প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০২ (চট্রগ্রাম বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০২ (চট্রগ্রাম বিভাগ)

পরীক্ষার তারিখ : ১৭ আগস্ট, ২০০২
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৩৫

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :

তোমরা হাজী মুহসিনের নাম শুনেছ কি? তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যে হুগলিতে তাঁর জন্ম হয়। তাঁর অনেক জ্ঞানপিপাসা ছিল। তিনি বহু দেশেও ভ্রমণ করেন এবং অনেক পুস্তক পড়েন। তিনি তাঁর বোন। মনুজানের কাছ থেকে অনেক সম্পত্তি লাভ করেন।

৩৭. বাংলায় অনুবাদ করুন :

A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake and makes them confident. Everybody has something valuable in him.

৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি
  • খ. শিক্ষাই জাতির মেরুদণ্ড
  • গ. জ্ঞানহীন মানুষ পশুর সমান
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. Jute.
  • খ. Dignity of Labour
  • গ. A Village Fair
৪০. নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমতো পরিবর্তন করুন:
  • (ক) অপেক্ষা (সন্ধি-বিচ্ছেদ)
    উত্তর: অপেক্ষা = অপ + ঈক্ষা।
  • (খ) যাতায়াত (ব্যাসবাক্যসহ সমাসের নাম)।
    উত্তর: যাওয়া ও আসা দ্বন্দ্বসমাস।
  • (গ) ধর্মে তোমার মতি হোক (কারক ও বিভক্তি নির্ণয়)
    উত্তর : অধিকরণে সপ্তমী।
  • (ঘ) চক্ষুর সামনে সংঘটিত (এক কথায় প্রকাশ)
    উত্তর: চাক্ষুস।
  • (ঙ) বর্ণচোরা আম (বাক্য রচনা)
    উত্তর: বর্ণচোরা আম: বিশ্ববিদ্যালয় পাস করা ঐ সুদর্শন ছেলেটা কিনা পকেটমার; এ যেন বর্ণচোরা আম।
৪১. বাক্য রচনা করুন:
  • (ক) At the eleventh hour:
    - They won the game at the eleventh hour.
  • (খ) Get rid-of:
    - Try to get rid of your evil company.
  • (গ) Black and blue:
    - The thief was beaten black and blue.
  • (ঘ) From hand to mouth:
    - The majority people of our country live from hand to mouth.
  • (ঙ) In no time:
    - I shall come back in no time.
৪২. একজন ব্যবসায়ী ৭,৫০০ টাকার পাট ক্রয় করলেন। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় তিনি উহার অংশ ২০% ক্ষতিতে বিক্রয় করলেন। অবশিষ্ট পাট কত টাকায় বিক্রয় করলে মোটের ওপর ৩০% লাভ হবে।

ধাপ ১: ক্ষতির পরিমাণ নির্ণয়

মোট পাটের পরিমাণ: ৭৫০০ টাকা
১/৩ অংশের পরিমাণ: ৭৫০০ × ১/৩ = ২৫০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য: ২৫০০ - (২৫০০ এর ২০%) = ২৫০০ - ৫০০ = ২০০০ টাকা

ধাপ ২: মোট লাভের পরিমাণ নির্ণয়

মোট লাভের পরিমাণ: ৭৫০০ × ৩০% = ২২৫০ টাকা
মোট বিক্রয়মূল্য: ৭৫০০ + ২২৫০ = ৯৭৫০ টাকা

ধাপ ৩: অবশিষ্ট পাটের বিক্রয়মূল্য নির্ণয়

অবশিষ্ট পাটের পরিমাণ: ৭৫০০ - ২৫০০ = ৫০০০ টাকা
অবশিষ্ট পাটের বিক্রয়মূল্য: ৯৭৫০ - ২০০০ = ৭৭৫০ টাকা
সুতরাং, অবশিষ্ট পাট ৭৭৫০ টাকায় বিক্রয় করলে মোটের ওপর ৩০% লাভ হবে।

أحدث أقدم