প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০০ (সকল বিভাগ)
বি: দ্র: প্রতিটি প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
খ. অংশ (রচনামূলক)-৪০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
- ক. চন্দ্র যেন রাতের প্রদীপ।
Ans: The moon is as the lamp of the night. - খ. তার কথায় আমি না হেসে পারলাম না।
Ans: I could not but laugh to her words. - গ. চাঁদ অথবা তারা কিছুই আকাশে দৃশ্যমান ছিল না।
Ans: Neither the moon nor stars were visible in the sky. - ঘ. তুমি কি কাল বাড়ি যাচ্ছ?
Ans: Are you going home tomorrow? - ঙ. বলা সহজ কিন্তু করা কঠিন।
Ans: It is easy to say, but difficult to do. - চ. মেয়েটিকে নাচের পোষাকে কত সুন্দর দেখায়!
Ans: How beautiful the girl looks wearing on dancing dress! - ছ. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল।
Ans: No sooner had we reached the station the train left. - জ. গত কয়েকদিন যাবতৎ প্রবল বৃষ্টি হচ্ছে।
Ans: It has been toont raining severly for last few days.
- ক. We could not be satisfied at his conduct.
উত্তর: আমরা তার আচরণে সন্তুষ্ট হতে পারলাম না। - খ. Bangladesh is a populous country, isn't she?
উত্তর: বাংলাদেশ জনবহুল দেশ, তাই নয় কি? - গ. The sun had set before he reached home.
উত্তর: সে বাড়ি পৌঁছার পূর্বে সূর্য অস্ত গেল। - ঘ. Example is better than precept.
উত্তর: উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভাল। - ঙ. The man seems to be tired.
উত্তর: লোকটিকে ক্লান্ত মনে হচ্ছে। - চ. Alas!, What will happen to me!
উত্তর: হায়! আমার কি হবে। - ছ. The child is growing up day by day.
উত্তর: শিশুটি দিনে দিনে বড় হচ্ছে। - জ. It takes two to make quarrel.
উত্তর: এক হাতে তালি বাজে না।
- ক. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
- খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- গ. নারী শিক্ষা
- ক. Family Planning
- খ. A Rainy Day
- গ. A Village Market.
- ক. I entered the room and switched on the right. (Simple sentence)
- Entering the room, I switched on the light. - খ. The teacher said, "Keep quite, my dear boys". (Indirect narration)
- The teacher ordered the boys to keep quite. - গ. Dhaka is the largest city in Bangladesh. (Positive degree)
- Dhaka is as large as any other city in Bangladesh. - ঘ. Coloumbus discovered America. (Passive voice)
- America was discovered by Coloumbus. - ঙ. The Padma is a big river. (Exclamatory sentence)
- What a big river the Padma is!
- ক. শিক্ষক তাকে শ্রেণীকক্ষের বাইরে যেতে নির্দেশ দিলেন। (প্রত্যক্ষ উক্তি)
শিক্ষক বললেন, 'বাইরে যাও।" - খ. রহিম এ মোকদ্দমায় সাক্ষী দিবে। (শুদ্ধ বাক্য)
– রহিম এ মোকাদ্দমায় সাক্ষ্য দিবে। - গ. আয় অনুসারে যে ব্যয় করে। (এক কথায় প্রকাশ)
– মিতব্যয়ী। - ঘ. আমি চাঁদ দেখেছি। (কর্ম বাচ্য)
– আমার কর্তৃক চাঁদ দেখা হয়েছে। - ঙ. সে বৃক্ষ হইতে অবতরণ করিল। (চলিত রীতি)
- সে গাছ হতে নামল।
ধাপ ১: ক ও খ এর ১ দিনের কাজ নির্ণয় করা
ক ১০ দিনে করে ১ অংশ কাজ
ক ১ দিনে করে ১/১০ অংশ কাজ
খ ১৫ দিনে করে ১ অংশ কাজ
খ ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
ধাপ ২: ক ও খ এর ২ দিনের কাজ নির্ণয় করা
ক ও খ ১ দিনে করে (১/১০ + ১/১৫) অংশ কাজ = (৩ + ২)/৩০ অংশ কাজ = ৫/৩০ অংশ কাজ = ১/৬ অংশ কাজ
ক ও খ ২ দিনে করে (১/৬) × ২ অংশ কাজ = ১/৩ অংশ কাজ
ধাপ ৩: অবশিষ্ট কাজ নির্ণয় করা
অবশিষ্ট কাজ = ১ - ১/৩ অংশ কাজ = ২/৩ অংশ কাজ
ধাপ ৪: খ এর অবশিষ্ট কাজ শেষ করার সময় নির্ণয় করা
খ ১/১৫ অংশ কাজ করে ১ দিনে
খ ২/৩ অংশ কাজ করে ১ × ১৫ × ২/৩ দিনে = ১০ দিনে।
উত্তর: খ অবশিষ্ট কাজ ১০ দিনে শেষ করতে পারবে।