প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০১ (সকল বিভাগ)
পরীক্ষার তারিখ : ১৭ ই আগস্ট ২০০১
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৪০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
৮
- ক. আমি প্রত্যেক দিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই।
- খ. বাংলাদেশে প্রচুর পাট জন্মায়।
- গ. মেয়েটি নাচতে নাচতে আসছিল।
- ঘ. সে কি জানে কিভাবে ফুটবল খেলতে হয় ?
- ঙ. তাকে কি বিশ্বাস করা যায় ?
- চ. তারা আসার আগেই আমি খেতে বসেছিলাম।
- ছ. এই বাগানের ফুলগুলো দেখতে কি সুন্দর।
- জ. ট্রেনটি সময়মত স্টেশন থেকে ছেড়ে যাবে।
৪২. বাংলায় অনুবাদ করুন :
৮
- ক. There is no greater misfortune in life than blindness.
- খ. An honest man is respected by all.
- গ. One should pay respect to one's parents.
- ঘ. Did they come to Bangladesh to celebrate the independence day ?
- ঙ. He did not teach English in a school.
- চ. The poor does not know what to do.
- ছ. He is a man of pleasant personality.
- জ. They distrbuted foodgrains among the poor.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
৫
- ক. সময়ের মূল্য
- খ. চরিত্র
- গ. মাতৃভাষা
৪৪. নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
৫
- ক. Jute.
- খ. Library.
- গ. Your reading room.
৪৫. Change the following sentences as directed:
৫
- ক. He was reading a book. (Passive Voice)
- খ. Shall we not play cricket today? (Assertive sentence)
- গ. Open the book. (Indirect narration)
- ঘ. It was a beautiful bird. (Exclamatory sentence)
- ঙ. He is the oldest man in the village. (Comparative degree)
৪৬. ভাব ঠিক রেখে নিচের বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. সে যেন পড়ে। (ভাববাচ্য)
- খ. তুমি যদি না আস, তবে আমি যাব। (সরল)
- গ. যতদিন বেঁচে থাকব ততদিন তোমার কথা মনে রাখব। (প্রশ্নবোধক)
- ঘ. দুর্ঘটনায় অনেকেই মারা গেছে। (নাবোধক)
- ঙ. আবহমানকাল ধরিয়া সময় বহিয়া চলিয়াছে তাহার নিজস্ব গতিতে। (চলিত রীতি)
৪৭. একটি ছেলে ১৫ কিলোমিটার দূরত্বের কিছু অংশ সাইকেল চালিয়ে এবং বাকি অংশ হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি সে ১৮ কি.মি./ঘণ্টা বেগে সাইকেল চালায় এবং ৬ কি. মি./ঘণ্টা বেগে হাঁটে এবং গন্তব্যস্থলে পৌঁছতে তার মোট ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে, তবে সে কতটুকু পথ হেঁটে গিয়েছিল ?
৪