The Number Change singular to plural | Definition, Types , & Rules

Number এর অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা। BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular ও Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে ।

What is Number ?

সংজ্ঞা : যা দ্বারা কোন বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায় তাকে Number বলে।

Number দুই প্রকার যথা :
Singular Number: যে Noun দ্বারা কেবল একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular Number বলে। যেমন- Man, Book, Table ইত্যাদি ।
Plural Number : যে Noun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তকে Plural Number বলে । যেমন- Girls, Books, Tables, Men ইত্যাদি।

Number এর সঠিক ব্যবহার

Rule-1: এমন কতগুলো Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয়। এগুলো হলো-

Singular Plural
Foot (পায়ের পাতা) Feet
Goose (রাজহংসী) Geese
Louse (উকুন) Lice
Man (মানুষ) Men
Mouse (ইঁদুর) Mice
Tooth (দাঁত) Teeth
Woman (মহিলা) Women

Rule-2 : কোন Noun এর শেষে যদি f বা fe থাকে তাহলে Plural করার সময় f/fe এর স্থলে ves হয়। এগুলো হলো-

Singular Plural
Half (অর্ধেক) Halves
Knife (ছুরি) Knives
Leaf (পাতা) Leaves
Loaf (খণ্ডরুটি) Loves
Self (নিজ) Selves
Thief (চোর) Thieves
Wife (স্ত্রী) Wives

Rule 3 : কিন্তু Noun এর শেষে ief, off, oof, erf, rife, iff, arf, urf, ulf, afe ইত্যাদি থাকে এদের পরে শুধু 's' যুক্ত হয়। এগুলো হলো-

Singular Plural
Cliff (পর্বত চূড়া) Cliffs
Dwarf (বেটে) Dwarfs
Gulf (উপসাগর) Gulfs
Hoof (প্রাণীর খুর) Hoofs
Roof (ছাদ) Roofs
Safe (সিন্ধুক) Safes
Scarf (ওড়না) Scarfs
Scoff (উপহাস) Scoffs
Reef (পর্বত শ্রেণি) Reefs
Chief (প্রধান) Chiefs

Rule - 4 : কতগুলো Noun দেখতে Singular মনে হলেও এরা মূলত Plural এবং যদি Sentence এর Subject হিসেবে বসে তাহলে Verb plural হয়। এগুলে হলো people, mankind, aristocracy, gentry (ভদ্রসম্প্রদায়), nobility, peasantry (কৃষক সম্প্রদায়), kattle, poultry, majority, tenantry (প্রজাকুল), public, clerge (যাজক সম্প্রদায়), vermin (ইদুর সম্প্রদায়), Government, police ইত্যাদি।

মনে রাখার কৌশল : সাইফুল ময়ুরীকে নিয়ে পালিয়ে Peasantry এর Cattle এর ঘরে প্রবেশ করল। সেখানে Vermin এর যন্ত্রণায় ময়ূরী চিৎকার করতে শুরু করল। তখন আশে পাশ থেকে Children রা চলে আসল। Children দের দেখে সেখানে People, Aristocracy, Nobility, Folk সবাই জমায়েত হল। তারপর সাইফুল ও ময়ূরী হাতে নাতে ধরা পড়ল। তারপর তাদের বিয়ের জন্যে Clergy কে নিয়ে আসা হল কিন্তু সাইফুল এর পকেটের Circumstances ভাল নয় শুধু Poultry ও Vegetables বিক্রির কিছু টাকা ছিল। অবশেষে তাই দিয়ে বিয়ে হলো দুইজনের ।

Rule - 5 : কতগুলো Noun দেখতে Plural মনে হলেও এরা মূলত Singular এবং Singular অর্থে ব্যবহৃত হয় । এদের পর Verb singular হয় । এগুলো হলো - Economics, physics, mathematics, politics, news, innings (feft), optics, ethics, wages, athletics, electronics, statistics, gallows ইত্যাদি।

1. Which of the following words is singular?

উত্তরঃ (ঘ) Physics

2. Economics----my favourite subject.

উত্তরঃ (ক) is

Rule - 6 : কতগুলো Noun এর Singular এবং Plural একই হয়। এগুলো হলো- Deer, sheep, canon (কামান), pair (জোড়া), gross (বারো ডজন), pice (পাইস), apparatus (যন্ত্রপাতি), species (জাতি), swine (শুকুরানী), salmon (এক প্রকার মাছ), stone (পাথর), troop (সৈন্যদল) ইত্যাদি ।

1. 'Canon' শব্দটির বহুবচন----

উত্তরঃ (গ) canon

2. 'Deer' এর plural form-

উত্তরঃ (ক) Deer

Rule—7 : কতগুলো Noun আছে যাদের Singular এ একটি অর্থ এবং Plural এর দুটি অর্থ হয় । এগুলো হলো-

Singular Plural
Arm (বাহু) Arms- (বাহুসমূহ)
Arms- (অস্ত্রশস্ত্র)
Colour (রঙ) Colours- (রঙসমূহ)
Colours- (পতাকাসমূহ)
Circumstance (ঘটনা) Circumstances – (ঘটনাসমূহ)
Circumstances- (অবস্থানসমূহ)
Manner (প্রক্রিয়া) Manners – (প্রক্রিয়াসমূহ)
Manners- (আচরণ)
Custom (রীতিনীতি) Customs- (রীতিনীতিসমূহ)
Customs-( শুল্ক )
Effect (ফলাফল) Effects- (ফলাফলসমূহ)
Effects- (অস্থাবর সম্পত্তি)
Pain (ব্যাথা) Pains- (ব্যাথাসমূহ)
Pains- (ক্লেশ)
Letter (চিঠি) Letters- (চিঠিসমূহ)
Letters- (বিদ্বান)
Part (অংশ ) Parts- (অংশ সমূহ)
Parts- ( গুণ )
Premise (প্রস্তাব) Premises-(প্রস্তাবগুলো)
Premises- (প্রাঙ্গণ/বাসস্থান)
Quarter (এক চতুর্থাংশ) Quarters- (এক চতুর্থাংশগুলো)
Quarters- (বাসা)
Number (সংখ্যা) Numbers-( সংখ্যাগুলো)
Numbers- (কবিতা)
Spectacle (দৃশ্য ) Spectacles- (দৃশ্যাবলি)
Spectacles- (চশমা)

Rule-8 : কতগুলো Noun আছে যাদের Singular এ এক রকম অর্থ এবং Plural অন্যরকম অর্থ হয়। এগুলো হলো-

Singular Plural
Advice- (উপদেশ) Advices- (সংবাদ বা তথ্য)
Air- (বাতাস, আকাশ) Airs- (গর্বিতভাব)
Corn- (শস্য) Corns- (পায়ের কড়া)
Good- (ভালো) Goods- (মালপত্র)
Iron- (লোহা) Irons- (লোহার শিকল)
Machinery - (যন্ত্রপাতি) Machineries - (যন্ত্রাংশ)
Respect - (শ্রদ্ধা) Respects - (অত্যাধিক শ্রদ্ধার প্রকাশ)
Return - (প্রত্যাবর্তন) Returns - (বিবরণী)
Sand - (বালি) Sands - (বালিময় স্থান)

Rule-9: কতগুলো Noun আছে যাদের Singular এ দুটি অর্থ এবং Plural এ একটি অর্থ হয়। এগুলো হলো-

Singular Plural
Abuse (অপব্যবহার) Abuses
Abuse (তিরস্কার)
Force - (সৈন্য) Forces
Force - (শক্তি)
Gain - (লাভ) Gains
Gain (অর্জন
Horse - ( ঘোড়া) Horses
Horse - (অশ্বারোহী সৈন্যদল)
Issue - (ফল) Issues
Issue - (সন্তানসন্তুতি)
People - (জাতি) Peoples
People - (লোকজন)
Practice - (অভ্যাস) Practices
Practice - (ব্যবসা)
Wood (বন) woods
Wood (কাঠ)

Rule-10 : Compound Noun গুলোকে শুধু মূল শব্দটিকে Plural করতে হবে ।

Singular Plural
Father-in-law Fathers-in-law
Commander-in-chief Commanders-in-chief
Son-in-law Sons-in-law

Rule- 11 : যে সব Noun এর শেষে um আছে তদস্থলে সাধারণত a বসালে plural হয় ।

Singular Plural
Datum (তথ্য, উপাত্ত ) Data
Medium (মাধ্যম) Media
Agendum ( আলোচ্য বিষয় ) Agenda
Memorandum (স্মারকলিপি) Memoranda
Referendum (গণভোট) Referenda
Erratum (শুদ্ধিপত্র) Errata
Bacterium (জীবাণু) Bacteria
Ultimatum (চরমপত্র/ শেষ শর্ত) Ultimata/ Ultimatum
Aquarium ( কাঁচের মৎস্যাধার) Aquaria/ Aquariums
Corrigendum ( শুদ্ধিপত্র ) Corrigenda
Cranium (মাথার খুলি) Crania/ Craniums
Curriculum (পাঠ্যক্রম) Curricula
Addendum (পরিশিষ্ট, সংযোজন) Addenda
Dictum (সত্য বাণী, নীতিবাক্য) Dicta
Encomium (উচ্চ প্রশংসা) Encomia/ Encomiums
Epithalamium ( বিবাহের গান ) Epithalamia, Epithalamiums
Excemplum (দৃষ্টান্ত, উদাহরণ) Excempla
Exordium (ভূমিকা ) Exordia/ Exordiums
Flagellum ( অবলম্বন) Flagella/ Flagellums
Gymnasium (ব্যায়ামগার ) Gymnasia/ Gymnnasiums
Hilum (ডিম্বনাভি) Hila
Hypogastrium ( উদরের মধ্যস্থলের নিম্নাংশ) Hypogastria
Idolum (ভাবমূর্তি) Idola
Optimum ( সর্বানুকূল অবস্থা) Optima
Ovum (ডিম্বাণু) Ova
Radium ( তেজস্ক্রিয় ধাতু বিশেষ ) Radia
Symposium (আলোচনা সভা) Symposia
Fulcrum (অবলম্বন) Fulcra/fulcrums

Note : নিয়ম বহির্ভূত গুরুত্বপূর্ণ Plural form হলো।
Formula(singular) = formulae/ formulas (Plural)

Rule-12 : যে সব Noun এর শেষে us আছে তদস্থলে সাধারণত i বসালে plural হয়। অথবা us এর সাথে es যোগ করতে হবে।

Singular Plural
Focus ( কেন্দ্র ) Foci/Focuses
Alumnus ( প্রাক্তন ছাত্র ) Alumni
Genius ( প্রতিভা ) Genii/Geniuses
Radius ( ব্যাসার্ধ) Radii/Radiuses
Locus (সঞ্চারপথ) Loci
Syllabus (পাঠ্যসূচি) Syllabi/Syllabuses
Terminus (শেষপ্রান্ত) Termini/Terminuses
Stimulus ( উদ্দীপক) Stimuli
Exceptions:
Genus ( গণ ) Genera
Corpus (লেখা সঙ্কলন) Corporal/Corpuses

Rule-13: Singular number এর শেষে is থাকলে plural করার ক্ষেত্রে is এর পরিবর্তে es বসে ।

Singular Plural
Analysis-বিশ্লেষণ Analyses
Axis-অক্ষ Axes
Basis-ভিত্তি Bases
Crisis-সংকট Crises
Diagnosis-রোগ নির্ণয় Diagnoses
Hypothesis - অনুমান Hypotheses
Oasis - মরূদ্যান Oases
Thesis - প্রবন্ধ Theses
Parenthesis- বন্ধনী Parentheses
Synopsis - সংক্ষিপ্তসার Synopses

Rule-14 : Singular number এর শেষে u থাকলে plural করার সময় এর সাথে x অথবা s যোগ করতে হবে।

Singular Plural
Adieu (বিদায়) Adieux/ Adieus
Bandeau (চুলের ফিতা) Bandeaux
Bureau ( দপ্তর ) Bureaux/ Bureaus
Flambeau (মশাল) Flambeaux/Flambeaus
Milieu (পারিপার্শ্বিকতা) Millieux
Plateau ( মালভূমি) Plateaux/ Plateaus

Rule-15 : যে সব Noun এর শেষে ex/ix থাকে এর স্থলে সাধারণত ices বসালে Plural হয় ।

Singular Plural
Appendix (পরিশিষ্ট) Appendices/ Appendixes (in books)
Index (সূচক, নির্ঘণ্ট) Indices
Radix (উৎস) Radices
Vertex (শীর্ষ) Vertices/ Vertexes

Rule 16 : যে সব Noun এর শেষে on থাকে এর স্থলে সাধারণত a বসালে plural হয় ।

Singular Plural
Criterion Criteria
Phenomenon Phenomena

Rule- 17 : অন্যভাবেও Singular number থেকে Plural number হতে পারে।

Singular Plural
Bandit (দস্যু) Banditti/ Bandits
Cherub (স্বর্গীয় দূত) Cherubim/ Cherubs
Madame (ভদ্র মহিলা) Mesdames
Seraph (দেবদূত) Seraphim/ Seraphs

Rule- 18 : কতকগুলো Noun সবসময় Plural রূপে ব্যবহার হয় এবং এসকল Noun এর কোন Singular হয় না। Noun গুলো নিম্নরূপ:

Noun বাংলা অর্থ
Aborigines আদিবাসী
Entrails নাড়ীভূড়ি
Alms ভিক্ষা
Amends ক্ষতিপূরণ
Measles হাম
Annals ইতিবৃত্ত/বর্ষপঞ্জি
Ashes ছাই
Mumps গালফোলা রোগ
Nuptials বিবাহ
Assets সম্পত্তি
Obsequies শেষ কৃত্য
Auspices পৃষ্ঠপোষকতা
Odds শত্রু সকল
Bellows হাপর
Proceeds আয়
Scissors কাঁচি
Billiards এক প্রকার খেলা
Bowels অস্ত্র
Dregs তলানি
Shears কাস্তে
Spectacles চশমা
Eaves ঘরের ছাঁইচ
Thanks ধন্যবাদ
Funds টাকা
Vitals জীবনীশক্তি
Goods মালপত্র
Wages বেতন
Oats যব
Barracks ব্যারাক
Outskirts প্রান্তদেশ
Crossroads রাস্তার সংযোগস্থল
Regards শুভেচ্ছা
Remains অবশিষ্টাংশ
Savings সঞ্চয়
Headquarters সদর দফতর
Means আয়
Surroundings পরিবেষ্টন

Picture মানে অংকন করা ফটো আর ছবি। আবার Picture মানে film/movie ও হতে পারে। The pictures অর্থ the cinema/ the movies.
যেমন: I can't see you in the picture. ( ফটো )
Inc : He will go to the picture to see Hamlet.
Cor : He will go to the pictures to see Hamlet.

Out of spirits (not 'out of spirit) এর অর্থ 'in bad mood/temper'.
Inc : John is out of spirit.
Cor : John is out of spirits.

Note: Out of doors (not 'out of door') একটি idiom যার অর্থ ঘরের বাইরে বা খোলা জায়গায় ।
Inc : Mary has gone out of door.
Cor : Mary has gone out of doors.

Mark অর্থ sign চিহ্ন; spot বা দাগ, Marks অর্থ পরীক্ষার প্রাপ্ত নম্বর ও হতে পারে; আবার চিহ্নসমূহ বা দাগসমূহ হতে পারে।
যেমন -: How did you get that mark on your shirt?
Inc : He has obtained full mark.
Cor : He has obtained full marks.

আদেশ বুঝাতে Orders আর বিন্যাস বা ক্রম বুঝাতে Order বসে । যেমন :
My notes are in order.
Inc : The Judge gave order to release the prisoner.
Cor : The Judge gave orders to release the prisoner.

আমরা যদি বলি He is thirteen years old. তাহলে এখানে years হবে। কিন্তু যদি old এরপর noun থাকে তাহলে শুধু year হবে। এক্ষেত্রে 'thirteen-year-old' একটি compound adjective.
Inc : I saw a thirteen-years old boy swimming in the river.
Cor : I saw a thirteen-year-old boy swimming in the river.

কাজ বুঝালে Work সব সময়ই Singular হবে। কিন্তু যদি সাহিত্যকর্ম বা কারখানা বুঝায় তাহলে Works হবে।
Inc : He has a lot of works to do today.
Cor : He has a lot of work & to do today.
Inc : The work of Shakespeare is read all over the world.
Cor : The works of Shakespeare are read all over the world.

নবীনতর পূর্বতন