প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬-(রাজশাহী বিভাগ)
 পরীক্ষার তারিখ : ০১ ডিসেম্বর, ২০০৬   
             মোট  সময়: ২ ঘন্টা  
         		            			
         পূর্ণমান: ৭৫ 
           ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫  
        বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
 সঠিক উত্তর: 0
         ভুল উত্তর:  0
    খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৪০ ]
     ৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :  
    ৮
- ক. যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন তুমি শিশু ছিলে।
- খ. ফল আমাদের আশানুরূপ হয়নি।
- গ. তিনি দেশের জন্য জীবন বিসর্জন দিলেন।
- ঘ. অসম্ভব জিনিসের পিছনে ছোটা মুর্খতা
- ঙ. তিনি ব্যবস্থাপকের পদ গ্রহণ করেছেন।
- চ. তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করনি।
- ছ. তুমি আগে কখনও লন্ডন গিয়েছ কি ?
- জ. আমি এইমাত্র তোমার বাবাকে যেতে দেখলাম।
     ৩৭. বাংলায়  অনুবাদ করুন :  
    ৭
- a. Work hard or you will not prosper.
- b. The Kamalapur station is as big as it is beautiful.
- c. I made my way to the door.
- d. Don't wait any anger, rather you go.
- e. We cannot do without English, can we ?
- f. Air is an important element in our environment.
- g. He came here painting.
     ৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে)  :  
    ৫
- ক. আমার প্রিয় গায়ক;
- খ. একটি চমৎকার স্বপ্ন;
- গ. লোডশেডিং
     ৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে  একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে)  :  
    ৫
 
 
 - ক. Your favourite season.
- খ. Future of Bangladesh Cricket.
- গ. Truthfulness.
     ৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন:  
    ৫
  
 
 
- ক. প্রাণান্ত। (সন্ধি-বিচ্ছেদ)
- খ. সর্বশ্রেষ্ঠ। (ব্যাসবাক্যসহ সমাস)
- গ. ঐচ্ছিক। (বিপরীতার্থক শব্দ)
- ঘ. ঢাকের বায়া। (বাক্য রচনা)
- ঙ. অন্যদিকে মন দেয় না যে। (এক কথায় প্রকাশ)
     ৪১. Change the following words/sentences as per instruction.  
    ৫
   
  
  
- a. In a fix (make sentence)
- b. Hard and fast (make sentence)
- c. Every men wishes to be happy (make it negative)
- d. I was sincere to me duties. (make it interrogative).
- e. He said, "God is merciful." (indirect nariton)
     ৪২.  একজন দোকানদার ক্রয়মূল্যের উপর ৩৫% লাভ রেখে বাকিতে জিনিস বিক্রি করেন। কিন্তু নগদ মূল্য পেলে ক্রেতাকে উক্ত বিক্রয়মূল্যের উপর ১০% বাদ দিয়ে থাকেন। নগদ মূল্যে বিক্রি করলে তাঁর কত লাভ হয় ? 
    ৫