Kinds of Prepositions in Bengali

Kinds of Prepositions in Bengali

পূর্বের parts of speech টিউটরিয়ালে নিশ্চয়ই আপনারা Preposition সম্বন্ধে জেনেছেন। আপনাদের সুবিধার জন্য এখানে আবারও Preposition এর প্রাথমিক পরিচয় দেয়া হল । তবে এই টিউটরিয়ালের আলোচনার মূল টপিক হল kinds of Prepositions . ধীরে ধীরে উদাহরণের মাধ্যমে আজকের kinds of Prepositions টপিকটির গভীরে প্রবেশ করার চেষ্টা করব । পরবর্তীতে Preposition এর শ্রেণীবিভাগ আলোচনা করব । এতে সমুদয় বিষয়টি বুঝতে সহজ এবং আত্নস্থ বা মনে রাখার জন্য সুবিধা হবে । চলুন তাহলে শুরুতেই Preposition কি তা আগে একটু জানার চেষ্টা করি ।

What is Preposition?

নিচের বাক্যটি পড়
I bought a book. (আমি একটি বই কিনেছিলাম।)
কিন্তু নিচের বাক্যটি লক্ষ্য কর
I bought a book for you. (আমি তোমার জন্য একটি বই কিনেছিলাম।)
এই বাক্যটিতে একটি word "for" ব্যবহৃত হয়েছে। যার অর্থ হল “জন্য” । প্রথম বাক্যে শুধু একটি বই (book) কেনার কথা বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে বইটি কার জন্য কেনা হয়েছিল তা বলা হয়েছে। বলা হয়েছে যে বইটি তোমার জন্য (for you) কেনা হয়েছে। অর্থাৎ for শব্দটি বই এর সাথে তোমার (you) সম্পর্কটি বুঝাচ্ছে । এই সম্পর্কটি প্রকাশিত হয়েছে—
book for you অংশটি দ্বারা । এ ভাবে নিচের বাক্যগুলো পড় ।
She lives. (সে থাকে)।
She lives with me. (সে আমার সাথে থাকে)
শেষোক্ত বাক্যটির with শব্দটি live এবং me এর মধ্যকার সম্পর্ক বুঝাচ্ছে। অর্থাৎ সে কার সাথে থাকে তা বুঝানো হয়েছে ।
লক্ষ্য কর, I bought a book for you বাক্যটিতে you এর আগে for ব'সে you এর সাথে book এর সম্পর্ক বুঝাচ্ছে। এভাবে she lives with me বাক্যটিতে me এর আগে with ব'সে তা me এবং live এর সম্পর্কটিকে বুঝাচ্ছে। এই for এবং with হল preposition. Pre অর্থ আগে, আর Position অর্থ অবস্থান। মনে করে দেখ, for এবং with উভয় শব্দই you এবং me pronoun দু'টির আগে ব'সে তাদের সাথে বাক্যস্থিত অন্যান্য শব্দের সম্পর্ক বুঝাচ্ছে । তাহলে বলা যায় :
Definition: A preposition is a word which is used before a noun, pronoun, or noun phrase to express its relationship with some other word in the sentence.
(Preposition হল এমন শব্দ যা কোন noun, pronoun, বা noun phrase-এর আগে ব'সে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে ।)
আরও কয়েকটি উদাহরণ :
at, on, of, off, by, after, from, upon, behind, along, before, between, beside, about, beyond ইত্যাদি ।
She looked at me. (সে আমার দিকে তাকাল । )
The cow lives on grass. (গরু ঘাস খেয়ে বাঁচে।)
The rice of Barishal is fine. (বরিশালের চাল সরু।)
He came from Khulna. (সে খুলনা থেকে এসেছিল।)
It is 7 o'clock by my watch. (আমার ঘড়িতে সাতটা বাজে।)
I look after my garden. (আমি আমার বাগান দেখাশুনা করি।)
The cow lives upon grass. (গরু ঘাস খেয়ে বাঁচে।)
He came out from behind the house. (সে বাড়ির ভেতর থেকে বের হয়ে এল ।)
Go along this street. (এই রাস্তা বরাবর যাও)
I will come back before ten A. M. (আমি সকাল দশটার আগে ফিরব।)
Put this box between these two tables. (এই দু'টি টেবিলের মাঝামাঝি বাক্সটি রাখ।)
I sat beside him. (আমি তার পাশে বসলাম।)
I know nothing about this matter. (আমি এ ব্যাপারে কিছু জানিনা।)
This is beyond my ability. (এটা আমার ক্ষমতার অতীত)। ইত্যাদি।

kinds of Prepositions

(Preposition এর প্রকারভেদ।)
Preposition নিম্নলিখিত ছয় প্রকারের হয়ে থাকে;
1. Simple Preposition
2. Double Preposition
3. Compound Preposition
4. Phrase Preposition
5. Participle Preposition
6. Disguised Preposition

এখন আমরা প্রত্যেক প্রকারের বিস্তারিত পরিচয় ও ব্যবহার জানব ।

1. Simple Preposition :

এই ধরনের preposition গুলো মূলত একটি শব্দ; যেমন : At, by, with, of, off, from, through, after ইত্যাদি।

2. Double Preposition :

এই ধরনের preposition গুলো দুইটি অন্য preposition এর সমষ্টি, কিন্তু তারা ঠিক একটি preposition এর মত কাজ করে; অর্থাৎ : Double Preposition = Preposition+ Preposition
যেমন : The machine is out of order. (যন্ত্রটি অকেজো।)
এখানে out+ of মিলে একটি মাত্র preposition এর মত কাজ করেছে।
The cow lives upon grass.
এখানে upon = up+on; বলা বাহুল্য, up এবং on প্রত্যেকেই preposition এবং upon শব্দটি এদের সমষ্টি হওয়া সত্ত্বেও একটি মাত্র preposition এর মত কাজ করেছে।
We lowered the boat onto the sea. (আমরা নৌকাটি সাগরে নামালাম।)
এখানে onto = on+to.

3. Compound Preposition :

কোন noun, adjective, বা adverb এর আগে কোন simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তাকে compound preposition বলে । যেমন :
behind = by (= be) + hind.
beside = by(= be) + side.
along = on(= a) + long.
beyond = by (= be) + yond.
before = by (= be) + fore.
about = on (= a) + by ( = b) + out.
between + by (= be) + tween. ইত্যাদি,
লক্ষ্য কর, compound preposition গঠিত হওয়ার সময় by-preposition টি be- তে এবং on-preposition টি a-তে রূপান্তরিত হয়েছে।

4. Phrase Preposition :

Phrase কাকে বলে মনে আছেত? দুই বা ততোধিক word একত্রে যখন একটি মাত্র part of speech এর মত বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলে Phrase. আর একটি Phrase যখন একটি preposition এর মত কাজ করে তখন তাকে বলে phrase preposition.
যেমন : There is a pond in front of our house. (আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে।)
এখানে in front of = before = সামনে। তাহলে দেখা গেল in + front + of এই তিনটি word মিলে একটিমাত্র preposition before-এর কাজ করেছে।
এভাবে :
I could not pass the exam in spite of my hard work. (কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করতে পারিনি।)
We worked at home instead of going to school. (আমরা স্কুলে না গিয়ে বা যাওয়ার পরিবর্তে বাড়িতে কাজ করেছিলাম।)
I could not go to school because of my illness. (অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারিনি।)
এখানে because of = for = কারণে ।
As for myself, I know nothing about it. (as for = about= সম্বন্ধে)

5. Participle Preposition :

কতকগুলো present participle (verb+ing) এবং past participle (verb এর p. p. preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে । এদেরকে বলে participle preposition. যেমন :
Regarding this matter I know nothing. (এ ব্যাপারে আমি কিছু জানি না।)
এখানে Regarding = about= সম্বন্ধে । কিন্তু এটি একটি present participle এজন্য একে বলে participle preposition.
The Pashur flows past our village. (আমাদের গ্রামের পাশদিয়ে পশুরনদী বয়ে গেছে।)
এখানে past = by. কিন্তু past শব্দটি একটি past participle বলে একে বলে participle preposition.

6. Disguised Preposition :

কখনও কখনও on-preposition-টির পরিবর্তে 'a' এবং of-preposition টির পরিবর্তে 'o' ব্যবহৃত হয়। এরূপে ব্যবহৃত হলে এদেরকে disguised preposition বা ছদ্মবেশধারী preposition বলে। Disguise-এর অর্থ হল ছদ্মবেশ। যেমন :
The poor man went on begging (গরিব লোকটি ভিক্ষা ক'রে চলল।) না ব'লে যদি বলা হয়
The poor man went a begging, তাহলেও অর্থ একই থাকে।
এখানে on begging = a-begging. এক্ষেত্রে a-হল disguised preposition. এরূপে
The hunter decided to go a hunting. (শিকারী শিকার চালিয়ে যাবার সিদ্ধান্ত নিল ।)
Now it is 10 o' clock (=of clock) in the morning. (এখন সকাল দশটা বাজে।)
এখানেও O' (= of) হল disguised preposition.
আবার কোন কোন বাক্যে preposition অব্যবহৃত বা উহ্য থাকতে পারে। সে সব ক্ষেত্রেও উহ্য preposition কে বলা হয় .disguised preposition. যেমন:
He comes here once (in) a day. (সে এখানে দিনে একবার আসে।)
Rice sells fifteen taka (for) a kg. (চাল পনের টাকা কে. জি. দরে বিক্রি হয়।
He receives a salary of 5,000 taka (for) a month. (তিনি মাসে পাঁচ হাজার টাকা বেতন পান।)
উপরের বাক্যগুলোতে বন্ধনীর মধ্যকার preposition গুলি সাধারণত উহ্য বা অব্যবহৃত থাকে । এজন্য এসবক্ষেত্রে preposition গুলোকে বলে disguised preposition.

নবীনতর পূর্বতন