বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: প্রবাদ-প্রবচন mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৫৯)
১. ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো- [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (ঘ) খুব অনুগত ব্যক্তি
২. যে ব্যক্তি উভয় কুল রক্ষা করে চলে- প্রবাদ বাক্যে তাকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বরের ঘরের পিসী, কনের ঘরের মাসী
৩. ‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? [ ১০তম বিসিএস ]
উত্তর: (ঘ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
৪. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? [ ১০তম বিসিএস ]
উত্তর: (গ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
৫. ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়? [ সমন্বিত চার ব্যাংকের অফিসার : ০৮ ]
উত্তর: (খ) ছোটবড় যাবতীয় কাজ করা
৬. 'মেঘের ছায়া ' প্রবচনটির অর্থ - [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (খ) ক্ষণস্থায়ী
৭. 'ঊনো বর্ষায় দুনো শীত' প্রবচনটি যে অর্থ প্রকাশ করে , তা হলো __ [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (খ) যে বছর কম বৃষ্টি হয় সে বছরে শীত বেশি পড়ে
৮. 'খিচুড়ি পাকানো' প্রবচনটির অর্থ __ [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার (ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (খ) বিশৃঙ্খলা সৃষ্টি করা
৯. যেমন কর্ম তেমন ফল’ প্রবাদটির সমার্থক বাক্য বা বাগধারা কোনটি? [ স্ট্যান্ডার্ড ব্যাংক সহকারী অফিসার : ১২ ]
উত্তর: (ঘ) ইটটি মারলে পাটকেল খেতে হয়
১০. 'যেমন কর্ম তেমন ফল' ---বাক্যটি কী? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (গ) সাপেক্ষ সর্বনাম
১১. ’বাজারে কাটা’ প্রবাদের অর্থ কি? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (খ) বিক্রি হওয়া
১২. কোনটি প্রবচন ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৪ ]
উত্তর: (গ) পুরোনো চাল ভাতে বাড়ে
১৩. কোনটি প্রবচন ? [ জনতা ব্যাংক সহকারী এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (ক) কাঁচা বাশে ঘুন
১৪. 'পাওয়ার আগে ভোগের আয়োজন'-এ কথাটির প্রবাদ বাক্য কোনটি? [ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:১৬ ]
উত্তর: (ঘ) গাছে কাঁঠাল গোফেঁ তেল
১৫. ”উচিত কথায় মামা বেজার”- এটি যে শ্রেণির প্রবাদ- [ সমন্বিত ব্যাংক অফিসার : ১৮ ]
উত্তর: (ক) সমালোচনামূলক
১৬. না পড়ে পন্ডিত প্রবচনটির অর্থ- [ পূবালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৯ ]
উত্তর: (গ) ডিগ্রিবিহীন পন্ডিত
১৭. জলের রেখা খলের পিরিতি ’ প্রবাদটির অর্থ কী? [ পূবালী ব্যাংক সহকারী অফিসার (ক্যাশ ) : ১৯ ]
উত্তর: (খ) ক্ষণস্থায়ী
১৮. ’ডানায় ভর দিয়ে চলা’ প্রবাদটির অর্থ কী? [ পূবালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৯ ]
উত্তর: (খ) গা বাঁচিয়ে চলা
১৯. 'ভেড়ার গোয়ালে আগুন লাগা' প্রবাদটির অর্থ - [ রুপালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৯ ]
উত্তর: (খ) অকার্যকর কোলাহল
২০. 'অল্পজলের মাছ' প্রবচনটির মানে _ [ পূবালী ব্যাংক অফিসার : ১৪ ]
উত্তর: (ক) নিতান্তই বোকা
২১. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ? [ ১৮তম বিসিএস ]
উত্তর: (গ) ধরি মাছ না ছুই পানি
২২. ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ- [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার (আইটি) : ১৬ ]
উত্তর: (ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
২৩. “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে- [ ১৩তম বিসিএস ]
উত্তর: (গ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
২৪. গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়? [ ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৯ ]
উত্তর: (খ) অসারের তর্জন গর্জন সার
২৫. কোন বাক্যে ‘ঢাক ঢাক গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? [ ১৩তম বিসিএস ]
উত্তর: (খ) ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
২৬. ‘যদি হয় সুজন, তেঁতুল পাতায় ন্ জন’- প্রবচনটির অর্থ কি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (গ) মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
২৭. পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে- প্রবচনটির অর্থ কী? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ ) : ১৩ ]
উত্তর: (ঘ) বিপদে পড়ে কাজ করা
২৮. 'হায়রে আমড়া কেবলে আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অন্তসারশূন্য অবস্থা
২৯. ‘ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
৩০. ‘বিশ নেই তার কুলোপনা চক্কর’-এর অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
৩১. ‘বিপদ একবারেই শেষ হয় না’।-এর প্রবাদ বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) এক মাঘে শীত যায় না
৩২. ‘কানা ছেলের নাম পদ্মলোচন।’-এর অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) যার যে গুণই নাই, সে গুণের কথা বলা
৩৩. ‘উপস্থিত সুযোগ ত্যাগ করা।’-এটি কোন প্রবাদের অর্থ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হাতের লক্ষী পায়ে ঠেলা
৩৪. ‘চেনা বামুনের পৈতা লাগে না।’-প্রবাদের অর্থ হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) স্বনামখ্যাত ব্যক্তির পরিচিতির প্রয়োজন হয় না
৩৫. ‘পাপ কখনো গোপন থাকে না’ অর্থে প্রবাদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ধর্মের ঢাক আপনি বাজে
৩৬. ‘শত্রু লোকের পাল্লায় পড়া।’-বাক্যের পরিবর্তে কোন প্রবাদ বাক্য ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ঠেলার নাম বাবাজী
৩৭. ‘মুখে বড় বড় কথা; কিন্তু কাজের বেলায় কিছুই না।’-এর প্রবাদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যত গর্জে তত বর্ষে না
৩৮. ‘চোরা না শুনে ধর্মের কাহিনী।’ প্রবাদের অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) শত উপদেশ দিয়েও দুষ্টু লোককে সৎ পথে আনা যায় না
৩৯. ‘শত্রুকে অতি যত্নে পালন করা।’-এর উপযুক্ত প্রবাদ বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দুধ কলা দিয়ে কালসাপ পোষা
৪০. ‘ঝিকে মেরে বৌকে শেখানো’- বাক্যটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেয়া
৪১. ‘সামান্য অবস্থা থেকে বিপুল সম্পদের মালিক হওয়া’ অর্থে প্রবাদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া
৪২. ‘কাটা দিয়ে কাঁটা তোলা’-প্রবাদটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শত্রু দিয়ে শত্রু নাশ
৪৩. ‘কলুর বলদ’- প্রবাদটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) একটানা খাটুনি করে যে
৪৪. ‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’-প্রবচনের অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) হাতছাড়া হবার পর চিন্তা করা
৪৫. ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি কি ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন অডিটর: ১১ ]
উত্তর: (খ) প্রবাদ বাক্য
৪৬. 'ধরি মাছ না ছুঁই পানি' বাগধারাটির সঠিক অর্থ কি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৬ ]
উত্তর: (খ) কৌশলে কার্যোদ্ধার
৪৭. ”দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে? [ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা: ০৬ ]
উত্তর: (ক) ঈশ্বর
৪৮. ’দশ চক্রে ভগবান ভূত’ -প্রবাদটি কি অর্থ বোঝায়? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
৪৯. ‘ধর্মের কল বাতাসে নড়ে’ অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (খ) নীতিকথামূলক
৫০. 'কপাল গুতো গোপাল ঠাকুর' -প্রবাদটির অর্থ-- [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (খ) অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
৫১. ’টো টো কোম্পানির ম্যানাজার’ প্রবচনের অর্থ- [ রুপালী ব্যাংক অফিসার : ১৩ ]
উত্তর: (গ) ভবঘুরে
৫২. ’ভদ্রতার বালাই’ প্রবাদটির অর্থ- [ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) সাধারণ সৌজন্যবোধ
৫৩. 'অতি মেঘে অনাবৃষ্টি' প্রবচনটির অর্থ _ [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (ঘ) মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না
৫৪. অন্ধকে দর্পণ দেখানো ' প্রবচনের অর্থ _ [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (খ) নির্বোধকে জ্ঞান দান
৫৫. 'সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ-প্রবচনটির অর্থ কী? [ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]
উত্তর: (ঘ) অকিঞ্চিৎকর সংগ্রহ
৫৬. 'উলুবনে মুক্তা ছড়ানো' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে- [ ৪২তম বিসিএস ]
উত্তর: (ক) প্রবাদ-প্রবচন
৫৭. 'পাওয়ার আগে ভোগের আয়োজন'- কথাটির প্রবাদ কোনটি? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ২১ ]
উত্তর: (ক) গাছে কাঁঠাল গোঁফে তেল
৫৮. 'কর্মই ধর্ম.... মুক্তি' শূন্যস্থানে কোন শব্দ বসবে? [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১ ]
উত্তর: (ঘ) কর্মেই
৫৯. 'Nemo est supra leges' প্রবচনের সমার্থক বাক্য কোনটি? [ সহকারী জজ: ২২ ]
উত্তর: (গ) কেউ আইনের ঊর্ধ্বে নয়