Classification of Adjective in Bangla

Classification of Adjective in Bangla

গত Parts of Speech টিউটরিয়ালে আমরা Adjective সম্পর্কে জেনেছি । এই টিউটরিয়ালে আমরা Classification of Adjective এর ইন ডিটেইলস জানার চেষ্টা করব। সেই সাথে আমরা Adjective এর ব্যবহার সম্পর্কে ও জানবো । তবে আমাদের রিকমেন্ড থাকবে Classification of Adjective জানার আগে Adjective কে আরেকবার একটু চোখ বুলিয়ে নিতে । তাহলে এই টিউটরিয়ালের আদ্যোপান্ত বুঝতে সহজ হবে এবং সহজে এই অধ্যায়টিকে হৃদয়ঙ্গম করতে পারবেন। আর সেজন্যই Adjective কাকে বলে তা আরেকবার চোখ বুলিয়ে নেয়ার জন্য উদাহরণের সাহায্যে আবার ও এখানে যৎসামান্য তুলে ধরলাম । চলুন তাহলে শুরু করি ।

What is Adjective?

আমরা Parts of Speech শেখার সময় adjective কাকে বলে তা জেনেছি। এখানে তবুও adjective-এর কিছু পরিচয় জেনে নেওয়া যাক। নিচের বাক্য গুলো পড়;
He is a good boy.
He gave me five taka.
His conduct (আচরণ) is not bad.
Go to the next door.
He is the first boy in the class.
She gave me much money.
উপরের বাক্যগুলোতে মোটা অক্ষরের (bold) wordগুলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ক্রম ইত্যাদি বুঝিয়ে বিভিন্ন noun ও pronounকে বিশেষায়িত করছে। এ গুলোকে adjective বলে। তাহলে
Definition: The parts of speech that modifies a noun or a pronoun in a sentence is called the adjective.
(Noun বা pronoun-কে বাক্যের মধ্যে যে word বিশেষায়িত করে তাকে adjective বলে।)

Two Uses Of Adjective

Adiective-এর দুই প্রকার ব্যবহার যথা:
(a) Attributive use
(b) Predicative use
(a) Attributive use : Adj. + Noun -এভাবে adjective-এর ব্যবহার হলে, অর্থাৎ, adjective কোন noun-এর আগে ব'সে তাকে qualify (বিশেষায়িত) করলে তখন তার attributive use হয়।
যেমন : He is a good ( Adj. ) boy. ( Noun )
এখানে good এর উদ্দেশ্য হল boy এর একটি গুণ প্রকাশ করা। good এখানে boy-এর ঠিক আগে বসে সে কাজ সমাধা করেছে। সুতরাং এখানে good adjective-টি attributively used হয়েছে।
মনে রেখ, attribute মানে “আরোপ করা,” বা কোন কিছু—যেমন বোঝা, বৈশিষ্ট্য, দোষ—অন্য কোনকিছুর উপর চাপানো ।
(b) Predicative use: Noun/pronoun+...+Adj. এভাবে ব্যবহৃত হলে, অর্থাৎ noun-এর পরে ব'সে যদি adjective — তাকে qualify করে তাহলে adjective-এর predicative use হয়। অন্যভাবে বলতে গেলে, adjective যখন subject-এর predicate রূপে কাজ করে ঐ subject কে qualify করে তখন তার predicative use হয়। যেমন :
She (Pron.) is beautiful ( Adj.)
Shila ( Noun ) is intelligent.( Adj.)
উভয় বাক্যেই adjective নিজ নিজ subject কে (She, Shila) qualify করেছে এবং এ কাজ করেছে predicate-এর অবস্থানে থেকে। বুঝতে পারছ নিশ্চয়ই? beautiful she বা intelligent Shila-তো লেখা হয়নি। সুতরাং বুঝতেই পারছ adjective-এর এই দুই use এর মধ্যে পার্থক্য কি ।
Adjective-এর যখন predicative use হয় তখন সাধারণত ঐ adjective কে বলে complement. শুধু adjective নয়, noun-ও যে complement হিসাবে ব্যবহৃত হয় একথা তোমরা আগে জেনেছ।

Classification of Adjective

Adjective প্রধানত : চার প্রকার । যথা :
Name of Adjective Meaning in Bengali
1. Adjective of quality or Descriptive adjective গুণবাচক বিশেষণ
2. Adjective of quantity or Quantitive Adjecive পরিমাণজ্ঞাপক বিশেষণ
3. Adjective of number or Numeral adjective. সংখ্যা বাচক বিশেষণ
4. Pronominal adjective সর্বনামোদ্ভূত বিশেষণ

Adjective of Quality

1. Adjective of Quality (গুণবাচক বিশেষণ) : এই প্রকার adjective কোন noun বা pronoun এর গুণ, দোষ, অবস্থা (যা পরিমাণ দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে। যেমন :
গুণ—
She is a good girl.
Biva is a beautiful girl.
The tiger is very strong.
দোষ—
I am weak today.
The crow looks ugly . (কুৎসিত).
You are a bad boy.
অবস্থা—
This is a horizontal (আনুভূমিক line (রেখা).
(রেখাটি কোন অবস্থায় আছে তা বুঝাচ্ছে।)
Bangladesh is a plain (সমতল) land.
(ভূমির অবস্থা বুঝাচ্ছে।)
Proper adjective: নিচের উদাহরণগুলো পড়
He married an American lady.
He is an Iranian boy.
বাক্যদু'টিতে American এবং Iranian শব্দ দু'টি হল adjective. কিন্তু এদের উদ্ভব ঘটেছে দুটি proper noun থেকে যারা হল যথাক্রমে America এবং Iran. এ রূপে proper noun থেকে যখন কোন adjective গঠিত হয় তখন তাকে বলে proper adjective.
Proper adjective-এর প্রথম অক্ষর সবসময় CAPITAL LETTER হয়।
উপরের উদাহরণে American এবং Iranian হল proper adjective. proper adjective-কেও এক প্রকার adjective of quality বলে ধরা হয় ।

Adjective of quantity

2. Adjective of quantity (পরিমাণ জ্ঞাপক বিশেষণ) : এই ধরনের adjective কোন (সাধারণত material ও abstract noun-এর ক্ষেত্রে) কিছুর পরিমাণ (Quantity) নির্দেশ করে। যেমন :

much— প্রচুর— I need much money.
a little — সামান্য — There is a little milk in the glass.
whole— সমূদয়— The whole (সমস্ত) class laughed out (হেসে উঠল।)
some- কিছু— Give me some salt.
no— কোন নয়— I have no pens. (আমার কোন কলম নেই।)
none— একটিও না- Do you have any books of poetry ( কবিতার বই)?
No, I have none (= no+one).
enough— পর্যাপ্ত, যথেষ্ট— There was not enough rain last year.
sufficient— যথেষ্ট, পর্যাপ্ত— Babies need sufficient milk.
all— সমস্ত— The cat drank off all the milk (সবটুকু দুধ).
half— অর্ধেক— Half a loaf (=half of a loaf) is better than no loaf. ইত্যাদি ।

NOTE. নিচের বাক্যটি পড়
There is no water in the mug.
এখানে no হল একটি descriptive adjective. No-এর পর একটি noun(water) ব্যবহৃত হয়েছে। কিন্তু noun টি যদি অনুক্ত থাকে তাহলে no এর স্থলে none বসে। যেমন : Do you have any such (এরকম কোন) dress? No, I have none (=no such dress).

Numeral adjective

নিচের বাক্যগুলো পড়
They have three goats.
She lives in the second room.
Many men came to the meeting.
উপরের বাক্যগুলোতে three (তিনটি), second (দ্বিতীয়), many (অনেক) – adjective গুলো যথাক্রমে goats, room, ও men—এই noun গুলোর সংখ্যা বুঝাচ্ছে (লক্ষ্য কর, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা – এসব নয়।)। এগুলোর সাথে কোন না কোন number (সংখ্যা) জড়িত, যেমন :
three → 3
second → 2
many → 100, বা 200 (অনির্দিষ্ট)
এজন্যে এদেরকে বলে numeral adjective. তাহলে বলা যায় : যে adjective কোন noun এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় ইত্যাদি বুঝায় তাকে numeral adjective বলে ।

Classification of numeral adjective

(Numeral adjective-এর প্রকারভেদ)
Numeral Adjective তিন প্রকার । যথা:
1. Cardinal numeral adjective
2. Ordinal numeral adjective
3. Multiplicative numeral adjective

1. Cardinal numeral adjective

One (1), two (2), three (3), eighty (৪০) ইত্যাদি সংখ্যা হল cardinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে cardinal numeral adjective. যেমন :
I have four geese (রাজহংসী).
You bought seven birds.

2. Ordinal numeral adjective

First (one—নয়), second (two—নয়), third (three—নয়), fourth (four—নয়) ইত্যাদি সংখ্যা গুলোকে বলে ordinal number. এরা কোন order বা ধারা বা ক্রম সূচিত করে। এই সব সংখ্যা যখন adjective হিসাবে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে ordinal numeral adjective. যেমন :
Keep it in the second (3) box.
She is my uncle'c tenth (দশম) child (সন্তান).
NOTE. নিচে cardinal ও ordinal number এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝার জন্য কয়েকটি cardinal number—থেকে ordinal number তৈরি ক'রে দেখান হল ।

Cardinal Ordinal
one (এক) first (প্রথম)
two (দুই) second (দ্বিতীয়)
three (তিন) third (তৃতীয়)
four (চার) fourth (চতুর্থ)
five (পাঁচ) fifth (পঞ্চম)

NOTE. ordinal numeral adjective-এর আগে the ব্যবহৃত হয়। অর্থাৎ
the + Ordinal Numeral Adj+ Noun
যেমন : He lives in the second room or compartment.

3. Multiplicative numeral adjective

নিচের উদাহরণগুলো পড় :

Cardinal Ordinal Multiplicative
one (এক) → first (প্রথম) → single (একক)
two (দুই) → second (দ্বিতীয়) → double (দ্বিগুণ)
three (তিন) → third (তৃতীয়) → threefold ro treble (তিনগুণ)

এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কত গুণ এরূপ বুঝায় তাহলে তাকে বলে multiplicative numeral adjective. নিচে cardinal number থেকে multiplicative number গঠন করে ছকে দেখান হল :

Cardinal Multiplicative
One (এক ) single (একক)
two (দুই) twofold, double (দ্বিগুণ, দ্বিবিধ)
three (তিন) threefold, treble, triple (ত্রিবিধ, তিনগুণ)
four (চার) fourfold,quadruple (চারগুণ, চতুর্বিধ)
five (পাঁচ) fivefold (পাঁচগুণ)

সাধারণভাবে :
Multiplicative → Cardinal +fold
NOTE : Definite numeral adjective (নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ) : উপরের cardinal, ordinal, ও multiplicative numeral adjective –গুলো কোন নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট ক্রম বা নির্দিষ্ট গুণ বুঝায় বলে এদেরকে definite numeral adjective বলে ।
Indefinite Numeral Adjective: (অনির্দিষ্টতা জ্ঞাপক সংখ্যা বাচক বিশেষণ)
All, some, many, enough, several (কয়েক), few (কয়েক), several-এর চেয়ে কম, sundry (বিবিধ), no- –ইত্যাদি numeral adjective গুলো যখন noun-এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে indefinite numeral adjective বলে।
লক্ষ্য কর, all, some, enough ইত্যাদিকে আমরা quantitative adjective রূপেও এর আগে জেনেছি । এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেমন; all যখন quantitative তখন এটি কি নির্দেশ করে এবং যখন numeral, তখন এটি কি নির্দেশ করে। এবার তাহলে পার্থক্যটি দেখ ।
All (বা অন্য Adj) + Uncountable Noun
এভাবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all হল quantitative (পরিমাণ জ্ঞাপক) adjective,
অপরপক্ষে
All (বা অন্য Adj) + Countable Noun
এরূপে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all (বা অন্য Adj) হল numeral adjective.
তোমাদের মনে করিয়ে দেয়ার জন্য এখানেও বলা হচ্ছে যে, যা গণনা করা যায় না শুধু অন্য কোন উপায়ে পরিমাণ নির্ণয় করা যেতে পারে তার নামকে বলে uncountable noun, এবং অপরপক্ষে যা গণনা করা যায় তার নামকে বলে countable noun. আর যা গণনা করা যায় না তার সংখ্যা বা number থাকা সম্ভব নয়। তাই all +uncountable —এভাবে ব্যবহৃত হলে all কে numeral adjective না ব'লে quantitative adjective বলতে হবে।

Pronominal adjective

নিচের বাক্যগুলো পড়
This is a book.
That is a dog.
বাক্য দু'টিতে this ও that হল pronoun, বলতো কোন্ pronoun? -demonstrative pronoun. কিন্তু নিচের বাক্য দুটো পড়ো।
This book ( Noun) is mine.
That dog ( Noun) is mad.
এখানে This/ that + Noun এরূপ ব্যবহৃত হয়েছে। আগের বাক্য দু'টিতে this/that এর পর কোন noun বসেনি। কিন্তু এই বাক্য দু'টোতে this / that কোন noun-কে বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে। এগুলো এখানে adjective.
অতএব, কোন pronoun যখন noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে pronominal adjective বলে। pronoun থেকে এসেছে বলে এসব adjective এর এরূপ নাম।
মনে রাখবে pronoun গুলো একাকী ব্যবহৃত হয়। কিন্তু এগুলো যখন adjective এর কাজ সম্পন্ন করে তখন এরা noun এর আগে বসে।

Classification Of Pronominal adjective

(Proniminal Adjcetive- এর শ্রেণীবিভাগ)
যেহেতু pronoun বিভিন্ন প্রকারের সেহেতু এদের নাম অনুসারে pronominal adjective-এর নামকরণ করা হয়। নিচে এদের সম্বন্ধে আলোচনা করা হল :

(a) Demonstrative Adjective:

Demonstrative Pronoun + Noun -এইভাবে ব্যবহৃত হলে ঐ pronoun গুলো তখন demonstrative adjective এর কাজ করে। নিচের ছক থেকে ব্যাপারটি স্পষ্ট হবে।

Demon. Pronoun Demon. Adjective Short Example Sentence
This This + Noun This man I know This man
That That + Noun That man I saw That man yesterday.
These These +Noun These things She bought These things
Those Those +Noun Those frogs Those frogs are croaking (ঘ্যাঙর ঘ্যাঙ করা).

লক্ষ্য কর, প্রথম কলামে কতকগুলো demonstrative pronoun-দেওয়া আছে। দ্বিতীয় কলামে দেখা যাচ্ছে যে ঐ গুলোই demonstrative adjective হিসেবে কাজ করে যদি তারা কোন noun এর আগে ব'সে ঐ সব noun কে qualify করে ।

(b) Distributive adjective:

Distributive pronoun যখন adjective হিসেবে কাজ করে তখন তাদেরকে distributive adjective বলে । নিচের মোটা অক্ষরের (bold) word distributive pronoun.
Each of them (তাদের প্রত্যেক) went there.
There are two pens here; You can take either ( যে কোনটি).
Either of the two brothers (দুই ভাইয়ের মাধ্যে যে কোন একজন) has told this.
Alam : These are a banana and a mango.
Kalim : Sorry, I like neither ( কোনটিই নয়).
Neither of the two trees bear fruit.
উপরের প্রতিটি বাক্যে each, either, neither —এগুলো হয় Each/Either/Neither + of+ Noun (Pl.) -এভাবে, না হয় একাকী ব্যবহৃত হয়েছে। কখনও noun এর আগে বা Each/Either/Neither + Noun এরূপে ব্যবহৃত হয়নি।
দ্বিতীয় কায়দায় ব্যবহৃত হলে তখন তাদেরকে বলা হত distributive adjective. নিচের ছক থেকে ব্যাপারটি আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

Distri. Pron. Distri. Adjec. Short Exam. Sentence
Each Each + Noun each boy Each boy was(were নয় ) present.
Every Every + Noun every mother Every mother loves her child.
Either Either + Noun either bank There are trees on either bank ( উভয় তীরে) (banks নয় ) of the river.
Neither Neither + Noun neither pen There are two pens but neither pen (pens নয় ) will do.

(c) Interrogative adjective:

Interrogative (প্রশ্নবোধক) pronoun যখন adjective রূপে কাজ করে তখন তাকে বলে interrogative adjective.
Pronoun শিখতে গিয়ে তোমরা এটি শিখেছ। তবুও তোমাদের সাহায্যার্থে এখানে কতকগুলো interrogative pronoun এর উদাহরণ দেয়া হল :
What do you want?
Which is better?
এখানে what, which একাকী verb এর আগে ব্যবহৃত হয়েছে বলে এরা pronoun.
কিন্তু What/which + Noun— এভাবে ব্যবহৃত হলে এদেরকে বলা হত adjective. নিচের ছকের মাধ্যমে ব্যাপারটি স্পস্টভাবে দেখান হল ।

Interr. Pronoun Interr. Adjective Short example Sentence
What what + noun what colour What colour do you like most?
Which which + noun which man which man is your uncle?

NOTE: অনেক গুলোর মধ্য থেকে একটিকে বেছে নিলে which ব্যবহৃত হয়। যেমন :
There are five pens here;
which do you want?
এখানে which কে pronoun হিসেবে দেখান হয়েছে ।

(d) Possessive adjective:

Possessive pronoun এর কথা মনে আছে? কয়েকটি উদাহরণ দেওয়া হল: my, our, his, her etc. এবার বাক্যের মাধ্যমে দেখ :
This is my pen.
We love our dog.
বাক্য দুটিতে my এবং our হল possessive pronoun.
কিন্তু pen ও dog এর আগে ব'সে এরা একটি সম্বন্ধ প্রকাশ করছে বলে এরা আবার adjective.

(e) Relative adjective:

Relative pronoun এর কথা মনে আছেত? নিচের বাক্য দু'টি পড়:
This is a book.
You gave me the book.
বাক্য দুটিকে relative pronoun "which" দ্বারা যুক্ত করে পাওয়া যায় :
This is the book which you gave me.
কিন্তু বাক্যটিকে যদি এমন ভাবে লিখি যে উপরের book which – পরিবর্তিত হয়ে which book –হয় তাহলে সেক্ষেত্রে which কে বলে relative adjective. কারণ, তখন তা book (noun) কে modify করে। যেমন :
This is which book you gave me.
এভাবে : He gave me what shoe I wanted.
এবং He gave me which pen I requested him for. (আমি যে কলমটির জন্য তাকে অনুরোধ করেছিলাম সে আমাকে সেইটি দিয়েছিল।)
বাক্যগুলোতে what ও which হল relative adjective.
আরও কয়েক প্রকার Adjective :

(a) Emphasizing adjective:

Pronoun পড়তে গিয়ে emphatic possessive নামে একটি pronoun শিখেছিলে, মনে আছে? সেটি হল own. (একবার দেখে নিতে পার)।
এটিকে আবার emphasizing (বা emphasising) adjective বলে ।
এভাবে, Is this your own cat? (এটা কি তোমার নিজের বিড়াল?)
He will come this very day (ঠিক আজই).
I want this very pen (এই কলমটিই).
বাক্যগুলোতে own ও very হল emphasizing adjective. এরা জোর আরোপ করার জন্য ব্যবহৃত হয়েছে।

(b) Compound adjective:

Compound মানে যৌগিক। অর্থাৎ একটি word + আরেকটি word—এভাবে কোন word গঠিত হলে তাকে বলে compound word. আর তা যদি হয় adjective তাহলে তাকে বলে compound adjective.
যেমন : out+of+date= out-of-date (সেকেলে ).
two+month+long = two-month-long (দুই মাস ব্যাপী)
five+year+old -five-year-old (পাঁচ বছর বয়স্ক)
This is an out-of-date house.
There will be a two-month-long meeting.
I want a five-year-old boy.

(c) Exclamatory adjective:

নিচের Exclamatory sentenceটি পড়
What a fool ( বোকা ) you are!
এখানে what হল pronoun.
কিন্তু What nonsense (বোকামি) is this!
বাক্যটিতে What + Noun এভাবে ব্যবহৃত হয়েছে বলে এখানে what হল exclamatory adjective.

uses of some Adjective

(কতকগুলো Adjective-এর ব্যবহার)
many a/an+singular noun + singular verb যেমন :
Inc. Many a men were listening to him (তার কথা অনেকেই শুনছিল।)
cor. Many a man was listening to him.
Inc.Many an ants were rushing (দ্রুত ছুটে যাচ্ছিল) to the nearby (নিকটস্থ) hole (গর্ত).
cor.Many an ant was rushing to the nearby hole.
কিন্তু many/a great many/a good many + plural noun + plural verb
Inc. We saw that a great many (অনেক অনেক) bird was bathing there.
cor. We saw that a great many birds were bathing there.

few, a few, the few, very few, not a few :
few—কিছু না এরকম, নেই বললেও চলে । এর অর্থ সব সময় negative হয় ।
I have few relatives here.
(এখানে আমার কোন আত্মীয় স্বজন নেই বললেই চলে।)
a few—অল্প কিছু সংখ্যক :
I have a few relatives here.
(আমার এখানে অল্প কয়েকজন আত্মীয় আছে।)
the few—নির্দিষ্ট অর্থে খুব অল্প সংখ্যক :
I have read the few books she has.
(তার যে কয়টিমাত্র বই আছে তা আমি পড়েছি।)
very few—অত্যন্ত কম, জোর দিয়ে বলতে গেলে :
Very few people here are competent (উপযুক্ত) for the post (চাকরির পদ).
not a few—অনেকগুলো :
She offered (উপহার দিয়েছিল) me not a few books.
little, a little, the little, very little, not a little : এখানে জেনে রাখ, few এর উপরোক্ত সবক'টি ব্যবহার— countable noun (যা গোণা যায়) এর ক্ষেত্রে এবং বর্তমানে আলোচ্য little এর সবক'টি ব্যবহার uncountable noun এর ক্ষেত্রে প্রযোজ্য।

little —নেই বা না বললেই চলে ; negative অর্থ দেয়।
I have little hope that he will pass.
(আমার বলতে গেলে কোন আশাই নেই যে সে পাশ করবে।)
a little -সামান্য পরিমাণ:
Give the cat a little milk.
the little - নির্দিষ্ট অর্থে খুব অল্প পরিমাণ:
The little milk (that) you gave him was bad.
(যে সামান্য দুধটুকু তুমি তাকে দিয়েছিলে তা ছিল খারাপ।)
very little -খুব কম, জোর প্রদানার্থে :
Many Bangalees have very little money to spend for recreational purposes (চিত্তবিনোদনের কাজে)
not a little-অনেক পরিমাণ:
She gave me not a little hope (=much hope).
NOTE. Few, a few, the few... ইত্যাদির পর plural noun এবং plural verb বসে। অপরপক্ষে, little, a little, the little ইত্যাদির পর singular noun ও singular verb বসে। যেমন :
Few people are known to me.
A little milk is enough.
Whole, the whole of, all:
Inc. Whole India realized the loss.
cor. The whole of India realized the loss.
or, All India realized the loss.
Singular common noun এর আগে the whole. (শুধু whole নয়) বসে। যেমন :
Inc. Eat whole banana.
cor. Eat the whole banana.
many, much :
many + countable noun (plural) যেমন :
Many men were present there.
much + uncountable noun (singular) যেমন :
She gave me much help.
Any, some:
Negative-এ some ব্যবহৃত হয় না । negative ও affirmative-এ any ব্যবহৃত হয় ।
Any book will do. (যেকোন বইতে চলবে।)
She did not give me any books.
She gave me some books.
Inc. She did not give me some books.
Cor. She did not give me any books.

নবীনতর পূর্বতন