প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮-(যমুনা)
পরীক্ষার তারিখ : ৩১ অক্টোবর, ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০ (৪০ মিনিট)
কোড নেম: যমুনা
সেট নং- ০১
জেলার নাম: খুলনা , মাগুরা , নোয়াখালী , যশোর , ঝিনাইদহ , কুষ্টিয়া , সাতক্ষীরা , মেহেরপুর , চুয়াডাঙ্গা , নড়াইল ।
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ রচনামূলক প্রশ্ন
[ সময়ঃ ১ ঘন্টা ২০ মিনিট ; মানঃ ৫০ ]
[ দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
১০
- ক. স্বাস্থ্য বিধাতার আশির্বাদস্বরূপ।
- খ. স্বাস্থ্য একজন লোককে সুখী জীবন-যাপনে সমর্থ করে।
- গ. এটা একজন মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ।
- ঘ. ভাল স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক ব্যায়াম অত্যাবশ্যক।
- ঙ. একজন স্বাস্থ্যহীন লোকের নিকট খ্যাতি, সম্মান, সম্পদ সবকিছু অর্থহীন।
- চ. একজন গরীব স্বাস্থ্যবান লোক একজন ধনী স্বাস্থ্যহীন লোক অপেক্ষা অধিকতর সুখী।
- ছ. যার মন ও শরীর দুই-ই সুস্থ সে-ই স্বাস্থ্যবান।
- জ. নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে।
- ঝ. ভাল স্বাস্থ্য পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
- ঞ. ভাল স্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে।
৪২. বাংলায় অনুবাদ করুন :
১০
- a. The profession of teaching is one of the oldest in the world.
- b. It is certainly one of the noblest ones.
- c. The teacher once called 'Guru' always enjoyed the patronage of the state.
- d. In those days teaching was a private affair.
- e. Burtrand Russell said. Teachers are the guardians of civilization.
- f. The art of teaching in modern tims has suffered a revolutionary change.
- g. It has become highly specialized.
- h. Today every teacher has to take training in teaching.
- i. There are a good nomber of teaching methods.
- j. A teacher must know them and apply them in the class-room situation.
৪৩. নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. সুখ
- খ. শব্দ দূষণ
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের উপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্যে) :
৫
- ক. Empowerment of Women.
- খ. Mass Education.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. উন্নয়ন (সন্ধি-বিচ্ছেদ);
- খ. উপসাগর (ব্যাসবাক্যসহ সমাস):
- গ. তীব্র (বিপরীতার্থক শব্দ):
- ঘ. ব্যাঙের আধুলি ( বীক্য রচনা)
- ঙ. আকাশে গমন করে যে (এক কথায় প্রকাশ)
৪৬. Change the following words/sentences as directed:
৫
- a. Set off (Make sentence)
- b. Take to task (Make sentence)
- c. Shila is the most beautiful girl in the class (make it negative sentence)
- d. The old sailor could not sleep (Make it interrogative sentence)
- e. He said. "How charming the sigh is" (Make it indirect speech)
৪৭. গতকাল একটি শেয়ারের মূল্য ১০% বৃদ্ধি পেয়েছিল। আজ ঐ শেয়ারের মূল ১০% হ্রাস পেয়েছে। ঐ শেয়ারে শতকরা কত লাভ বা লোকসান হল ?
৫
৪৮. সমাধান করুন:
৫
(x + 2)(x + 3)(x + 4) + 96 = x²(x + 9) + 5(3x + 13)