বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: বাক্য প্রকরণ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (১৯৭)
১. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? [ পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১ ]
উত্তর: (গ) শব্দ
২. 'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? [ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২ ]
উত্তর: (ক) সরল বাক্য
৩. ভাষার মূল উপাদান কী? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
উত্তর: (ঘ) ধ্বনি
৪. বাক্যের দুটি অংশ থাকে- [ ৪২তম বিসিএস ]
উত্তর: (গ) উদ্দেশ্য, বিধেয়
৫. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'...... এ বাক্য কোন ধরনের? [ ৪১তম বিসিএস ]
উত্তর: (খ) নির্দেশাত্মক
৬. 'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য? [৪৩তম বিসিএস ]
উত্তর: (খ) জটিল বাক্য
৭. তাতে সমাজজীবন চলে না।' এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? [ ]
উত্তর: (গ) তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে।
৮. ভাষার মৌলিক অংশ- [ বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১ ]
উত্তর: (ক) ধ্বনি, শব্দ, বাক্য
৯. ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।' এ বাংলা ভাষায় কী বলে? [ বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১ ]
উত্তর: (গ) বর্ণ
১০. সরল বাক্যে রূপান্তর করুন: 'ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই। [ সমন্বিত ও ব্যাংকের সিনিয়র অফিসার : ২১ ]
উত্তর: (ক) অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে।
১১. 'অসহায়ের পাশে দাঁড়াও।' এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]
উত্তর: (গ) কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।
১২. বাক্যের প্রধান তিনটি অংশ- [ এনএসআই এর ফিল্ড অফিসার: ২১ ]
উত্তর: (ঘ) কর্তা, কর্ম, ক্রিয়া
১৩. 'যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।' কোন ধরনের বাক্য? [ উত্তরা ব্যাংকের অ্যাসিসট্যান্ট অফিসার : ২২ ]
উত্তর: (ক) মিশ্র বাক্য
১৪. 'যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন।'- কোন ধরনের বাক্য? [খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ২১ ]
উত্তর: (ক) মিশ্র বাক্য
১৫. অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কী হারাবে? [ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক: ২১ ]
উত্তর: (গ) যোগ্যতা
১৬. 'জ্ঞানী লোক সকলের সম্মান পান'- এটি কোন ধরনের বাক্য? [রাজউকের ইমারত পরিদর্শক :২২ ]
উত্তর: (ক) সরল
১৭. 'ড. আখতার হামিদ খান হলেন বাংলাদেশর পল্লী উন্নয়নের পথিকৃৎ' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির- [ বার্ড এর সহকারী পরিচালক : ২২ ]
উত্তর: (গ) সরল
১৮. ঈশ্বর তাহারই সাহায্য করেন, যে নিজে নিজের সাহায্য করে। এটি কোন ধরনের বাক্য? [ পল্লী বিদু্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার : ২১ ]
উত্তর: (গ) জটিল বাকা
১৯. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ২২ ]
উত্তর: (ক) তিনটি
২০. নিচের কোনটি জটিল বাক্য? [ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশানর কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২২ ]
উত্তর: (গ) যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
২১. 'সে যে কোথায় তা আমার জানা নাই' কোন ধরনের বাক্য? [ সিজিএ’র কম্পিউটার মুদ্রাক্ষরিক : ২২ ]
উত্তর: (ক) জটিল
২২. নিচের কোনটি যৌগিক বাক্য? [ ৪৪তম বিসিএস ]
উত্তর: (ঘ) ছেলেটি চঞ্চল তবে মেধাবী
২৩. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]
উত্তর: (খ) জটিল
২৪. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? [ ১৭তম শিক্ষক নিবন্ধন : ২২ ]
উত্তর: (ক) পদ
২৫. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? [বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২ ]
উত্তর: (ক) সরল
২৬. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? [ সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]
উত্তর: (ঘ) যৌগিক বাক্য
২৭. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? [পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]
উত্তর: (ক) বাহুল্য দোষ
২৮. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩]
উত্তর: (ক) সরল
২৯. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩ ]
উত্তর: (ক) বাক্য
৩০. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]
উত্তর: (ঘ) যৌগিক
৩১. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (ক) বাক্যে
৩২. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (ক) যৌগিক
৩৩. জটিল বাক্যের অন্য নাম কী? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (ক) মিশ্র বাক্য
৩৪. কোনটি বাক্যের বাহন? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১২ ]
উত্তর: (ক) শব্দ
৩৫. অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য কী হারায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যোগ্যতা
৩৬. ‘আপনি যাকে ঘৃণা করেছেন সে গরিব বটে, কিন্তু লোভী নয়’-এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যৌগিক বাক্য
৩৭. ‘ধর্ম ও ন্যায়ের পথে চলো’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ? [১২তম বিজেএস :১৮ ]
উত্তর: (খ) উপদেশ
৩৮. কোন বাক্যের প্রতিটি বাক্যই স্বাধীন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) যৌগিক
৩৯. 'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান' এটি কোন ধরনের বাক্য? [সিজিডিএফ এর কার্যালয় অডিটর :১৯ ]
উত্তর: (ক) সরল বাক্য
৪০. শব্দ প্রয়োগকালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কোনটিই নয়
৪১. 'সে একজন বিদুষা নারী।' বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বানানজনিত
৪২. ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকতে হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তিনটি
৪৩. ‘এ কথা কে না জানে। -অর্থানুসারে বাক্যটি কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রশ্নবোধক
৪৪. বাক্যের তিনটি গুণ কী কী? [ ২৯ তম বিসিএস ]
উত্তর: (খ) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
৪৫. নিচের কোনটি বাক্যের সঠিক সংজ্ঞা? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) অর্থবোধক শব্দসমষ্টি
৪৬. ‘মেঘ গর্জন করে এবং ময়ুর নৃত্য করে।’ -এই যৌগিক বাক্যটির সরল রূপান্তর কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
৪৭. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।”-বাক্যটির নেতিবাচক রূপ নিম্নের কোনটি? [ স্বাস্থ্য সহকারী : ১০ ]
উত্তর: (গ) প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
৪৮. একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কী বাক্য বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সরল বাক্য
৪৯. 'তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি' এটা কোন আশ্রিত বাক্যের উদাহরণ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক : ১৪]
উত্তর: (গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য
৫০. বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কী বলা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আকাঙক্ষা
৫১. বর্ণনামূলক বাক্য কত প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দুই প্রকার
৫২. বাক্যের মৌলিক উপাদান কোনটি? [ উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (ক) শব্দ
৫৩. ভাষার মূল উপকরণ কী ? [ ১১তম প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ঘ) বাক্য
৫৪. যে উদ্দেশ্য বা বিধেয় একটি মাত্র পদ নিয়ে গঠিত হয় তাকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সরল উদ্দেশ্য বা বিধেয়
৫৫. “আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল”-বাক্যটিতে কোন দোষ আছে? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০১ ]
উত্তর: (গ) উপমার ভুল প্রয়োগ
৫৬. বাগধারা কিংবা প্রবাদ প্রবচনের পরিবর্তন করলে বাক্যের কোন গুণটি নষ্ট হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যোগ্যতা
৫৭. নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
৫৮. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য? [ ১৮ তম বিসিএস ]
উত্তর: (ক) যৌগিক বাক্য
৫৯. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার: ১৯ ]
উত্তর: (ক) গুরুচণ্ডলী দোষ
৬০. ‘সে আসতে চায়,তথাপি আসে না “ এটা কোন ধরনের বাক্য? [ সিটি ব্যাংক প্রবেশনারী অফিসার : ১১ ]
উত্তর: (ক) যৌগিক বাক্য
৬১. ‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরনের বাক্য? [ ৮ম প্রভাষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (ঘ) মিশ্র বাক্য
৬২. সে কি যাবে ? -এটি কোন ধরনের বাক্য? [ পেট্রাবাংলার হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (গ) প্রশ্নসূচক
৬৩. বাক্যের বলিষ্ঠ ভঙ্গিকে কী গুণ বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ওজো গুণ
৬৪. ‘আগে তুমি ছোট হও, তবে বড় হবে।’-এ বাক্যটি কীরূপ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক বাক্য
৬৫. “শবপোড়া” শব্দটির কী দোষ দেখা যায়? [ পিকেএসএফ এর সহকারী ব্যবস্থাপক : ১৯ ]
উত্তর: (ক) গুরুচন্ডালী
৬৬. হলুদ ফুল ফুটেছে- বাক্যটিতে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কীভাবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিশেষণ যোগে
৬৭. কোনটি সরল বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ধনের ধর্মই অসাম্য
৬৮. "যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।"- [ ৮ম প্রভাষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (ঘ) জটিল বাক্য
৬৯. ‘যেমন কাজ করবে তেমন ফল পাবে।”-বাক্যটির সরল রূপ কোনটি? [ সমাজসেবা অফিসার : ১০ ]
উত্তর: (ক) কাজ অনুযায়ী ফল পাবে
৭০. “সকল আলেমগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট? [ ৭ম শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (খ) বাহুল্য দোষে
৭১. “সকল শিক্ষকগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]
উত্তর: (ঘ) বাহুল্য দোষে
৭২. কোনটি অস্বস্তিবাচক বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) জায়গাটা নির্জন
৭৩. বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কোন দোষ ঘটে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাহুল্য দোষ
৭৪. গঠন অনুসারে বাক্য কত প্রকার? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]
উত্তর: (ক) তিন প্রকার
৭৫. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’-এটা কোন বাক্য? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯]
উত্তর: (খ) সরল বাক্য
৭৬. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সরল
৭৭. কোন বাক্যে অপ্রচলিত শব্দ ব্যবহার করলে কী হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়
৭৮. ‘পরিশ্রম করে সে সাফল্য লাভ করেছে।’-এ বাক্যটি গঠন অনুসারে কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সরল বাক্য
৭৯. একটি সার্থক বাক্যের গুণ কী কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আকাঙক্ষা, আসত্তি, যোগ্যতা
৮০. আকাঙক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কীসের গুণ ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (গ) বাক্যের
৮১. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কী মারটাই না মারল
৮২. পুকুরে ইলিশ মাছ জন্মে না- এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সরল বাক্য
৮৩. বাক্যের ‘মাধুর্য গুণ’ বাক্যকে কী বৈশিষ্ট্যমণ্ডিত করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
৮৪. আমাদের কাল বার্ষিক পরীক্ষা শুরু। বাক্যের গুণ বিচারে এখানে কোন বৈশিষ্ট্যের অভাব লক্ষ করা যায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আসত্তি
৮৫. ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়- [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ৯৩ ]
উত্তর: (ক) সাধু ও চলিত ভাষার মিশ্রণ
৮৬. ইংরেজি Complex ও Compound sentence- এর বঙ্গানুবাদ কোন বাক্যে করলে সহজ ও সুন্দর হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) একাধিক সরল বাক্যে
৮৭. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃংখল পদবিন্যাসই হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আসক্তি
৮৮. "মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে"- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়— [ ৩৬ তম বিসিএস]
উত্তর: (গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
৮৯. "মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না’ কোন ধরনের বাক্য ? [ রাবি: ০৮-০৯ ]
উত্তর: (খ) সরল বাক্য
৯০. "আমি যাব,তবে কাল যাব’ এটি কোন ধরনের বাক্য ? [ সিলেট গ্যাস ফিল্ড অ্যাসিসট্যান্ট ম্যানেজার : ১৩ ]
উত্তর: (ঘ) যৌগিক বাক্য
৯১. 'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -২০০৮]
উত্তর: (ঘ) অনুজ্ঞাবাচক
৯২. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন। [ সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৭ ]
উত্তর: (গ) ইহাদের মত রূপবতী মরণী আমার অন্ত:পুরে নাই
৯৩. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে- এটি কোন ধরনের বাক্য? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০১ ]
উত্তর: (ঘ) যৌগিক বাক্য
৯৪. 'তুমি আসবে বলে হে সখিনা বিবির কপাল ভাঙল।' -এটি কোন বাক্য? [ ৩৩ তম বিসিএস ]
উত্তর: (খ) মিশ্র বা জটিল
৯৫. সরল বাক্যে রুপান্তর কর - 'যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে'। [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ) : ১১]
উত্তর: (গ) আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে
৯৬. ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।” বাক্যটি- [ জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্টি এক্সিকীউটিভ অফিসার :১৫ ]
উত্তর: (ঘ) সরল
৯৭. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যোগ্যতা
৯৮. আশ্রিত খণ্ডবাক্য কয় প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তিন প্রকার
৯৯. ‘সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত-এটি কোন ধরনের বাক্য? [ সমাজসেবা অফিসার : ০৭ ]
উত্তর: (ক) সরল
১০০. ‘গরু মাংস খায়’ -বাক্যটি অশুদ্ধ কেন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যোগ্যতার অভাব
১০১. ‘হয় রওয়ানা হও, নতুবা গাড়িতে ওঠ’ -এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক বাক্য
১০২. 'হৈম তার অর্থ বুঝিল না' এর অস্তিবাচক কোনটি? [ কর্ম কমিশনের সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (ঘ) কোনটাই নয়
১০৩. যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম- এটি কোন জাতীয় বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মিশ্র বাক্য
১০৪. 'তাঁর টাকা আছে, কিন্তু দান করেন না' এটি একটি— [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক বাক্য
১০৫. বাক্যে যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত থাকে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ৬টি
১০৬. একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সরল উদ্দেশ্য
১০৭. যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে-বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ কীভাবে ঘটেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সমার্থক বাক্যাংশ যোগে
১০৮. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? [ ১০ম বিসিএস ]
উত্তর: (গ) শবদাহ
১০৯. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? [ ৯ম প্রভাষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (খ) সে স্কুলে যাবে
১১০. 'পড়া শেষে খেলতে যাব'- এ বাক্যে কী প্রকাশ পেয়েছে? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (গ) অভিব্যক্তি
১১১. ' তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না ' বাক্যটির নেতিবাচক রূপ --- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার: ১৮ ]
উত্তর: (খ) তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না।
১১২. 'কর্ম কর, অনুরুপ ফল পাবে।' __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কার্যকারণাত্বক
১১৩. ’বাংলাদেশ যেন জয়লাভ করে’ । - এটি কোন ধরনের বাক্য ? [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৮ ]
উত্তর: (ক) প্রার্থনাসূচক
১১৪. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্য কোন দোষে দুষ্ট হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাহুল্য দোষ
১১৫. 'চন্দ্র পৃথিবীর চারিদিকে' বাক্যটিতে কীসের অভাব রয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আকাঙ্ক্ষা
১১৬. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিম্নের কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তোকে থাকতে হবে
১১৭. “মানুষ ক্রুদ্ধ হলে তার কাণ্ডজ্ঞান লোপ পায়”-এ বাক্যটি কীরূপ বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সরল বাক্য
১১৮. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? [ সোনালী,জনতা,অগ্রণী,রূপালী ব্যাংক অফিসার : ০৮ ]
উত্তর: (ক) ২টি
১১৯. 'যা নিবাস, তা আমার নাই'- বাক্যটি-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মিশ্র বাক্য
১২০. কোনটি যৌগিক বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) তুমি যদি আমার বাড়িতে আস,আমি খুশি হব
১২১. টাকা পেলেই ধার শোধ করব- অর্থানুসারে বাক্যটি কোন প্রকার? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) শর্তবাচক
১২২. কোনটি যৌগিক বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
১২৩. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র-এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সরল
১২৪. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অনুসর্গ
১২৫. কোন বাক্যে উপমার ভুল হলে কোন গুণের অভাব থাকে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যোগ্যতা
১২৬. ‘তার ধন আছে, কিন্তু বিদ্যা নেই’-বাক্যটি কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক
১২৭. গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কী কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সরল, জটিল ও যৌগিক
১২৮. 'গান শেষ হলে বাড়ি ফিরব'- বাক্যটিতে কোন গুণের অভাব আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মাধুর্য
১২৯. "তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।" নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর : ১১ ]
উত্তর: (খ) অচিরেই তাদের ভুল ভাঙে
১৩০. 'কবি ছিলেন একজন বড় রবীন্দ্রনাথ' বাক্যটিতে কীসের অভাব রয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ)
১৩১. বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কী বলা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আকাঙক্ষা
১৩২. ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ -এখানে কী অর্থে ‘অনুজ্ঞা’ ব্যবহৃত হযেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) উপদেশ
১৩৩. 'সে বলতে চায় তথাপি বলে না' - এটি কোন শ্রেণীর বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যৌগিক বাক্য
১৩৪. “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি”- এটি কোন শ্রেণীর বাক্য? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক : ১৩ ]
উত্তর: (ক) সরল বাক্য
১৩৫. কোনটি জটিল বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে
১৩৬. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী? [ ১৪ তম বিসিএস ]
উত্তর: (গ) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
১৩৭. 'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে'- এই সরল বাক্যের মিশ্র বাক্যের রূপ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
১৩৮. ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ -এটি কোন ধরনের বাক্য [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) খণ্ড
১৩৯. “তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার” -কোন বাক্যের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) যৌগিক বাক্য
১৪০. “কে জানত আমার ভাগ্যে এমন হবে”-এই বাক্যটি নিম্নের কোন কালের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) সাধারণ বর্তমান
১৪১. ‘বহু কষ্টে শিক্ষালাভ করেছে।’ -এই সরল বাক্যটির যৌগিক রূপান্তর কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সে বহু কষ্ট করেছে এবং শিক্ষা লাভ করেছে
১৪২. ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য ? [ ২৬ তম বিসিএস]
উত্তর: (ঘ) মিশ্র বাক্য
১৪৩. কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।-- বাক্যটি কোন প্রকারের? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যৌগিক
১৪৪. সার্থক বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) মালিনী ফুল তুলে মালা গাঁথে
১৪৫. বাক্যে একপদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে? [ ৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২ ]
উত্তর: (খ) আকাঙ্ক্ষা
১৪৬. নিচের কোনটি জটিল বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যে ব্যক্তি পরিশ্রমী, সে সুখী হয়
১৪৭. ‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটা কোন ধরনের বাক্য? [ ৯ম বিজেএস : ১৪ ]
উত্তর: (ক) যৌগিক বাক্য
১৪৮. ‘তাঁর বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি’- এটা কোন ধরনের বাক্য? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (জবা) : ০৯ ]
উত্তর: (ক) যৌগিক বাক্য
১৪৯. 'যখন বিপদ আসে, তখন দুঃখ ও আসে'। গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) মিশ্র বাক্য
১৫০. ' বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'। বাক্যটি কোন শ্রেণীর? [ সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ ) : ১৯ ]
উত্তর: (গ) যৌগিক বাক্য
১৫১. ‘তার নালিশটা অযৌক্তিক’ কোন ধরনের বাক্য? [ সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (খ) অস্তিবাচক
১৫২. ' যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ’ [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]
উত্তর: ক,ঘ
১৫৩. 'যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তিনি দানশীল' এটি কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জটিল বাক্য
১৫৪. “প্রধান শিক্ষক শুনে তিরস্কার করলেন”-এ বাক্যে কোন গুণের অভাব আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আকাঙক্ষা গুণ
১৫৫. ‘যখন তোমার হাতে টাকা হবে, তখন আমাকে দিও’ -কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) জটিল
১৫৬. 'গরু আকাশে উড়ছে' বাক্যটিতে কীসের অভাব রয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যোগ্যতা
১৫৭. সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশ পরিবর্তন করতে হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়
১৫৮. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক : ১৯ ]
উত্তর: (গ) আদেশ সূচক
১৫৯. 'খোদা আপনার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (খ) বিধান
১৬০. ‘অরণ্যে রোদন’ না বলে বনে ক্রন্দন’ বললে বাক্যটি কী হারাবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) যোগ্যতা
১৬১. ‘তাহার হাসিতে গান , তাহার কান্নায় গান। ‘ কোন ধরনের বাক্য ? [ রুপালি ব্যাংকের সিনিয়র অফিসার : ২০ ]
উত্তর: (গ) যৌগিক
১৬২. কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে।’ বাক্যটি কী হারিয়েছে ? [ সোনালী ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর : ২০ ]
উত্তর: (গ) যোগ্যতা
১৬৩. 'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম।'- গঠন অনুসারে বাক্যটি যে ধরনের- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯ ]
উত্তর: (ক) সরল
১৬৪. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]
উত্তর: (ঘ) ধ্বনি
১৬৫. ‘অশ্ব দ্রুত চলে’-এ বাক্যে বিধেয়-সম্প্রসারণ ঘটেছে কীভাবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ক্রিয়া বিশেষণ যোগে
১৬৬. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) পড়াতাম
১৬৭. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল সরল বাক্য বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যৌগিক বাক্য
১৬৮. কোনটি জটিল বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যদিও লোকটি গরিব তথাপি সৎ
১৬৯. তিনি সৎ, কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য? [ ১১তম প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) যৌগিক বাক্য
১৭০. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ কোন ধরনের বাক্য? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ০৬ ]
উত্তর: (খ) যৌগিক
১৭১. ‘লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ’ কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) জটিল
১৭২. 'একটু আগে যিনি এখানে এসছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) জটিল
১৭৩. ‘যেহেতু তুমি বেশী নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য? [ ২৫ তম বিসিএস ]
উত্তর: (খ) জটিল
১৭৪. কোন বাক্যে যদি উপমার ভূল থাকে তবে উক্ত বাক্যে কোন বাক্যে কোন গুণের অভাব দেখা দেয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) যোগ্যতা
১৭৫. বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আকাঙ্ক্ষা
১৭৬. কতগুলো পদ একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বাক্য
১৭৭. বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৮ ]
উত্তর: (গ) যৌগিক
১৭৮. হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়।- এই জটিল বাক্যের সরল রূপ হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
১৭৯. কোনটি সরল বাক্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
১৮০. তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ- এ বাক্যটি কোন দোষে দুষ্ট? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দুর্বোধ্যতা
১৮১. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
১৮২. ‘সত্য কথা বলি নি,তাই বিপদে পড়েছি’ কোন ধরনের বাক্য? [অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (ঘ) যৌগিক
১৮৩. সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকীত হয়ে থাকে ।' - কোন ধরনের বাক্য ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৬]
উত্তর: (ক) যৌগিক
১৮৪. মিশ্র বাক্যের অপর নাম কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যৌগিক বাক্য
১৮৫. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে-- [ গণযোগাযোগ অধিদপ্তরের সহ. তথ্য অফিসার : ১৩ ]
উত্তর: (ঘ) ৩ টি
১৮৬. গরুর শকট, মড়াদাহ, শবপোড়া- এই শব্দগুলো কোন দোষে দুষ্ট? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) গুরুচণ্ডালী দোষে
১৮৭. কোন বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কী বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) উদ্দেশ্য
১৮৮. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? [ ১৮ তম বিসিএস ]
উত্তর: (ক) বর্ণ
১৮৯. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) একত্রিত
১৯০. শুদ্ধ বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দীনতা প্রশংসনীয় নয়
১৯১. কোনটি সরল বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) তুমি যেও না
১৯২. ‘হযরত মোহাম্মদ (সা:) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর— [ ১৭ তম বিসিএস]
উত্তর: (ঘ) সরল
১৯৩. ‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য? [ ৯ম প্রভাষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (ঘ) জটিল বাক্য
১৯৪. ‘যদি বৃষ্টি হয়, তবে বের হব না’। বাক্যটি কোন ধরনের? [সহকারী তথ্য অফিসার : ১৩ ]
উত্তর: (খ) জটিল
১৯৫. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষে দুষ্ট? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গুরুচণ্ডালী দোষে
১৯৬. ‘গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া কর’ -এই সরল বাক্যটির জটিল রূপ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক ( সিলেট) : ০৫ ]
উত্তর: (ক) লেখাপড়া কর তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
১৯৭. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয় ? [ ৩৮তম এবং ৩৫ তম বিসিএস ]
উত্তর: (গ) আসক্তি