বাক্য শুদ্ধিকরণ

বাংলা ব্যাকরণের বিভিন্ন তত্ত্ব এবং বাংলা বানানের বিভিন্ন নিয়ম জানা থাকলেই বাক্য শুদ্ধিকরণ সম্পর্কিত প্রশ্নের উত্তর করা সম্ভব। ব্যাকরণগত নানা ত্রুটি-বিচ্যুতির জন্য বাক্য অশুদ্ধ হতে পারে ।তবে আশার কথা এই যে, এই টপিক থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমুহ বুঝে আত্নস্থ করতে পারলেই নির্দ্বিধায় আপনি এগুলোর উত্তর করতে পারবেন। তাছাড়া বিগত সালের প্রশ্ন থেকে কমন পাওয়ার সম্ভাবনা ও অনেক বেশি থাকে। তাই আমরা এই অধ্যায়ে বিগত সালের প্রশ্নসমূহ ব্যাখ্যাসহ বুঝে পড়ার চেষ্টা করব।এ অধ্যায়ে বাক্য কী কী কারণে এবং কীভাবে অশুদ্ধ হয়, তা আলোচনা করার চেষ্টা করবো। প্রত্যেক ক্ষেত্রেই আমরা বিগত সালের প্রশ্নকে বেসিস ধরে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি প্রথমে আমরা সে সম্পর্কে আলোচনা করব।তারপর বিগত সালের প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব।

যে সব কারণে বাক্য অশুদ্ধ হয়

  1. সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল বা অশুদ্ধি: একই বাক্যে সাধু ও চলিত রীতির শব্দ ব্যবহার করলেও বাক্য অশুদ্ধ হয়। যেমন-তাহারা এইখানে এসেছিল। শুদ্ধ: তারা এখানে এসেছিল।
  2. বানানগত অশুদ্ধি: বাক্যের যে কোন একটি বানান ভুল করলে ও বাক্য অশুদ্ধ হয়। যেমন- আমার আকাঙ্খা পূর্ণ হলো না। শুদ্ধ: আমার আকাঙ্ক্ষা পূর্ণ হলো না।
  3. শব্দের বাহুল্য প্রয়োগ: সংক্ষেপে বাহুল্য বলতে ভাষার মাধ্যমে কোন অর্থ প্রকাশ করতে গিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শব্দ, শব্দগুচ্ছ বা শব্দাংশ ব্যবহার করাকে বোঝায়। যেমন- সকল আলেমগণ সেখানে উপস্থিত ছিলেন।শুদ্ধ: সকল আলেম সেখানে উপস্থিত ছিলেন।
  4. পুরুষ-স্ত্রীবাচক শব্দজনিত ভুল: যেমন-কে এই ভাগ্যবান মহিলা তাকে ডেকে আনো।শুদ্ধ: কে এই ভাগ্যবতী মহিলা তাকে ডেকে আনো।
  5. গুরুচন্ডালী দোষ: সংস্কৃত বা তৎসম শব্দের সাথে অসংস্কৃত ( খাঁটি বাংলা,দেশী,বিদেশী) শব্দের মিশ্রণ। যেমন-সর্ববিষয়ে বাহুল্য বাদ দেবে।শুদ্ধ: সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে।
  6. পদের অপপ্রয়োগজনিত ভুল: সঠিক অবস্থানকে পদকে বসাতে না পারলে বাক্য অশুদ্ধ হওয়ার সাথে সাথে বাক্যটি বুঝতে ও যথেষ্ট অসুবিধা হয়। যেমন-কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। শুদ্ধ: কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে।
  7. অর্থ-সামঞ্জস্যহীন পদের ব্যবহার : অর্থের সামঞ্জস্য রেখে পদ চয়ন করতে হবে। নতুবা বাক্য অশুদ্ধ হবে।যেমন-বঙ্কিমের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর।শুদ্ধ: বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ।এখানে প্রতিভা কখনো ভয়ঙ্কর হতে পারে না।তাই বাক্যটি ভুল।
  8. বিশেষ্যের বিশেষণ-রুপে ব্যবহার: শব্দে বিশেষ্যকে বিশেষণ-রুপে ব্যবহার করলে বাক্য অশুদ্ধ হয়। যেমন- আমি অপমান হয়েছি।শুদ্ধ: আমি অপমানিত হইয়াছি।
  9. বিশেষণের বিশেষ্যের ন্যায় ব্যবহার: সঠিক স্থানে সঠিক পদ না বসাতে পারলে বাক্য অশুদ্ধ হয়।যেমন:আমি সাক্ষী দিয়েছি। শুদ্ধ: আমি সাক্ষ্য দিয়েছি।
  10. বচনঘটিত বাক্য শুদ্ধিকরণ: একই সাথে দুবার বহুবচন বাচক প্রত্যয় বা শব্দ ব্যবহৃত হয় না। একটি বাক্যে একাধিকবার বহুবচনবাচক প্রত্যয় বা শব্দ ব্যবহারে “বাহুল্য দোষ” ঘটে। যেমন-সকল শিক্ষকগণ আজ উপস্থিত।শুদ্ধ: সকল শিক্ষক আজ উপস্থিত।
  11. লিঙ্গঘটিত বাক্য শুদ্ধিকরণ: সাধারণত পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে অথবা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে রুপান্তরকালে কিছু প্রত্যয়,অতিরিক্ত শব্দ বা শব্দাংশ যুক্ত করতে হয়;যা না হলে ব্যাকরণজনিত ভুল দেখা দেয়।বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরবর্তী বিশেষণে স্ত্রী বাচক হয়। যেমন-মেয়েটি পাগলি হয়ে গেছে।শুদ্ধ: মেয়েটি পাগল হয়ে গেছে।
  12. অর্থ-সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহার : অর্থ-সামঞ্জস্যহীন বাক্য বা শব্দের অতিব্যবহার বাক্য অশুদ্ধির ক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।অর্থ প্রকাশের জন্য শব্দ নির্দিষ্ট একটি মাত্রায় ব্যবহার করা জরুরি নতুবা বাক্যে অর্থের বিপর্যয় ঘটে। যেমন-শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
  13. কি ও কী-এর মধ্যে পার্থক্য : আমরা অনেকেই মনে করি কি ও কী-এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোর যেকোনো একটা লিখলেই চলে। কিন্তু কি আর কী একেবারেই আলাদা। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে ‘কি’ ব্যবহৃত হবে; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে।তাছাড়া বিস্ময়সূচক বাক্যে বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ হিশেবে ব্যবহৃত হলে ‘কী’ লিখতে হবে ।
    উদাহরণ :
    কি:
    i) তুমি কি কেবলই ছবি?
    ii) আমার ছোট তরি; বলো, যাবে কি?
    কী:
    i) কী করি আজ ভেবে না পাই!
    ii) পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
    বিস্ময়সূচক কী:
    i) সে কী, দাদা! অর্ধেকটা ডিমের পুরোটাই খেয়ে ফেললেন!
    ii) আহা! কী যে ভালো লাগল!
  14. সমাসঘটিত বাক্য অশুদ্ধি: সমাসঘটিত অশুদ্ধির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে সমস্তপদের মাঝখানে ফাঁকা রাখা।সমস্তপদ সবসময় একসাথে লিখতে হবে।কখনো কখনো সমস্তপদটিকে হাইফেন দিয়ে ও লেখা হয়।“সহ” কিংবা “সহিত” শব্দের সাথে অন্য পদের বহুব্রীহি সমাস হলে “সহ” ও “সহিত” এর স্থলে ‘স’ হয় ।যেমন- বন্ধুর সহিত বর্তমান-সবান্ধব।
    উদাহরণ : অশুদ্ধ: সংবাদ পত্র না পড়লে কিছু জানা যায় না। শুদ্ধ: সংবাদপত্র না পড়লে কিছু জানা যায় না।অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন।শুদ্ধ: তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাক্য শুদ্ধিকরণ

১.শুদ্ধ বাক্য কোনটি? [ ১০তম বিসিএস ]

  • ক.দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
  • খ.দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
  • গ.দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
  • ঘ.দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এখানে বানান এবং লিঙ্গঘটিত অশুদ্ধি হয়েছে।সঠিক বানান- দুর্বলতাবশত এবং অনাথ এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে অনাথা।

২. কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ক.আমার বড় দুরাবস্থা
  • খ.আমার বড় দুরাবস্থা
  • গ.আমার বড় দুরবস্থা
  • ঘ.আমার বড় দূরবস্থা
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এখানে বানান ভুলঘটিত অশুদ্ধি হয়েছে। সঠিক বানান- দুরবস্থা।

৩. কোনটি শুদ্ধ?

  • ক. পুরাণ চাল ভাতে বাড়ে
  • খ. পুড়ান চাল ভাতে বাড়ে
  • গ. পুরান চাল ভাতে বাড়ে
  • ঘ. পুরান চাল ভাতেতে বাড়ে
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এখানে বানান ভুলঘটিত অশুদ্ধি হয়েছে।একমাত্র গ অপশনের বানানই সঠিক।

৪. কোনটি শুদ্ধ বাক্য?[ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৩ ]

  • ক. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  • খ. তোমার সাথে গোপন পরামর্শ আছে
  • গ. মেয়েটির দারুন সবুদ্ধিমতী
  • ঘ. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে বাক্যটি শুদ্ধ।অন্য বাক্যগুলো শুদ্ধ করলে হবে তোমার সাথে গোপন কথা আছে। মেয়েটি দারুন বুদ্ধিমতী। আজকাল বিদূষী মহিলার অভাব নেই।

৫. তানজিলা একজন ভাগ্যবান মহিলা- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ---

  • ক. প্রত্যয়জনিত
  • খ. লিঙ্গজনিত
  • গ. সমাসজনিত
  • ঘ. কোনটিই নয়
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: এখানে ভাগ্যবান না হয়ে ভাগ্যবতী হবে।এজন্য এটি লিঙ্গঘটিত অশুদ্ধি।

৬. কোন বাক্যটি শুদ্ধ?[ বাংলাদেশ ব্যাংক অফিসার :১৫ ]

  • ক. আমার কথাই প্রমাণ হলো
  • খ. আমার কথাই প্রমাণিত হলো
  • গ. আমার কথা প্রমাণ হলো
  • ঘ. আমার কথাই প্রমাণীত হলো
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: এখানে বিশেষ্যকে বিশেষণরুপে ব্যবহারজনিত অশুদ্ধি হয়েছে।

৭. নিচের কোন বাক্যটি সঠিক? [ কুমিল্লা বিশ্ববিদ্যালয়( ঘ ইউনিট) :১২ ]

  • ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
  • খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ দেখেছি
  • গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
  • ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এখানে শব্দের অপপ্রয়োগ জনিত ভুল হয়েছে।সঠিক শব্দ হবে স্বচক্ষে ।তাই ক এবং খ অপশনটি ভুল।তাছাড়া খ অপশনে চাক্ষুস এবং প্রত্যক্ষ একই অর্থের শব্দ দুইবার একই বাক্যে ব্যবহার করা হয়েছে।ঘ অপশনটি সাধু ও চলিত ভাষার মিশ্রণজনিত ভুল।কারণ এখানে এ না হয়ে এই হলে শুদ্ধ হত।তাই গ অপশনটি এখানে শুদ্ধ।

৮. কোনটি শুদ্ধ বাক্য?[ Rural Development Board - Asst. Officer:2006]

  • ক. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • খ. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • গ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্তিত থাকবেন
  • ঘ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: ক এবং খ অপশনটি বাহুল্য দোষে অশুদ্ধ।গ অপশনটিতে উপস্থিত বানান ভুল রয়েছে। ঘ অপশনটিই এখানে শুদ্ধ।

৯. কোনটি শুদ্ধ বাক্য? [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২০০৪]

  • ক. গণিত খুব কঠিন
  • খ. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
  • গ. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
  • ঘ. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: ক অপশনটিতে অর্থ-সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছে।শুদ্ধ বাক্য হবে গণিত খুব জটিল।খ অপশনটির শুদ্ধ বাক্য হবে আকণ্ঠ ভোজন করলাম/ কন্ঠ পর্যন্ত ভোজন করলাম।কারণ কন্ঠ পর্যন্ত মানেই আকন্ঠ।এটা সমাসঘটিত ভুল।গ অপশনিটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণ রয়েছে।ঘ অপশনটি সাধু ভাষায় ।তাই ঘ অপশনই এখানে সঠিক।

১০. কোনটি শুদ্ধ বাক্য? [ ১১ তম বিসিএস ]

  • ক. একটি গোপন কথা বলি
  • খ. একটি গোপনীয় কথা বলি
  • গ. এক গুপ্ত কথা বলি
  • ঘ. একটি গোপনীয়তার কথা বলি
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: এখানে শব্দের অপপ্রয়োগজনিত ভুল।এই বাক্যে সঠিক শব্দ হবে গোপনীয়।

১১.কোনটি শুদ্ধ বাক্য? [ জেলা নির্বাচন অফিসার: ২০০৪ ]

  • ক. লোকটা নির্দোষী
  • খ. মিনিকে দেখে মিলু অবাক হইল
  • গ. ভাইয়ে ভাইয়ে ঐক্যতা নাই
  • ঘ. বাংলাদেশ সমৃদ্ধ দেশ
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: বাংলাদেশ সমৃদ্ধ দেশ বাক্যটি শুদ্ধ। প্রথম বাক্যের শুদ্ধ হবে লোকটা নির্দোষ।দ্বিতীয় বাক্যের শুদ্ধ হবে মিনিকে দেখে মিলু অবাক হল।অর্থাৎ সাধু ও চলিত যে কোন একটি ব্যবহার করতে হবে।গ অপশনটি ও ভুল।

১২.কোনটি শুদ্ধ বাক্য? [ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ: ০৭ ]

  • ক. তাকে স্নেহাশীষ দিও
  • খ. তাকে স্নেহশীষ দিও
  • গ. তাকে স্নেহাশিস দিও
  • ঘ. তাকে স্নেহশিষ দিও
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: বানানজনিত ভুল।সঠিক বানান হবে স্নেহাশিস।

১৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা : ০৬ ]

  • ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
  • খ. আপনি স্বপরিবরে আমন্ত্রিত
  • গ. আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
  • ঘ. আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: “সহ” কিংবা “সহিত” শব্দের সাথে অন্য পদের বহুব্রীহি সমাস হলে “সহ” ও “সহিত” এর স্থলে ‘স’ হয় । তাই ক অপশনটি শুদ্ধ।

১৪.নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যক নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে সূর্য উদিত হয়েছে। দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে আমার টাকার আবশ্যকতা নেই। তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে।চতুর্থ বাক্যটি শুদ্ধ।

১৫. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংকের অফিসার : ০৮ ]

  • ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
  • খ. সাবধানপূর্বক চলবে
  • গ. সে আরোগ্য লাভ করেছে
  • ঘ. আমি সন্তোষ হলাম
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে সাবধানে চলবে। চতুর্থ বাক্যের শুদ্ধ রুপ হবে আমি সন্তুষ্ট হলাম।তৃতীয় বাক্যটি শুদ্ধ।

১৬. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. জাপানে স্বাক্ষরতার হার শ-এর কাছাকাছি
  • খ. জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি
  • গ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
  • ঘ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: সঠিক বানান সাক্ষরতা।কিন্তু আমরা অনেক সময়ই স্বাক্ষরের সাথে সাক্ষরতাকে গুলিয়ে ফেলি।সাক্ষর' শব্দের অর্থ হলো অক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদিকে 'স্বাক্ষর' অর্থ হলো সই বা দস্তখত। অর্থাৎ 'সাক্ষর' ও 'স্বাক্ষর' শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো যথাক্রমে Literate ও Signature।

১৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অঙ্কটি কষিতে ভুল কর না
  • খ. অঙ্কটি ভুল করো না
  • গ. অঙ্কটি ভূল করো না
  • ঘ. অঙ্কটি কষতে ভূল কর না
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: সঠিক বানান ভুল।

১৮. সঠিক বাক্য কোনটি?

  • ক. কাঁদিয়া চক্ষু আরক্তিম হয়েছে
  • খ. কাদিয়া চক্ষু আরক্তিম হইয়াছে
  • গ. কেঁদে চক্ষু আরক্তিম হয়েছে
  • ঘ. কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে
  • উত্তরঃ ঘ

১৯. কোন বাক্যটি শুদ্ধ?[ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক:১৩ ]

  • ক. দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  • খ. দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
  • গ. দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
  • ঘ. দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: সঠিক বানান দারিদ্র্য ও দরিদ্র্যতা।

২০. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. বাংলা বানান আয়ত্ব করা কঠিন
  • খ. বাংলা বাণান আয়ত্ব করা কঠিন
  • গ. বাংলা বাণান আয়ত্ত করা কঠিন
  • ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: সঠিক বানান আয়ত্ত।

২১. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
  • খ. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন
  • গ. আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
  • ঘ. আদালত তাকে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এই বাক্যে সঠিক শব্দ হবে নির্দেশ।

২২. শুদ্ধ কোনটি? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০ ]

  • ক. আমি সন্তোষ হলাম
  • খ. আমি সন্তোষ হইলাম
  • গ. আমি সন্তুষ্ট হলাম
  • ঘ. আমি সন্তূষ্ট হলাম
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: সঠিক বানান সন্তুষ্ট ।

২২. শুদ্ধ কোনটি? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০ ]

  • ক. ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন
  • খ. ক্লিওপেট্রা পরম সুন্দরী ছিলেন
  • গ. ক্লিওপেট্রা পরমা সুন্দরি ছিলেন
  • ঘ. ক্লিওপট্রা পরম সুন্দর ছিলেন
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: এখানে স্ত্রীবাচক অর্থে পরমা এবং সঠিক বানান সুন্দরী ।

২৪. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-[ ৭ম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১১ ]

  • ক. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
  • খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
  • গ. বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল
  • ঘ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: সঠিক বানান বিদ্বান এবং সঠিক শব্দ শ্রেষ্ঠ ।

২৫. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর
  • খ. আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
  • গ. আজকের সন্ধ্যা বড় মনঃমুগ্ধকর
  • ঘ. আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: সঠিক বানান মনোমুগ্ধকর।

২৬. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-

  • ক. বিরাট গুরু-ছাগলের হাট
  • খ. বিরাট গুরু ও বিরাট ছাগলের হাট
  • গ. গরু-ছাগলের বিরাট হাট
  • ঘ. বিরাট গবাদি পশুর হাট
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-গরু ছাগলের বিরাট হাট। কারণ,বাক্য গঠনের রীতি অনুযায়ী প্রথমে কর্তা বা উদ্দেশ্য ( গরু ছাগলের) থাকে এবং শেষে বিধেয় (বিরাট হাট) থাকে।আবার এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই,তাই গুরুচণ্ডালী দোষ মুক্ত।

২৭. কোন বাক্যটি শুদ্ধ? [ 25 তম বিসিএস ]

  • ক. তাহার জীবন সংশয়পূর্ণ
  • খ. তাহার জীবন সংশয়ময়
  • গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
  • ঘ. তাহার জীবন সংশয়ভরা
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: 'সংশয়' শব্দটি একটি বিশেষ্যপদ, যার বিশেষণ হলো 'সংশয়াপূর্ণ' । সংশয়াপূর্ণ শব্দটির অর্থ সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ। উপরিউক্ত বাক্যে 'তাহার জীবন সংশয়াপূর্ণ' দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।

২৮.কোন বাক্যটি শুদ্ধ? [ ৩৩তম বিসিএস]

  • ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব না
  • খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
  • গ. সল্লজিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
  • ঘ. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিৎ
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র (খ)- তে প্রদত্ত বাক্যটিই নির্ভুল । পক্ষান্তরে, (ক) গোপন -এর স্থলে গোপনীয় , (গ) সলজ্জিত -এর স্থলে 'সলজ্জ' এবং (ঘ) বাহুল্যতা -এর স্থলে 'বাহুল্য' হবে।

২৯. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
  • খ. আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
  • গ. সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
  • ঘ. তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: বাংলায় ২৩১ নিয়ম অনুসারে তুমি,সে ও আমি হবে সঠিক ।অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এ ক্রম অনুসারে হয়।

৩০. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী : ১৩ ]

  • ক. আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
  • খ. তিনি স্বস্ত্রীক এসেছেন
  • গ. তিনি সাক্ষ্য দেবেন না
  • ঘ. তার কথায় মাধুর্যতা নেই
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-" তিনি সাক্ষ্য দেবেন না"। কারণ, বাক্যটিতে সাধুরীতি ও চলিত রীতির মিশ্রণ নেই অর্থাৎ গুরুচণ্ডালী দোষমুক্ত। আবার কর্তার পর ক্রিয়া বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তাই প্রদত্ত বাক্যটি শুদ্ধ।

৩১. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ
  • খ. মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন
  • গ. মাতা বিয়োগে তিনি সোকানলে দগ্ধ
  • ঘ. মাতৃবীয়োগে তিনি শোকানলে দগ্ধীভূত
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য-" মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ "। কারণ, বাক্যটিতে সবগুলো বানান শুদ্ধ।

৩২. শুদ্ধ বাক্যটি দেখান-[মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]

  • ক. তুমি কী আজ যাবে?
  • খ. তুমি কি আজ যাবে?
  • গ. তুমি কী অদ্য যাবে?
  • ঘ. তুমি কী আজ যাইবে?
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হয়; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হয়।তাই শুদ্ধ বাক্য “তুমি কি আজ যাবে? “ ।

৩৩.কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সবিনয়পূর্বক নিবেদন
  • খ. বিনয়পূর্বক নিবেদন
  • গ. সবিনয় নিবেদন
  • ঘ. সবিনয়ের সঙ্গে নিবেদন
  • উত্তরঃ গ

৩৪. কোনটি শুদ্ধ?

  • ক. তিনি আমার চেয়ে অধিকতর জ্ঞানী
  • খ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী
  • গ. তিনি আমার চেয়ে অধীক জ্ঞানী
  • ঘ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানি
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী।কারণ দুজনের মধ্যে পার্থক্য বোঝাতে অধিক হবে।অন্য বাক্যগুলোতে বানান ভুল।

৩৫. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. এ কাজে তাহার হস্ত পাকা
  • খ. এ কাজে তাহার পাকা হস্ত
  • গ. এ কাজে তার হাত পাকা
  • ঘ. এ কাজে তাহার পাকা হাত
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: সাধু ও চলিত ভাষার মিশ্রণজনিত সমস্যার কারণে একমাত্র শুদ্ধ বাক্য হবে এ কাজে তার হাত পাকা।

৩৬. কোন বাক্যটি সঠিক? [SESIP গবেষণা কর্মকর্তা : ১৫ ]

  • ক. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
  • খ. অধ্যয়ন ছাত্রদের তপসা
  • গ. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
  • ঘ. অধ্যাপনা ছাত্রদের তপস্যা
  • উত্তরঃ ক

৩৭. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে
  • খ. আদালতে মিথ্যা সাক্ষী দেয়া অন্যায়
  • গ. মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত হয়
  • ঘ. মিথ্যা সাক্ষ্য দেয়া অপরাধের কাজও বটে
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: এখানে সঠিক বানান হবে সাক্ষ্য।তাই ঘ অপশন সঠিক।

৩৮. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুণ- [১২তম বিসিএস]

  • ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
  • খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
  • গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
  • ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বানান - বিদ্বান,দারিদ্র্য,দরিদ্রতা ।তাই শুদ্ধ বাক্য “বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন ”।

৩৯. কোনটি শুদ্ধ বাক্য?[ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ০৬]

  • ক. এ কথা প্রমান হয়েছে
  • খ. এ কথা প্রমাণ হয়েছে
  • গ. এ কথা প্রমানিত হয়েছে
  • ঘ. এ কথা প্রমাণিত হয়েছে
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: এখানে বিশেষ্যকে বিশেষণরুপে ব্যবহারজনিত অশুদ্ধি হয়েছে।তাই শুদ্ধ বাক্য এ কথা প্রমাণিত হয়েছে।

৪০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক.'গীতাঞ্জালী' পড়েছ কি?
  • খ. এ কথা প্রমাণ হয়েছে
  • গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
  • ঘ. আবশ্যক ব্যয়ে কাপর্ণ্য করা অনুচিত
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য 'গীতাঞ্জালী' পড়েছ কি? । দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে এ কথা প্রমাণিত হয়েছে,তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন,চতুর্থ বাক্যের শুদ্ধ রুপ হবে আবশ্যক ব্যয়ে কাপর্ণ্য অনুচিত।

৪১. “টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না।” - বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ১টি
  • উত্তরঃ ক

৪২. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
  • খ. সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে
  • গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
  • ঘ. দারিদ্রতা কেউ চায় না
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য - হাসান আমার ভ্রাতুষ্পুত্র।বাকি বাক্যগুলোতে বানান ভুল রয়েছে।

৪৩.সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?[ জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তরের এস্টিমেট : ২০১৮ ]

  • ক. এখানে সে ফিরে আসেনি
  • খ. তিনি মূর্চিত হয়ে পড়েছেন
  • গ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  • ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়। যেমন—আসিবে, বলিয়া, করিতেছি, খাইতেছি, তাহারা ইত্যাদি।

৪৪. ভুল বাক্য কোনটি?

  • ক. রাগিদ অত্যন্ত মেধাবী
  • খ. দারিদ্র্যতার মধ্যেও মহত্ব আছে
  • গ. শশিভূষণ কি আসে নাই?
  • ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: 'খ' অপশনে প্রদত্ত দারিদ্র্যতা এর সঠিক বানান দরিদ্র্যতা এবং 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব হবে।তাই বাক্যটি ভুল।

৪৫. ‘জিম্মি’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ?

  • ক. দস্যুরা তাকে জিম্মি করে রেখেছে
  • খ. তুমি নিশ্চিন্তে আমার নিকট তোমার ছেলেকে জিম্মিরূপে রেখে যেতে পারো।
  • গ. ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।
  • ঘ. জিম্মি বালকটিকে ওরা হত্যা করেফেলতে পারে।
  • উত্তরঃ গ

৪৬. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. নিশ্চয়ই সংবাদ পেয়েছ
  • খ. নিশ্চয় সংবাদ পেয়েছ
  • গ. নিশ্চিত সংবাদ পেয়েছ
  • ঘ. নিশ্চিত শংবাদ পেয়েছ
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে নিশ্চিত সংবাদ পেয়েছ।

৪৭.কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে
  • খ. ইতপূর্বে সে তিনবর জেল খেটেছে
  • গ. ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে
  • ঘ. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে।

৪৮. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তার এখন সংকটাপন্ন অবস্থা
  • খ. তার এখন সংকট অবস্থা
  • গ. তার এখন সংকটজনক অবস্থা
  • ঘ. তার এখন শংকটজনক অবস্থা
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য হবে তার এখন সংকটাপন্ন অবস্থা।

৪৯.নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যক নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে সূর্য উদিত হয়েছে, দ্বিতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে আমার টাকার আবশ্যকতা নেই,তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে।চতুর্থ বাক্যটি শুদ্ধ।

৫০. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. পড়াশোনায় তার মনোযোগিতা নেই
  • খ. খেলাধুলায় তার মনোযোগিতা আছে
  • গ. গল্পের বই পাঠে তার বেশ মনোযোগিতা আছে
  • ঘ. মনোযোগ সহাকরে বই পড়া উচিত
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য হবে “ঘ” অপশন ।

৫১.নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. বাহুল্য বর্জনে সুখ আসে
  • খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় আত্মপ্রত্যয়
  • গ. সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে
  • ঘ. বাহুল্য বর্জন করা বোকামি
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য হবে “গ” অপশন ।

৫২. কোন বাক্যটি শুদ্ধ?[ ৩৭ তম বিসিএস ]

  • ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  • খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
  • গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
  • ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। বাকি শুদ্ধ বাক্য গুলো হলো: ক. আপনি সপরিবারে আমন্ত্রিত, গ. তোমার পরশ্রীকাতরতায় আমি ক্ষুব্ধ, ঘ. সেদিন থেকে তিনি আর সেখানে যান না।

৫৩. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তিনি মৌন হয়ে রইলেন
  • খ. তিনি মৌনি হয়ে রইলেন
  • গ. তিনি মৌণ রইলেন
  • ঘ. তিনি নীরব রইলেন
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: তিনি নীরব রইলেন।

৫৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন:২০১২ ]

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
  • গ. যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
  • ঘ. বিধি লঙ্ঘন হয়েছে
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি- বাক্যটি সঠিক।অন্যদিকে সূর্য উদয় হয়েছে?,তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি,বিধি লঙ্গন হয়েছে এগুলো ব্যাকরণগত ভুল।

৫৫. শুদ্ধ কোনটি? [ ২৪ তম বিসিএস]

  • ক. সে এমন রূপসী যেন অপ্সরা
  • খ. সে এমন রূপসী যেন অপ্সরী
  • গ. সে এমন রূপবতী যেন অপ্সরা
  • ঘ. সে এমন রূপবতী যেন অপ্সরী
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য : সে এমন রূপবতী যেন অপ্সরা।

৫৬. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যকতা নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: প্রথম বাক্যের শুদ্ধ রুপ হবে সূর্য উদিত হয়েছে, তৃতীয় বাক্যের শুদ্ধ রুপ হবে জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে।চতুর্থ বাক্যের শুদ্ধ রুপ হবে ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ দ্বিতীয় বাক্যটি শুদ্ধ।

৫৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু রোগীর সেবা কর
  • খ. মুমূর্ষু রোগীর সেবা কর
  • গ. মুমূর্ষূ রোগীর সেবা কর
  • ঘ. মূমুর্ষূ রোগীর সেবা কর
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: ২য় বাক্যের বানান সঠিক।

৫৮. রহিমা পাগলী হয়ে গেছে- বাক্যে 'পাগলী' শব্দটির সঠিক রূপ কোনটি?[ সহকারী পরিচালকঃ ১২ ]

  • ক. পাগলিনী
  • খ. পাগলি
  • গ. পাগল
  • ঘ. পাগলীনি
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: এটা লিঙ্গঘটিত ভুল।একই বাক্যে একাধিকবার লিঙ্গ উল্লেখ করার প্রয়োজন নাই।

৫৯. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? [ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী বিস্কোরক :২০০৩ ]

  • ক. প্রধান প্রকৌশলী প্রথমে অনুমোদন দেন নাই পরবরর্তিতে দেন।
  • খ. জনগণের জন্য সরকার, সরকারের জন্য দরকার।
  • গ.‘কী কথা তাহার সাথে, সাথে?
  • ঘ.‘আমি যেয়ে দেখি সব শেষ’?
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: ভুল বাক্য- আমি যেয়ে দেখি সব শেষ? কারণ প্রদত্ত বাক্যটি একটি বিবৃতি মূলক বাক্য। কিন্তু বিবৃতিমূলক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন হয় না, তাই প্রদত্ত বাক্যটি ভুল।

৬০. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • খ. জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে
  • গ. জ্ঞানী অবশ্যই যশলাভ করে
  • ঘ. জ্ঞানি মানুষ অবশ্যই যশলাভ করে
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: যশলাভ এর শুদ্ধরুপ যশোলাভ।

৬১.পদাশুদ্ধি নির্দেশ করুন-

  • ক. প্রমুখবিশিষ্ট ব্যাক্তি
  • খ. প্রমুখবিশিষ্ট ব্যাক্তিরা
  • গ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ
  • ঘ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিবৃন্দ
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: শুদ্ধ রুপঃ প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ

৬২. ' (পুরস্কার)- বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত (অপরিস্কার)! - বাক্যটিতে বন্ধনীযুক্ত পদে ষ/স এর ব্যবহারে—[ ৩৫ তম বিসিএস]

  • ক. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  • খ. দুটোই অশুদ্ধ
  • গ. প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
  • ঘ. দুটোই শুদ্ধ
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: 'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।

৬৩. কোনটি শুদ্ধ?

  • ক. ইদানীকালে অনেক মহিলাই ববকাট করেন
  • খ. ইদানীং অনেক মহিলাই ববকাট করেন
  • গ. ইদার্নীং অনেক মহিলাই ববকাট করেন
  • ঘ. ঈদার্নিং অনেক মহিলাই ববকাট করেন
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ হবে ইদানীং ।

৬৪. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করিনি
  • খ. এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করিনি
  • গ. এমন অসহ্য ব্যাথা কখনো অনুভব করিনি
  • ঘ. এমন অসহনীয় ব্যথা কখনো অনুভব করি নাই
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ হবে অসহ্য ।

৬৫.কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক
  • খ. অরন্য জনপদে একটি চমৎকার বই
  • গ. অরণ্য জনপদে একটি চমৎকার পুস্তক
  • ঘ. অরণ্য জনপদে একটি চমৎকার বই
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: বাক্যটি সাধু ভাষায় ।

৬৬. শুদ্ধ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষকঃ ২০১৯ ]

  • ক. তাহার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
  • খ. তার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
  • গ. তাহার সৌজন্যে আমি বইটি পেয়েছি
  • ঘ. তার সৌজন্যে আমি বইটি পেয়েছি
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: বাক্যটি চলিত ভাষায় ।

৬৭. সঠিক বাক্যটি চিহ্নিত করুন।

  • ক. তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
  • খ. রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
  • গ. তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
  • ঘ. রাসেল, তুমি ও আমি নৌবিহারে যাব
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: বাংলায় ২৩১ নিয়ম অনুসারে তুমি,সে ও আমি হবে সঠিক ।অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এ ক্রম অনুসারে হয়।

৬৮. কোনটি শুদ্ধ?

  • ক. তিনি একজন কৃতি পুরুষ
  • খ. তিনি একজন কীর্তিমান পুরুষ
  • গ. তিনি একজন কৃত্তি পুরুষ
  • ঘ. তিনি একজন কিত্তিমান পুরুষ
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ বানান কীর্তিমান ।

৬৯. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. চন্দ্র ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
  • খ. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
  • গ. চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
  • ঘ. চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: ব্যাকরণগত দিক থেকে “খ” সঠিক।

৭০.নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. নিরপরাধ লোকেরা বোকা মানুষ
  • খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় প্রত্যয়
  • গ. নিরপরাধী লোক কাহাকেও ভয় পায় না
  • ঘ. নিরপরাধ লোকেরা কাহারও ক্ষতি করে না
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শুদ্ধ শব্দ নিরপরাধ ।

৭১. শুদ্ধ রূপটি চিহ্নিত করুন-

  • ক. সব ছাত্ররা
  • খ. সব ছাত্রবৃন্দ
  • গ. সব ছাত্র
  • ঘ. সব ছাত্রসমূহ
  • উত্তরঃ গ

ব্যাখ্যা: “গ” অপশন ছাড়া বাকি অপশনসমূহ বাহুল্য দোষে অশুদ্ধ।

৭২. শুদ্ধ রূপটি দেখান- [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক ও ব্যাক্তিগত কর্মকর্তা : ০৬ ]

  • ক. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • খ. সাহিত্যিক ও সংসকৃতিক অনুষ্ঠান
  • গ. সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠান
  • ঘ. সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
  • উত্তরঃ ক

ব্যাখ্যা: বানান ভুল

৭৩. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. যাবতীয় লোকসমুহ সভায় উপস্থিত ছিল
  • খ. যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল
  • গ. যাবতীয় লোকজন সভায় উপস্থিত ছিল
  • ঘ. যাবতীয় লোকবল সভায় উপস্থিত ছিল
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: “খ” অপশন ছাড়া বাকি অপশনসমূহ বাহুল্য দোষে অশুদ্ধ।

৭৪. কোন বাক্যটি শুদ্ধ? [ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১০ ]

  • ক. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ
  • খ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
  • গ. আবশ্যক ব্যায়ে কৃপণতা অনুচিত
  • ঘ. আবশ্যকীয় ব্যায়ে কৃপনতা অনুচিত
  • উত্তরঃ খ

ব্যাখ্যা: শব্দের অপপ্রয়োগজনিত সমস্যা ।

৭৫.কোন বাক্যটি শুদ্ধ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯৯ ]

  • ক. আমি সাক্ষী দিয়েছি
  • খ. সদাসর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়
  • গ. আর এখন সঙ্কট অবস্থা
  • ঘ. নীরোগ লোক যথার্থ
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: “ঘ” অপশন ছাড়া সব ব্যাকরণগত ভুল।

৭৬. কোন বাক্যটি শুদ্ধ? [৩৫তম বিসিএস]

  • ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  • খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
  • গ. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  • ঘ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: 'দৈন্যতা ' অশুদ্ধ শব্দটির শুদ্ধরুপ 'দৈন্য' । 'খ' অপশনে প্রদত্ত 'মহত্ব' এর সঠিক বানান 'মহত্ত্ব। তাই সঠিক উত্তর হবে (ঘ) ।

৭৭.নিচের কোন বাক্যটি শুদ্ধ?[ ১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন:১৫ ]

  • ক. কেবলমাত্র তুমি যাবে
  • খ. এ সংবাদে সন্তোষ হলাম
  • গ. বিবিধ জিনিস কিনলাম
  • ঘ. এতে আশ্চর্য হলাম
  • উত্তর: গ

ব্যাখ্যা: “ক” এর শুদ্ধরুপ কেবল তুমি যাবে, “খ” এর শুদ্ধরুপ এ সংবাদে সন্তুষ্ট হলাম, “ঘ” এর শুদ্ধরুপ এতে আশ্চার্যান্বিত হলাম।শুদ্ধ বাক্য হলো বিবিধ জিনিস কিনলাম।

৭৮. কোন বাক্যটি শুদ্ধ?[প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]

  • ক. আমি সাক্ষী দিয়েছি
  • খ. আমি সাক্ষ্য দিয়েছি
  • গ. আমি সাক্ষী দিতেছি
  • ঘ. আমি সাক্ষী দিলাম
  • উত্তর: খ

ব্যাখ্যা: আমি সাক্ষ্য দিয়েছি -সঠিক বাক্য। কারণ সাক্ষী হচ্ছে বিশেষ্য আর সাক্ষ্য হচ্ছে ক্রিয়া আমরা জানি কর্তৃপদ এর পরে সাধারণত ক্রিয়াপদ বসে। তাই উত্তর হবে অপশন (খ)

৭৯. কোন বাক্যটি শুদ্ধ?[ পিএসসির সহকারী পরিচালক: ১৬ ]

  • ক. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
  • খ. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
  • গ. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ দিলেন
  • ঘ. তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ দিলেন
  • উত্তর:খ

ব্যাখ্যা: তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন -সঠিক বাক্য। কারণ সাক্ষী হচ্ছে বিশেষ্য আর সাক্ষ্য হচ্ছে ক্রিয়া আমরা জানি কর্তৃপদ এর পরে সাধারণত ক্রিয়াপদ বসে। তাই উত্তর হবে অপশন (খ)

৮০. আজকালকার মেয়েরা যেমন মুখরা,তেমনি বিদ্বান” এই বাক্যে কোন ধরনের ভুল আছে? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার: ০০ ]

  • ক. কালগত
  • খ. লিঙ্গগত
  • গ. বচনগত
  • ঘ. বিশেষণের
  • উত্তর:খ

ব্যাখ্যা: বাক্যটিতে লিঙ্গগত ভুল রয়েছে।কারণ বাক্যটিতে পুরুষ বাচক শব্দ বের করা হয়েছে।যেমন:পুরুষবাচক শব্দ(বিদ্বান) - স্ত্রীবাচক শব্দ( বিদুষী)

৮১.কোন বাক্যটি শুদ্ধ?[থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৫ ]

  • ক. তার সাংস্কৃতি নাই
  • খ. তার সাংস্কৃত নাই
  • গ. তার সাংস্কৃতিক নাই
  • ঘ. তার সংস্কৃতি নাই
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: বানান ভুলজনিত অশুদ্ধি।সঠিক বানান সংস্কৃতি ।

৮২. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে” বাক্যটির শুদ্ধ রুপ কোনট? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার: ১২ ]

  • ক. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
  • খ. বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
  • গ. বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
  • ঘ. খ ও গ উভয়ই
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: সমূল অর্থ মূলসহ বোঝায়, তাই 'সমূলসহ' বললে সেটা অপপ্রয়োগ হয়। সমুলসহ বাহুল্য দোষপুষ্ট।

তাই সঠিক হবে শুধু 'সমূল' অথবা 'মূলসহ'।

৮৩. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। [ পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক : ০৭ ]

  • ক. কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
  • খ. কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
  • গ. কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
  • ঘ. কৃত্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
  • উত্তর:গ

ব্যাখ্যা: সঠিক বাক্য হলো- কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।বাল্মিকী রামায়ণের প্রথম অনুবাদক। এবং এর শ্রেষ্ঠ অনুবাদক হলো কৃত্তিবাস।

৮৪. শুদ্ধ কোনটি? [ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৬ ]

  • ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
  • খ. অন্ন অভাবে প্রতিটি ঘরে হাহাকার
  • গ. অন্ন অভাবে প্রতিটি ঘরে ঘরে হাহাকার
  • ঘ. অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: বাহুল্য দোষে অশুদ্ধ।শুদ্ধ রুপ অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

৮৫. কোন বাক্যটি শুদ্ধ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক :১১ ]

  • ক. ৫ জন ছাত্ররা স্কুলে যায়
  • খ. ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
  • গ. ৫ জন ছাত্র স্কুলে যায়
  • উত্তর: গ

ব্যাখ্যা: এখানে শুদ্ধ বাক্য হলো" ৫ জন ছাত্র স্কুলে যায়"

৮৬. শুদ্ধ বাক্য কোনটি?[সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০ ]

  • ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
  • খ. দীনতা প্রশংসনীয় নয়
  • গ. দীনতা নিন্দনীয়
  • ঘ. দীনতা অপ্রশংসনীয়
  • উত্তর:খ

ব্যাখ্যা: 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল ,করুণ ,কাতর, হীন,নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি । 'দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য,দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা ,কাতরতা প্রভৃতি। 'দৈন্যতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।

৮৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন:১২ ]

  • ক. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
  • খ. চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
  • গ. তার বৈমাত্রের সহোদর অসুস্থ
  • ঘ. দশচক্রে ঈশ্বর ভুত
  • উত্তর:ক

ব্যাখ্যা: সমুদয় পক্ষীই নীড় বাঁধে' বাক্যটি শুদ্ধ।কেননা বাক্যটিতে বহুবচনের সঠিক ব্যবহার হয়েছে। আর অন্যান্য বাক্যগুলোর বহুবচন ও একবচন এর ব্যবহার সঠিক নয়।

৮৮. কোন বাক্যটি শুদ্ধ? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন:১০ ]

  • ক. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
  • খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
  • গ. আমার আর বাঁচিবার স্বাদ নাই
  • ঘ. কোনো বাক্যই শুদ্ধ নয়
  • উত্তর:ঘ

ব্যাখ্যা: প্রদত্ত প্রশ্নের বাক্যগুলোর কোনো বাক্যই শুদ্ধ নয়। বাক্যগুলোতে বচন ব্যবহারের ভুল রয়েছে।

৮৯. “সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে”' বাক্যটিতে কী ধরনের ভুল আছে? [ জনতা ব্যাংক এ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫ ]

  • ক. বানান
  • খ. পদ
  • গ. বচন
  • ঘ. বিভক্তি
  • উত্তর: গ

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে দুবার বহুবচন প্রয়োগ করা হয়েছে। সুতরাং এর সঠিক বাক্য-সকল ছাত্র যথাসময়ে উপস্থিত হয়েছে/ ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে।

৯০. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

  • ক. তুমি কি ঢাকা যাবে?
  • খ. তুমি কী ঢাকায় যাবে?
  • গ. তোমরা কি ঢাকা যাবে?
  • ঘ. তুমি কি ঢাকা যাবে?
  • উত্তর:ক

ব্যাখ্যা: যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হয়; আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা দেয়া যায় না, সেসব ক্ষেত্রে 'কী' ব্যবহৃত হয়।তাই শুদ্ধ বাক্য “তুমি কি ঢাকা যাবে?” ।

৯১. কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

  • ক. রহিমা পাগলি হয়ে গেছে ।
  • খ. রহিমা পাগল হয়ে গেছে ।
  • গ. রহিমা পাগলিনী হয়ে গেছে ।
  • ঘ. রহিমা পাগলী হয়ে গেছে ।
  • উত্তর: খ

ব্যাখ্যা: বিশেষণের লিঙ্গান্তর হয় না ।

৯২.কোন বাক্যটি শুদ্ধ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১২ ]

  • ক. ইহার আবশ্যক নাই
  • খ. ইহা প্রমান হইয়াছে
  • গ. বুনো কচু, বাঘা তেঁতুল
  • ঘ. বুনো ওল, বাঘা তেঁতুল
  • উত্তর:ঘ

ব্যাখ্যা: শুদ্ধ প্রবাদ: বুনো ওল, বাঘা তেঁতুল

৯৩. রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য' বাক্যটির শুদ্ধরূপ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

  • ক. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
  • খ. রচনাটির উৎকর্সতা অনস্বীকার্য
  • গ. রচনাটির উৎকর্স অনস্বীকার্য
  • ঘ. রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য
  • উত্তর:ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানে, উৎকর্ষ একটি বিশেষ্য পদ। বিশেষণ পদ- উৎকর্ষতা। বিশেষণ পদ বসালে বাক্যটির গঠন ঠিক হত না। তাই বিশেষ্য পদ বসিয়ে বাক্যটিকে শুদ্ধ করা হয়।

৯৪. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন' বাক্যটির শুদ্ধরূপ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৯ ]

  • ক. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
  • খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
  • গ. সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
  • ঘ. খ ও গ উভয়েই
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন- বাক্যটির শুদ্ধ রূপ: খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানে বহুবচনের (সকল) ব্যবহার একবার হয়েছে। গ. সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।প্রদত্ত বাক্যটি সঠিক কারণ এখানেও বহুবচন ( গণ)একবার ব্যবহার করা হয়েছে। তাই সঠিক উত্তর অপশন (খ) এবং (গ)।

৯৫. নিচের কোন বাক্যটি শুদ্ধ?[জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার(টেলার): ১৫]

  • ক. দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়
  • খ. তিনি গুণীজন; সম্মান তাঁর প্রাপ্য
  • গ. ছেলেরা সকলে একত্রিত হয়ে খেলছে
  • ঘ. তিনি স্বস্ত্রীক বেড়াতে এসেছে
  • উত্তর:ক

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য: দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়।

৯৬. নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?[বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার: ১১ ]

  • ক. নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
  • খ. রাঙ্গামাটি পার্বত্য এলাকা
  • গ. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
  • ঘ. চিক চিক করে বালি কোথা নাহি কাদা
  • উত্তর:গ

ব্যাখ্যা: অশুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। কারণ উন্নতশীল অশুদ্ধ, শুদ্ধ বিশেষ্য পদ উন্নয়নশীল।

৯৭. ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে-[ জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার(টেলার): ১৫]

  • ক. তিনি আমার বইটি প্রকাশিত করেছেন ।
  • খ. বুঝেছি, তুমি এ কাজ পারবে না ।
  • গ. কোথায় আমরা একত্রিত হব ?
  • ঘ. এত বিলম্ব কেন
  • উত্তর:ক

ব্যাখ্যা: বাক্যটির শুদ্ধ রুপ তিনি আমার বই প্রকাশ করেছেন ।

৯৮. কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে ?

  • ক. অন্যায়ের ফল অনিবার্য
  • খ. অন্যায়ের ফল দুর্নিবার্য
  • গ. অন্যায়ের ফল ভয়াবহ
  • ঘ. অন্যায়ের শাস্তি মৃত্যু
  • উত্তর:ক

ব্যাখ্যা: অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

৯৯. অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়?

  • ক. দূরান্বয় দোষ
  • খ. অতি বিনয়ের প্রকাশ
  • গ. বচনের ভূল
  • ঘ. আসত্তি গুণ প্রকাশ না পাওয়া
  • উত্তর:গ

ব্যাখ্যা: এ ব্যাক্যে বচনের ভূল লক্ষ করা যায়।

১০০. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ পল্লী উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯ ]

  • ক. অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
  • খ. তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
  • গ. বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
  • ঘ. আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
  • উত্তর:খ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য : তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে । অন্যান্য বাক্যগুলোর শুদ্ধরূপ যথাক্রমে অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি শুরু হয়। বাংলাদেশ সমৃদ্ধিশালী দেশ। আরিফ সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পী।

১০১. শুদ্ধ বাক্য কোনটি?[ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯ ]

  • ক. দৈন্যতা নিন্দনীয়
  • খ. ফুল দেখতে সুন্দর
  • গ. দরিদ্রতা অভিশাপ
  • ঘ. ভূল লিখতে ভুল করো না
  • উত্তর:গ

ব্যাখ্যা: শুদ্ধ রূপ: দৈন্য/ দীনতা, দরিদ্র/ দরিদ্রতা/ দারিদ্র্য, ভুল।

১০২. কোনটি ভুল বাক্য ? [ নিরাপদ খাদ্য অধিদপ্তর: ১৯ ]

  • ক. দীনতা সব সময় ভাল নয়
  • খ. দেশের দারিদ্র দূর করতে হবে
  • গ. সময় বড় সংক্ষিপ্ত
  • ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
  • উত্তর:খ

ব্যাখ্যা: দারিদ্র এর সঠিক বানান-দারিদ্র্য। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য বানানগুলো সঠিক।

১০৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ? [ ১৬তম প্রভাষক নিবন্ধন: ১৯ ]

  • ক. কারো ফাগুন মাস , কারো সর্বনাশ
  • খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল
  • গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
  • ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে
  • উত্তর: ঘ

ব্যাখ্যা: ক, খ ও গ অপশনের শুদ্ধ বাক্য যথাক্রমে-কারো পৌষ মাস কারো সর্বনাশ।সে প্রাণিবিদ্যা বিষয়ে দুর্বল। আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে।

১০৪. কোনটি সঠিক?[ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

  • ক. চলাকালীন সময়ে
  • খ. চলাকালে
  • গ. চলাকালের সময়ে
  • ঘ. চলাকালিন সময়ে
  • উত্তর: খ

১০৫. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. দারিদ্র্যতা একটি ভয়াবহ সমস্যা
  • খ. দারিদ্র্যতা একটি সামাজিক ব্যধি
  • গ. দারিদ্র্য সমাজকে দুর্বল করে
  • ঘ. দারিদ্র্য মানুষকে মহান করে
  • উত্তরঃ ঘ

ব্যাখ্যা: শুদ্ধ বাক্যঃ দারিদ্র্য মানুষকে মহান করে।কারণ সঠিক বানান দারিদ্র্য ও দরিদ্র্যতা ।

নবীনতর পূর্বতন