প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(ঢাকা বিভাগ)
পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭৫
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৮
- ক. পাস করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।
- খ. তিনি ঢাকার মিরপুরে থাকেন।
- গ. আজ খুব গরম, তাই নয় কি ?
- ঘ. সে দশ দিন যাবৎ অনুখুহিত আছে।
- ঙ. বুড়িগঙ্গা ঢাকার দক্ষিণে
- চ. আমরা মরব, কিন্তু আত্মসমর্পণ করব না।
- ছ. সে এত দুর্বল যে হাঁটতে পারে না।
- জ. ধূমপান স্বাস্থোর জন্য ক্ষতিকর
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৭
- a. The wall is about to collapse.
- b. By eating a balanced diet, you can live well.
- c. Today he is to go to Chittagong.
- d. Paddy has grown in plenty in our country this year.
- e. The leg of the baby was as narrow as a stick.
- f. He looks gentle and intelligent.
- g. We should make the proper use of time.
৩৮. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:
৫
- ক. নিষ্ফল (সন্ধি-বিচ্ছেদ)
- খ. ত্রিকাল (ব্যাসবাক্যসহ মাস)
- গ. নাস্তিক (বিপরীতার্থক শব্দ)
- ঘ. আকাশ কুসুম (অর্থসহ বাক্য রচনা)
- ঙ. চিরদিন মনে রাখার যোগ্য (এক কথায় প্রকাশ)
৩৯. Change the following words/sentences as per instruction.
৫
- a. All along (make sentence)
- b. At a glance (make sentence)
- c. Man must submit to destiny (make it negative)
- d. We can do it (make it interrogative).
- e. He said to me. "will you go home?" (indirect narration)
৪০. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. মাদকমুক্ত সমাজ
- খ. আমার প্রিয় নাট্যকার
- গ. কর্মমুখী শিক্ষা
৪১. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. A birthday party
- খ. One Chilly morning
- গ. Necessity of learning English
৪২. ৫ বছরের সুদসহ মোট মূলধন ৫৫০ টাকা এবং সুদ মূলধনের অংশ । মূলধন এবং শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করুন।
৫