বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: প্রতিশব্দ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৬৭)
১. 'অবাচীন' শব্দের অর্থ কা? [ বিসিক এর এক্সটেনশন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (খ) মূর্খ
২. অভিরাম' এর সমার্থক শব্দ কোনটি? [ বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর: ১২ ]
উত্তর: (খ) রমণীয়
৩. 'অভিরাম' শব্দের অর্থ কী? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (গ) সুন্দর
৪. 'অলীক' শব্দের অর্থ কী? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (ঘ) মিথ্যা
৫. 'অষ্টরম্ভা' শব্দের অর্থ হলো- [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ১০ ]
উত্তর: ব্যাখ্যা: 'অষ্টরম্ভা' শব্দের অর্থ হবে- কিছুই না,শূন্য ফাঁকি।
৬. 'অনন্তর' শব্দের অর্থ- [ রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩ ]
উত্তর: (গ) অতঃপর
৭. ‘অগ্নি-সহ' শব্দের অর্থ- [ অগ্রণী ব্যাংক লি. অফিসার: ১১ ]
উত্তর: (ঘ) যা আগুনে পোড়ে না
৮. 'অধমর্ণ' শব্দের অর্থ- [ অগ্রণী ব্যাংক লি. অফিসার: ১১ ]
উত্তর: (ঘ) ঋণী
৯. ‘অছি' শব্দের অর্থ- [ অগ্রণী ব্যাংক ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১ ]
উত্তর: (গ) অভিভাবক
১০. ‘অত্যহিত' শব্দের অর্থ- [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার- ১১ ]
উত্তর: (খ) অতি অনিষ্ট
১১. ‘অপোগণ্ড' শব্দের অর্থ নয়- [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ): ১৪ ]
উত্তর: (গ) দরিদ্র
১২. ”আশী” শব্দের অর্থ কোনটি? [ রাবি: ০৪-০৫ ]
উত্তর: ব্যাখ্যা: আশী অর্থ- সাপের বিষদাত ।
১৩. ‘পাণি গ্রহণ’ কথাটি যা থেকে এসেছে- [ সহকরী জজ নিয়োগ পরীক্ষা: ০৮ ]
উত্তর: (ঘ) হাত
১৪. কোনটি “বিবাহ” শব্দের প্রতিশব্দ নয়! [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৯ ]
উত্তর: (ঘ) পানি প্রার্থী
১৫. পনস' কোন ফলের নাম? [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫ ]
উত্তর: (ক) কাঁঠাল
১৬. নিকুঞ্জ' শব্দের সঠিক অর্থ কোনটি? [ ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার: ১৩ / দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (ঘ) বাগান
১৭. দৌবারিক শব্দের অর্থ কী ? [ শাবি: ০৮-০৯ ]
উত্তর: (গ) দারোয়ান
১৮. ‘ভিষক’ শব্দের সঠিক অর্থ কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :০১ ]
উত্তর: (খ) চিকিৎসক
১৯. ‘তক্ষক’ শব্দের অর্থ- [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক(বেতার প্রকৌশল প্রশিক্ষণ):০৩ ]
উত্তর: (ঘ) ছুতার
২০. ’ঋজু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) সোজা
২১. ‘অপলাপ’ শব্দের অর্থ কি? [ ২২তম বিসিএস ]
উত্তর: (ক) অস্বীকার
২২. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (ক) বিপ্লব
২৩. ইত্তেফাক শব্দের মানে কি? [ বন অধিদপ্তরের বন প্রহরী : ১৩ ]
উত্তর: (ক) সম্প্রীতি
২৪. 'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -(হেমন্ত) :১০ ]
উত্তর: (ক) প্রধান
২৫. 'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (ক) সূত্রপাত
২৬. কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ? [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (হাসনাহেনা) :১১ ]
উত্তর: (খ) উৎকণ্ঠা
২৭. 'জঙ্গম' -এর সমার্থক শব্দ কোনটি? [ সাব রেজিস্ট্রার : ০১ ]
উত্তর: (খ) গতিশীল
২৮. ”জঙ্গম” শব্দের অর্থ কি? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]
উত্তর: (ঘ) চলন্ত
২৯. ”প্রভাত সূর্যের” সমার্থক শব্দ কোনটি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো) : ১৩ ]
উত্তর: (গ) অরুণ
৩০. ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক:০৩ ]
উত্তর: (ঘ) কেনাবেচা
৩১. 'বিরাগী' শব্দের অর্থ কি? [ সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: ১৫ ]
উত্তর: (ক) উদাসীন
৩২. ‘বামেতর’ শব্দটির অর্থ- [ ২৩তম বিসিএস ]
উত্তর: (খ) ডান
৩৩. ‘মুখচোরা’ -এর সঠিক অর্থ কোনটি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী) : ১২ ]
উত্তর: (ক)
৩৪. ‘শীকর’ শব্দের অর্থ কি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা) :১৩ ]
উত্তর: (গ) জলকণা
৩৫. 'শিষ্টাচার' -এর সমার্থক শব্দ কোনটি? [ ১১তম বিসিএস ]
উত্তর: (খ) সদাচার
৩৬. ‘অনীক’ শব্দের অর্থ- [ ৩০তম বিসিএস ]
উত্তর: (গ) সৈনিক
৩৭. 'অনুপম' এর সমার্থক শব্দ কোনটি? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৫ ]
উত্তর: (গ) মনোরম
৩৮. 'মনোরম'- এর সমার্থক শব্দ কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১ ]
উত্তর: (ক) রমণীয়
৩৯. ”আধেক” কথাটির শিষ্টরুপ কি? [ ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (ক) অর্ধেক
৪০. 'আসার' শব্দের অর্থ কী? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর:১১ ]
উত্তর: (গ) প্রবল বৃষ্টিপাত
৪১. 'আষাঢ়ে মেঘ থেকে আসার নামে'- এ বাক্যে 'আসার' শব্দের অর্থ কি? [ ৮ম বিজেএস(সহকারী জজ) : ১৩ ]
উত্তর: (গ) জলকণা
৪২. ‘আভরণ’ শব্দের অর্থ কি? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০৫ ]
উত্তর: (ক) অলংকার
৪৩. আশীর্বাদের প্রতিশব্দের শুদ্ধ বানান কোনটি? [ কর্মসংস্থান ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ০১ ]
উত্তর: (গ) আশিস
৪৪. ‘আল্লাহ হাফেজ’ শব্দের অর্থ কোনটি? [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা: ০৬ ]
উত্তর: (খ) আল্লাহ আপনাকে রক্ষা করুন
৪৫. ‘উপরোধ’ শব্দের অর্থ কি? [ ২৮তম বিসিএস ]
উত্তর: (গ) অনুরোধ
৪৬. 'উপাধান' এর সমার্থক শব্দ কোনটি? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) বালিশ
৪৭. 'উদ্যত' এর সমার্থক শব্দ কোনটি? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (ক) বলিষ্ঠ
৪৮. 'এপিটাফ' শব্দের অর্থ- [ রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (গ) সমাধি লিপি
৪৯. 'ঐকতান' বোঝায়- [বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৬ ]
উত্তর: (ক) সমস্বর
৫০. ‘কিণাঙ্ক’- শব্দের অর্থ কী? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০ ]
উত্তর: (গ) কড়া
৫১. 'কুজ্বটিকা' শব্দের অর্থ হলোঃ [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (ঘ) কুয়াশা
৫২. ‘কালকূট’ শব্দের অর্থ কি? [ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী: ১০ ]
উত্তর: (গ) তীব্র বিষ
৫৩. ”কপর্দকহীন” শব্দের সঠিক অর্থ কোনটি ? [ দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিচালক: ১০ ]
উত্তর: (খ) নিঃস্ব
৫৪. ‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁআ শব্দের অর্থ- [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ১০ ]
উত্তর: (গ) কানায় কানায় পরিপূর্ণ
৫৫. ’কিরীট’ শব্দটির সঠিক অর্থ কি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) মুকুট
৫৬. ’কালাকাল’ শব্দটির সঠিক অর্থ কি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) সুসময় ও দুঃসময়
৫৭. ক্রোশ শব্দের অর্থ কি? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) দুই মাইল
৫৮. ‘কেওয়াট’ -এর আভিধানিক অর্থ কোনটি? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার: ০৪ ]
উত্তর: (গ) কপাট
৫৯. 'খাদির' শব্দের অর্থ কি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর:১১ ]
উত্তর: (ক) খয়ের
৬০. কোনটি ভিন্নার্থক ? [ জনতা ব্যাংক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (খ) খদির
৬১. ’খক্ষ’-এর সমার্থক শব্দ কোনটি? [ জনতা ব্যাংক অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (খ) ভল্ল
৬২. ”গুবাক” শব্দের অর্থ কি? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার :১৫ ]
উত্তর: (ঘ) সুপারীগাছ
৬৩. ’জাফরি’ শব্দটির সঠিক অর্থ কি? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (গ) চৌকা ছিদ্রের বেড়া
৬৪. 'ঘাঘু' শব্দে কি বোঝায়? [ সাইফার অফিসার : ৯৯ ]
উত্তর: (ক) অভিজ্ঞ
৬৫. 'জাহাকুল আবদ' শব্দের অর্থ- [উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (খ) গোলামের হাসি
৬৬. 'ঝি' -র সমার্থক শব্দ কোনটি? [ পূবালী ব্যাংক অফিসার : ১৪ ]
উত্তর: (ঘ) সুতা
৬৭. 'টীকা ভাষ্য' অর্থ --- [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন :১৪ ]
উত্তর: (ক) ব্যাখ্যা বিশ্লেষণ
৬৮. তয়খানা অর্থ কি ? [ কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক:১০ ]
উত্তর: (খ) ভূগর্ভস্থ কক্ষ (গ্রীষ্মকালে বাসের জন্য)
৬৯. 'তণ্ডুল' শব্দের অর্থ-- [ উপজেলা/থানা শিক্ষা অফিসার:৯৯ ]
উত্তর: (গ) চাল
৭০. ‘দাখিলা’ শব্দের অর্থ- [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক:০৯ ]
উত্তর: (গ) খাজনার রশিদ
৭১. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৯ ]
উত্তর: (খ) বিখ্যাত
৭২. 'নির্বন্ধ' অর্থ-- [ তিতাস গ্যাস ডেপুটি অ্যাসিস্ট্যার্ট অফিসার : ১১ ]
উত্তর: (ক) বিধান
৭৩. 'নির্বন্ধ' ও 'প্রথিত' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে ---
উত্তর: (গ) বিধান, বিখ্যাত
৭৪. ”নীপ” শব্দের অর্থ কোনটি? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১৬ ]
উত্তর: (গ) কদম
৭৫. ‘প্রাংশু’ শব্দের অর্থ কি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক :১১ ]
উত্তর: (খ) দীর্ঘকায়
৭৬. ”প্রতীকধর্মী” মানে হচ্ছে- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী: ১৩ ]
উত্তর: (ক) নিদর্শন জ্ঞাপক
৭৭. পুষ্পারতি শব্দের অর্থ- [ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক : ১৩ ]
উত্তর: (ঘ) ফুলের নিবেদন
৭৮. প্রীণন শব্দের প্রতিশব্দ কোনটি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ক) প্রীতি সম্পাদন
৭৯. পল্বল শব্দের প্রতিশব্দ কোনটি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (খ) ডোবা
৮০. প্রকৃত এর সমার্থক শব্দ কোনটি? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী : ১৪ ]
উত্তর: (গ) যথার্থ
৮১. 'প্রাকৃত' এর অর্থ কি ?
উত্তর: (খ) স্বাভাবিক
৮২. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৮ ]
উত্তর: (খ) মৃদু
৮৩. 'পোখরাজ' মানে-- [ রুপালী ব্যাংক জুনিয়র অফিসার :১৩ ]
উত্তর: (গ) মনি বিশেষ
৮৪. 'পরার্থ' শব্দের অর্থ-- [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৬ ]
উত্তর: (ক) পরোপকার
৮৫. ’পুন্ড্র’ শব্দটির সঠিক অর্থ কি? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (খ) ইক্ষু
৮৬. 'পরশ্ব' 'শব্দটির অর্থ কী? [ ৩৫তম বিসিএস ]
উত্তর: (ক) পরশু
৮৭. ”পঞ্চম স্বর”-এর অর্থ কী? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৫ ]
উত্তর: (ক) কোকিলের সুরলহরী
৮৮. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-- [ ৩৬তম বিসিএস ]
উত্তর: (গ) উৎকর্ষ
৮৯. 'প্রস্রবণ' শব্দের অর্থ- [উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (গ) ঝরনা
৯০. বদান্যতা শব্দের অর্থ কি? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী: ১৩ ]
উত্তর: (গ) দানশীলতা
৯১. ব্রাত্য শব্দের সমার্থক শব্দ- [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার:০৮ ]
উত্তর: (ক) পতিত
৯২. ব্রততী শব্দের প্রতিশব্দ কোনটি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (গ) লতা
৯৩. 'বিজিত' শব্দের অর্থ কী? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল):১৫ ]
উত্তর: (ক) পরাজিত
৯৪. 'মৃগয়া' শব্দের অর্থ--[সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক:০৯ ]
উত্তর: (খ) হরিণ শিকার
৯৫. 'মঙ্গা' শব্দের অর্থ কি? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) অভাব
৯৬. 'রসাতল' --অর্থ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৪ ]
উত্তর: (গ) ধ্বংস
৯৭. 'শ্বশ্রূ' এর অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৮ ]
উত্তর: (ঘ) শাশুড়ি
৯৮. 'শুক্তি' শব্দটির অর্থ-- [ রূপালী ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (গ) ঝিনুক
৯৯. 'শকট' শব্দের অর্থ কী? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (ক) গাড়ি
১০০. ' সওগাত ' শব্দের অর্থ কি? [ সোনালী ব্যাংক অফিসার : ১৪ ]
উত্তর: (ক) উপহার
১০১. ”সম্মার্জনী” শব্দের অর্থ- [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন):১৩ ]
উত্তর: (গ) ঝাড়ু
১০২. ‘সংহারক’ শব্দের অর্থ কি? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব: ১৩ ]
উত্তর: (গ) ক ও খ উভয়ই
১০৩. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি? [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (খ) সন্ধ্যা
১০৪. ‘সেতারা’ শব্দের অর্থ হলো- [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (ক) তারকা
১০৫. সুপ্ত শব্দের সঠিক অর্থ কী? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার:০৯ ]
উত্তর: (ঘ) নিদ্রিত
১০৬. স্বাক্ষর শব্দের অর্থ কি? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০১ ]
উত্তর: (ক) দস্তখত
১০৭. সপ্তসুরে কথাটি বলতে কি বুঝায়? [ পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী : ১৪ ]
উত্তর: (ক) সাতটি সুর । ব্যাখ্যা: সপ্তম সুরের অর্থ-উচ্চ বা চড়া সুর। সপ্তসুর-সাতটি সুর ।
১০৮. 'জুলমাত' শব্দের অর্থ কি? [ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট:১৫ ]
উত্তর: (ক) অন্ধকার
১০৯. ‘স্বার্থহীনতা’র সমার্থকতা পাওয়া যায় যে শব্দে- [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (খ) লোকহিত
১১০. 'কু' জন শব্দের অর্থ - [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (ক) খারাপ লোক
১১১. 'সারমেয়' শব্দের অর্থ- [ জনপ্রশাসন মন্ত্রনালয়ের অধীন পিএসসির সহকারী পরিচালক:১৬ ]
উত্তর: (গ) কুকুর
১১২. সমার্থক নয় এমন শব্দগুচ্ছ শনাক্ত করুন। [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ক) কুক্কুর, কুক্কুট , সারমেয়
১১৩. ভুল প্রতিশব্দটি নির্ণয় কর। [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (খ) ইচ্ছা-পরশ্রীকাতরতা
১১৪. ' তুবড়ি ' শব্দের অর্থ - [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]
উত্তর: (ক) বাজি
১১৫. 'কপোল' এর প্রতিশব্দ কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর:১১ ]
উত্তর: (খ) গাল
১১৬. 'ধীমান ' শব্দটির অর্থ কি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৪ ]
উত্তর: (খ) বুদ্ধিমান
১১৭. 'কারকিত' শব্দের অর্থ - [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৮ ]
উত্তর: (খ) কৃষিকর্ম
১১৮. 'ওদন: শব্দের অর্থ- [ পল্লী সঞ্চয় ব্যাংক ক্যাশ অফিসার:১৮ ]
উত্তর: (গ) ভাত
১১৯. লুদ্ধ শব্দের অর্থ কি ? [ রুপালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৮ ]
উত্তর: (ক) লোলুপ
১২০. ’তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? [ ৩৯তম বিসিএস ]
উত্তর: (ক) তামসিক
১২১. ’লেফাফা’ শব্দের অর্থ কী? [ সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]
উত্তর: (গ) মোড়ক
১২২. 'প্রক্ষালন' শব্দের অর্থ কি? [ বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ১৮ ]
উত্তর: (ক) ধৌতকরণ
১২৩. 'পাতক' শব্দের অর্থ কী? [ বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ১৮ ]
উত্তর: (ক) পাপ
১২৪. 'কিশলয়' শব্দের অর্থ কি? [ বিসিআইসি এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) : ১৮ ]
উত্তর: (খ) কচি পাতা
১২৫. 'পেটোয়া' শব্দের অর্থ হলো- [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর :১৯ ]
উত্তর: (ক) অনুগত
১২৬. হরিৎ অর্থ কি ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অফিস সহায়ক:১৯ ]
উত্তর: (ঘ) সবুজ
১২৭. 'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়? [ ১৫ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ( স্কুল / সমপর্যায় ) :১৯ ]
উত্তর: (গ) প্রত্যাবান
১২৮. প্রসূন-এর প্রতিশব্দ হলো- [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর:১১ ]
উত্তর: (গ) গ,ঘ
১২৯. 'অভিরাম' শব্দের অর্থ কি? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (গ) সুন্দর
১৩০. 'ঊর্ণনাভ' -শব্দটি দিয়ে বোঝায়- [ ৪০ তম বিসিএস ]
উত্তর: (ঘ) মাকড়সা
১৩১. দেউড়ি শব্দের অর্থ কি ? [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ৯৯ ]
উত্তর: (ঘ) কোনটিই নয় । ব্যাখ্যা: দেউড়ি শব্দের অর্থ সদর প্রবেশ পথ,তোরণ,ফটক,সিংহদ্বার
১৩২. 'পেলব' শব্দের অর্থ কী? [ কর্মাস ব্যাংক সহকারী অফিসার : ১৬ ]
উত্তর: (ঘ) কোমল
১৩৩. 'অনিন্দ্য' শব্দের অর্থ কোনটি? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল :১৯ ]
উত্তর: (ক) নিন্দার অযোগ্য
১৩৪. 'উষ্ণীষ' -এর শব্দার্থ-- [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (গ) পাগড়ি
১৩৫. 'প্রাতিস্বিক' শব্দটির অর্থ- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (ক) স্বকীয়
১৩৬. নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয়- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) অনিকেত: অপবিত্র । ব্যাখ্যাঃ অনিকেত অর্থ গৃহহীন, উন্মুল।
১৩৭. 'নান্দী' শব্দের অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী : ২০ ]
উত্তর: (ক) স্তুতি
১৩৮. 'কচি' শব্দটির অর্থ কী? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট:২০ ]
উত্তর: (ক) নতুন
১৩৯. 'সম্বোধন' শব্দের অর্থ- [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার : ২২ ]
উত্তর: (ক) আহ্বান
১৪০. 'আদ্যোপান্ত' শব্দের অর্থ কী? [ সুন্দরবন গ্যাস কোম্পানির অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেশন অফিসার : ২০ ]
উত্তর: (ঘ) আগাগোড়া
১৪১. 'কোন্দল' শব্দের অর্থ কী? [ সুন্দরবন গ্যাস কোম্পানির অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেশন অফিসার: ২০ ]
উত্তর: (ঘ) বিবাদ
১৪২. 'কুসীদজীবী' বলতে কাদের বুঝায়? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (গ) সুদখোর
১৪৩. 'প্রমাদ' শব্দের অর্থ কী? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]
উত্তর: (ঘ) ভুলভ্রান্তি
১৪৪. 'ঘিলু' শব্দের অর্থ কী? [ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১ ]
উত্তর: (ঘ) সব কয়টি
১৪৫. 'ঝিনুক' এর প্রতিশব্দ কোনটি? [ জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী : ২১ ]
উত্তর: (খ) শুক্তি
১৪৬. 'দ্রবণ' শব্দের অর্থ হলো- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (খ) ক্ষরণ
১৪৭. 'কিংবদন্তি' শব্দের সঠিক অর্থ- [ বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (খ) লোকশ্রুতি
১৪৮. 'আচমন' এর সমার্থক হলো- [ প্রবাসী কল্যাণ বাংকের অফিসার- ২১ ]
উত্তর: (গ) প্রক্ষালন
১৪৯. "অপ্রতুল' শব্দের অর্থ কি? [ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২ ]
উত্তর: (গ) অপর্যাপ্ত
১৫০. 'অনিবর্চনীয়' শব্দটির অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ২২ ]
উত্তর: (গ) বর্ণনাতীত
১৫১. ' ঐক্য' শব্দটির প্রতিশব্দ কোনটি? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২২ ]
উত্তর: (খ) একতা
১৫২. 'গিরিসংকট' শব্দের অর্থ কী? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ২২ ]
উত্তর: (গ) পার্বত্য বন্ধুরতা
১৫৩. 'উদ্বাসন' শব্দের অর্থ কী? [ ৪২তম বিসিএস ]
উত্তর: (ক) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
১৫৪. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? [ ৩৭তম রিসিএস ]
উত্তর: (ঘ) একযোগে
১৫৫. নিম্নের কোনটি 'ঋক্ষ' শব্দের সমার্থক শব্দ? [ সহকারী জজ : ২২ ]
উত্তর: (গ) নক্ষত্র
১৫৬. 'অতঃপর' শব্দের মূলশব্দ কোনটি? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ২২ ]
উত্তর: (ক) অনন্তর
১৫৭. 'আবহাওয়া' শব্দের সমার্থক শব্দগুচ্ছ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার : ২২ ]
উত্তর: (ক) জলহাওয়া, জলবাতাস, আবহ
১৫৮. 'সুলোচন' শব্দের অর্থ- [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার : ২২ ]
উত্তর: (ক) যার চোখ সুন্দর
১৫৯. 'নিসর্গ' শব্দটির অর্থ কী? [ খাদ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]
উত্তর: (ক) প্রকৃতি
১৬০. 'সিডর' শব্দের অর্থ কী? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ২৩ ]
উত্তর: (ক) চোখ
১৬১. 'নিঝুম' শব্দের অর্থ কী? [ বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩ ]
উত্তর: (গ) নীরব
১৬২. 'বন্ধুর' শব্দের সমার্থক শব্দ কোনটি? [ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩ ]
উত্তর: (খ) অসমতল
১৬৩. 'গৌরিদান' বলতে বোঝায়- [ সুন্দরবন গ্যাসের সিনিয়র টেকনিশিয়ান: ২৩]
উত্তর: (ক) বাল্য বিবাহ
১৬৪. 'বল্কল' শব্দের অর্থ কোনটি? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]
উত্তর: (ঘ) বৃক্ষাত্বক
১৬৫. 'ম্রিয়মান' শব্দের অর্থ কোনটি? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩ ]
উত্তর: (ঘ) যার মৃত্যু অবস্থা
১৬৬. 'সময়টা প্রশান্তির জন্য প্রশস্ত নয়' এ বাক্যে 'প্রশস্ত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩ ]
উত্তর: (ঘ) উপযুক্ত
১৬৭. 'মজলুম' শব্দের অর্থ কী? [ বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান: ২৩ ]
উত্তর: (গ) অত্যাচারিত