প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-১৯৯৮ (সকল বিভাগ)
পরীক্ষার তারিখ : ১৯৯৮
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৮০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট () করলে উত্তরটি বাতিল বলে গণ্য হবে।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৪০
১. যে-কোন একটি বিষয়ের উপর Paragraph লিখুন।
৫
- ক. Flood in Bangladesh
- খ. Flowers of Bangladesh
- গ. Student Unrest
২. যে কোন একটি বিষয়ের উপর অনুচ্ছেদ লিখুন ।
৫
- ক. মাছধরা
- খ. বনভোজন
- গ. আমার শখ
৩. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ৪টি বিরাজমান সমস্যা উল্লেখ করে তার সমাধান উল্লেখ করুন।
৪
৪. সরল করুন:
৩
- ১৫ ÷ ১৫ × ১৫
- ১৫ ÷ ১৫ এর ১৫
১৫ ÷ ১৫ × ১৫
= ১ × ১৫
= ১৫
১৫ ÷ ১৫ এর ১৫
১৫ ÷ ২২৫
= ০.০৬৬৬
৫. ১০টি সংখ্যার যোগফল ৪৬২ । ১ম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮। ৫ম সংখ্যাটি কত ?
৩
প্রশ্নমতে, ১০টি সংখ্যার যোগফল = ৪৬২
প্রথম চারটি সংখ্যার গড় = ৫২
প্রথম চারটি সংখ্যার সমষ্টি = ৫২ × ৪ = ২০৮
শেষ পাঁচটি সংখ্যার গড় = ৩৮
শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি = ৩৮ × ৫ = ১৯০
এখন, প্রথম চারটি সংখ্যা ও শেষ পাঁচটি সংখ্যার যোগফল হলো = ২০৮ + ১৯০ = ৩৯৮
সুতরাং, ৫ম সংখ্যাটি হলো: ৪৬২ - ৩৯৮ = ৬৪
অতএব, ৫ম সংখ্যাটি ৬৪।
৬. Translation into English
৪
- ক. আজ ভাত খাব না।
- I won't eat rice today. - খ. চুরি করা অপরাধ।
-To steal is an offence. - গ. আমার মাথা ধরেছে।
- I have a bad headache. - ঘ. সাতদিন যাবৎ তাকে দেখি না।
- I have not seen him for seven days. - ঙ. কাল আমার ঘুম হয়নি।
-I could not sleep yesterday. - চ. তোমাকে দেখলেই অসুস্থ মনে হয়।
- You look as sick. - ছ. তিনি তার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ।
-He speaks of his daughter very highly. - জ. আজকাল তাকে প্রায়ই বাড়িতে পাওয়া যায় না।
- Now a days he is rarely found at home.
৭. Narrate the following in the speech as directed.
৮
- a. He says that he is right. (Direct)
--He says, "I am right." - b. The teacher said to the students, "Do the sum." (Indirect)
- The teacher ordered the students to do the sum. - c. He told me to try to get a job. (Direct)
- He said to me. "Try to get a job." - d. He said to me, "Let us go for a walk." (Indirect)
-He proposed to me that we should go for a walk.
৮. বঙ্গানুবাদ করুন :
৮
- ক. To err is human.
– মানুষ মাত্রেই ভুল হয়। - খ. Where there is a will, there is a way.
- ইচ্ছা থাকলে উপায় হয়। - গ. If you are wise, you will look before you leap.
-যদি তুমি জ্ঞানী হও, তুমি ভাবিয়া কাজ করবে। - ঘ. Cut your coat according to your cloth.
-আয় বুঝে ব্যয় কর। - ঙ. Which subject do you like best ?
- কোন বিষয়টি তুমি সবচেয়ে বেশি পছন্দ কর ? - চ. Pen through the line.
- ছত্রটি কেটে দাও ? - ছ. Dhaka is famous for muslin.
-ঢাকা মসলিনের জন্যে বিখ্যাত। - জ. Two and two make four.
- দুয়ে দুয়ে চার হয়।