেকে এসেছে। সুতরাং friendly শব্দটি adjective.
১৫৩. The word 'obediently' is a/an….. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]
উত্তর: (ক) adverb
ব্যাখ্যা: Adjective-এর শেষে ly যুক্ত হয়ে adverb গঠিত হয়। Obedient শব্দটি adjective আর শব্দটির অর্থ আজ্ঞানুবর্তী; বাধ্য । সুতরাং obediently শব্দটি adverb ।
১৫৪. The word 'massacre' is: [ রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮ ]
উত্তর: (ক) both noun and verb
১৫৫. Differentiate is - [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮ ]
উত্তর: (ঘ) verb
১৫৬. A horse runs fast.----In this sentence 'fast' is — [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮ ]
উত্তর: (গ) adverb
১৫৭. Which form of parts of speech is the word ‘may’? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক ২০১৮ ]
উত্তর: (ক) verb
ব্যাখ্যা: May শব্দটি modal auxiliary berb হিসেবে ব্যবহৃত হয়। modal auxiliary verb হিসেবে may এর ব্যবহারের উদাহরণ: You may go there.
১৫৮. Which of the following is not used as an adverb? [ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭ ]
উত্তর: (ক) Friendly
ব্যাখ্যা: Friendly (adjective) = বন্ধুসুলভ ।
১৫৯. They organized a volunteer corps. Here 'corps' is a.. [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮ ]
উত্তর: (ক) Noun
ব্যাখ্যা: Corps (সৈন্য বাহিনীর ভাগবিশেষ) একটি noun.
১৬০. In the sentence 'copying is prohibited in the examination. ' ' copying' is a/an - [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]
উত্তর: (ক) noun
ব্যাখ্যা: Verb এর ing form (copy+ing) যখন বাক্যে verb-এর subject হিসেবে কাজ করে তা noun (Gerund)। Copying (নকল করা) is এর subject। তাই সঠিক উত্তর ক।
১৬১. The word 'popularize' is. [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]
উত্তর: (খ) verb
ব্যাখ্যা: Popular (জনপ্রিয়) হলো adjective এবং Popularize (জনপ্রিয় করা) একটি verb form ।
১৬২. People from all walks of life all ended the meaning. The underlined words is a/an… [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]
উত্তর: (গ) noun
ব্যাখ্যা: Determiner (all)-এর পর এবং preposition (of) এর পূর্বে noun বসে। সেই অর্থে প্রশ্নোক্ত বাক্যে walks শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৬৩. Down with the tyrant ! Here 'down' is a/an [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]
উত্তর: (ক) verb
ব্যাখ্যা: Down with = নিপাত যাক। 'Down' শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৬৪. The girl with long hair is my cousin. The underlined phrase functions as— [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (গ) an adjective
ব্যাখ্যা: With long hair (দীর্ঘ বেশী) phraseটি the girl modify করায় তা adjective.
১৬৫. Alas! I am undone. Here 'alas' is - [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ও ইলেক্ট্রনিক্স) টিটিসি ২০১৮ ]
উত্তর: (গ) interjection
ব্যাখ্যা: Alas (দুঃখ বা অনুপাতসূচক চিৎকার; হায়) একটি interjection word |
১৬৬. You have no right to do it. The underlined word is — [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (খ) a noun
ব্যাখ্যা: বাক্যে right (অধিকার) শব্দটিকে noun হিসেবে ব্যবহার করেছে। কারণ have no এর পর noun বসে।
১৬৭. The word 'friendly' is a/an – [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭ ]
উত্তর: (খ) adjective
১৬৮. 'Thank you very much'. In this sentence 'very' is [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]
উত্তর: (ঘ) Adverb
ব্যাখ্যা: এখানে very adverb হিসেবে much কে modify করেছে। সঠিক হবে ঘ. ।
১৬৯. This is the go of the world. Here 'go' is a/an- [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]
উত্তর: (খ) noun
ব্যাখ্যা: This is the go of the world. = এটাই পৃথিবীর নিয়ম। Article-এর পর এবং preposition-এর পূর্বে noun বসে। এখানে go শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৭০. He was wise enough to accept the office. Here ‘enough' is— [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]
উত্তর: (গ) adverb
ব্যাখ্যা: বাক্যে enough শব্দটি adjective wise কে modify করছে সুতরাং enough শব্দটি বাক্যে adverb। Wise-এর পূর্বে enough শব্দটি থাকলে তখন enough শব্দটি adjective হতো।
১৭১. The word 'slowly' is a/an [ স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
উত্তর: (খ) adverb
ব্যাখ্যা: Slowly (ধীরে ধীরে) একটি adverb। যা verb, adjective কে modify করে।
১৭২. The teacher told the students that they could do good in the examination only by working hard. [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ২০১৭ ]
উত্তর: (ক) replace good with well
ব্যাখ্যা: Do verb-এর পরে adjective না বসে adverb বসে। সেহেতু Good adjective এর স্থলে well ব্যবহৃত হলে বাক্যটি সঠিক হবে। যেমন: do quickly, do hurriedly ইত্যাদি।
১৭৩. The word ‘hopeful' is a / an... . [ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]
উত্তর: (গ) adjective
ব্যাখ্যা: Hopeful is an adjective. Hopeful আশাবাদী, আশান্বীত। সাধারণত ইংরেজী শব্দের শেষে ful থাকলে সেটি adjective হয়। যেমন: beautiful, wonderful, ইত্যাদি। তবে এটি noun হিসেবেও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে, hopeful মানে আশাস্পদ (বালক/বালিকা)।
১৭৪. Choose the adjective from the following words— [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী ২০১৭ ]
উত্তর: -
ব্যাখ্যা: adjective হিসেবে কাজ করে exciting এবং excited শব্দ উভয়ই। তথাপি Verb এর participle আর verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়। Participle adjective হিসেবে কাজ করে।
১৭৫. Which one is the adjective among the following words? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]
উত্তর: (গ) Diplomatic
ব্যাখ্যা: শব্দের শেষে ic suffix থাকলে সে wordটি সাধারণ adjective হয়।
১৭৬. Opening the file, the detective took out a newspaper cutting. Here 'opening' is a/an... [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]
উত্তর: (গ) Present participle
১৭৭. The word 'walking in the sentence"Walking is good for health' is— [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬ ]
উত্তর: (খ) a gerund
১৭৮. The journey was pleasant Here 'pleasant is— [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (ফুল/সমপর্যায়) -২০১৪ ]
উত্তর: (গ) Adjective
১৭৯. Lovely comes here regularly. Here 'Lovely' is—— [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) - 2018 ]
উত্তর: (ক) noun
১৮০. The word 'wonderful' is a - [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-১৩ ]
উত্তর: (খ) Adjective
১৮১. The word ‘advance' is- [ মাথামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩ ]
উত্তর: (গ) a noun
১৮২. 'Advice' শব্দটি- [ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৩; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]
উত্তর: (ঘ) Noun
১৮৩. I know better. The underlined word is [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ ]
উত্তর: (ঘ) adverb
১৮৪. The word ‘Intolerable' is- [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩ ]
উত্তর: (গ) adjective
১৮৫. Choose the appropriate part of speech of the underlined word. He reached home safely. [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী -২০১৩ ]
উত্তর: (ঘ) Adverb
১৮৬. Please look above. Here 'above' is –. [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (ফুল/সমপর্যায়)—২০১৪ ]
উত্তর: (খ) adverb
১৮৭. Where there is a will there is a way. Here `will' is- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়)-২০১৪ ]
উত্তর: (ক) a noun
১৮৮. Look before you leap. The word 'before'' I used in the sentence is…. [ ১১তম অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩ ]
উত্তর: (খ) Conjunction
১৮৯. Which ‘up’ is adverb? [ জুডিশিয়াল সার্ভিস কমিশন গৃহীত জজ ১ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা -২০১৪ ]
উত্তর: (খ) They live up in the mountains
১৯০. Which one of the following word is not a verb? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪ ]
উত্তর: (গ) Bounden
১৯১. Differentiate is [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৪ ]
উত্তর: (ঘ) Verb
১৯২. He started early. Here early is— [ ৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩ ]
উত্তর: (খ) Adverb
১৯৩. Which book do you want? What parts of speech is the under lined word? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)—২০১৩ ]
উত্তর: (ক) an adjective
১৯৪. The word 'compulsive' is--- [ গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩ ]
উত্তর: (গ) Adjective
১৯৫. The word ‘prolific is – [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২ ]
উত্তর: (গ) adjective
ব্যাখ্যা: Prolific অর্থ উর্বর বা ফলপ্রসূ যা Adjective.
১৯৬. The word 'respond' is: [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২ ]
উত্তর: (খ) a verb
১৯৭. The word independence is : [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২ ]
উত্তর: (খ) a noun
১৯৮. The word 'sympathise' is – [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২ ]
উত্তর: (খ) a verb
ব্যাখ্যা: Sympathy (noun) = সহানুভূতি; Sympathetic (Adjective) = সহানুভূতিশীল; Sympathise = (verb) সহানুভূতি দেখানো।
১৯৯. 'Genocide' is – [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২ ]
উত্তর: (গ) a noun
২০০. The word 'orphanage is- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২ ]
উত্তর: (গ) interjection
২০১. The more you read, the more you learn. Here more is an - (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২ ]
উত্তর: (খ) adverb
২০২. Which of the following is a noun? [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২ ]
উত্তর: (ঘ) City
২০৩. Tareq was a bright student. [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১, স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী-২০১০ ]
উত্তর: (খ) Adjective
ব্যাখ্যা: এখানে bright হলো adjective. Bright-অর্থ বুদ্ধিমান। উত্তর খ. ।
২০৪. The boy is very meritorious. [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১ ]
উত্তর: (গ) An adjective
ব্যাখ্যা: Meritorious অর্থ-মেধাবী। এখানে meritorious হচ্ছে adjective.
২০৫. Which book do you want? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১ ]
উত্তর: (ক) An adjective
ব্যাখ্যা: এখানে which হচ্ছে adjective কারণ which, book কে modify করেছে। উত্তর ক. ।
২০৬. 'Karim headed the ball'. [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১ ]
উত্তর: (ক) a Verb
ব্যাখ্যা: Head(n)-মাথা;; Head (v)- হেড করা। এখানে Head verb হিসেবে ব্যবহৃত হয়েছে। উত্তর ক. ।
২০৭. Hurrah! We have won the game. [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১১ ]
উত্তর: (খ) an interjection
২০৮. Kamal is the most intelligent boy in the class. [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক 09 ]
উত্তর: (গ) adjective
২০৯. The word 'intolerable' is [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-০৭ ]
উত্তর: (গ) Adjective
২১০. The word 'wonderful' is a - [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-০৭, পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের Field investigator and research assistant : ০৬ ]
উত্তর: (খ) adjective
২১১. Give the part of speech of the following word in this sentence 'before' : I saw him once before. [ ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (2008-2009) ]
উত্তর: (ঘ) Adverb
২১২. In the "Tossing their heads in sprightly dance." The word 'sprightly' is a/an ----? [ ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (2008-2009) ]
উত্তর: (খ) Adverb
২১৩. After the storm comes the calm. এখানে 'after' শব্দটি ----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(তিস্তা) : 2010 ]
উত্তর: (গ)
২১৪. She sings well enough. Here ' enough' is - [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮ ]
উত্তর: (গ) an adverb
ব্যাখ্যা: যে word কোনো verb, adjective এবং অন্য কোনো adverb-এর গুণাগুণ বা ধরন নির্দিষ্ট করে তা adverb উপরোক্ত বাক্যে enough (যথেষ্টভাবে) শব্দটি verb (sing)কে modify করায় তা adverb ।