প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(কংস)
পরীক্ষার তারিখ : ৩১ অক্টোবর, ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: কংস
সেট নং- ০১
জেলার নাম: কুমিল্লা , কুড়িগ্রাম , চাঁপাইনবাবগঞ্জ , পঞ্চগড় , সিরাজগঞ্জ , দিনাজপুর , নাটোর , নীলফামারী ।
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. মানুষ সামাজিক জীব ।
- খ. সে একা থাকিতে পারে না।
- গ. তাই সে সঙ্গ চায়।
- ঘ. অন্যের সাহায্য বিনা সে একদিনও চলিতে পারে না।
- ঙ. এইজন্যই মানুষ বহুদিন হইতে মিলিয়া মিশিয়া একত্রে বাস করিতেছে।
- চ. ইহাকে বলা হয় সমাজ জীবন।
- ছ. সমাজের কেহই যাহা ইচ্ছা তাহা করিতে পারে না।
- জ. তাহাকে আইন ও শৃঙ্খলা মানিয়া চলিতে হয়।
- ঝ. সমাজ আমাদের নানারূপ উপকার সাধন করিয়া থাকে।
- ঞ. আমাদের সামাজিক দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকা উচিত।
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. Education is the backbone of a nation.
- b. No nation can make progress without education.
- c. Education helps man follow the path of truth.
- d. That is why education is essential for all people.
- e. We shall have to be aware of this matter.
- f. The percentage of edugd people is very low in our country.
- g. Provision for education for all classes of people will have to be made.
- h. Our country will make progress if the peopic of our country are educated.
- i. Education will make people responsible.
- j. They will work together for the national progress.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. নিদ্রাহীন একটি রাত
- খ. আপনার দেখা একটি বিজ্ঞান মেলা
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Reckless driving
- খ. Autumn Rain
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. দুর্যোগ (সন্ধি-বিচ্ছেদ);
- খ. কানাকানি (ব্যাসবাক্যসহ সমাস):
- গ. পঙ্কিল (বিপরীতার্থক শব্দ):
- ঘ. আকাশে তোলা ( বীক্য রচনা)
- ঙ. দমন করা যায় না যা (এক কথায় প্রকাশ)
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. Beyond doubt (Make sentence)
- b. Fag end (Make sentence)
- c. Man is mortal (Make it negative sentence)
- d. He will be made president by the people (Change the voice)
- e. 'I never eat for luncheon' (Make it indirect speech)
৪৭. একজন লোক ১২ টাকায় ২০টা দরে এবং ১২ টাকায় ৩০টা দরে সমান সংখ্যক লেবু ক্রয় করে ১২ টাকায় ২৫টা দরে সমস্ত লেবু বিক্রয় করলেন। এতে তাঁর কত লাভ বা ক্ষতি হল।
৫
৪৮. সমাধান করুন:
৫
x + 4y = 5, x² + 4y² = 25