শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ mcq প্রশ্ন উত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: শব্দের বিশিষ্ট অর্থ ও প্রয়োগ mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫৭)

১. নিচের কোনটি ‘দুর্বল‘ অর্থের প্রকাশক ? [ জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]

উত্তর: (গ) অঙ্কে কাঁচা

২. নিচের কোনটি ‘দ্রুততার’র বিশিষ্টার্থক প্রয়োগ ঘটেছে? [ রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]

উত্তর: (গ) নাকে-মুখে

৩. ‘কানে তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? [ উপজেলা / থানা শিক্ষা অফিসার : ৯৯ ]

উত্তর: (ক) কোনো কথা উত্থাপন করা

৪. 'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।' এখানে 'কথা' শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (গ) অসদ্ভাব

৫. 'চাল নেই ,চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে? [ পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার : ১৯ ]

উত্তর: (খ) আশ্রয়

৬. 'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]

উত্তর: (খ) অতিবাহিত

৭. ‘রি রি করা’ দিয়ে কি প্রকাশ পায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (ক) তীব্র ক্রোধ

৮. 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য ? [ পেট্রোবাংলা হিসাব সহকারী : ১৯ ]

উত্তর: (খ) হাত গুটান

৯. কোন বাগধারাটি দ্বারা 'আগ্রহ' বোঝায়? [ পোস্টাল অপারেটর : ১৯ ]

উত্তর: (গ) মাথা ব্যথা

১০. ‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁআ শব্দের অর্থ- [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ১০ ]

উত্তর: (গ) কানায় কানায় পরিপূর্ণ

১১. দেশের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব। -এখানে ‘দিব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) উৎসর্গ করা

১২. নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১১ ]

উত্তর: (গ) মাথা ধরা

১৩. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? [ ১০তম বিসিএস ]

উত্তর: (খ) মাথা খাটিয়ে কাজ করবে

১৪. সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ- [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ০০ ]

উত্তর: (খ) বন্ধ হওয়া

১৫. ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ --এ বাক্যে ‘মুখ’ কি অর্থ ব্যবহৃত হয়েছে? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক : ০৯ ]

উত্তর: (ঘ) সম্মান

১৬. 'ছেলেটিকে চোখে চোখে রেখো' - এখানে 'চোখে চোখে' কোন অর্থ প্রকাশ করছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) সতর্কতা অর্থে

১৭. কোন বাক্যে ‘পাতা’ শব্দটি ‘স্থাপন’ অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) হাঁড়িতে দই পাতি

১৮. “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি? [ শিক্ষা অধিদপ্তরের চিফ ইন্সট্রাক্টর : ০৩ ]

উত্তর: (খ) সর্বনাশ করা

১৯. ‘এত অল্প টাকায় মাস চলবে না’ - এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ০১ ]

উত্তর: (ক) সংকুলান হওয়া

২০. ‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’- ‘মাথা খাও’ বলতে- [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ১০ ]

উত্তর: (গ) মাথার দিব্যি

২১. ‘ছাত্রটি অংকে বেশ পাকা’ -এখানে ‘পাকা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অভিজ্ঞ

২২. কোন বাক্যে ‘বড়’ শব্দটি ‘ধনী’ অর্থে ব্যবহৃত হয়েছে? [ সহকারী আবহাওয়াবিদ : ০০ ]

উত্তর: (ক) সেলিম সাহেব একজন বড়লোক

২৩. এ ব্যাপারে আমার কোন হাত নেই - এ বাক্যে ‘হাত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) প্রভাব

২৪. 'ঐ চাকরীর আশা ছেড়েছি"-কোন অর্থ প্রকাশ পায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) হতাশা

২৫. ‘কোন বাক্যে ‘কাটা’ শব্দটি বিপদমুক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) যাক বিপদ কেটে গেছে

২৬. “যা বুঝ না তাতে নাক গলাবে না।” --এখানে ‘নাক’ শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অনধিকার চর্চা

২৭. কোন বাক্যে ‘কথা’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) তুমি ধনীর ছেলে তোমার সাথে কার কথা চলে

২৮. ‘ছেলেটির অংকে মাথা নাই’ --এ বাক্যে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (খ) বুদ্ধি

২৯. 'এই ব্যাপারে তোমার কোন হাত নাই' এখানে 'হাত' কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ বিআরডিবি মাঠ সংগঠক : ১৩ ]

উত্তর: (খ) কর্তৃত্ব

৩০. কোন বাক্যে ‘কান’ গ্রাহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) কান কথায় কান দিও না

৩১. নিচের কোন বাক্যে ‘মাথা’ দিব্যি অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) মাথা খাও, এ কাজ কর না

৩২. “ঊর্ণভব”-শব্দটি দিয়ে বুঝায়- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) মাকড়সা

৩৩. ‘আদর দিয়ে ছেলেটির মাথা খেয়েছ’ - এ বাক্যে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) নষ্ট করা

৩৪. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’--- এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে? [ ২১তম বিসিএস ]

উত্তর: (ঘ) শক্তি

৩৫. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ - এখানে মুখ কোন অর্থ প্রকাশ করছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) দিক

৩৬. ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) প্রশংসায় মুখরিত হওয়া

৩৭. ‘ডাক্তার বাবুর হাতযশ আছে’ -এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ ১৫তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]

উত্তর: (ক) নিপুণতা

৩৮. কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার : ১২ ]

উত্তর: (গ) হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না

৩৯. ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ- [ ২০ তম বিসিএস ]

উত্তর: (গ) ফাঁকি দেওয়া

৪০. ‘আমরা যার কথা বলছি তার চুল পাকা।’ -এখানে ‘পাকা’ শব্দটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ক) অভিজ্ঞ

৪১. “আজিকে হেথায় রবির কর কেমনে পশিল প্রাণের পর।” - এখানে ‘কর’ কোন অর্থ প্রকাশ করছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) কিরণ

৪২. নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি গম্ভীর অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) তার মুখ তোলা কঠিন

৪৩. এবার তোমাকে হাতে পেয়েছি- এ বাক্যে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) আয়ত্তে পাওয়া

৪৪. কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়? [ ২৬তম বিসিএস ]

উত্তর: (ঘ) পাকা আম

৪৫. “অভিরাম”শব্দের অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) সুন্দর

৪৬. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

কৃপণ

উত্তর: (ঘ)

৪৭. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’- এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) প্রশ্নোবোধক

৪৮. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪ ]

উত্তর: (ঘ) প্রসন্ন হওয়া

৪৯. নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]

উত্তর: (খ) ছেলেটি অংকে পাকা

৫০. ‘কাঁচা’ শব্দটি নিচের কোন বাক্যে ‘অসিদ্ধ’ অর্থ প্রকাশ করেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ)

৫১. সুযোগ যখন পেয়েছি এবার দেখে নেব। - এখানে ‘দেখে নেব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (গ) প্রতিশোধ নেয়া

৫২. ‘পা চালাও’ বলতে বোঝায়- [ সাইফার অফিসার : ৯৯ ]

উত্তর: (গ) দ্রুত চলো

৫৩. কোন বাক্যে ‘ছাড়া’ শব্দটি ত্যাগ করা ব্যবহৃত হয়েছে? [ পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার কর্মকর্তা : ৯৫ ]

উত্তর: (খ) ঝগড়া করে শিকদার সাহেব চাকুরী ছেড়েছেন

৫৪. কোন বাক্যে ‘গা’ শব্দটি গ্রাহ্য অর্থে ব্যবহৃত? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) বড় বেহায়া ছেলে, কোন কথায় গায়ে মাখে না

৫৫. কোন জোড়াটি ভিন্নার্থক? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]

উত্তর: (ঘ) অন্ধের ষষ্টি - অক্কা পাওয়া

৫৬. ‘তিনি এ গ্রামের মাথা’। এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে? [ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহকারী পরিচালক : ০১ ]

উত্তর: (খ) প্রধান

৫৭. ‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

উত্তর: (গ) কৃতকর্ম

    নবীনতর পূর্বতন