Classification of Nouns with examples

Parts of Speech টিউটরিয়ালে আমরা দেখেছি যে noun হল কোন কিছুর নাম। কতকগুলো উদাহরণও লক্ষ্য করেছি । আশা করছি ঐ অধ্যায় থেকে Noun এর প্রাথমিক ধারণা নিয়েই এখানেই এসেছেন । এখানে আমরা Classification of Nouns অর্থাৎ Noun এর ব্যাপক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। Noun এর প্রত্যেকটি প্রকারভেদের ইন ডিটেইলস কথা বলব । তবে তার আগে কেন এই শ্রেণী বিভাগ তা একটু বিবেচনা করে দেখা যাক ।

Why a Classification ? (কেন শ্রেণী বিভাগ প্রয়োজন)

নিচের বাক্যগুলো পড় :
(1) Rahim reads a book. (রহিম একটি বই পড়ে)
(2) I want some paper. (আমি কিছু কাগজ চাই। )
(3) A team of players has come today. (আজ একদল খেলোয়াড় এসেছে।)
উপরের বাক্যগুলোতে noun এর বিভিন্ন ব্যবহার লক্ষ্যণীয়। (1) নং বাক্যে Rahim নামটির প্রথম অক্ষর একটি Capital letter, (২) নং বাক্যে paper এর প্রথম অক্ষর small letter, (3) নং বাক্যে অনেকজন খেলোয়াড় থাকা সত্ত্বেও singular verb 'has' ব্যবহৃত হয়েছে, have ব্যবহৃত হয়নি; কেন এই বিভিন্নতা? তাহলে নিশ্চয়ই একেক ধরনের noun এর ক্ষেত্রবিশেষে ব্যবহার (treatment) একেক প্রকার । আর এজন্য noun এর classification জানা অত্যন্ত জরুরী। এছাড়াও রয়েছে noun এর gender (লিঙ্গ), number (বচন), case (কারক)। এসব জিনিস বিশেষভাবে জানতে হলে noun এর classification সম্বন্ধে ভাল ধারণা রাখতে হবে।

Classification of Nouns ( বিশেষ্য পদের শ্রেণী বিভাগ)

আমরা এখানে দু'টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে noun এর classification দেখব।
(A) Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের অবস্থা বিচারে শ্রেণী বিভাগ, এবং
(B) Noun যেসব জিনিসের নাম প্রকাশ করে ঐসব জিনিসের “গণনযোগ্যতা” (countability) বিচারে শ্রেণী বিভাগ
প্রথম দৃষ্টিকোণ থেকে noun কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় :
(1) Concrete Noun
(2) Abstract Noun
Concrete Noun কে আবার চারভাগে বিভক্ত করা যায়; যথা—
(a) Proper Noun
(b) Common Noun
(c) Collective Noun
(d) Material Noun
দ্বিতীয় দৃষ্টিকোণটি থেকে noun কে দুই ভাগে ভাগ করা যায় :
(i) Countable Noun.
(ii) Uncountable Noun.

অবস্থা বিচারে শ্রেণী বিভাগ

(A) প্রথম দৃষ্টিকোণটি ছিল বস্তুর বাহ্যিক অবস্থা বিষয়ক। এই “বাহ্যিক অবস্থা” বলতে কি বুঝানো হচ্ছে তা না বুঝলে noun এর এই শ্রেণী বিভাগ বোঝা যাবে না। একটি উদাহরণের মাধ্যমে তাই ব্যাপারটা স্পষ্ট করা দরকার। মনে কর একটি বারের নাম Friday. এ-ত একটি নির্দিষ্ট সময়কালের নাম। একে দেখা, ছোঁয়া এমনকি অনুভবও করা যায় না; কিন্তু হিসাব করে বোঝা যায়। আবার আরেকটি Noun নেয়া যাক “সত্যবাদিতা (truthfulness)", এই noun এর জিনিসটিকে ধরা, ছোঁয়া, শোনা যায় না; এটা কেবল কল্পনার সাহায্যে উপলব্ধি করা যায় । সুতরাং এই দৃষ্টিকোণ থেকে noun এর বর্তমান শ্রেণী বিভাগ করা হয়েছে। এবার তোমাদের ব্যাপারটা বুঝতে একদম কষ্ট হবে না।

concrete noun

Definition: A concrete noun is the name of something which has external physical existence and can be perceived through senses, that means, it can be seen, smelt, touched, or tasted. (Concrete noun হল সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়—বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায়, বা আস্বাদন করা যায়)
Examples :
যা দেখা যায় : cow, book, silver (রূপা) building etc.
যার গন্ধ নেয়া যায় : air, gas, odour (ঘ্রাণ) etc.
নিচে চার প্রকার Concrete Noun এর বিস্তারিত তুলে ধরা হল:

Proper Noun

Definition : A proper noun is the name of a particular person, thing, place, or any other thing. (যে Concrete Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায় তাকে proper noun বলে।)
এখানে “নির্দিষ্ট” (particular) শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, uncle-ও একটি noun. এর অর্থ চাচা বা মামা বা ফুফা। uncle শব্দটি দিয়ে ব্যক্তিকেই বুঝানো হয় কিন্তু কোন “নির্দিষ্ট” ব্যক্তিকে বুঝানো হয় না। কোন ব্যক্তির অনেক uncle থাকতে পারে। তাই এটি proper noun নয়, কিন্তু Rabindranath একটি proper noun. কারণ শব্দটি দ্বারা আমরা শুধু বিশেষ কোন ব্যক্তিকেই বুঝি । যেমন -বিশ্বকবি রবীন্দ্রনাথ ।
Example :
Name of persons : Rahim, Shuma, Tuhin, Shuman. Shama etc.
Name of things : Titanic (একটি জাহাজের নাম), Friday, Quran,Bible, Moon etc.
Name of place : Bhanderkote, Khulna, Dhaka, America, Africa etc.

Some Important Notes (কতকগুলো গুরুত্বপূর্ণ টীকা)
Note 1 : proper noun কোন নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, বা অন্য কিছুর নাম ।
Note 2 : proper noun এর প্রথম অক্ষর সব সময় capital letter হয়। যেমন, Quran, Gita, Nazrul etc. আবার God, Lord, Bible ইত্যাদি proper noun যখন proper noun হিসাবে ব্যবহৃত হয় না তখন তাদের প্রথম অক্ষর হয় small letter.
Note : Earth, Sun, Moon—ইত্যাদি কেবল একটি ব'লে কেউ কেউ এগুলোকে singular noun বলে থাকেন। এদের আগে The বসে এবং এদের নামের প্রথমে capital letter না ব্যবহার করলেও চলে।

Common Noun

Definition:
A common noun is one which is common to each member of a class of persons or things. (যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে ।)
এখানে "common" বা “সাধারণ” শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
Example : Rahim বললে শুধু নামের একজন বিশেষ ব্যক্তিকে বুঝায় কিন্তু boy বললে কোন বিশেষ বালককে বুঝায় না । boy কথাটি সমুদয় বালকদেরকে সাধারণভাবে বুঝায় । এভাবে student (ছাত্র) বললে যাবতীয় ছাত্রদের সাধারণ নাম ধরেই ডাকা হয় । আবার, মনে কর তুমি বললে “আমি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, পশুর, শিবশা, আড়িয়াল খাঁ-এ সবগুলো দেখেছি” তারপর বাক্যটিকে আরও সংক্ষেপে বলতে চাইলে । কারণ তুমি সবগুলো object এর নাম বলে শেষ করতে পারবে না, যেহেতু তুমি অনেক দেখেছ । তুমি অবশেষে উপরের প্রতিটির জন্য একটি সাধারণ নাম বের করলে। তা হল river বা নদী। কারণ, নাম যাই হোক না কেন, প্রত্যেকটি নদী (river) ছাড়া আর কিছু নয়। তাহলে সংক্ষেপে তুমি বলতে পার— আমি অনেক নদী দেখেছি । I have seen many rivers.
এখানে river হল . নিচে কতকগুলো proper noun এবং তাদের সংশ্লিষ্ট common noun এর উদাহরণ দেওয়া হল :

Proper Noun Common Noun
rose (গোলাপ).... flower (ফুল)
Rabindranath... poet (কবি)
Rehana ... girl
Earth (পৃথিবী) Planet (গ্রহ)
Mars (মঙ্গল)
Neptune (নেপচুন)
lungi (লুঙ্গি) ) dress (পোশাক)
shari (শাড়ি)
shirt (জামা)


Interesting Point :
Common noun যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে। যেমন river দ্বারা সব নদী বুঝালেও 'river' শব্দটি দ্বারা অনেকগুলো বা সব নদীকে নির্দেশ নাও করা হতে পারে যেমন :
The Pashur is a river. এখানে river বলতে একটিমাত্র নদীকেই বুঝাচ্ছে। river যখন বলি তখন শুধু পশুর কেন যেকোন নদীকেই বুঝাতে পারি। কারণ river বা নদী হল এক জাতীয় জিনিসের সাধারণ নাম, তথাপি উপরের বাক্যে একটি মাত্র নদী Pashur কেই বুঝনো হয়েছে। এইখানেই collective noun এর সাথে common noun এর পার্থক্য যা আমরা পরে দেখব।

Collective Noun

Definition: A collective noun is the name of a group or collection of persons or things of the same kind thought of as one undivided whole. (যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।)
সংজ্ঞার "undivided whole" বা "অবিভক্ত সমষ্টি” কথাটি গুরুত্বপূর্ণ। এই কথাটির মধ্যেই common noun এবং collective noun এর মধ্যকার পার্থক্য নিহিত। নিচের example এর মাধ্যমে ব্যাপারটি স্পষ্ট করে বুঝানো হল ।
Example :
River বলতে কোন নির্দিষ্ট নদীকে বুঝায় না, যে কোন নদীকে বুঝাতে পারে। তাই বলে আবার সব নদীকে একসাথে বুঝায় না। অপরপক্ষে, class বা শ্রেণী বলতে একটি বিশেষ শ্রেণীর (যেমন class IX বা X) সকল ছাত্র/ছাত্রীদেরকে একসাথে বুঝায়। তাদের যে কোন একজনকে বুঝায় না । এরূপে army বলতে দেশের সকল সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনীকে বুঝায়, যেকোন একজন বা এক unit কে বুঝায় না।
এবার আরও কয়েকটি collective noun এর উদাহরণ :
flock (ঝাক), band (দল), cavalry (অশ্বারোহী সৈন্যদল,) herd (পাল), jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ), crowd (জনতা), gang (দল), team (দল), party (দল), infantry (পদাতিক সৈন্যদল), fleet (রণতরী শ্রেণী), navy (নৌ সেনাদল), audience (শ্রোতৃবর্গ), committee (সভাসদবর্গ), group (দল) ইত্যাদি।
Rule-1 (নিয়ম:- ১) : Collective noun যদি কোন sentence এর subject রূপে ব্যবহৃত হয় তাহলে ঐ subject এর verbটি হয় singular; অর্থাৎ, verbটির সাথে s/es যুক্ত হয় । যেমন-
এক ঝাঁক পাখি উড়ছে : A flock of birds is flying. (এখানে are ব্যবহৃত না হয়ে is ব্যবহৃত হয়েছে।)
একদল ডাকাত এখানে এসেছে : A band (gang) of robbers has come here.
একদল খেলোয়াড় যায় : A team of players goes. ইত্যাদি।
Rule-2 (নিয়ম-২) : Collective noun যদি কখনও সমষ্টিকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি বস্তু বা ব্যক্তিকে বুঝায় তাহলে তখন তাকে বলে noun of multitude. এরূপ noun এর ক্ষেত্রে plural verb ব্যবহৃত হয়। (অর্থাৎ is, was ব্যবহৃত না হয়ে are, were ব্যবহৃত হয় এবং verb এর শেষে s/es যুক্ত হয় না। have ব্যবহৃত না হয়ে has ব্যবহৃত হয় ইত্যাদি । যেমন : শ্রেণীটি দুইভাগে ভাগ হয়ে গিয়েছে The class (is নয়) are divided into two divisions (এক্ষেত্রে একটি class দুইটি ভাগে পরিণত হয়েছে, ফলে verb এর plural number হবে।)

Material Noun

Definition: A material noun is a name which indicates a matter or substance as a mass and does not indicate any part or number of it. ( যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বুঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বুঝায় না তাকে material noun বলে। এই noun যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনভাবে পরিমাপ করা যায় ।
Example : plate (থালা) বললে আমরা একটি বস্তুকে বুঝি। কিন্তু salt (লবণ) বললে আমরা কোন একটি জিনিসকে বুঝি যা গণনা করা যায় না । এক কণা লবণকে আমরা salt বলি না, বলি অসংখ্য কণা লবণের সমষ্টিকে। এভাবে water, gold, iron, milk, tea, water ইত্যাদি হল material noun.
Note : material noun এর পরে singular verb ব্যবহৃত হয়। যেমন-
Water is essential (অত্যাবশ্যক) to life.
Gold is a precious metal.
এতক্ষণ আমরা concrete noun এর বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। এবার abstract noun নিয়ে আলোচনা করা যাক ।

Abstract Noun

Definition: Abstract noun is that noun which indicates some abstract idea or quality which has no physical existence and cannot be touched, smelt, heard, or perceived through the sense; but can only be imagined. (Abstract noun হল সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়।)
Examples : honesty (সততা), boyhood (বাল্যকাল), justice (ন্যায়), heroism (বীরত্ব) ইত্যাদি abstract noun এর উদাহরণ।

Formation of Abstract Nouns :

(1) Common Noun থেকে :

Common Noun Abstract Noun
agent (প্রতিনিধি) agency (প্রতিনিধিত্ব)
boy (বালক) boyhood (বাল্যকাল)
child childhood (শৈশব)
girl girlhood (শৈশব—স্ত্রীলিঙ্গ)
man manhood (মানবতা)
friend (বন্ধু) friendship (বন্ধুত্ব)
hero (বীর) heroism (বীরত্ব)
infant (শিশু) infancy (শৈশব)
father (পিতা) fatherhood (পিতৃত্ব)
mother (মা) motherhood (মাতৃত্ব)
slave (দাস) slavery (দাসত্ব)
thief (চোর) theft (চৌর্যবৃত্তি)
robber (ডাকাত) robbery (ডাকাতি)
student (ছাত্র) studentship (ছাত্রত্ব)

তাহলে আমরা দেখলাম যে common noun এর সাথে ism, hood, y, ship ইত্যাদি যুক্ত ক'রে তাকে abstract noun এ রূপান্তরিত করতে হয় ।

(2) Abjective থেকে :

Adjective Abstract Noun
poor (গরিব) poverty (দারিদ্র)
anxious (চিন্তিত) anxiety (দুঃশ্চিন্তা)
stupid (বোকা) stupidity (বোকামি)
beautiful (সুন্দর) beauty (সৌন্দর্য)
deep (গভীর ) depth (গভীরতা)
fat (মোটা) fatness (বিশালতা)
long (লম্বা) length (দৈর্ঘ্য)
high (উচ্চ) height (উচ্চতা)
young (যুবক) youth (যৌবন )
clever (চালাক) cleverness (চালাকি)
true (সত্য) truth (সত্যতা)
wide (প্রশস্ত) width (বিস্তার)
wise (জ্ঞানী) wisdom (জ্ঞান)

(3) Verb থেকে :

Verb Abstract Noun
advise (উপদেশ দেয়া) advice (উপদেশ)
believe (বিশ্বাস করা ) belief (বিশ্বাস)
give (দেয়া) gift (উপহার)
laugh (হাসা) laughter (হাসি)
live (বাস করা, বেঁচে থাকা) life (জীবন)
practise (অনুশীলন করা ) practice (অনুশীলন)
think (ভাবা, চিন্তা করা ) thought (ভাবনা, চিন্তা)
see (দেখা) sight (দৃশ্য, দৃষ্টি)
arrive (আগমণ করা ) arrival (আগমণ)
know (জানা) knowledge (জ্ঞান)
educate (শিক্ষা দেয়া) education (শিক্ষা)
govern (শাসন করা ) government (সরকার)
hate (ঘৃণা করা) hatred (ঘৃণা)
choose (বাছাই করা) choice (বাছাই)
obey (মান্য করা) obedience (মান্যতা)
serve (সেবা করা) service (সেবা)
discuss (আলোচনা করা) discussion (আলোচনা)
examine (পরীক্ষা করা ) examination (পরীক্ষা)
deduct (বিয়োগ করা ) deduction (বিয়োগ)
multiply (গুণ করা ) multiplication ( গুণন)
amplify (সম্প্রসারিত করা) amplification (সম্প্রসারণ)

গণনযোগ্যতা (countability) অনুসারে শ্রেণীবিভাগ :

এতক্ষণ আমরা প্রথম দৃষ্টিকোণ থেকে noun এর শ্রেণীবিভাগ আলোচনা করলাম, এখন দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে noun এর শ্রেণীবিভাগ আলোচনা করা হবে ।

Countable Noun

Definition: A countable noun is the name of anything which can be counted by number. (যে বস্তুর সংখ্যা গণনা করা যায় তার নামকে countable noun বলে)
Examples : flower (ফুল), child (শিশু), book (বই), pen, star (তারা), river (নদী) ইত্যাদি জিনিস একটি, দুইটি, তিনটি ইত্যাদি সংখ্যা দিয়ে গণনা করা যায় বলে এই সব noun কে countable noun বলে ।

Uncountable Noun

Definition: An uncountable noun is the name of anything that cannot be counted by numbers and may be measured by some other units only. (যে সকল বস্তু সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু অন্য কোন উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদের নামকে uncountable noun বলে ।)
Examples : Table কাঠ বা wood দিয়ে তৈরী করা হয়। সুতরাং এটি হল একটি countable noun. কিন্তু wood বা কাঠ গোনা যায় না বলে এটি হল uncountable noun. এভাবে কোন abstract noun ও uncountable noun. যেমন, ক্ষমা বা forgiveness. এটি একটি abstract noun. একে গণনা করা যায় না বলে এটি হল uncountable noun. এভাবে, water, salt, virtue (গুণ), honesty (সততা), air, sight (দৃশ্য, দৃষ্টি), beauty (সৌন্দর্য) ইত্যাদি হল uncountable noun.

Some Rules of Countables and Uncountables

RULE-1: Many + Countable Noun
অর্থাৎ countable noun এর সাথে many (অনেক) ব্যবহৃত হয়। যেমন:
(1) তার অনেক বই আছে - He has many books.
(2) অনেক বালক সেখানে খেলছে- many boys are playing there.
(3) সে অনেকগুলো থালা ভেঙেছে—She has broken many plates.
(4) এ বিষয়ে অনেক নিয়ম আছে—There are many rules regarding this matter.
[Note: countable noun-এর সাথে much ব্যবহৃত হয় না।]

RULE-2: A Few + Countable Noun
A few = কয়েকজন, কয়েকটি ইত্যাদি
(1) আমার অল্প কয়েকটি বই আছে - I have a few books.
(2) তার অল্প কয়েকজন বন্ধু আছে – He has a few friends.
(3) অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল — a few people went there.
[Note : A few আর few এর অর্থ এক নয়। নিচে তা প্রমাণিত হবে। ]

RULE-3 : Few + Countable Noun
এখানে few (a few নয়) অর্থ “নেই বললেই চলে।” যেমন :
(1) আমার এখানে কোন বন্ধু নেই বললেই চলে—I have few friends here.
(2) আমাদের দেশে শিক্ষিত মহিলা নেই বললেই চলে — There are few educated women in our country.
(3) সে অংক পরীক্ষায় নম্বর পায়নি বললেই চলে (অর্থাৎ, যেমন, ৪ বা ৫ পেয়েছে) He has obtained few marks in the math. exam.
[Note : countable noun-এর সাথে যেখানে few বা a few ব্যবহৃত হয় uncountable noun এর ক্ষেত্রে সেখানে যথাক্রমে little ও a little ব্যবহৃত হয়। পরে এসব জানা যাবে। ]

RULE-4: Much+ Uncountable Noun
Countable noun-এর সাথে “অনেক” বুঝাতে many ব্যবহৃত হয়, কিন্তু uncountable noun-এর সাথে একই অর্থে much ব্যবহৃত হয়। যেমন,
তার অনেক বন্ধু আছে – He has many friends, কিন্তু এই পুকুরে অনেক পানি”—বাক্যটি ইংরেজিতে লিখতে হবে—There is (are নয়) much (many নয়) water in this pond.
এবার আরও কয়েকটি উদাহরণ দেখ :
(1) এ বিষয়ে আমার অনেক সন্দেহ আছে—I have much doubt about it.
(2) প্রতিদিন ৩টি করে ডিম আমাদের অনেক শক্তি দেয়—Three eggs per day give us much strength.
(3) তার অনেক দয়া — He has much kindness.

RULE-5 : Little + Uncountable Noun
Countable noun-এর সাথে যে অর্থে few ব্যবহৃত হয় সেই একই অর্থে uncountable noun-এর সাথে little ব্যবহৃত হয়। যেমন :
(1) পাত্রে পানি নেই বললেই চলে : There is little water in the pot.
(2) এ বিষয়ে আমার কোন জ্ঞান নেই বললেই চলে—I have little knowledge about it.
(3) আমাকে দুধ প্রায় দেওয়াই হয় না : I am given little milk.

RULE-6 : More + Countable / Uncountable Noun
যেহেতু many এবং much উভয়ের comparative degree হল more, সুতরাং more countable এবং uncountable উভয় noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন :
(1) আরও বেশি পানি দরকার — More water is needed. (uncountable).
(2) আরও বেশি লোক দরকার — More people are needed. (countable).
(3) সেকি আরও বেশি টাকা চায়? Does he want more money?

RULE-7: Fewer + Countable Noun
Rule—3 দেখ । এবার নিচের sentence গুলো পড়।
(1) আজ তার কথায় কম মিথ্যা আছে— There are fewer lies in his speech today.
(2) আরো কম সংখ্যক বই বিক্রি করা হয়েছিল— Fewer books were sold.
(3) আজ বাড়ির কাজ হিসেবে আরও কম সমস্যা দেওয়া হয়েছে—Today fewer problems have been given as assignment.
সুতরাং দুইটির মধ্যে তুলনায় একটি কম এরূপ বুঝালে countable noun-এর আগে fewer বসে। এটি হল few এর comparative.

RULE-8: Less + Uncountable Noun
Fewer যে অর্থে countable noun এর সাথে ব্যবহৃত হয় সেই অর্থে uncountable noun এর সাথে less ব্যবহৃত হয়। যেমন :
(1) এই পাত্রে ঐ পাত্রের চেয়ে কম পানি আছে—There is less water in this pot than a in that pot.
(2) সে তার ভাইয়ের চেয়ে কম পয়সা খরচ করে - He spends less money than his brother.
(3) তার গায়ের ওজন আমার গায়ের ওজনের চেয়ে কম - She has less weight than I.

RULE-9 : Fewest + Countable Noun
Few, fewer, fewest—এগুলো সব countable noun এর ক্ষেত্রে প্রযোজ্য ।
(1) তার সবচেয়ে কম সংখ্যক কলম আছে—She has the fewest pens. (the এর ব্যবহার লক্ষ্য কর )
(2) আমি সবচেয়ে কম জায়গায় গিয়েছি - I have been to the fewest places.

RULE-10 : Least + Uncountable Noun
Much-less-least—সবই uncountable noun-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(1) এই গ্লাসে সবচেয়ে কম পানি ধরে—This glass contains the least water.
(2) সে সবচেয়ে কম বুঝে— He understands the least .
(3) মনে হয় মেয়েটি সবচেয়ে কম ভদ্রতা জানে— The girl seems to know the least gentility.

RULE-11: The few + Countable Noun
“অল্পসংখ্যক”—কথাটাকে যদি নির্দিষ্ট করে বুঝানো হয় তাহলে the few ব্যবহৃত হয় ।
(1) যে সামান্য কয়জন লোক সেখানে গিয়েছিল, তারা যথেষ্ট ছিল না - The few people that went there were not enough.
(2) আকবর ভারতের হাতে গোনা কয়েকজন রাজার চেয়ে মহান ছিলেন— Akbar was greater than The few other kings of India.
(3) তোমার যে ক'খানা চেয়ার আছে এদিয়ে তুমি কি করতে চাও? - What do you want to do with The few chairs (that) you have?

RULE-12 : Very few + Countable Noun
এত “কম” যে খুব জোর দিয়ে বলার প্রয়োজন আছে—এরূপ ক্ষেত্রে very few ব্যবহৃত হয়।
(1) বাংলাদেশের খুব কম জনগণই শিক্ষিত – Very few people of Bangladesh are educated.
(2) এই স্কুলের খুব কম মেয়েরাই সুন্দরী – Very few girls of this school are beautiful.
(3) সে খুব কমই কথা বলে — He speaks very few words.

RULE-13 : The Very few + Countable Noun
Rule 11–তে বেশি জোর দিয়ে এবং বেশি নির্দিষ্ট করে কিছু বুঝাতে the very few ব্যবহার করা যেত । নিজে নিজে অভ্যাস কর।

RULE-14 : Most + Countable / Uncountable Noun

much more most
many more most

অতএব, much ও many-এর superlative degree একই হওয়াতে (অর্থাৎ most) most countable এবং uncountable উভয় noun এর সাথেই ব্যবহৃত হতে পারে। যেমন :
(1) এখানকার অধিকাংশ (প্রায় সব) লোকই মুসলমান – Most people of this place are Muslims.
(2) অধিকাংশ তাপই অপচয় হয়ে গিয়েছিল– Most heat was wasted.
(3) অধিকাংশ শিশুরাই মিষ্টি খেতে ভালবাসে - Most children are fond of eating sweetmeats.

RULE-15 : Several + Countable Noun
Several অর্থ কয়েক, কতিপয় ।
(1) কতিপয় ছাত্র/ছাত্রীরাই ঠিকমত পড়াশুনা করে– Several students study regularly.
(2) কয়েকটি বড়ি হারিয়ে গেছে—– Several pills are missing.
(3) কতিপয় লোক এই গন্ডগোল লাগিয়েছিল— Several people caused the chaos.

RULE-16 : The Rest of + Countable/Uncountable Noun
the rest of = বাকি, অবশিষ্ট।
(1) সেখানে দশজন ছাত্র ছিল : দুইজন বিজ্ঞান বিভাগের, তিনজন কলা বিভাগের, এবং বাকি সবাই বাণিজ্য বিভাগের ছাত্র। - Ten students were there: two were of science group, three were of arts group, and The rest of them were of commerce group.
(2) তার বাকি কলমগুলো হারিয়ে গেছে—— The rest of her pens have been lost.
(3) অবশিষ্ট জনগণ সেখানে বসে ছিল — The rest of the people were sitting there.

RULE-17 : Some + Countable / Uncountable Noun
(1) আমি কিছু পানি চাই—I want some water.
(2) কিছু কিছু লোক এরকম বলে — Some people say so.
(3) আমি কিছু বই কিনেছি—I have bought some books.

RULE-18 : Some of + Countable / Uncountable Noun
(1) তাদের মধ্যে কেউ কেউ গিয়েছিল— Some of them went.
(2) তুমি এই দুধের কিছুটা পান করতে পার— You can drink Some of the milk.
(3) কিছু কিছু গাছ ভেঙ্গে পড়েছিল — Some of the trees broke down.

RULE-19 : Many of + Countable Noun
(1) তাদের মধ্যে অনেকেই যাদু জানে— Many of them know magic.
(2) বইগুলোর মধ্যে অনেকগুলোই ইংরেজিতে লেখা— Many of the books are written in English.

RULE-20 : Much of + Uncountable Noun
(1) পাত্রের অনেক দুধই বাসি – Much of the milk of the pot is stale.
(2) এই খাদ্যের অনেক অংশেই ভিটামিন আছে— Much of the food contains vitamins.

RULE-21 : Several of + Countable Noun
(1) তাদের মধ্যে কয়েকজন খুব সৎ - Several of them are very honest.
(2) বাংলাদেশের কয়েকটি নদী অকেজো হয়ে পড়েছে—- Several of the rivers of Bangladesh have become useless.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার mcq প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: ইংরেজি গ্রামার
অধ্যায়: Noun mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১০২)

১. Which one is abstract noun? [ দুর্নীতি দমন কমিশনঃ ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ২০১৯ ]

উত্তর: (ক) Manhood

২. Mutton' is a/an? [ ৩৮তম বিসিএস ]

উত্তর: (গ) Material Noun

৩. Frailty the name is women. Here "Frailty"is : [ ৩৭তম বিসিএস ]

উত্তর: (ক) A noun

ব্যাখ্যা: Frailty = ভঙ্গুরতা।

৪. I am in the process of collecting material for my story. The underlined word is a/an- [ 35th BCS ]

উত্তর: (ঘ) Noun

৫. Which one is an abstract noun? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) : ২১/ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান : ২০১৭ ]

উত্তর: (গ)

ব্যাখ্যা: Freedom (স্বাধীনতা) হলো abstract noun কারণ স্বাধীনতাকে ধরা, স্পর্শ করা যায় না শুধু অনুধাবন করা যায়।

৬. Which of the following words is a noun [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১ ]

উত্তর: (গ) Imprimatur

৭. What type of noun is 'Kindness'? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১/ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭/ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭/NSI-এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (গ) Abstract

ব্যাখ্যা: Kindness- দয়া; এটি গুণবাচক শব্দ তাই এটি Abstract Noun.

৮. Water has no colour. এখানে Water' কোন ধরণের Noun? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১ ]

উত্তর: (খ) Material

৯. কোনটি Abstract noun? [ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: Height , fury

১০. The poor are not always unhappy. 'The ’poor ’ is Noun. [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী সচিব /সহকারী পরিচালক (প্রশাসন) -২১ ]

উত্তর: (ক) Plural Common

১১. Fill in the blank with the right option: River is a/an ... noun. [ BPSC এর সিনিয়র ইন্ট্রাক্টর (TT) : ২১ ]

উত্তর: (ঘ) Common

১২. What kind of noun is 'Knowledge'? [ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

উত্তর: (গ) Abstract

১৩. Which of the following is a noun? [ এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২১ ]

উত্তর: (গ) Mention

১৪. Which one is common noun? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী : ২০২০ ]

উত্তর: (ক) Infant

১৫. Which one is a material noun? [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১ ]

উত্তর: (খ) Meat

১৬. Choose the countable noun. [ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে হিসাব সহকারী : ২০২০ ]

উত্তর: (ঘ)

ব্যাখ্যা:: Dream (স্বপ্ন), Thought (চিন্তা) এবং Salt (লবণ) এগুলো Uncountable noun বলে। কারণ এগুলো গণনা করা যায় না।

১৭. What type of noun the word 'Rice' is? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান : ২০১১ ]

উত্তর: (খ) Common noun

১৮. Identity is the correct noun? [ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (সহকারী উপ-খাদ্য পরিদর্শক -২১ ]

উত্তর: (ক) Acute

১৯. Which one is a/an abstract noun? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ ]

উত্তর: (গ) Intelligence

২০. 'Water' is a noun. [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর : ২০১৯ ]

উত্তর: (গ) Material

২১. What part of speech is 'scarcity'? [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিকিউরিটি অফিসার : ২০১৯ ]

উত্তর: (গ)

ব্যাখ্যা: Scarcity (n) = দুষ্প্রাপ্যতা।

২২. Goodwill কোন Parts of speech ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর : ২০১৯ ]

উত্তর: (খ) Noun

ব্যাখ্যা: Goodwill অর্থ বন্ধুত্বের মনোভাব, ব্যবসায়িক সুনাম।

২৩. What kind of noun is 'river'? [ বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ফোরম্যান : ২০১৯ ]

উত্তর: (ঘ) Common

২৪. The word 'army' is a – [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান : ২০১৯ ]

উত্তর: (গ) collective noun

২৫. What kind of noun is 'Boy'? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) : জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯/ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (DESCO)-এর অ্যাসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার :২০১৯ ]

উত্তর: (গ) Common

২৬. What kind of noun is 'Girl' [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোঃ জুনিয়র পরিসংখ্যান সহকারী: ২০২০/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ) ২০১৯ ]

উত্তর: (ঘ) Common

২৭. Which one of the following is an example of proper noun? [ উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর : ২০২০ ]

উত্তর: (গ) Bangladesh

২৮. What kind noun is 'Dhaka'? [ পেট্রোবাংলা হিসাব সহকারী : ২০১৯ ]

উত্তর: (ক) Proper

২৯. They tell us a tale about a tail. The word ‘tale’ is [ ১৬তম শিক্ষক নিবন্ধন -স্কুল পর্যায় (সেটঃ ০৩) : ২০১৯ ]

উত্তর: (ক) noun

ব্যাখ্যা: Tell (v) অর্থ বলা। Tale (n) অর্থ গল্প বা কাহিনি। Tail (n) অর্থ লেজ। বাক্যের অর্থঃ তারা আমাদের একটি লেজের গল্প বলে ।

৩০. “Bangladesh has a good----in cricket.” Choose the right expression for the gap. [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা : ২০১৯ ]

উত্তর: (খ) prospect

ব্যাখ্যা: কোনো Adjective এরপর Prospect শব্দটি Noun হিসেবে বসতে পারে। এর অর্থ সম্ভাবনা। কিন্তু Prospective অর্থ প্রত্যাশিত। Prosperous অর্থ সমৃদ্ধ। Prospectus অর্থ প্রস্তাবিক। বাক্যের অর্থঃ ক্রিকেটে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে।

৩১. The soldiers were rewarded for their bravery. Which class of noun 'bravery' belong to? [ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঃ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা :২০১৯ ]

উত্তর: (ঘ) Abstract

৩২. 'Noun' কয় প্রকার? [ সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা :২০১৮/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-২০১১ ]

উত্তর: (ক) ৫ প্রকার

৩৩. We need to buy some new - [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ) : ২০১৯ ]

উত্তর: (খ) furniture

৩৪. কোনটি Collective Noun ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (চতুর্থ ধাপ) : ২০১৯ ]

উত্তর: (ক) Library

৩৫. Five countries, including Bangladesh, is home to half of the world's poor. [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের অধীন অডিটর : ২০১৯ ]

উত্তর: (ঘ) are home

ব্যাখ্যা: আবাসস্থল বোঝাতে home শব্দটি uncountable হিসেবে ব্যবহৃত হয়। Be home to = আবাসস্থল। সুতরাং সঠিক expression হবে are home to। Are home to যোগে প্রদত্ত বাক্যের অর্থ : বাংলাদেশসহ পাঁচটি দেশ বিশ্বের অর্ধেক গরিব লোকের আবাসস্থল।

৩৬. Which one is the noun? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ ]

উত্তর: (ক)

ব্যাখ্যা: 'Poperty (দরিদ্রতা) হলো noun । তাছাড়া বাকি তিনটি শব্দ Adjective ।

৩৭. Which one is the noun form? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান : ২০১৯ ]

উত্তর: (খ) Horror

ব্যাখ্যা: Horror শব্দটি noun/ Horror = বিভীষিকা; আতঙ্ক। অন্যদিকে horrible (বীভৎস) হলো adjective, horrify (ভীতিবিহবল করা) হলো verb আর horribly (বীভৎসভাবে) হলো adverb ।

৩৮. What kind of noun is 'Cattle'? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ২০২১/ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর ২০১৮/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ও ইলেক্ট্রনিক্স) টিটিসি ২০১৮/ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭/ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (F-ইউনিট): ১৬-১৭/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭; স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী : ২০১৬ ]

উত্তর: (খ) Collective

৩৯. Flock is a [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) : ২০১৮ ]

উত্তর: (গ) Collective noun

ব্যাখ্যা: Flock = প্রাণীর দল অর্থাৎ অনেকগুলো প্রাণীর সমষ্টিকে বোঝায়। সুতরাং flock শব্দটি collection (সমষ্টিবাচক).

৪০. The countable form of laughter' is- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) : ২০১৯ ]

উত্তর: (খ) Laugh

৪১. Which one is a correct sentence? [ ১৫তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) : ২০১৯ ]

উত্তর: (ঘ) All the information is current

ব্যাখ্যা: সঠিক বাক্য হলো all the information is current। কেননা information হলো uncountable noun এবং এরপর singular verb বসে।

৪২. Find out the correct sentence. [ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর : ২০১৯ ]

উত্তর: (ক) I sold all of my furniture.

ব্যাখ্যা: Furniture uncountable noun এর plural form নেই। সুতরাং সঠিক বাক্য I sold all of my furniture । খ. furnitures-এর স্থলে furniture হবে। গ. vegetable-এর স্থলে vegetables হবে আর for walk-এর স্থলে for a walk হবে।

৪৩. What kind of noun is 'Discipline'? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ২০১৮/ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী ২০১৭ ]

উত্তর: (গ) abstract noun

৪৪. Find out the collective noun from the following. [ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা : ২০১৮ ]

উত্তর: (ঘ) Army

৪৫. Honesty is the best policy এখানে 'honesty' হচ্ছে? [ পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯/পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮ ]

উত্তর: (ঘ) Abstract Noun

৪৬. What kind of noun is committee? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ২০১১) ড্রাফটসম্যান/সিভিল :২০১৮ ]

উত্তর: (গ) collective

৪৭. What part of speech is 'Beauty'? [ সমাজসেবা অধিদফতরের সহকারী শিক্ষক : ২০১৭ ]

উত্তর: (খ) Noun

ব্যাখ্যা: Beauty (সৌন্দর্য) হচ্ছে noun । Beauty এর verb হচ্ছে beautify, adjective হচ্ছে beautiful, adverb হচ্ছে beautifully তাই Correct answer খ. ।

৪৮. ‘Adversity' is [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা : ২০১৭ ]

উত্তর: (গ) a noun

ব্যাখ্যা: Adversity (noun) =দুর্ভাগ্য বা নিদারুণ দুর্দশা এর adjective form হলো adverse (প্রতিকূল) ।

৪৯. Choose the countable noun form below: [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017 ]

উত্তর: (ঘ) Massage

৫০. What is the noun form of the word “accept”? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-এর গণপূর্ত অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল ২০১৮/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী :১৬ ]

উত্তর: (গ) acceptance

৫১. Choose the countable noun from below: [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017 ]

উত্তর: (ঘ) Table

৫২. Which one is a compound noun? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী : ২০১৭ ]

উত্তর: (ক) Headmaster

ব্যাখ্যা: headmaster একটি compound noun যা head (মাথা) এবং master (শিক্ষক) এ দুটি noun নিয়ে গঠিত। একাধিক noun নিয়ে গঠিত noun-কে compound noun বলে।

৫৩. Find out the noun from the following: [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭ ]

উত্তর: (ঘ) Wonder

ব্যাখ্যা: Wonderful =(adj) বিস্ময়কর,Wonderfully (adv) =বিস্ময়করভাবে, Wondering (gerund). Wonder (noun) = বিস্ময় ।

৫৪. They praised the honesty of the girl. Here the underlined word is a/an-. [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক : ২০১৭ ]

উত্তর: -

ব্যাখ্যা: বাক্যে কোনো word underline করা নেই। বাক্যে noun আছে দুটি। Honesty শব্দটি underline করা থাকলে উত্তর হতো abstract noun আর girl কে underline করা থাকলে উত্তর হতো common noun

৫৫. What kind of noun is ‘man'? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭ ]

উত্তর: (খ) Common

ব্যাখ্যা: যে Noun দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্ত বা প্রাণী সাধারণ নাম বুঝায়, তাকে Common Noun বলে। Common Noun দ্বারা সাধারণ নাম বুঝানো সত্ত্বেও এটি স্বাভাবিকভাবে Singular noun হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে Singular verb হয়।

৫৬. The word “Gold' is a ---- noun. [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক -২০১৭ ]

উত্তর: (খ) material

৫৭. Come on, it's time to go home. Here ‘home' is a/an —— [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২০১৬ ]

উত্তর: (ক) noun

৫৮. কোনটি Abstract noun? [ সমাজসেবা অধিদপ্তর লিখিত পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) humility

ব্যাখ্যা: Humility বিনয়, বিনম্রতা। এটি গুণবাচক শব্দ তাই এটি Abstract Noun.

৫৯. Choose the noun of 'repeat'? [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭/ নন-ক্যাডার বাছাই পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) repetition

ব্যাখ্যা: Repeat অর্থ পুনরায় বলা। Repeat এর noun হলো repetition. আর repetition অর্থ হলো পুনরাবৃত্তি।

৬০. Remove শব্দটির Noun- [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭ ]

উত্তর: (গ) Removal

ব্যাখ্যা: Remove verb এর Noun form Removal.

৬১. কোন শব্দটি Noun? [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (খ) Song

৬২. Choose the countable noun [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

উত্তর: (ক) newspaper

৬৩. The noun of 'able' is – [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭ ]

উত্তর: (ঘ) ability

৬৪. 'Poor' শব্দটির Noun? [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা ২০১৭ ]

উত্তর: (গ) Poverty

ব্যাখ্যা: Poor শব্দটির Noun-Poverty.

৬৫. I had a talk with him. Here "talk" is a — [ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯/ডাক অধিদপ্তরের উপজেলা পোষ্টমাস্টার ২০১৬ ]

উত্তর: (খ) noun

৬৬. What kind of noun is the word 'Girl'? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯/মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬ ]

উত্তর: (খ) common

৬৭. The central part of a noun phrase is mainly a— [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক : ২০১৬ ]

উত্তর: (গ) Noun

৬৮. Select correct noun of the verb 'believe' [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক ২০১৬ ]

উত্তর: (গ) Belief

৬৯. This is the go of the world. Here 'go' is a/an [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১৬ ]

উত্তর: (খ) noun

৭০. কোনটি Material Noun ? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ : ২০১৬ ]

উত্তর: (ঘ) Paper

৭১. 'Deny' শব্দটির Noun হবে? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬/ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬ ]

উত্তর: (খ) denial

৭২. Which of the following is not a collective noun? [ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) : ২০১৫ ]

উত্তর: (গ) Love

৭৩. In the sentence 'A barking dog seldom bites' the word 'barking' does the function of [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) : ২০১৫ ]

উত্তর: (গ) Verb and adjective

৭৪. The word 'reproduction' is— [ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ]

উত্তর: (ঘ) a noun

৭৫. Which word is not a noun? [ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ]

উত্তর: (ক) Defame

৭৬. She was a beauty in her youth. Here the underlined word is a/an. [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ২০১৫ ]

উত্তর: (খ) noun

৭৭. Which one is noun? [ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ২০১৫ ]

উত্তর: (খ) song

৭৮. কোনটি Abstract noun? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫ ]

উত্তর: (ঘ)

৭৯. Which one of the following is not a collective noun? [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ২০১৫ ]

উত্তর: (গ) peer

৮০. Which one is a compound noun? [ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২০১৪ ]

উত্তর: (ঘ) Hair-brush

৮১. The jury found the prisoner guilty-এখানে Jury কোন প্রকারের Noun? [ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪/১১ ]

উত্তর: (খ) Collective Noun

৮২. কোনটি Collective Noun নয়- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ২০১৩ ]

উত্তর: (ঘ)

৮৩. নিম্নের কোনটি Abstract noun নয়? [ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]

উত্তর: (ঘ)

৮৪. Which of the following is not a collective noun? [ নৌপরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী -২০১৩ ]

উত্তর: (ক) Basis

৮৫. Which of the follwing is an uncountable noun? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩ ]

উত্তর: (গ) Food

৮৬. কোন শব্দটি Noun? [ পরিবার পরিকল্পনা সহকারী/ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী : ২০১১ ]

উত্তর: (খ) City

৮৭. Which word is a ‘noun’- [ তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩ ]

উত্তর: (খ) Assurance

৮৮. Which one is Common Noun? [ অর্থ মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর ক্লাস্টার আইটি অ্যাসিসটেন্ট/ডাটা এন্ট্রি অপারেটর-২০১২ ]

উত্তর: (খ) Bank

৮৯. কোনটি Collective Noun? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: সুরমা)-২০১২, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান) - ২০১০ ]

উত্তর: (খ) Team

৯০. কোনটি Material noun ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: সুরমা)-২০১২ ]

উত্তর: (ক) Wood

৯১. কোনটি Common Noun? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: করতোয়া)-২০১২ ]

উত্তর: (ক) Pupils

৯২. কোনটি Collective Noun ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: করতোয়া)-২০১২ ]

উত্তর: (ঘ) Committee

৯৩. What kind of noun is honesty'? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) : ২০১১ ]

উত্তর: (গ) Abstract

৯৪. Which word is not a noun? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ২০১১ ]

উত্তর: (গ) Defame

৯৫. What kind of noun is "fun”? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ২০১১ ]

উত্তর: (খ) Uncountable

৯৬. Which one is a noun? [ সড়ক ও জনপথ গণপূর্ত অধিদপ্তর উপ সহ-প্রকৌঃ (সিভিল)নিয়োগ পরিক্ষা-২০১০ ]

উত্তর: (গ) Flute

৯৭. Without health there is no happiness এখানে happiness শব্দটি কোন প্রকারের Noun? [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (ঘ) Abstract

৯৮. Which one is a common noun? [ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা – ২০১০ ]

উত্তর: (ঘ) Infant

৯৯. Beggar শব্দটির Abstract form হবে- [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (খ) Beggary

১০০. The Jufy found the prisoner guilty 'jury' কোন প্রকারের? [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (গ) Collective

১০১. Broad শব্দটির Abstract form হবে- [ প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (খ) Broadness

১০২. Dhaka is a big city এখানে City শব্দটি কোন প্রকারের Noun ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১০ ]

উত্তর: (খ) Common

    নবীনতর পূর্বতন