প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০০ (সকল বিভাগ)
পরীক্ষার তারিখ : ২০০০
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৪০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ]
৪১. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
৫
- ক. সন্ধি বিচ্ছেদ করুন -ষড়যন্ত্র
- খ. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন-মুখচন্দ্র
- গ. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন-মোড়ক
- ঘ. নিম্নের শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন।
আমারে তুমি করিবে ত্রাণ এই নহে মোর প্রার্থনা। - ঙ. আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি-যৌগিক বাক্যে রূপান্তর করুন।
৪২. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন :
৩
- ক. Every Mother loves her child (Negative)
- খ. The teacher said May you prosper in life (Indirect from)
- গ. Without working hard you will not succeed in life (complex sentence)
৪৩. শুন্যস্থান পূরণ করুন:
৩
- ক. He died---an accident.
- খ. A needle is--- useful things.
- গ. Up and doing ------(Phrase-টি অর্থসহ বাকা রচনা করুন)
৪৪. নিচের যে কোন একটি বিষয়ে ইংরেজিতে অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. A Winter Morning.
- খ. Patriotism.
- গ. Dangers of Smoking.
৪৫. অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. পরীক্ষায় দুর্নীতি;
- খ. যৌতুক প্রথা;
- গ. সহিষ্ণুতা
৪৬. ভাব-সম্প্রসারণ করুন:
৫
- জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
৪৭. ক একটি কাজ ১৬ দিনে খ ১০ দিনে করতে পারে। তারা ৬ দিন একত্রে কাজ করার পর চলে গেল। গ ৩ দিনে বাকি কাজ শেষ করল। গ একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে।
৫
৪৮. ইংরেজিতে অনুবাদ করুন:
৫
পরিশ্রম উন্নতির মূল। বিনা পরিশ্রমে কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশ দরিদ্র কিন্তু এদেশের জন্যে আমরা গর্ববোধ করি। আমরা একে সোনার বাংলা বলি। উন্নত দেশের অধিবাসীরা কঠোর পরিশ্রমী। কিন্তু আমরা অলস ও কর্ম-বিমুখ।
৪৯. বাংলায় অনুবাদ করুন:
৫
Man has an unquenchable thirst for knowledge. The more he gathers knowledge, the more thrist for it increases. So any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the ocean of knowledge.