প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০২ (সকল বিভাগ)
পরীক্ষার তারিখ : ৭ জুন ২০০২
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৪০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
৭
- ক. আমি আকাশে অনেকগুলো ঘুড়ি উড়তে দেখলাম।
- খ. তোমার কাজটি শেষ করে খেলার মাঠে এসো।
- গ. তুমি এখন গিটার বাজাবে, তাই না ?
- ঘ. আমার যদি কাড়ি কাড়ি টাকা থাকতো!
- ঙ. সুজন যখন জেগে উঠলো তখন বৃষ্টি পড়ছিল।
- চ. গুজবে কান দেওয়া উচিত নয়।
- ছ. ভালো কথা, 'তোমার ভাই এখন কি করে?
৪২. বাংলায় অনুবাদ করুন:
৭
Of all tropical, diseases the most common is malarial fever. It causes roughly one-third of all the attendances at hospitals in the tropics and about one-third of the entire population in many hot countries suffer from it every year. Although only about one case in several hundreds proves fatal, yet the disease is so prevalent that the total number of deaths due to it is colossal. It has affected Europe as far north as Holland and England. In Greece and around Rome the disease was recently a curse.
৪৩. নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন।
৭
- a. Duty to Parents
- b. Load-shedding
- c. Early Rising
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
৭
- ক. একুশের বইমেলা
- খ. আন্তর্জাতিক শিশু দিবস
- গ. হরতালের একটি দিন।
৪৫. উপযুক্ত বাগধারাযোগে শূন্যস্থান পূরণ করুন:
৫
- ক. আমি ভাই -- কপালে, আমার হয়ত চাকরি হবে না।
- খ. চাঁদে অভিযান এক সময় মানুষের -- ছিল।
- গ. --- কাজের চাপে মামুন সময় করে উঠতে পারেনি
- ঘ. বুড়ো বলে দলে এখন সে -- হয়ে পড়েছে।
- ঙ. রানাকে দেখে ভালো মনে হলে কি হবে, আসলে সে একটা ---।
৪৬. Make sentences with the following-
৫
- a. Short cut:
- b. Keep body and soul together:
- c. On the look out for:
- d. As soon as:
- e. Set aside:
৪৭. কোনো জিনিস উৎপাদনকারী ২০%, পাইকারি বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের খুচরা মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত ?
৫