প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০১ ( IDA/ADB Project ) (সকল বিভাগ)

প্রাথমিক সহকারী শিক্ষক ( IDA / ADB Project ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০০১ (সকল বিভাগ)

পরীক্ষার তারিখ : ২০০১
সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০

বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।

সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0

খ. অংশ (রচনামূলক)-৪০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাই না ?
    Ans: The earth moves round the sun, isn't it ?
  • খ. আমি যদি তোমাকে আগে চিনতাম।
    Ans: If I knew you before!
  • গ. আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে ঘণ্টা পড়ল।
    Ans: No sooner had I reached the school the bell rang
  • ঘ. ইচ্ছা থাকলে উপায় হয়।
    Ans: Where there is a will, there is a way.
  • ঙ. তুমি আসার আগে আমি কাজটি শেষ করে ফেলব।
    Ans: I shall have finished the work before you come.
  • চ. সুষম খাদ্য খেয়ে তুমি ভালোভাবে বাঁচতে পার।
    Ans: By eating balanced diet, you can live well.
  • ছ. আলম সাহেব যেমন দয়ালু তেমনি বিনয়ী।
    Ans: Mr. Alam is as polite as kind.
  • জ. পরিশ্রম না করলে কেউ জীবনে উন্নতি করতে পারে না।
    Ans: None can prosper in life without industry.
৪২. বাংলায় অনুবাদ করুন:
  • a. Bangladesh is a small country.
    উত্তর: বাংলাদেশ একটি ছোট দেশ।
  • b. Our country is full of natural resources.
    উত্তর: আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ।
  • c. Our progress depends on the proper use of these resources.
    উত্তর: এসব সম্পদের যথাযথ ব্যবহারের ওপর আমাদের উন্নয়ন নির্ভর করে।
  • d. To kill time in idleness will not do.
    উত্তর: অলসতায় সময় নষ্ট করলে চলবে না।
  • e. It is our duty to build the country.
    উত্তর: দেশকে গড়ার দায়িত্ব আমাদের।
  • f. All of us will have to work hard.
    উত্তর: আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।
  • g. No nation can prosper without Industry.
    উত্তর: পরিশ্রম ব্যতীত কোনো জাতি উন্নতি করতে পারে না।
  • h. We shall bear in mind that industry is the key to success.
    উত্তর: আমাদের মনে রাখতে হবে যে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।
৪৩. নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন:
  • ক. আর্সেনিক দূষণ
  • খ. নিয়মানুবর্তিতা
  • গ. কম্পিউটার।
৪৪. নিচের যে কোনো একটি বিষয়ের ওপর ইংরেজিতে একটি অনুচ্ছেদ রচনা করুন :
  • a. Traffic Jam
  • b. A Book fair
  • c. Patriotism.
৪৫. Change the following sentences as directed:
  • a. a. I shall always remember you. (Negative sentence)
    -I shall never forget you.
  • b. It is a very beautiful house. (Exclamatory sentence)
    -What a beautiful house it is!
  • c. Health is wealth. (Complex sentence)
    -It is health which is wealth.
  • d. He said to me. Where are you going now? (Indirect narration)
    -He asked me where I was going then.
  • e. Mr Zaman is the wisest man in the village (Positive degee)
    -No other man in the village is as wise as Mr. Zaman.
৪৬. ভাব ঠিক রেখে নিচের বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন।
  • ক. তস্কর। (সন্ধি বিচ্ছেদ)
    - তঃ + কর।
  • খ. উপকার করার ইচ্ছা। (একথায় প্রকাশ)
    - উপচিকীর্ষা।
  • গ. আমি বই পড়ছি। (কর্মবাচ্য)
    - আমার দ্বারা বই পড়া হচ্ছে।
  • ঘ. আবির্ভাব। (বিপরীতার্থক শব্দ)
    - তিরোধান।
  • ঙ. তিনি আমাকে বললেন, 'তুমি সুখী হও'। (পরোক্ষ উক্তি)
    - তিনি আমাকে সুখী হতে আশীবাদ করলেন।
৪৭. কোনো এক বেসরকারি প্রতিষ্ঠানে জনপ্রতি দুপুরের খাবার ১২ টাকায় দেয়া হয়। এ মূল্য প্রকৃত মূল্যের ৬০%। প্রতিষ্ঠানটি জনপ্রতি কত টাকা ভর্তুকি দেয় ?

ধরি, জনপ্রতি দুপুরের খাবারের প্রকৃত মূল্য ১০০ টাকা।
প্রশ্নমতে, প্রকৃত মূল্যের ৬০% = ১২ টাকা।
সুতরাং, ১০০% = ১২/৬০ × ১০০ টাকা = ২০ টাকা।
জনপ্রতি দুপুরের খাবারের প্রকৃত মূল্য ২০ টাকা।
প্রতিষ্ঠানটি ভর্তুকি দেয় = (২০ - ১২) টাকা = ৮ টাকা।
সুতরাং, প্রতিষ্ঠানটি জনপ্রতি ৮ টাকা ভর্তুকি দেয়।

নবীনতর পূর্বতন