প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০৩ (সিলেট বিভাগ)
পরীক্ষার তারিখ : ১৭ অক্টোবর, ২০০৩
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৭০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৩৫
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৩৫
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৩৬. ইংরেজিতে অনুবাদ করুন :
৫
৩৭. বাংলায় অনুবাদ করুন :
৫
৩৮. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি
- খ. বেকারত্ব
- গ. দুর্নীতি
৩৯. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন:
৫
- ক. Your Neighbour
- খ. Democracy
- গ. Superstition
৪০. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
৫
- ক. তৎসম শব্দ বলতে কী বুঝায়?
- খ. 'ক্ষুৎপিপাসা' শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন।
- গ. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ঘ. আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটিয়াছে। -বাক্যটির শুদ্ধরূপ কী হবে?
- ঙ. 'জগুপ্সা' শব্দটি কোন বাক্যের সংক্ষিপ্ত রূপ?
৪১. Answer the following questions:
৫
- a. I (see) him yesterday. (Use right form of verb)
- b. Either the servants or the master are to blam (Correct the sentence)
- c. As soon as I reached the station, the ain left. (Make it negative)
- d. The tree has been blown-by the strong wind (Fill in the blank)
- e. A black sheep (Make sentence)
৪২. কোনো স্থানে যতো জন লোক ছিল তাদের প্রত্যেকে ততো ৫ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত জন ছিল?
৫