Kinds of Prepositions in Bengali

Kinds of Prepositions in Bengali

পূর্বের parts of speech টিউটরিয়ালে নিশ্চয়ই আপনারা Preposition সম্বন্ধে জেনেছেন। আপনাদের সুবিধার জন্য এখানে আবারও Preposition এর প্রাথমিক পরিচয় দেয়া হল । তবে এই টিউটরিয়ালের আলোচনার মূল টপিক হল kinds of Prepositions . ধীরে ধীরে উদাহরণের মাধ্যমে আজকের kinds of Prepositions টপিকটির গভীরে প্রবেশ করার চেষ্টা করব । পরবর্তীতে Preposition এর শ্রেণীবিভাগ আলোচনা করব । এতে সমুদয় বিষয়টি বুঝতে সহজ এবং আত্নস্থ বা মনে রাখার জন্য সুবিধা হবে । চলুন তাহলে শুরুতেই Preposition কি তা আগে একটু জানার চেষ্টা করি ।

What is Preposition?

নিচের বাক্যটি পড়
I bought a book. (আমি একটি বই কিনেছিলাম।)
কিন্তু নিচের বাক্যটি লক্ষ্য কর
I bought a book for you. (আমি তোমার জন্য একটি বই কিনেছিলাম।)
এই বাক্যটিতে একটি word "for" ব্যবহৃত হয়েছে। যার অর্থ হল “জন্য” । প্রথম বাক্যে শুধু একটি বই (book) কেনার কথা বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে বইটি কার জন্য কেনা হয়েছিল তা বলা হয়েছে। বলা হয়েছে যে বইটি তোমার জন্য (for you) কেনা হয়েছে। অর্থাৎ for শব্দটি বই এর সাথে তোমার (you) সম্পর্কটি বুঝাচ্ছে । এই সম্পর্কটি প্রকাশিত হয়েছে—
book for you অংশটি দ্বারা । এ ভাবে নিচের বাক্যগুলো পড় ।
She lives. (সে থাকে)।
She lives with me. (সে আমার সাথে থাকে)
শেষোক্ত বাক্যটির with শব্দটি live এবং me এর মধ্যকার সম্পর্ক বুঝাচ্ছে। অর্থাৎ সে কার সাথে থাকে তা বুঝানো হয়েছে ।
লক্ষ্য কর, I bought a book for you বাক্যটিতে you এর আগে for ব'সে you এর সাথে book এর সম্পর্ক বুঝাচ্ছে। এভাবে she lives with me বাক্যটিতে me এর আগে with ব'সে তা me এবং live এর সম্পর্কটিকে বুঝাচ্ছে। এই for এবং with হল preposition. Pre অর্থ আগে, আর Position অর্থ অবস্থান। মনে করে দেখ, for এবং with উভয় শব্দই you এবং me pronoun দু'টির আগে ব'সে তাদের সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক বুঝাচ্ছে । তাহলে বলা যায় :
Definition: A preposition is a word which is used before a noun, pronoun, or noun phrase to express its relationship with some other word in the sentence.
(Preposition হল এমন শব্দ যা কোন noun, pronoun, বা noun phrase-এর আগে ব'সে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে ।)
আরও কয়েকটি উদাহরণ :
at, on, of, off, by, after, from, upon, behind, along, before, between, beside, about, beyond ইত্যাদি ।
She looked at me. (সে আমার দিকে তাকাল । )
The cow lives on grass. (গরু ঘাস খেয়ে বাঁচে।)
The rice of Barishal is fine. (বরিশালের চাল সরু।)
He came from Khulna. (সে খুলনা থেকে এসেছিল।)
It is 7 o'clock by my watch. (আমার ঘড়িতে সাতটা বাজে।)
I look after my garden. (আমি আমার বাগান দেখাশুনা করি।)
The cow lives upon grass. (গরু ঘাস খেয়ে বাঁচে।)
He came out from behind the house. (সে বাড়ির ভেতর থেকে বের হয়ে এল ।)
Go along this street. (এই রাস্তা বরাবর যাও)
I will come back before ten A. M. (আমি সকাল দশটার আগে ফিরব।)
Put this box between these two tables. (এই দু'টি টেবিলের মাঝামাঝি বাক্সটি রাখ।)
I sat beside him. (আমি তার পাশে বসলাম।)
I know nothing about this matter. (আমি এ ব্যাপারে কিছু জানিনা।)
This is beyond my ability. (এটা আমার ক্ষমতার অতীত)। ইত্যাদি।

kinds of Prepositions

(Preposition এর প্রকারভেদ।)
Preposition নিম্নলিখিত ছয় প্রকারের হয়ে থাকে;
1. Simple Preposition
2. Double Preposition
3. Compound Preposition
4. Phrase Preposition
5. Participle Preposition
6. Disguised Preposition

এখন আমরা প্রত্যেক প্রকারের বিস্তারিত পরিচয় ও ব্যবহার জানব ।

1. Simple Preposition :

এই ধরনের preposition গুলো মূলত একটি শব্দ; যেমন : At, by, with, of, off, from, through, after ইত্যাদি।

2. Double Preposition :

এই ধরনের preposition গুলো দুইটি অন্য preposition এর সমষ্টি, কিন্তু তারা ঠিক একটি preposition এর মত কাজ করে; অর্থাৎ : Double Preposition = Preposition+ Preposition
যেমন : The machine is out of order. (যন্ত্রটি অকেজো।)
এখানে out+ of মিলে একটি মাত্র preposition এর মত কাজ করেছে।
The cow lives upon grass.
এখানে upon = up+on; বলা বাহুল্য, up এবং on প্রত্যেকেই preposition এবং upon শব্দটি এদের সমষ্টি হওয়া সত্ত্বেও একটি মাত্র preposition এর মত কাজ করেছে।
We lowered the boat onto the sea. (আমরা নৌকাটি সাগরে নামালাম।)
এখানে onto = on+to.

3. Compound Preposition :

কোন noun, adjective, বা adverb এর আগে কোন simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তাকে compound preposition বলে । যেমন :
behind = by (= be) + hind.
beside = by(= be) + side.
along = on(= a) + long.
beyond = by (= be) + yond.
before = by (= be) + fore.
about = on (= a) + by ( = b) + out.
between + by (= be) + tween. ইত্যাদি,
লক্ষ্য কর, compound preposition গঠিত হওয়ার সময় by-preposition টি be- তে এবং on-preposition টি a-তে রূপান্তরিত হয়েছে।

4. Phrase Preposition :

Phrase কাকে বলে মনে আছেত? দুই বা ততোধিক word একত্রে যখন একটি মাত্র part of speech এর মত বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে Phrase. আর একটি Phrase যখন একটি preposition এর মত কাজ করে তখন তাকে বলে phrase preposition.
যেমন : There is a pond in front of our house. (আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে।)
এখানে in front of = before = সামনে। তাহলে দেখা গেল in + front + of এই তিনটি word মিলে একটিমাত্র preposition before-এর কাজ করেছে।
এভাবে :
I could not pass the exam in spite of my hard work. (কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি।)
We worked at home instead of going to school. (আমরা স্কুলে না গিয়ে বা যাওয়ার পরিবর্তে বাড়িতে কাজ করেছিলাম।)
I could not go to school because of my illness. (অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারিনি।)
এখানে because of = for = কারণে ।
As for myself, I know nothing about it. (as for = about= সম্বন্ধে)

5. Participle Preposition :

কতকগুলো present participle (verb+ing) এবং past participle (verb এর p. p. preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে । এদেরকে বলে participle preposition. যেমন :
Regarding this matter I know nothing. (এ ব্যাপারে আমি কিছু জানি না।)
এখানে Regarding = about= সম্বন্ধে । কিন্তু এটি একটি present participle এজন্য একে বলে participle preposition.
The Pashur flows past our village. (আমাদের গ্রামের পাশদিয়ে পশুরনদী বয়ে গেছে।)
এখানে past = by. কিন্তু past শব্দটি একটি past participle বলে একে বলে participle preposition.

6. Disguised Preposition :

কখনও কখনও on-preposition-টির পরিবর্তে 'a' এবং of-preposition টির পরিবর্তে 'o' ব্যবহৃত হয়। এরূপে ব্যবহৃত হলে এদেরকে disguised preposition বা ছদ্মবেশধারী preposition বলে। Disguise-এর অর্থ হল ছদ্মবেশ। যেমন :
The poor man went on begging (গরিব লোকটি ভিক্ষা ক'রে চলল।) না ব'লে যদি বলা হয়
The poor man went a begging, তাহলেও অর্থ একই থাকে।
এখানে on begging = a-begging. এক্ষেত্রে a-হল disguised preposition. এরূপে
The hunter decided to go a hunting. (শিকারী শিকার চালিয়ে যাবার সিদ্ধান্ত নিল ।)
Now it is 10 o' clock (=of clock) in the morning. (এখন সকাল দশটা বাজে।)
এখানেও O' (= of) হল disguised preposition.
আবার কোন কোন বাক্যে preposition অব্যবহৃত বা উহ্য থাকতে পারে। সে সব ক্ষেত্রেও উহ্য preposition কে বলা হয় .disguised preposition. যেমন:
He comes here once (in) a day. (সে এখানে দিনে একবার আসে।)
Rice sells fifteen taka (for) a kg. (চাল পনের টাকা কে. জি. দরে বিক্রি হয়।
He receives a salary of 5,000 taka (for) a month. (তিনি মাসে পাঁচ হাজার টাকা বেতন পান।)
উপরের বাক্যগুলোতে বন্ধনীর মধ্যকার preposition গুলি সাধারণত উহ্য বা অব্যবহৃত থাকে । এজন্য এসবক্ষেত্রে preposition গুলোকে বলে disguised preposition.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Preposition mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৩২৯)

১. Happiness consists --- self-contenment . Which one of the following is the appropriate preposition for the gap. [ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেভিনিউ সুপারভাইজার : ২২ ]

উত্তর: (ঘ) in

২. A bodyguard provides one --- protection. শূন্যস্থানে কী বসবে? [ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিরাপত্তা প্রহরী : ২৩ ]

উত্তর: (ক) with

৩. There is no such thing as chemically pure water --- nature. [ Dhaka Bank Ltd - MTO - 2003 ]

উত্তর: (ক) in

৪. Nobody ----- Alam knew the way. [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) : ১৬ ]

উত্তর: (খ) but

৫. His assignment is akin --- mine. [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A ইউনিট : ২০১১-২০১২ ]

উত্তর: (খ) to

৬. Fill in the gap: A drowing man catches ---- a straw. [ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় D ইউনিট English ]

উত্তর: (ক) at

৭. Money is not the solution --- every problem. [ Sonali, Janata & Agrani Bank Offier (Cash Recruitment) : 2008 ]

উত্তর: (গ) to

৮. Use appropriate preposition : He has retired --- bed. [ Bangladesh Commerce Bank Ltd - Officer (Grade 3) - 2000 ]

উত্তর: (গ) to

৯. He was bent --- walking the entire distance. [ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় E ইউনিট : ২০০৮-২০০৯ ]

উত্তর: (ঘ) upon

১০. The crossed the English Channel --- a small boat. [ Faculty of Security and Strategic Studies(FSSS) 2022-2023 || 2022 ]

উত্তর: (খ) on

১১. In which sentence is the word 'past' used as a preposition? [ ৪০তম বিসিএস ]

উত্তর: (ঘ) Tania was a wonderful singer, but she's past her prime.

১২. Preposition stands before — [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮ ]

উত্তর: (ঘ) noun or pronoun

১৩. He was only a yard off me এখানে off শব্দটি – [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (খ) Preposition

১৪. Name the parts of spech of the underlined word: He went down the road. [ শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষাঃ ২০০০ ]

উত্তর: (গ) Preposition

১৫. The plane flew over our head. The work 'over' is used as- [ খাদ্য পরিদর্শক : ২০০০ ]

উত্তর: (খ) Preposition

১৬. Do you have any money-------you? Fill in the blank with appropriate preposition: [ ৪৩তম বিসিএস ]

উত্তর: (ঘ) on

ব্যাখ্যা: "On" means on your body at this moment (e.g. in your pocket). "With" means in your possession, but perhaps not on your body (e.g. in a briefcase, in the car, at the hotel)

১৭. Fill in the blank: 'She went to New Market-----.' [ ৪৩তম বিসিএস/ ২৯তম বিসিএস / পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (ক) On foot

ব্যাখ্যা: (ক) On foot (পায়ে হেঁটে )

১৮. Would you please find out Bangladesh the map [ ৪২তম বিসিএস / খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী) ২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১ ]

উত্তর: (খ)

ব্যাখ্যা: সাধারণত কোনো কিছু পৃষ্ঠের ওপরে বুঝাতে preposition হিসাবে ব্যবহৃত on হয়। যেমনঃ Would you please find out Bangladesh on the map.. বাক্যটির অর্থ - তুমি কি দয়া করে মানচিত্রে বাংলাদেশকে খুঁজে দিবে?

১৯. When Ushashi entered-------- the room everybody stopped. [ ৪১তম বিসিএস ]

উত্তর: (ঘ) No preposition required

২০. Which 'but' is preposition? [ ৪১তম বিসিএস ]

উত্তর: (খ) What can we do but sit and wait?

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যগুলোর মাঝে যে বাক্যে but preposition হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি হলো What can we do but sit and wait। কারণ এ বাক্যে but শব্দটি ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়েছে।

২১. Fill in the blank : As she was talking, he suddenly broke------ saying, 'That's a lie!' [ ৪০তম বিসিএস ]

উত্তর: (খ) in

২২. Fill in the blank: You may go for a walk if you feel --- it. [ ৪০তম বিসিএস ]

উত্তর: (গ) like

২৩. 'Among' is a preposition that is used when-------people are involved. [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (খ) more than two

২৪. Eight men were concerned ----the plot. [ ৩৮তম বিসিএস/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২১ / পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) in

ব্যাখ্যা: Be concerned in অর্থ কোনো বিষয়ে সংযোগ থাকা। বাক্যের অর্থঃ ষড়যন্ত্রের সাথে আটজন লোক জড়িত ছিল।

২৫. Choose the correct sentence: [ ৩৮তম বিসিএস/ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১/ জাতীয় রাজস্ব বোর্ডেও ইন্সপেক্টর/ এপ্রেইজার প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা – ২০১০ ]

উত্তর: (ঘ) He refrained from taking any drastic action.

ব্যাখ্যা: 'Refrain'-এর পরে from বসে। 'From' preposition হওয়ায় এর পরে Gerund (verb + ing) বসে।

২৬. "Choose the appropriate preposition in the blank of the following sentence: The family doesn't feel going outing this season. [ ৩৭তম বিসিএস / বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১ ]

উত্তর: (গ) like

২৭. He called on me --- my office. [ ঢাকা ব্যাংক : ০৩ ]

উত্তর: (ক) at

২৮. Rimi was debarred --- appearing at the examination. [ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ২০০৮-০৯ ]

উত্তর: (ক) from

২৯. He was equal --- the task. শূন্যস্থানে কোনটি বসবে - [ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্স অফিসার : ০৬ ]

উত্তর: (গ) to

৩০. The climate is congenial --- health. [ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্স অফিসার : ০৬ ]

উত্তর: (ক) to

৩১. He was astonished---my courage. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে--- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(বুড়িগঙ্গা) : ১৩ ]

উত্তর: (ঘ) at

৩২. Find the correct use of with : [ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ২০০৩-০৪ ]

উত্তর: (ঘ) I congratulate him on his success

৩৩. We should be alive --- our problems. [ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ২০০৩-০৪ ]

উত্তর: (ক) to

৩৪. The combination --- Nitrogen and Glycerin creates a potent explosive. [ প্রিমিয়ার ব্যাংক সিনিয়র অফিসার : ০৩ ]

উত্তর: (ঘ) of

৩৫. I would like a complete breakdown ---- these figures , please. [ ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঘ-ইউনিট) : ২০০৭-০৮ ]

উত্তর: (গ) of

৩৬. We recently entered --- an agreement with the inland co-operative society. [ ১৩ তম বিসিএস ]

উত্তর: (ঘ) Into

৩৭. The padma abounds --- hilsha fish. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে --? [ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ২০০৩-০৪ ]

উত্তর: (ক) with

৩৮. I have no desire --- riches. [ ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাব সহকারী : ২১ ]

উত্তর: (খ) for

৩৯. I'll go to the univesity ---- the Route-30 bus. [ বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার ( সাধারণ) : ০৮ ]

উত্তর: (গ) by

৪০. 'Students are concerned ---- their result'. বাক্যটির শূন্যস্থানে বসবে - [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী১৬ ]

উত্তর: (ক) for

৪১. He has given --- smoking. শূন্যস্থানে কোন শব্দটি বসবে - [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার : ১৮ ]

উত্তর: (ঘ) up

৪২. He spent most of his life --- Dhaka. [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (গ) in

৪৩. We should not yeild --- any pressure. [ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ]

উত্তর: (খ) to

৪৪. Professor Razzak was a scholar ----refute. (Fill in the gap.) [ ৩৭তম বিসিএস ]

উত্তর: -

ব্যাখ্যা: Refute (v) - মতামত বা বিকৃতি খণ্ডন করা । শব্দটি verb বলে এবং এর পূর্বে preposition বসে তা বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি refute না হয়ে repute হতো , তাহলে শূন্যস্থানে 'of' ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয় - অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক।

৪৫. Credit tk 5000-------my account. [ ৩৬তম বিসিএস/ কনেট্রালার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২/ কারিগরি শিক্ষা নিয়োগ- ২০২১ //সাধারণ বীমা কর্পোরেশন-২০১8 ]

উত্তর: (ঘ) to

ব্যাখ্যা: একটি নির্দিষ্ট একাউন্টের দিকে পাঠাতে হবে বুঝাতে 'to' হবে।

৪৬. John smith is good_Mathematics. [ ৩৬তম বিসিএস ]

উত্তর: (ক) at

৪৭. Which is the correct sentence? [ ৩৫তম বিসিএস ]

উত্তর: (ক) He insisted on seeing her

৪৮. Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ---- phone. [ ৩৩তম বিসিএস ]

উত্তর: (খ) over

৪৯. Wordsworth introduced the readers ––– a new kind of poetry. [ ৩১তম বিসিএস ]

উত্তর: (গ) to

৫০. ---------his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather. [ ৩১তম বিসিএস ]

উত্তর: (খ) In contrast to

৫১. Your conduct admits ----- no excuse. [ ২৯তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: পদ্মা)-২০১২, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০,০৮,০৭ ]

উত্তর: (গ) of

৫২. Julia has been ill....... three months. [ ২৮তম বিসিএস / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) for

ব্যাখ্যা: Period of time বা ব্যাপক সময় বুঝালে 'for' বসে। He has been live here 'for' ten years. Point of time বা নির্দিষ্ট সময় বুঝালে 'since' বসে। যেমনঃ It has been raining 'since' morning. বাক্যের অর্থঃ জুলিয়া ৩ মাস ধরে অসুস্থ ।

৫৩. He is popular-- all his-- goodness. [ প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনেভিএফ/ এফ এ/ কম্পাউন্ডার পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) with, for

ব্যাখ্যা: Popular with somebody for something কোনো বিষয়ের বা গুণের জন্য কারো নিকট জনপ্রিয় হওয়া। বাক্যের অর্থঃ সৎগুণের জন্য সে সকলের নিকট জনপ্রিয়।

৫৪. There is no alternative ..... training. [ ২৮তম বিসিএস / শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২১/ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০২০/ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017/ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬/ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫ ]

উত্তর: (ক) to

ব্যাখ্যা: Alternative এরপর to বসে যার অর্থ বিকল্প।বাক্যের অর্থঃ প্রশিক্ষণের কোন বিকল্প নেই ।

৫৫. Many prefer donating money------ distributing clothes. [ ২৮তম বিসিএস ]

উত্তর: (গ) to

৫৬. Rizvi requested Rini……..telephone to attend the meeting. [ ২৮তম বিসিএস ]

উত্তর: (ক) over

৫৭. Hurry up! We have to go………five minutes' [ ২৭তম বিসিএস ]

উত্তর: (ক) in

৫৮. I am not good-----translation. [ ২৮তম বিসিএস / কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১ ]

উত্তর: (ঘ) in

৫৯. Every driver must be held ---- his own actions. [ ২৭তম বিসিএস ]

উত্তর: (ক) responsible for

৬০. 'Prior to' means -- [ ২৭তম বিসিএস ]

উত্তর: (খ) before

৬১. Choose the correct sentence. [ ২৬তম বিসিএস ]

উত্তর: (খ) The train is running on time.

৬২. My brother has no interest------music. [ ২৬তম বিসিএস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১/ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১/ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক-০৯ ]

উত্তর: (খ) in

৬৩. I should appreciate if you complete this work ----- Thursday. [ ২৬তম বিসিএস ]

উত্তর: (ঘ) by

৬৪. He divided the money----- the two children. [ 26/21 বিসিএস ] Or, Divide the money------ the two boys. [ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যক্তিগত সহকারী ২০১৩; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক ২০১৩; ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৩ ]

উত্তর: (ঘ) Between

৬৫. Divide the Mangoes-----the boys. [ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ক) Among

৬৬. I finally killed the fly -- a rolled up newspaper. [ ২৫তম বিসিএস ]

উত্তর: (খ) with

৬৭. Why are you so angry ---? [ ২৫তম বিসিএস / বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১ ]

উত্তর: (ক) about

ব্যাখ্যা: কোনো ব্যক্তির (somebody) ওপর রাগান্বিত হলে angry - এর সাথে with/at বসে। কিন্তু কোনো কিছু নিয়ে রাগান্বিত হলে angry - এর সাথে about বসে। সুতরাং সঠিক উত্তর 'ক'।

৬৮. He parted------his friends in tears. [ ২৪তম বিসিএস, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক-০৬ ]

উত্তর: (খ) from

৬৯. The children were entrusted ----- the care of their uncle. [ ২৪তম বিসিএস ]

উত্তর: (গ) to

৭০. I decided to go-------with my friend as I needed some exercise. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (খ) for a walk

৭১. We need two hundred dollars-------this to pay for everything. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (ঘ) besides

৭২. My wife reminded me--- . [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (ক) of my appointment

৭৩. Please-------the necessity of arriving early. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (ঘ) emphasise

৭৪. I don't think you will have any difficulty------- a driving license. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (খ) in getting

৭৫. The ministers arrived------ a decision last night. [ ২৪তম বিসিএস বাতিলকৃত ]

উত্তর: (খ) at

৭৬. The government gave----- the demands of the people. [ ২৪তম বিসিএস বাতিলকৃত / ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় (অফিস সহায়

উত্তর: (ক) into

৭৭. She argued----- me about the marriage. [ ২৩তম বিসিএস, স্বরাষ্ট মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-০৬ ]

উত্তর: (ক) with

৭৮. I count----- your help. [ ২৩তম বিসিএস, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১/ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) upon

ব্যাখ্যা: Count on = নির্ভর করা। Count দিয়ে আরো কিছু Appropriate preposition হলো Count against = বিয়োগের ঘরে। Count down অর্থ উল্টো গোনা । বাক্যের অর্থঃ তোমার সাহায্যের উপর আমি নির্ভর করি।

৭৯. Government has been entrusted------- elected politicians. [ ২২তম বিসিএস, অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা ০৪, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগ পরীক্ষা : ২০০৩ ]

উত্তর: (গ) to

৮০. He has paid the penalty --- his crimes---- five years in prison. [ ২২তম বিসিএস, Jagannath University, B unit- 07-08 ]

উত্তর: (ক) for, with

৮১. He fantasized-------winning the lottery. [ ২১তম বিসিএস,, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী -২০১২ ]

উত্তর: (ঘ) about

৮২. The intellectual can no longer be said to live --- the margins of society. [ ২০তম বিসিএস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২১ / পিএসসির সহকারী পরিচালক এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-০৬ ]

উত্তর: (খ) beyond

৮৩. Almost everyone fails------ on the first try. [ ১৮তম বিসিএস ]

উত্তর: (ক) in passing his drivers test

৮৪. Are you doing anything special---- the weekend? [ ১5তম বিসিএস, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ ০৭, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা কর্মকতা পরীক্ষা-০৫ ]

উত্তর: (ঘ) at

৮৫. Trying unitedly we were able to have our project approved oppositions. Which of the following says against strong nearly the same as against above? [ ১৫তম বিসিএস ]

উত্তর: (ঘ) In the teeth of

৮৬. The walls of our house have been painted-------green. [ ১৫তম বিসিএস, কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) : ২১ ]

উত্তর: (ক) No preposition

৮৭. Now-a-days many villages are lit Electricity. [ ১৪তম বিসিএস, দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারঃ ০৬ ]

উত্তর: (ক) with

ব্যাখ্যা: আলোকিত হওয়া অর্থে Lit শব্দটি নিচের মতো ব্যবহৃত হয়ঃ Lit by electricity or lit with candles. বাক্যের অর্থঃ বর্তমানে অনেক গ্রাম বিদ্যুতের দ্বারা আলোকিত।

৮৮. There is no use------buying the book. [ পায়রা বন্দর কর্তৃপক্ষের অধীনেবিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) Of

ব্যাখ্যা: বাক্যে ‘কোনো লাভ নেই' অর্থে It is no use of . বসে এবং এর পরবর্তী verb এর সাথে ing যুক্ত হয়। বাক্যের অর্থঃ বইটি কেনার কোনো অর্থ হয় না।

৮৯. We have recently entered------- an agreement with the inland co-operative society. [ ১৩ তম বিসিএস ]

উত্তর: (ঘ) Into

৯০. "What is the time-----your watch”? [ ১২তম বিসিএস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১/ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০/ মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০১৭/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক – ২০১২ ]

উত্তর: (ক) by

৯১. "I am not bad……. tennis.” [ ১৩তম বিসিএস, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অপারেটর)-২১/ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/সংস্থাপন মন্ত্রণলায়ের প্রশাসনিক কর্মকর্তা- ০৭ ]

উত্তর: (খ) at

ব্যাখ্যা: Bad at something অর্থ কোনো কিছুতে অদক্ষ। আবার, Good at something = কোনো কিছুতে ভালো বা দক্ষ। বাক্যের অর্থঃ আমি টেনিসে খারাপ না।

৯২. “He has assured me --- safety.” [ ১৩তম বিসিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা 2020 ]

উত্তর: (ঘ) Of

ব্যাখ্যা: নিশ্চয়তা দেয়া বা নিশ্চয় করে বলা অর্থে Assure এর পরে ' of ' বসে। বাক্যের অর্থঃ নিরাপত্তার ব্যাপারে সে আমাকে নিশ্চয়তা দিয়েছিলো।

৯৩. I am accustomed ----such a life. Fill this gap with appropriate preposition given below- [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (ক) to

৯৪. To learn English, you should be keen English. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১ ]

উত্তর: (খ) on

৯৫. People too often want------ have their own way. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-২১ ]

উত্তর: (ঘ) To

৯৬. The teacher is popular-----his students. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) : ২১ / সরকারি মাধ্যমিক বিদ্যালয়: সহকারী শিক্ষক : ২০১৯ ]

উত্তর: (গ) with

ব্যাখ্যা: Popular with somebody অর্থ কারো নিকট জনপ্রিয় ।

৯৭. I count----your help fill in the blank. [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ (অফিস সহায়ক) : ২১ ]

উত্তর: (ক) on

৯৮. The mother was anxious-----the safety of her son. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) : ২১ ]

উত্তর: (ক) about

৯৯. The ring is made----- gold. [ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) : ২১ ]

উত্তর: (গ) of

১০০. Bangladesh and France have signed a letter of intent---- defense cooperation. [ খাদ্য অধিদপ্তর (উপ-খাদ্য পরিদর্শক) -২১ ]

উত্তর: (ঘ) on

১০১. "What are you so angry - ?" the word in the gap – [ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২ ]

উত্তর: (ক) about

১০২. Make comparison-------the four girls.Identify the right preposition. [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক. -২১ ]

উত্তর: (গ) among

১০৩. Smoking is detrimental------ health. [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (গ) to

১০৪. My friend always goes home — feet. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) ২১/ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা ২০২০/ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (গ) on

ব্যাখ্যা: এখানে আরো কিছু 'by' ব্যবহার দেয়া হলোঃ By land – স্থলপথে, By water – জল পথে,By boat – নৈাকাযোগে,By launch – লঞ্চযোগে,By bus – বাসে করে,By air – আকাশপথে,By plane – বিমান যোগে,By train – ট্রেনে করে। কিন্তু এখানে On foot হবে যার অর্থ পায়ে হেঁটে। বাক্যের অর্থঃ আমার বন্ধু সর্বদা পায়ে হেঁটে বাড়ি যায়।

১০৫. "She Said, are going------implement the Mujib Climate Prosperity Plan” [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -২১ ]

উত্তর: (ঘ) On

১০৬. Early rising is conducive ........ health. [ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস (জুনিয়র শিক্ষক) : ২১ ]

উত্তর: (ক) to

১০৭. An ideal city should be crisscrossed------ canals. [ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (DPDC)- সুইচ বোর্ড এটেন্ডেন্ট-২১ ]

উত্তর: (গ) with

১০৮. Sonia decided to set .... some time every day for prayer. [ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া সহকারী পরিচালক -২১ ]

উত্তর: (গ) Aside

১০৯. He is popular..... all .... his goodness. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (গ) with, for

১১০. He lives opposite---------the market. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (খ) to

১১১. The lion rushed------- the rabbit. [ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২১ ]

উত্তর: (ক) at

১১২. Attach the CV ..... your application. [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -২১ ]

উত্তর: (ক) to

১১৩. Many prefer donation money----- Distributing clothes. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওয়ারলেস অপারেটর-২০২১ ]

উত্তর: (গ) to

১১৪. The retired professor decided---- put---- for a job. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম টাইপিস্ট)-২১ ]

উত্তর: (ক) to, up

১১৫. The headmaster was angry--------- the students. [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১ ]

উত্তর: (গ) With

১১৬. My husband asked him if he'd ever been convicted ....... a crime. [ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (সহকারী ব্যবস্থাপক/ সহকারী কর্মকর্তা)-২১ ]

উত্তর: (ক) of

১১৭. The man was accused------ forgery / murder/ theft. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট) ২১/ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০/ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪; জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা 2012 ]

উত্তর: (খ) of

১১৮. They selected me for the job only------merit. [ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল)-২১/ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন; উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২১ ]

উত্তর: (গ) on

১১৯. Bangabandhu was born--------- the village of Tungipara under Gopalganj district. [ The Security Printing Corporation BD Limited (General Officer)-21 ]

উত্তর: (ক) in

১২০. The British rule came to an end----- 1947? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২১ ]

উত্তর: (ক) in

১২১. Many studies have shown less heart disease----groups-----low blood cholesterol. [ The Security Printing Corporation BDLimited (General Officer) - 21 ]

উত্তর: (খ) among / with

১২২. Shakib Al-Hasan delivered a six--------the boundary. [ The Security Printing Corporation BD Limited (General Officer)-21 ]

উত্তর: (ঘ) over

১২৩. Mehenur fantasized--------winning the ning time lottery. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক) -২১ ]

উত্তর: (ঘ) about

১২৪. Juthy will discuss the issue with Mizan…… phone. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১ ]

উত্তর: (গ) By

১২৫. The poet had acquaintance------renowned writers of his time". [ এনএসআই (ফিল্ড অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) with

১২৬. ….... opportunity comes responsibility. [ এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ]

উত্তর: (ঘ) With

১২৭. …. ..the e year 2014 and 2019, I was a student of the University of Dhaka. [ এনএসআই (সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা এবং সহকারী প্রেগ্রামার)-২১ ]

উত্তর: (গ) Between

১২৮. I absolutely refuse to put ----------- with that sort of conduct [ Titas Gas (Managing Director)-21 ]

উত্তর: (ক) up

১২৯. The boy was run……. by a car. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী)-২১ ]

উত্তর: (খ) over

১৩০. We round……. the meal with sweets. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী)-২১ ]

উত্তর: (ক) Off

১৩১. -----------Pohela Boishakh, there is a festive mood all---------- the country. [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক) -২১ ]

উত্তর: (ঘ) On, over

১৩২. Our victory day is------ 16th of December. [ বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়োগ পরীক্ষা : ২১ ]

উত্তর: (ক) on

১৩৩. Hurry up! We have to go------- five minutes. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (ক) In

১৩৪. She was sliding........ depression. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (গ) into

১৩৫. The work was finished...... time and ......budget. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) on, within

১৩৬. He pleaded with me----- justice. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১/ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (গ) for

ব্যাখ্যা: Plead with somebody for something = কারো কাছে কোনো কিছুর জন্য অনুনয় বিনয়/কাকুতি-মিনতি করা । সুতরাং সঠিক হবে for।

১৩৭. They provided us food and drink. [ এনএসআই . . . . জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (খ) with

১৩৮. We went to the airport to see her— [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১ ]

উত্তর: (ক) off

১৩৯. Be aware ..... lies. [ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১ ]

উত্তর: (খ) of

১৪০. I reminded him ...... his appointment. [ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TTC)-২১ ]

উত্তর: (ক) Of

১৪১. Abdullah has no appetite.............. food [ এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১/ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ঘ) For

ব্যাখ্যা: Appetite for something মনে হলো: কোন কিছুর জন্য ক্ষুধা বা আকাংখা।

১৪২. He is an heir------ the throne. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১/ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]

উত্তর: (ক) to

ব্যাখ্যা: Heir to = কোনো কিছুর উত্তরাধিকারী হওয়া। সে সিংহাসনের একজন উত্তরাধিকারী।

১৪৩. Left…… himself, he would be able to complete the work is less than a month. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১ ]

উত্তর: (গ) by

১৪৪. ……..all the actor I know, Peter is by far the best. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এরোড্রাম কর্মকর্তা (এটিএম)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)/অন্যান্য)-২১ ]

উত্তর: (খ) Among

১৪৫. The old man died…… cancer [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (খ) Of

১৪৬. Tina is renowned ..... her oratory . [ [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা (অফিস সহায়ক) নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (ঘ) for

১৪৭. The bus service is not available today. the drivers are — strike. [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (ঘ) On

১৪৮. They are going to meet the principal……Sunday Morning. [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (ক) On

১৪৯. I condole…..my friend…… his sister's death. [ এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১ ]

উত্তর: (গ) With, on

১৫০. He hinted me ----- the matter. [ এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১ ]

উত্তর: (ক) at

১৫১. He was absent……. the meeting. [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) from

ব্যাখ্যা: Absence from-অনুপস্থিত।

১৫২. He left....home. [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১ ]

উত্তর: (ঘ) none of these

১৫৩. I shouted----him from the other side of the street but he couldn't hear. [ এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১ ]

উত্তর: (খ) at

১৫৪. He prefers milk------- tea/ coffee. [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১/ এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায় ক. ২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০/পিএসসি'র নিয়োগ পরীক্ষা-২০১৭/ বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার ২০১৭ ]

উত্তর: (ঘ) to

ব্যাখ্যা: prefer এরপর to বসে যার অর্থ অধিকতর পছন্দ করা; শ্রেয় মনে করা । যেমন I prefer death to dishonor.

১৫৫. We should abide----- rules. [ এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম ক্যাশিয়ার)-২১/ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮ ]

উত্তর: (গ) By

ব্যাখ্যা: Abide by = কোনো কিছুর প্রতি বিশ্বস্ত থাকা; মেনে নেয়া। সুতরাং by যোগে বাক্যটির বাংলা: আমাদের নিয়ম-কানুন মেনে চলা উচিত।

১৫৬. The world is infected....... Corona Virus. [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ) – ২১ ]

উত্তর: (ঘ) with

১৫৭. Your conduct admits--- --- no excuse. [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১/ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]

উত্তর: (ক) of

১৫৮. Water is changed……vapour. [ জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]

উত্তর: (গ) Into

১৫৯. The man was charged ---- murder. [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১/ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর – ২০১৪ ]

উত্তর: (ক) with

১৬০. Student should attend……their lessons. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পদ (কর্মচারী)-২১/ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) to

ব্যাখ্যা: Attend to = মনোযোগ দেওয়া। মনোনিবেশ করা; যত্ন নেওয়া। কিন্তু, Attend on/ upon = সেবা করা। বাক্যের অর্থঃ ছাত্রদের উচিৎ তাদের পড়াশুনার প্রতি মনোযোগ দেয়া।

১৬১. What are the main ingredients……this casserole? [ রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (গ) of

১৬২. The lights have been blown.... by the strong wind. [ রেলপথ মন্ত্রণালয় (কম্পিউটার অপারেটর)-২১ ]

উত্তর: (ঘ) out

১৬৩. Swimming is conducive…….health. [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ) -২১/ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) to

১৬৪. She was awarded……her bravery. [ এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (গ) for

১৬৫. I have stared……..my office. [ এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (গ) for

১৬৬. He is absent ..... home. [ এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (ক) from

১৬৭. Give the all…….this pen. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১ ]

উত্তর: (খ) But

১৬৮. Please lean the ladder…..the wall.' [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১/ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭ ]

উত্তর: (গ) against

ব্যাখ্যা: Lean something against something= আড়াআড়িভাবে কোনো কিছুর সাথে রাখা।

১৬৯. The lady prides herself ........ her beauty. [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল বিষয়)-২১ ]

উত্তর: (খ) upon

১৭০. 'Among' is a preposition that is used when, people are involved with? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১ ]

উত্তর: (খ) more than two

ব্যাখ্যা: "Among " preposition টি ব্যবহৃত হয় যখন কোনো কিছুতে দুয়ের অধিক ব্যক্তি, প্রাণী বা বস্তু জড়িত থাকে। সুতরাং শূন্যস্থানে more than two বসবে।

১৭১. A lucrative career is not very easy to come---- [ সমন্বিত ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২১ ]

উত্তর: (ঘ) by

১৭২. One must learn to adapt oneself………changing circumstances. [ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (চিফ এডিটর)-২১ ]

উত্তর: (ক) to

ব্যাখ্যা: এক্ষেত্রে সঠিক Appropriate preposition এর ব্যবহার হলো Learn to something. এখানে Learn to adapt অর্থ খাপ খাওয়ানো শেখা । বাক্যের অর্থঃ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো শিখতে হবে ।

১৭৩. He is devoid....... common sense. [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১/ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: (খ) of

ব্যাখ্যা: devoid of = বিহীন/বর্জিত।

১৭৪. She is named ------- her grandmother. Fill in the blank with. [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১/ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) after

ব্যাখ্যা: কারো নামে নাম দেওয়া বা নামকরণ করা অর্থে name এর পরে preposition হিসেবে after বসে। বাক্যটির অর্থ তার দাদীর নামে তার নামকরণ করা হয়েছে।

১৭৫. I have to differ----- you on this issue. Fill in the gap. [ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১ ]

উত্তর: (গ) From

ব্যাখ্যা: কোনো ব্যক্তির সাথে ভিন্নমত পোষণ করা অর্থে Differ এর পরে Preposition হিসেবে with বসবে। Differ from ভিন্নরূপ হওয়া। বাক্যটির অর্থ- এই ব্যাপারে আপনার সাথে আমি ভিন্নমত পোষণ করতে চাই।

১৭৬. He insisted…….my going there. [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক - ২০২১/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]

উত্তর: (ঘ) on

ব্যাখ্যা: Insist on/that অর্থ জোর দিয়ে/ দৃঢ়তা সহকারে বলা।

১৭৭. My best friend lives……. the chittarannjan road. [ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১ ]

উত্তর: (ঘ) an

১৭৮. The pen cat jumped……the chair. [ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১ ]

উত্তর: (গ) off

১৭৯. Shobuj popped…….. for a coffee on his way home. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সাধারণ অফিসার)-২১ ]

উত্তর: (খ) out

১৮০. I cannot park the limousine. It is right now ..... the way. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (সাধারণ অফিসার)-২১ ]

উত্তর: (ক) on

১৮১. Where were you at 200?" ".......a cave. [ সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]

উত্তর: (ক) in

১৮২. My uncle died.......... the war. [ সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]

উত্তর: (খ) during

১৮৩. I hurt my leg....... I was playing football yesterday. [ সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]

উত্তর: (ক) while

১৮৪. We arrived Lisbon….6 p. m….. a foggy November day. [ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]

উত্তর: (ক) in/at/on

ব্যাখ্যা: বাক্যে স্থানের পূর্বে in, সময়ের পূর্বে at এবং নির্দিষ্ট দিনের পূর্বে on বসে। বাক্যের অর্থঃ আমরা নভেম্বরের একটি কুয়াশাপূর্ণ দিন সন্ধ্যা ৬টা লিসবনে পৌছালাম।

১৮৫. The cat is fond…… milk. [ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) of

১৮৬. You must adhere………your principle. [ দুর্নীতি দমন কমিশনের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) To

ব্যাখ্যা: Adhere এর পরে Preposition হিসেবে to বসে। যার অর্থ কোনো কিছুর সাথে লেগে থাকা বা অটল থাকা। বাক্যের অর্থঃ তুমি অবশ্যই তোমার নীতিতে অটল থাকবে।

১৮৭. We need two hundred dollars…… this to pay for everything. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী সচিব /সহকারী পরিচালক (প্রশাসন) -২১ ]

উত্তর: (ঘ) Besides

১৮৮. One should adhere --- his/her principles. [ বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার ( সাধারণ) : ০৮ ]

উত্তর: (ক) to

১৮৯. The dog is running.............. the fox. [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০20 ]

উত্তর: (ক)

ব্যাখ্যা: আক্রমণ করা অর্থে run এর পরে preposition হিসেবে at ব্যবহৃত হয়। শূন্যস্থানে at বসালে বাক্যটির অর্থ হয়: কুকুরটি শিয়ালটির উপর আক্রমণ করছে।

১৯০. You should not run…… fame. [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ড্রাফটসম্যান)-২১ ]

উত্তর: (খ) after

১৯১. Bangladesh is committed........ a policy of peaceful existence. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১ ]

উত্তর: (ঘ) to

১৯২. The table is…. the middle….. the room. [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) in, of

ব্যাখ্যা: স্থান সম্বন্ধে কোনো কিছুর মধ্যে বুঝাতে তার পূর্বে ‘in’ বসে। আর রুমের পূর্বে 'of' বসবে। যেমন: In the world (পৃথিবীতে), In London (লন্ডনে), In the village (গ্রামে), In the country (দেশে), In the sky (আকাশে), In the corner of the room (রুমের কর্ণারে) ইত্যাদি। বাক্যের অর্থঃ টেবিলটি রুমের মাঝখানে রয়েছে।

১৯৩. We drove.............the palace for two hours……… turned north before we reached it. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১ ]

উত্তর: (খ) towards, but

১৯৪. All my efforts……. bring about a compromise ended…… somke. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১ ]

উত্তর: (গ) to, in

১৯৫. His father came to see him……. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) Off

ব্যাখ্যা: See somebody off অর্থ রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো। উল্লেখ্য, See somebody about = বিহিত করা; দেখা। See to = খেয়াল করা। বাক্যের অর্থঃ তাঁর পিতা তাকে বিদায় জানাতে এসেছিল।

১৯৬. They smelled…….coffee, spices and smoke. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-২০২১ ]

উত্তর: (গ) in

১৯৭. His conduct admits……no excuse [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ-২০২১/ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫ ]

উত্তর: (খ) of

১৯৮. He parted……. his friends in tears. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ঘ) from

ব্যাখ্যা: Part from somebody = বিচ্ছিন্ন হওয়া; বিদায় জানানো। আর Part with something = অনিচ্ছা সত্ত্বেও দেওয়া ত্যাগ করা। বাক্যের অর্থঃ সে অশ্রুজলে তার বন্ধুদের বিদায় দিল।

১৯৯. This agent is acting -- Alico. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (খ) For

ব্যাখ্যা: কারো পক্ষ হয়ে কাজ করা অর্থে Act এর পরে 'for' হলে Among বসে। বাক্যের অর্থঃ এই প্রতিনিধিটি এলিকোর পক্ষে কাজ করছেন।

২০০. Karim was angry----- his conduct. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) at

ব্যাখ্যা: Angry with someone বা Angry at something হয়। এর অর্থ কারো সাথে, কারো কোন কাজে ক্রুদ্ধ হওয়া। বাক্যের অর্থঃ তার ব্যবহারে করিম ক্রুদ্ধ হয়েছিলেন।

২০১. Dhaka is…… the bank of Buriganga. [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (ঘ) on

ব্যাখ্যা: নদীর তীরে অবস্থিত বুঝাতে On the bank বসে।

২০২. Can you guess.............. her age? [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী পরিচালক/ পরিদর্শক নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (ক) at

ব্যাখ্যা: অনুমান করা, ধারণা করা অর্থে Guess এর পরে Preposition হিসেবে at বসে। বাক্যটির অর্থ - আপনি কি বয়স অনুমান করতে পারেন?

২০৩. We are accountable…… authorities for our sections. [ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯ ]

উত্তর: (ঘ) to

ব্যাখ্যা: জবাবদিহি অর্থে Accountable এর পরে 'to' বসে । তার বাক্যের অর্থঃ আমাদের বিভাগের জন্য আমরা কর্তৃপক্ষের নিকট দায়বদ্ধ।

২০৪. The test consists…….. seventy questions. [ সুন্দরবন গ্যাস কোম্পানি লি. এর অ্যাসিসটেন্ট কো অর্ডিনেশন অফিসার নিয়োগ পরীক্ষা-২০২০/ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) of

ব্যাখ্যা: consists of something = কোনো কিছু দিয়ে তৈরি বা গঠিত। যেমন- The team consists of five members. This dish consists of rice and fish.

২০৫. Many people of our country live……hand to mouth. [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়: সহকারী শিক্ষক ২০১৯ ]

উত্তর: (ক) from

ব্যাখ্যা: From hand to mouth অর্থ দিনে আনে দিনে খায় ।

২০৬. You should not be so impatient….. her. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (ক) with

ব্যাখ্যা: অসহিষ্ণু বা অধৈর্য্য অর্থে Impatient at something অথবা Impatient with somebody বসে।

২০৭. Are you aware…… the situation in Libya? [ সুন্দরবন গ্যাস কোম্পানি লি. এর অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেশন অফিসার নিয়োগ পরীক্ষা-২০২০/ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) Of

ব্যাখ্যা: অবগত অর্থে Aware এর সাথে appropriate preposition হিসেবে সর্বদাই Of বসে। শূন্যস্থানে aware of বসালে বাক্যটির অর্থ হয়- 'তুমি কি লিবিয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত?

২০৮. "Between' is a preposition that is used when people are involved. [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]

উত্তর: (ক)

ব্যাখ্যা: দুইয়ের মধ্যে বুঝালে Between আর দুইয়ের অধিক হলে among বসে।

২০৯. He made himself indispensable……. his office. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) to

ব্যাখ্যা: Indispensable to অর্থ অপরিহার্য।

২১০. The pet cat jumped……..the chair. [ সাধারণ বীমা কর্পোরেশন-২০১৯ ]

উত্তর: গ & ঘ

২১১. Fill up the gap: Honesty is indispensable…….. success. [ যুব উন্নয়ন অধিদপ্তরঃ ক্রেডিট সুপাভাইজার ২০১৯ ]

উত্তর: (ঘ) to

ব্যাখ্যা: Indispensable to অর্থ অপরিহার্য।

২১২. Please pass the book….. to her when you've finished reading it. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) on

২১৩. I opened the door and the candle blew……. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (গ) out

২১৪. Render the passage……Bengali. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]

উত্তর: (খ) into

ব্যাখ্যা: Render into অর্থ অনুবাদ করা।

২১৫. He is callous……. his studies. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০ ]

উত্তর: (খ) to

২১৬. He lives….. Mirpur road in Dhaka. [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-২০১৯ ]

উত্তর: (খ) at

ব্যাখ্যা: ছোট স্থানের পূর্বে 'at' আর বড় স্থানের পূর্বে “in' বসে। উল্লেখ্য, Live on অর্থ খেয়ে বাঁচা।

২১৭. I have no pen to write….. [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৯ ]

উত্তর: (গ) with and

২১৮. Curd is made….. milk. [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর‍্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]

উত্তর: (ঘ) from

ব্যাখ্যা: Make something from or out of something = কোন দ্রব্য থেকে অন্য একটি দ্রব্য উৎপাদন করা ।

২১৯. The police ruled…... the possibility that she was murdered. [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিকিউরিটি অফিসার ২০১৯ ]

উত্তর: (গ) out

২২০. Find out the correct word from followings to fill in the blank of the sentence: He spent…… the entire afternoon the phone. [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১১ ]

উত্তর: (গ) on

২২১. I always get……. early is the summer. [ বাংলাদেশ বেতার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ ]

উত্তর: (ক) up

২২২. Your action is not consistent……. the rules. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]

উত্তর: (ঘ) with

ব্যাখ্যা: Consistent with অর্থ সঙ্গতিপূর্ণ।

২২৩. I cannot cope……the situation. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]

উত্তর: (ক) with

ব্যাখ্যা: Cope with অর্থ সাফল্যের সাথে আয়ত্ত করা ।

২২৪. Five liters of milk is contained……. the pot. [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯ ]

উত্তর: (গ) in

২২৫. He died…..an accident. [ যুব উন্নয়ন অধিদপ্তরঃ ক্রেডিট সুপারভাইজার ২০১৯ ]

উত্তর: (ঘ) by

ব্যাখ্যা: Die of অর্থ - কোনো রোগে মরা। যেমন—He died of cancer. Die from অর্থ - কোনো কারণে মরা। যেমন—He died from overeating. Die by অর্থ - আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা, যেমন—He died by suicide/accident. Die for অর্থ আত্মত্যাগ করা, যেমন—He died for the country । সুতরাং সঠিক উত্তর ঘ. ।

২২৬. He unfortunately died….over eating. [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (ঘ) from

ব্যাখ্যা: লোকটি (Over eating) বা বেশি খাওয়ার জন্য মারা গেল।

২২৭. To complete the sentence 'He is always busy to find…… his faults' [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১১ ]

উত্তর: (ঘ) out

২২৮. He has been ill…..last Sunday. [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯/ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) since

২২৯. Who informed the police……. the matter? [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (ক) of

২৩০. Do not jeer……the girl. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (ক) at

২৩১. She aspires…….. a scientific career. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) to

২৩২. He has every hope……success. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড : সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ২০১৯ ]

উত্তর: (ক) for

২৩৩. He was exempted …….attending the seminar. The student was exempted…… paying his fees. ছাত্রকে ফি প্রদান হতে অব্যাহতি দেয়া হয়েছিল। [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ উপ-পরিদর্শক ২০১৯ ]

উত্তর: (ক) from

২৩৪. Prime Minister has arrived……. London. [ পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯ ]

উত্তর: (গ) in

২৩৫. The professor……Australia amazed the students with her stories. Fill in the blank with— [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

উত্তর: (গ) form

২৩৬. Looking directly……. the sun is bad for your eyes. [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF) জুনিয়র অফিসার ২০১৯ ]

উত্তর: (খ) at

২৩৭. Mamtaz was married…..Shahjahan. [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০ ]

উত্তর: (খ) to

২৩৮. Which one is the right preposition to fill in the gap? He died……an accident yesterday: [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

উত্তর: (ঘ) By

ব্যাখ্যা: দুর্ঘটনায় মারা গেলে 'die' verb-এর পর by বসে। সুতরাং শূন্যস্থানে by বসবে।

২৩৯. Where did you find this - (Fill up the gap) [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ ]

উত্তর: (ক) from

ব্যাখ্যা: এটা তুমি কোথা থেকে পেলে? অর্থ প্রকাশ করতে শূন্যস্থানে from preposition ব্যবহৃত হবে।

২৪০. Our examination will start……. Monday next. [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১১ ]

উত্তর: (খ) on

ব্যাখ্যা: দিনের নামের পূর্বে Preposition on বসবে। On বসিয়ে বাক্যটির বাংলা আমাদের পরীক্ষা পরবর্তী সোমবারে শুরু হবে।

২৪১. The wood abounds wildlife, including badgers, foxes, shrews, butterflies and an array of birds. [ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)-এর ডাটা এন্ট্রি অপারেটর ২০১১ ]

উত্তর: (গ) with

ব্যাখ্যা: Abound toith something অর্থ কোনো কিছু প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। সুতরাং বাক্যে with preposition টি missing With preposition ft abound পরে যোগ করলে বাক্যটি সঠিক হবে।

২৪২. A friend…..need is a friend indeed. [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান ২০১৯ ]

উত্তর: (ঘ) In

ব্যাখ্যা: A friend in need is a friend indeed (প্রবাদ বাক্য) = সময়ের বন্ধু প্রকৃত বন্ধু।

২৪৩. He supplies the poor….. clothing. [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (ঘ) with

ব্যাখ্যা: Supply somebody with something = কাউকে কোনো কিছু সরবরাহ করা। সুতরাং শূন্যস্থানে with বসবে।

২৪৪. We should rely our own efforts. [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (খ) on

ব্যাখ্যা: Rely on something or somebody অর্থ কারো বা কোনো কিছুর উপর নির্ভর করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।

২৪৫. He exchanged……. him his gramophone…..a camera. [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]

উত্তর: (ক) with, for

ব্যাখ্যা: Exchange with somebody = কারো সাথে বিনিময় করা। আর একটির বিনিময়ে আরেকটি বোঝাতে for preposition টি ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে with এবং for বসবে।

২৪৬. The second anniversary celebration of our school comes on December 16. [ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO)-এর অ্যাসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার ২০১৯ ]

উত্তর: (খ) off

ব্যাখ্যা: বাক্যে off preposition টি missing রয়েছে, কারণ come_off = সংগঠিত হওয়া; অনুষ্ঠিত হওয়া। of যোগে বাক্যটির বাংলা: আমাদের স্কুলে দ্বিতীয় বার্ষিকী উদযাপন ১৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

২৪৭. Her relatives dislike Rina because she unduly emphasizes their mistakes. [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের জুনিয়র অডিটর ২০১১ ]

উত্তর: (খ) on

ব্যাখ্যা:: Emphasize something অর্থ কোনো কিছুতে জোর দেওয়া। এরপর কোনো preposition না বসে সরাসরি noun আসে। কিন্তু ক্ষেত্র বিশেষে emphasize-এর পর on বসে। সুতরাং বাক্যে on preposition টি missing আছে।

২৪৮. Put the correct preposition in the blank. I am quite….. home in Algebra. [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধি. পিটিআই ইন্ট্রাক্টর (সাধারণ) ২০১৯ ]

উত্তর: (ক) at

ব্যাখ্যা: At home in something = কোনো বিষয়ে দক্ষ। At যোগে বাক্যটির বাংলা : বীজগণিতে আমি পুরাপুরি দক্ষ।

২৪৯. I have applied for the post of a Lecturer English. [ ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৯ ]

উত্তর: (ঘ) in

ব্যাখ্যা: Subject-এর পূর্বে in preposition টি ব্যবহৃত হয়। In যোগ বাক্যটির বাংলা : আমি ইংরেজি প্রভাষক পদের জন্য আবেদন করেছি।

২৫০. `Amenable, শব্দের সাথে সঠিক preposition কি হবে? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) ২০১৯ ]

উত্তর: (খ) to

ব্যাখ্যা: 'Amenable' শব্দের সাথে সঠিক prepositionটি হলো to amenable অর্থ চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন।

২৫১. I appeared….. the SSC exam last year. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২০১৮ ]

উত্তর: (গ) at

ব্যাখ্যা: Appear at the exam অর্থ-পরীক্ষায় অংশগ্রহণ করা। At যোগে বাক্যটির বাংলা: আমি গতবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম ।

২৫২. He lives….. the 3rd floor. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২০১৮ ]

উত্তর: (গ) on

ব্যাখ্যা: দালানের তলায় বোঝাতে 'on' preposition টি ব্যবহৃত হবে। On যোগে বাক্যের বাংলা: সে তৃতীয় তলায় থাকে।

২৫৩. The man died…..over work. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮/ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ / শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫ ]

উত্তর: (ক) from

ব্যাখ্যা: Die from = কোনো কারণে মারা যাওয়া। শূন্যস্থানে from বসিয়ে বাক্যটির বাংলা: সে অতিরিক্ত খাটুনির কারণে মারা গেল ।

২৫৪. My dream is to retire ––– a villa in Japan. [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮ ]

উত্তর: (গ) To

ব্যাখ্যা: Retire to = সরে দাঁড়ানো।

২৫৫. This man does not adhere -- any principle. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮ ]

উত্তর: (খ) to

২৫৬. 'Laila is engaged – Mahbub' [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনিপাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (ক) to

ব্যাখ্যা: Be engaged to somebody = বাগদান করা । অর্থাৎ শূন্যস্থানে to বসবে।

২৫৭. Some writers sink…… oblivion in course of time. [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ২০১৮ ]

উত্তর: (ঘ) into

ব্যাখ্যা: Sink into oblivion = বিস্তৃত হওয়া বা ভুলে যাওয়া। সুতরাং শূন্যস্থানে into বসিয়ে বাক্যটির বাংলা সময়ের আবর্তনে কিছু কিছু লেখক বিস্মৃত হয়ে যায় ৷

২৫৮. I am disgusted….. him. [ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রনিং, পাওয়ার, কম্পিউটার) ২০১৮ ]

উত্তর: (ঘ) with

ব্যাখ্যা: Disgusted with somebody নিদারুণ বিরক্তি বোধ হয় এমন। সুতরাং শূন্যস্থানে with বসবে।

২৫৯. He is no match…… me. [ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮ ]

উত্তর: (খ)

ব্যাখ্যা: Match for somebody = কোনো ব্যক্তির সাথে কারো শক্তি, সামর্থ, দক্ষতা বুদ্ধিমত্তার সমকক্ষ হওয়া। সুতরাং শূন্যস্থানে for বসবে।

২৬০. The climate is congenial health. [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮/ মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর ২০১৫ ]

উত্তর: (গ) to

২৬১. He has no control ––– himself : [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯/পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮ ]

উত্তর: (ঘ) over

ব্যাখ্যা:Control over somebody = কারো উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব। শূন্যস্থানে over বসিয়ে বাক্যটির বাংলা -তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই ।

২৬২. It has been raining……..Sunday. [ স্ত্রী ও পাট মন্ত্রণালয়ের টেক্সষ্টাইল ইনস্টিটিউট ও টেষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই) ২০১৮, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (খ) since

ব্যাখ্যা: নির্দিষ্ট সময় Sunday-এর পূর্বে since preposition টি ব্যবহৃত হয়। Since বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ: রবিবার থেকে বৃষ্টি হচ্ছে ।

২৬৩. It has been raining------- morning. [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮ ]

উত্তর: (খ) for

২৬৪. The chief guest to the seminar spoke to the audience concerning…… career. [ বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার ২০১৭ ]

উত্তর: (খ)

ব্যাখ্যা: Concerning someting অথবা some one অর্থাৎ‍ concerning-এর পর কোনো preposition বসে না। সুতরাং যোগ করতে হবে their ।

২৬৫. He is not interested…….cycling. [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]

উত্তর: (খ) in

ব্যাখ্যা: Interested in something = কোনো কিছুতে আগ্রহী। বাক্যটি সে সাইকেল চালাতে আগ্রহী নয়। সঠিক হবে In.

২৬৬. I congratulate you……your success. [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (গ) On

ব্যাখ্যা: Congratulate এর পর Prepostion 'on' বসানো হয় কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানাতে ।

২৬৭. You resemble your brother. [ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর উচ্চামন সহকারী-২০১৭ ]

উত্তর: (ঘ) No word is missing

ব্যাখ্যা: Resemble এর পরে কোনো prepostion বসে না। Resemble somebody = কারো মতো দেখতে যাওয়া। সুতরাং সঠিক হবে ঘ. No word is missing

২৬৮. To complete the sentence, This an exception…..the rule, we need [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]

উত্তর: (ক) to

ব্যাখ্যা: Exception to the rule = নিয়মবহির্ভূত। exception-এর পর নিয়মানুসারে Appropriate preposition-এর to বসে।

২৬৯. Mother prohibited me…….going out. The appropriate preposition to the gap is-- [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (ক) from

ব্যাখ্যা: Prohibit somebody from something = কাউকে কোনো কিছু করতে বারণ করা বা নিষেধ করা। মা আমাকে বাইরে যেতে নিষেধ করেছিল।

২৭০. Check the dictionary……… the meaning of the word. [ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর উচ্চামন সহকারী-২০১৭ ]

উত্তর: (খ) for

ব্যাখ্যা: Directory-এর পর for বসবে। For the meaning of the word-শব্দের অর্থের জন্য।

২৭১. You should abide by the law. [ বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার ২০১৭ ]

উত্তর: (গ) follow

২৭২. A taxi ran into the back of a bus. [ বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার ২০১৭ ]

উত্তর: (ঘ) Collided

২৭৩. Do you work –– night? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (গ)

ব্যাখ্যা: নির্দিষ্ট সময় বা night-এর পূর্বে preposition 'at' বসে। সুতরাং সঠিক হবে গ. ।

২৭৪. He told all about the battle about শব্দটি— [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]

উত্তর: (ক) preposition

ব্যাখ্যা: বাক্যে about শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।

২৭৫. The discussion was deferred the next meeting. [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭ ]

উত্তর: (গ) Defer to ভবিষ্যতের নির্দিষ্ট সময় অবধি মূলতবি রাখা; বিলম্বিত করা। সুতরাং সঠিক হবে to।

২৭৬. He died……his country. The appropriate preposition to fill in the gap is– [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (ঘ) for

ব্যাখ্যা: Die for = দেশের জন্য মৃত্যুবরণ (আত্মত্যাগ) করা।

২৭৭. The man died…..malaria. [ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর উচ্চামন সহকারী-২০১৭/বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার ২০১৭ ]

উত্তর: (গ) of

ব্যাখ্যা: Die of = রোগে মারা যাওয়া। The man died of malaria অর্থ লোকটি ম্যালেরিয়া রোগে মারা গেল।

২৭৮. I congratulate you…… your good result. [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]

উত্তর: -

ব্যাখ্যা: Congratulate on something- কোন ব্যাপারে অভিনন্দন জানানো।

২৭৯. He died…… heart attack. [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৩ ]

উত্তর: (গ) of

২৮০. He lived in Dhaka…..ten years. [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭ ]

উত্তর: (খ)

ব্যাখ্যা: ব্যাপক সময় বোঝালে ঐ সময়ের পূর্বে preposition 'for' ব্যবহৃত হয়। সঠিক হবে খ. ।

২৮১. We sat…… the teacher. [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭ ]

উত্তর: (খ) beside

ব্যাখ্যা:Besides = তাছাড়া এতদ্ব্যতীত; Beside = পাশে।

২৮২. What are you crying ––– ? [ স্থনীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) for

২৮৩. He slept ––– eight O'clock. [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ক) till

২৮৪. A drawning man catches ……a straw. [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-১৭ ]

উত্তর: (খ) at

ব্যাখ্যা: শূন্যস্থানে at বসবে । অর্থাৎ man catches at a straw.

২৮৫. To complete the sentence "Mr Smith lives…..75, Ranking Steet, Dhaka". we have to use…... [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (গ) On

ব্যাখ্যা: Builing এর অবস্থা বোঝাতে, রাস্তার নামের পূর্বে preposition 'on' ব্যবহার করা হয়।

২৮৬. Choose the correct preposition: It's late. How much longer are you going to go……..working? [ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭ ]

উত্তর: (গ) through

ব্যাখ্যা: Go through = সম্পাদন বা শেষ করা।

২৮৭. What is the time……. your watch? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭ ]

উত্তর: (ক) by

ব্যাখ্যা: সময় উল্লেখ করার সময় ঘড়ির আগে preposition 'by' বসে। সঠিক হবে ক. ।

২৮৮. Now a days many villages are lit…….electricity. Which is the correct preposition in the above blank? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭ ]

উত্তর: (ক) With

ব্যাখ্যা: Lit with = আলোকিত, Light on/upon = হঠাৎ পাওয়া/অপ্রত্যাশিতভাবে পাওয়া।

২৮৯. I shall return……an hour. [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017 ]

উত্তর: (খ) In

২৯০. He went there at 7 O'clock…….the evening? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017 ]

উত্তর: (খ) in

ব্যাখ্যা: Evening, Morning ইত্যাদির পূর্বে in বসে।

২৯১. The road runs…….hill and plain. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭ ]

উত্তর: (গ) across

ব্যাখ্যা: আড়াআড়ি যাওয়ার ক্ষেত্রে across ব্যবহার হয়। তাই The road runs across hill and plain. হবে।

২৯২. I must first go…….the accounts. [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) to

২৯৩. I have hit…….a good plan to get rid of him. [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) into

২৯৪. The disgusted man grumbled ----his fate বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: মেঘনা)-২০১২, প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-০৮ ]

উত্তর: (ক) at

ব্যাখ্যা: Grumbled at-অভিযোগ করা।

২৯৫. There is no free access……..the Secretary's room. [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) to

ব্যাখ্যা: Access to - প্রবেশাধিকার।

২৯৬. I saw you……Thursday. [ শিক্ষা মন্ত্রাণালয় নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ক) on

২৯৭. I got up....... six o'clock. [ শিক্ষা মন্ত্রাণালয় নিয়োগ পরীক্ষা পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) at

২৯৮. My situation was like out of the frying pan……. the fire. [ Bangladesh Pertoleum Exploration & Production Company Limited ( BAPEX) - 2017 ]

উত্তর: (খ) into

ব্যাখ্যা: out of the frying pan into the fire মানে ছোট বিপদ থেকে বড় বিপদে (কড়াই ছেড়ে আগুনে)।

২৯৯. He is good…….Chemistry. [ পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঃ সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ২০১৯/ শিক্ষা মন্ত্রাণালয় নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) at

৩০০. If you don't know what the word means, look it….;….. a dictionary. [ বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-২০১৭ ]

উত্তর: (গ) up; in

৩০১. John Smith is good…..Mathematics. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর) ২০১৭/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক - ২০১২ ]

উত্তর: (ক) at

৩০২. Our students spend a lot of money……gifts. [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (ক) on

৩০৩. What is Dhaka famous……? [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]

উত্তর: (গ) for

ব্যাখ্যা: What is Dhaka famous for? ঢাকা কী কারণে বিখ্যাত?

৩০৪. He is absorbed……thought বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ক) in

ব্যাখ্যা: Absorbed in-মগ্ন।

৩০৫. 'Everything hinges -------- what happens next ' বাক্যের শূন্যস্থানে কোন সঠিক শব্দটি বসবে- [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) upon

৩০৬. He insisted…..there. (Fill in the gap) [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০১৭ ]

উত্তর: (ক) on my going

৩০৭. She aspired…….a business career. [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

উত্তর: (ক) To

ব্যাখ্যা: Aspire to something = কোনো কিছু আকুলভাবে কামনা করা হয়।

৩০৮. He is an amateur……stenography. [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) in

৩০৯. I was angry…….. the results. [ পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬ ]

উত্তর: (খ) at

ব্যাখ্যা: I was angry at the results.

৩১০. He stood…… a chair. [ পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬ ]

উত্তর: (খ) on

৩১১. This contract will be confirmed…….December. [ Bangladesh Pertoleum Exploration Production Company Limited (BAPEX)-2017 ]

উত্তর: (খ) in

ব্যাখ্যা: Contract-চুক্তি করা, Confirm নিশ্চিত করা। বাক্যের অর্থ। চুক্তিটি ডিসেম্বর মাসে নিশ্চিত করা হবে।

৩১২. He has recently parted — his wife. [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬ ]

উত্তর: (খ) from

৩১৩. Put the book …..the table. [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) On

৩১৪. Matches are kept….. a box. [ পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬ ]

উত্তর: (গ) in

ব্যাখ্যা: Matches are kept in a box. ভিতরে বোঝাতে in ব্যবহার হয়।

৩১৫. His opinion is different…….yours. [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) From

৩১৬. My birthday is…… February. [ ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬ ]

উত্তর: (ক) In

৩১৭. We should look……..our old parents. [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ঘ) After

৩১৮. Meet me…… IBA. [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (ক) at

৩১৯. We insist……your leaving the room. [ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়ন পরিসংখ্যান সহকারী ১৬ ]

উত্তর: (ক) on

৩২০. Fill in the gap: 'He is good…… fishing." [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (গ) at

৩২১. He is innocent……… the charge. [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬ ]

উত্তর: (ক) of

৩২২. We shall refrain…..doing it. [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্টর ২০১৬ ]

উত্তর: (ক) from

৩২৩. Meet me….Dhaka college. [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬ ]

উত্তর: (ক) at

৩২৪. I am offended…..you….. your conduct. [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬ ]

উত্তর: (ক) with, at

৩২৫. "He deals…..rice”? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (ঘ) in

৩২৬. Early rising is conductive….health. [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (খ) to

৩২৭. The traditional method of rice cultivation leads…. a yield…. about 700 kg/ acre of Amon paddy. [ শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা ২০১৬ ]

উত্তর: (খ) to, of

ব্যাখ্যা: Lead to something-কোন কিছু ঘটানো । বাক্যটির অর্থ: ধান উৎপাদনের প্রচলিত পদ্ধতিতে প্রতি একরে প্রায় ৭০০ কেজি আমন ধান উৎপন্ন হয়।

৩২৮. I told him to come…… the house. [ শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা-২০১৬ ]

উত্তর: (ক) to

৩২৯. The police is looking….. the case. [ বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক ২০১৬/ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়ন পরিসংখ্যান সহকারী ২০১৬ ]

উত্তর: (ঘ) into

    নবীনতর পূর্বতন