প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(খুলনা বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(খুলনা বিভাগ)

পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ রচনামূলক প্রশ্ন

[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. কাজের চাপে তার স্বাস্থ্য ভেঙে পড়ল।
  • খ. তোমার কাজ করে যাও।
  • গ. তিনি পদত্যাগ করতে মনস্থ করেছেন।
  • ঘ. লোকটি ট্যাক্সি চাপা পড়েছিল।
  • ঙ. প্রচণ্ড ঠাণ্ডায় পানি বরফে পরিণত হয়।
  • চ. তার এত দেরি হল যে ট্রেন ধরতে পারল না।
  • ছ. সন্ধ্যার পর আমি কদা বাইরে যাই।
  • জ. লামিয়া এখনও বাড়ি ফেরেনি।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
  • a. Example is better than precept.
  • b. He entired the room laughing.
  • c. Most books keep me entertained and informed.
  • d. The load was too heavy for the porter to carry.
  • e. The population of the world is growing fast. isn't it?
  • f. We shall go out for a walk when the rain stops.
  • g. To speak the true is a noble virtue.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. আমার প্রিয় লেখক:
  • খ. বৈশাখী মেলা;
  • গ. মোবাইল ফোন।
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
  • ক. Winter-season in Bangladesh:
  • খ. My first day in college;
  • গ. Hunger.
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
  • ক. বিপজ্জনক। (সন্ধি বিচ্ছেদ)
  • খ. উপদ্বীপ। (ব্যাসবাকাসহ সমাস)
  • গ. আকুঞ্চন। (বিপরীতার্থক শব্দ)
  • ঘ. ঢাকের কাঠি। (বাক্য রচনা)
  • ঙ. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। (এক কথায় প্রকাশ)
৪১. Change the following words/sentences as per instruction.
  • a. Every now and then. (make sentence)
  • b. Pros and cons. (make sentence)
  • c. Aref alone can do it. (negative sentence)
  • d. Everybody loves his motherland. (interrogative sentence)
  • e. I said to him, "May God bless you." (indirect narration)
৪২. একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ৪৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয়মূল্যের উপর ৫% বাদ দিয়ে থাকেন। দোকানদার নগদ মূল্যে একটি জিনিস বিক্রি করে ৩৭.৭৫ টাকা লাভ করেন। দোকানদার কত টাকায় জিনিসটি ক্রয় করেন?
নবীনতর পূর্বতন