প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(পদ্মা)
পরীক্ষার তারিখ : ৩১ অক্টোবর, ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: পদ্মা
সেট নং- ০১
জেলার নাম: টাঙ্গাইল , কিশোরগঞ্জ , গোপালগঞ্জ , মুন্সিগঞ্জ , রাজবাড়ী , নওগাঁ , ফরিদপুর , মাদারীপুর , মানিকগঞ্জ , নরসিংদী , শেরপুর , নেত্রকোনা ।
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. পানি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অবদান।
- খ. এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না।
- গ. বিশুদ্ধ পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
- ঘ. এই পানি নানা উপায়ে ভূষিত হয় ।
- ঙ. কৃষকরা ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে।
- চ. বৃষ্টি ও বন্যার মাধ্যমে এই রাসায়নিক পদার্থসমূহের একটি অংশ নদী-নালা ও পুকুরের পানির সাথে মেশে।
- ছ. এগুলো ছাড়াও কলকারখানাসমূহ তাদের বর্জ্য নদী-নালায় ফেলে এবং পানি দূষিত করে ।
- জ. প্রচুর শৌচাগার নদী ও খালের তীরে স্থাপন করা হয়।
- ঝ. অনেক কাঁচা ড্রেন নদী ও খালের সাথে সংযুক্ত থাকে।
- ঞ. এই দূষিত পানি মানুষের শরীরে অনিরাময়যোগ্য রোগের সৃষ্টি করে।
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. The utility of newspaper reading cannot be exaggerated.
- b. The newspaper brings the world to our door.
- c. By reading newspaper we get all kinds of Information from home and abroad.
- d. We get the new about the latest political movements and changes in Government.
- e. Those who are interested in sports can find the results of matches of different games.
- f. Those who are interested in films and theatres may turn to film reviews.
- g. We cannot but under at the wide range of news published in a paper.
- h. From space research to the share markets Information-everything has a place in it.
- i. Newspaper reading can be highly educative.
- j. An hour given to the reading of newspaper is thouroughly well utilised.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- খ. একটি নিদ্রাহীন রাত্রি
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Benefits of Education.
- খ. Childhood Memories.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. অরণ্য (সন্ধি-বিচ্ছেদ);
- খ. পলান্ন (ব্যাসবাক্যসহ সমাস):
- গ. সুরভি (বিপরীতার্থক শব্দ):
- ঘ. কাঁঠালের আমসত্ত্ব ( বীক্য রচনা)
- ঙ. এ পর্যন্ত যার দাঁড়ি গোঁফ জন্মায়নি (এক কথায় প্রকাশ)
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. Cry down (Make sentence)
- b. Bag of bones (Make sentence)
- c. God alone is almighty. (Make it negative sentence)
- d. All respect an honest man. (Make it interrogative sentence)
- e. He said, "The tra reached at nine." (Make it indirect speech)
৪৭. এক ব্যক্তি ২৫০ টাকা শত হিসেবে ১০০০টি আম কিনে তার অর্ধেক ৩০০ টাকা শত হিসেবে বিক্রি করে। বাকী আম যা ছিল তার অর্ধেক ২৫০ শত হিসেবে এবং বাকীগুলো ২০০ টাকা শত হিসেবে বিক্রয় করল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হল ?
৫
৪৮. সমাধান করুন:
৫
3(x - 4)² + 5(x-3)² = (2x - 5)(4x - 1) + 24