প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০২ (ঢাকা বিভাগ)
পরীক্ষার তারিখ : ১৭ আগস্ট, ২০০২
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৩৫
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৫
বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছ। তিনি অত্যন্ত বিদ্বান লোক ছিলেন এবং দরিদ্রদের সাহায্য করতেন। মাতা-পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি কখনও মায়ের আদেশ অমান্য করতেন না। তিনি অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী ছিলেন।
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৫
Parents are the source of our life on earth. It is they who have brought us in the world. They look after us from our infancy with great care and love. Without their loving care our existence on earth be impossible. So, we should obey our parents every now and then.
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. নিরাপদ সড়ক
- খ. বাংলাদেশের কৃষক
- গ. মরণোত্তর চক্ষুদান
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. Gardening
- খ. A Rainy Day
- গ. Tea
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন:
৫
- (ক) লবণ (সন্ধি-বিচ্ছেদ);
উত্তর: লবণ = লো+ অন। - (খ) মধুমাখা (ব্যাসবাক্যসহ সমাসের নাম);
উত্তর: মধু দ্বারা মাখা-তৃতীয়া তৎপুরুষ। - (গ) নতুন ধান্যে হবে নবান্ন (কারক ও বিভক্তি নির্ণয়);
উত্তর: করণ কারকে সপ্তমী বিভক্তি। - (ঘ) ইতিহাস রচনা করেন যিনি (এক কথায় প্রকাশ);
উত্তর: ঐতিহাসিক। - (ঙ) কলকাঠি নাড়া (বাকা রচনা):
উত্তর: কলকাঠি নাড়া (গোপনে পরামর্শ দেয়া বা আড়ালে থেকে উষ্কানি দেয়া): আফজাল সাহেব কলকাঠি নাড়ছেন বলেই বড় সাহেব তোমাকে বারবার বদলি করছেন।
৪১. বাক্য রচনা করুন:
৫
- (ক) Spare no pains (যথাসাধ্য চেষ্টা করা) :
I spared no pains to help you - (খ) To the backbone (হাঁড় বাড়ে) :
The boy is wicked to the backbone - (গ) A bed of roses (ফুলশয্যা):
Life is not a bed to roses. - (ঘ) In full swing (পুরোদমে):
The construction of the Padma bridge is going on in full swing. - (ঙ) Bag and baggage (তল্পিতল্লাসহ):
Rina left the hostel bag and baggage
৪২. ত্রিভুজ আকৃতির একটি জমির তিনদিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০০ মি ৪০০ মি. ও ৫০০ মি.। যদি ঐ জমির বার্ষিক খাজনা টাকা ৭৭৫.৬০ হয়, তবে প্রতি হেক্টর জমির খাজনা কত ?
৫