বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: বাগধারা mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (২৯৭)
১. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____ [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :১৪ ]
উত্তর: (ক) বাগবিধি
২. অকাল কুষ্মান্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে 'অকাল কুষ্মান্ড' ব্যবহৃত হয়েছে? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর :১৯ ]
উত্তর: (গ) বাগধারা হিসেবে
৩. অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কী ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক : ১৫ ]
উত্তর: (খ) দুর্লভ বস্তু
৪. ’অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ কি? [ সিলেট গ্যাস ফিল্ড : ১৩ ]
উত্তর: (খ) আলসেমি
৫. 'অকালে বাদলা' বাগধারাটির অর্থ কি? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর:১৪ ]
উত্তর: (ক) অপ্রত্যাশিত বাধা
৬. 'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ কি? [ স্ট্যান্ডার্ড ব্যাংক সহকারী অফিসার : ১২ ]
উত্তর: (ক) ন্যাকামি
৭. 'আকাশ পাতাল' বাগধারাটির অর্থ কি? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা: ১৬ ]
উত্তর: (গ) প্রচুর ব্যবধান
৮. "আষাঢ়ে গল্প" বলতে কি বুঝায় ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ: ১১ ]
উত্তর: (গ) গাজাখুরি গল্প
৯. 'আট কপালে' অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হতভাগ্য
১০. ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি? [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১৩ ]
উত্তর: (গ) অকেজো
১১. কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা) :১২ ]
উত্তর: (গ) আঠারো মাসে বছর
১২. 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ-- [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (হাসনাহেনা) :১১ ]
উত্তর: (ক) মন্দভাগ্য
১৩. ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি? [ ৭ম শিক্ষক বেসরকারি নিবন্ধন : ১১ ]
উত্তর: (গ) একাদশে বৃহস্পতি
১৪. উড়ে এসে জুড়ে বসা এর অর্থ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯০ ]
উত্তর: (গ) অনধিকার চর্চা
১৫. উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি ? [ ১০ম শিক্ষক বেসরকারি নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) সহজলভ্য
১৬. 'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো --- [ ৯ম বিজেএস(সহকারী জজ) :১৪ ]
উত্তর: (ঘ) প্রায় সম্পূর্ণ
১৭. “উনপঞ্চাশ বায়ু” বাগধারার অর্থ কী? [ ৪র্থ বিজেএস(সহকারী জজ) : ০৬ ]
উত্তর: (ক) পাগলামী
১৮. 'ঊনপাজুরে' বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (করতোয়া) :১২ ]
উত্তর: (গ) হতভাগ্য
১৯. এক চোখা ' -এর সঠিক অর্থ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (গ) পক্ষপাতদুষ্ট
২০. 'ইঁদুর কপালে' এর সমার্থক বাগধারা- [ সোনালী ব্যাংক অফিসার : ১৮ ]
উত্তর: (ঘ) কোনটিই নয়
২১. আঠার আনা বাগধারাটির অর্থ কি ? [ তিতাস গ্যাস লি. অফিসার : ১৮ ]
উত্তর: (ক) বাড়াবাড়ি
২২. আঁতে ঘা -এর বাগধারা কি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (গ) মনে কষ্ট
২৩. অথৈ জল' শব্দটির বাগধারা কী? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (গ) ভীষণ বিপদ
২৪. 'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর : ১৯ ]
উত্তর: (খ) ফাঁকি
২৫. 'উলুখাগড়া' শব্দটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯ ]
উত্তর: (ঘ) গুরুত্বহীন লোক
২৬. ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি? [ ২০তম বিসিএস ]
উত্তর: (গ) অসম্ভব ঘটনা
২৭. 'অন্ধি সন্ধি' বাগধারাটির অর্থ কী? [ পানি উন্নয়ন বোর্ড : ১৯ ]
উত্তর: (গ) গোপন তথ্য
২৮. “অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে--- [ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা : ১৭ ]
উত্তর: (ক) মারা যাওয়া
২৯. “কল্কে পাওয়া” বাগধারার অর্থ কোনটি? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৮ ]
উত্তর: (ক) পাত্তা পাওয়া
৩০. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ? [ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা :১৯ ]
উত্তর: (ক) অক্কা পাওয়া
৩১. 'গোয়ার গোবিন্দ' অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নির্বোধ অথবা হটকারী
৩২. ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
উত্তর: (ঘ) মারা যাওয়া
৩৩. কোনটি ভিন্নার্থক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আকাশ পাতাল
৩৪. ‘তেলও কম ভাজাও মুচমচে’ বাগধারার বিশিষ্ট অর্থ- [ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) (গোলাপ) : ০৫ ]
উত্তর: (খ) অল্প উপকরণে ভাল ব্যবস্থা
৩৫. অন্ধকার দেখা--- [ ইসলামি ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিসার : ১৩ ]
উত্তর: (খ) হতবুদ্ধি
৩৬. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ- [ ২২তম বিসিএস ]
উত্তর: (খ) তোষামুদে
৩৭. ‘কূপমণ্ডপ’- বাগধারাটি দ্বারা কি বোঝায়? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
উত্তর: (ক) সীমিত জ্ঞানের মানুষ
৩৮. কোনটি বাগধারা বোঝায়? [ ৩৭তম বিসিএস ]
উত্তর: (গ) শিরে সংক্রান্তি
৩৯. নিচের কোনটি 'পরিপাটি' অর্থব্যাপক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
উত্তর: (ক) কেতা দুরস্ত
৪০. 'তাল পাতার সেপাই' এর সঠিক অর্থ কোনটি ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) অতিশয় দুর্বল
৪১. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কি? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার (বাতিল) : ১৩ ]
উত্তর: (ঘ) অর্থের কুপ্রভাব
৪২. ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( মিসিসিপি) : ১৩ ]
উত্তর: (খ) হাতে-হাতে
৪৩. ‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (খ) অহিনকুল
৪৪. 'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কি? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর: ১৬ ]
উত্তর: (ঘ) অকর্মণ্য
৪৫. ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি? [ ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
৪৬. নয় ছয় বাগধারাটির অর্থ কী ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৫ ]
উত্তর: (ঘ) এর কোনোটিই নয়
৪৭. 'পুকুর চুরি' বাগধারাটির অর্থ --- [ ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) বড় ধরনের চুরি
৪৮. 'ফপর দালালি'- এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (খ) গায়ে পড়ে মাতব্বরী
৪৯. বাগধারার অর্থ নির্ণয় করুন: “বাঘের চোখ” [ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক: ১৩ ]
উত্তর: (ক) দুঃসাধ্য বস্তু
৫০. 'বাঘের মাসি' বাগধারাটির অর্থ কি? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১৩ ]
উত্তর: (ক) আরাম প্রিয় ব্যাক্তি
৫১. ‘বিড়াল তপস্বী’ বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) দেখতে সাধু হলেও ভণ্ড
৫২. বিড়াল তপস্বী (বাগধারা এর অর্থ কি) [ পরিসংখ্যান জুনিয়র অ্যাসিসট্যান্ট অফিসার: ১৪ ]
উত্তর: (খ) ভণ্ড সাধু
৫৩. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
৫৪. 'বিষ নেই তার কুলোপনা চক্কর' বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ঘ) অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
৫৫. 'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায়- [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা:১৫ ]
উত্তর: (খ) ভেলকিবাজি
৫৬. 'ভাগ্যের দোহাই দেওয়া' বাগধারাটির সমার্থক কোনটি? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১০ ]
উত্তর: (ঘ) কপালে হাত দেওয়া
৫৭. 'মুখচোরা' বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( কর্ণফুলী) : ১২ ]
উত্তর: (ক) লাজুক
৫৮. 'নিরর্থক অপব্যয়' প্রকাশ করে কোনটি? [ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অফিসার : ১৪ ]
উত্তর: (ক) মশা মারতে কামান দাগানো
৫৯. 'মাছরাঙার কলঙ্ক' বাগধারাটির অর্থ কি? [ প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (গ) অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা
৬০. মন না মতি বাগধারাটির অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]
উত্তর: (ঘ) অস্থির মানব মন
৬১. কোন বাগধারাটির অর্থ ভিন্ন ? [ সোনালী ব্যাংক অফিসার : ১৮ ]
উত্তর: (ঘ) তাসের ঘর
৬২. নথ নাড়া বাগধারাটির অর্থ - [ বাংলাদেশ ব্যাংক অফিসার (সাধারণ) : ১৮ ]
উত্তর: (ঘ) অহংকার প্রকাশ
৬৩. ’নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কোনটি ? [ সোনালী ব্যাংক অফিসার : ১৯ ]
উত্তর: (খ) একগুয়েঁ
৬৪. ‘মেনিমুখো’ বলতে বোঝায়- [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক : ১৯ ]
উত্তর: (খ) লাজুক
৬৫. 'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) মিথ্যা শোক
৬৬. 'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে' -এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অর্থের কু প্রভাব
৬৭. ‘মিছরির ছুরি’-এর অর্থ কোনটি? [ বিসিক এর এক্সটেনশন অফিসার : ১৯ ]
উত্তর: (খ) মুখে মধু অন্তরে বিষ
৬৮. 'কথার তুবড়ি' অর্থ কি? [ সিজিডিএফ এর কার্যালয় অডিটর : ১৯ ]
উত্তর: (গ) অনর্গল কথা
৬৯. 'সর্বনাশ' বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন? [ পেট্রোবাংলা হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (ঘ) ভরাডুবি
৭০. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কী? [ ১৬ তম শিক্ষক নিবন্ধন (কলেজ) প্রভাষক : ১৯ ]
উত্তর: (গ) তোষামোদকারী
৭১. ‘পুটি মাছের প্রাণ’ বাগধারা দিয়ে নিচের কোনটি বুঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ক্ষুদ্রপ্রাণ ব্যক্তি
৭২. 'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কী? [ সিজিডিএফ এর কার্যালয় জুনিয়র অডিটর : ১৯ ]
উত্তর: (গ) ক্ষীণজীবী
৭৩. 'ম্যাও ধরা ' শব্দে 'ধরা ' শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে? [ সিজিডিএফ এর কার্যালয় জুনিয়র অডিটর : ১৯ ]
উত্তর: (খ) দায়িত্ব নেওয়া
৭৪. নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
৭৫. ‘গড্ডলিকা প্রবাহ’ কথাটির অর্থ কি? [ ইসলামী ব্যাংক সহকারী অফিসার : ১৩ ]
উত্তর: (খ) অন্ধ অনুকরণ
৭৬. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ব্যাঙের আধুলি - ব্যাঙের সর্দি
৭৭. অমিতব্যয়ী অর্থে কোন বাগধারাটি সঠিক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উড়নচণ্ডী
৭৮. অরণ্যে রোদন- বাগধারাটির অর্থ কি? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ১৬ ]
উত্তর: (গ) নিষ্ফল আবেদন
৭৯. 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) খোদার খাসি
৮০. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী? [ ৪০তম বিসিএস ]
উত্তর: (ক) সুসময়ের বন্ধু
৮১. ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ? [ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক : ১৮ ]
উত্তর: (খ) মূর্খ
৮২. বাগধারা ভাষা বিশেষের কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঐতিহ্য
৮৩. 'কচুবনের কালাচাঁদ' বাগধারার অর্থ--[ বাংলাদেশ কৃষি ব্যাংক সুপারভাইজার : ১২ ]
উত্তর: (গ) অপদার্থ
৮৪. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা) : ১৩ ]
উত্তর: (খ) অগভীর সতর্ক নিদ্রা
৮৫. কুল কাঠের আগুন -এর প্রকৃত অর্থ কি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা) : ১২ ]
উত্তর: (খ) তীব্র জ্বালা
৮৬. 'কাক-ভূষণ্ডি' এর অর্থ কি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ডালিয়া) : ১২ ]
উত্তর: (ক) সম্পূর্ণ ভেজা
৮৭. ’কলা দেখানো’ বাগধারার অর্থ- [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (গ) ফাঁকি দেয়া
৮৮. ’কাঁচা পয়সা’ বাগ্ধারাটি যে অর্থ প্রকাশ করে- [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (গ) নগদ উপার্জন
৮৯. 'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]
উত্তর: (ঘ) নাছোরবান্দা
৯০. ”কেতা দুরস্ত”-বাগধারার অর্থ- [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ফিল্ড অফিসার : ১৭ ]
উত্তর: (ক) পরিপাটি
৯১. 'কংস মামা' বাগধারাটির অর্থ কী? [ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর: ১৬ ]
উত্তর: (খ) নির্মম আত্মীয়
৯২. 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা:১৬ ]
উত্তর: (ঘ) তোষামোদকারী
৯৩. ’খোদার খাসি’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর: (গ) ভাবনাচিন্তাহীন
৯৪. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়? [ ৭ম প্রভাষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (গ) ভূমিকা
৯৫. বাগধারার অর্থ নির্ণয় করুন ' গোকুলের ষাঁড়' - [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব / সহকারী পরিচালক (প্রশাসন) : ১৯ ]
উত্তর: (গ) স্বেচ্ছাচারী
৯৬. গায়ে পড়া শব্দটির বাগধারা কী? [ পূবালী ব্যাংক ক্যাশ অফিসার : ১৯ ]
উত্তর: (গ) অযাচিত
৯৭. 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) ওয়াচার কনস্টেবল :১৯ ]
উত্তর: (খ) অসাবধান
৯৮. "দু কান কাটা" বাগধারাটির অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বেহায়া
৯৯. "চিনির পুতুল" এর অর্থ কি? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর: ১৫ ]
উত্তর: (খ) পরিশ্রমকাতর
১০০. ‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) চুরি করা
১০১. 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কি? [ রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (ক) পরকে আপন করার চেষ্টা
১০২. 'ছাই চাপা আগুন' কোন অর্থ প্রকাশ করে? [ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়
১০৩. ছ কড়া ন কড়া - বাগধারাটি অর্থ কী ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (ক) সস্তা দর
১০৪. 'জিলাপির প্যাঁচ' বাগধারাটির অর্থ কী? [ স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১৯ ]
উত্তর: (গ) কুটিল বুদ্ধি
১০৫. 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কি? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা:১৬ ]
উত্তর: (গ) গুরুভার
১০৬. 'ঝড়ো কাক' কথাটির অর্থ __ [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার ক্যাশ : ১৪ ]
উত্তর: (খ) দুদর্শাগ্রস্ত ব্যক্তি
১০৭. টীকা ভাষ্য বাগধারাটির অর্থ কী ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১০ ]
উত্তর: (ঘ) দীর্ঘ আলোচনা
১০৮. ঠোঁট-কাটা বলতে কি বুঝায়? [ ২০তম বিসিএস ]
উত্তর: (খ) স্পষ্টভাষী
১০৯. ঠগ বাছতে গাঁ উজাড়:” এর অর্থ কী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০২ ]
উত্তর: (ক) ভালো মানুষের অভাব
১১০. ঢাকের বায়া বাগধারাটির প্রকৃত অর্থ- [ আইসিবি ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ক) অপ্রয়োজনীয়
১১১. টেঁকে গোঁজা বাগধারাটির অর্থ কী ? [ ঢাবি : ১৮-১৯ ]
উত্তর: (ক) পকেট ভারী করা
১১২. 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' - প্রবাদটির অর্থ কী? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) উভয় দিকে বিপদ
১১৩. ‘ঝোলের লাউ অম্বলের কদু’ বাগধারার অর্থ কী? [ ঢাবি : ১৯-২০ ]
উত্তর: (গ) সব পক্ষের মন জুগিয়ে চলা
১১৪. 'চাপে পড়ে কাবু হওয়া ' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? [ ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১৯ ]
উত্তর: (গ) ঠেলার নাম বাবাজি
১১৫. 'চোখ পাকানো ' বাগধারাটির সঠিক অর্থ কী? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার : ১৯ ]
উত্তর: (খ) ক্রোধ দেখানো
১১৬. 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ কী? [ সিজিডিএফ এর কার্যালয় জুনিয়র অডিটর : ১৯ ]
উত্তর: (গ) দুরন্ত
১১৭. ‘অন্ধের যষ্ঠি’ কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) একমাত্র সহায় সম্বল
১১৮. ‘অশীতিপর’ শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) আশি বছরের বেশি বয়সের ব্যক্তি
১১৯. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) মণিকাঞ্চন যোগ
১২০. 'নিচের কোন বাগধারাটি চুরি করা' অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) চক্ষুদান করা
১২১. ‘চোখের বালি’ অর্থ কি? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১৬ ]
উত্তর: (গ) শত্রু
১২২. ‘পালের গোদা’ অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০০ ]
উত্তর: (ঘ) সর্দার
১২৩. কোন বাগধারাটি ভিন্নার্থক? [ উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]
উত্তর: (খ) উত্তম-মধ্যম
১২৪. 'ঘটিরাম' বাগধারাটির অর্থ- [ বিসিআইসির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ) : ১৮ ]
উত্তর: (খ) নেকামি
১২৫. ‘মাছের মা’ বাগধারার অর্থ- [ পরিবার কল্যাণ সহকারী : ১১ ]
উত্তর: (গ) নিষ্ঠুর
১২৬. “সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা----------বেশী।” শূণ্যস্থানে সঠিক শব্দটি বসান- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কীট
১২৭. ‘হাতির পাঁচ পা দেখা’-এই বাগধারার অর্থ কি? [ ৫ম বিজেএস : ১০ ]
উত্তর: (খ) গর্বে আনন্দিত হওয়া
১২৮. ‘কত ধানে কত চাল’ বাগধারাটির অর্থ- [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]
উত্তর: (ঘ) টের পাওয়ানো
১২৯. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি? [ ১৮তম বিসিএস ]
উত্তর: (খ) সৌভাগ্যের বিষয়
১৩০. নিচের কোনটি 'তীব্রজ্বালা' অর্থ বুঝাচ্ছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কুল কাঠের আগুন
১৩১. ‘এলাহি কাণ্ড’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিরাট ব্যাপার
১৩২. নিচের কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চোখের পর্দা
১৩৩. ‘চাঁদের হাট’-অর্থ কি? [ ২১তম বিসিএস ]
উত্তর: (গ) প্রিয়জন সমাগম
১৩৪. ‘চাঁদের হাট’- কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আনন্দের প্রাচুর্য্য
১৩৫. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী? [ রেজিসট্রার্ড প্রাথমিক সহকারী শিক্ষক ( শাপলা ) : ১১ ]
উত্তর: (ঘ) শেষ বিদায়
১৩৬. 'বক দেখানো' বাগধারাটির অর্থ কী? [ সিজিডিএপ এর অডিটর : ১৯ ]
উত্তর: (গ) অশোভনভাবে বিদ্রুপ করা
১৩৭. 'তালকানা' এর অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বেতাল হওয়া
১৩৮. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থুবাচক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বর্ণোচোরা আম, ভিজেবিড়াল
১৩৯. ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকেীশলী : ৯৯ ]
উত্তর: (খ) কোন দায়িত্ব গ্রহণ না করা
১৪০. ‘কৈ মাছের প্রাণ’ প্রবাদটির অর্থ কি? [ সিজিডিএফ এর অধীন অডিটর : ১৪ ]
উত্তর: (খ) যা সহজে মরে না
১৪১. 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'--- এর সমার্থক বাগধারা কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কথায় চিড়া ভিজা
১৪২. ‘কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন। [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ভণ্ডলোক
১৪৩. ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গভীর জলের মাছ
১৪৪. 'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কদরহীন লোক
১৪৫. ঠাট বজায় রাখা বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অভাব চাপা রাখা
১৪৬. ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (গামা) : ১৪ ]
উত্তর: (ক) ভঙ্গুর
১৪৭. ‘গুড়ে বালি’ কথাটির অর্থ- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪ ]
উত্তর: (খ) আশায় নৈরাশ্য
১৪৮. “অকালপক্ব”-এর ‘বাগধারা’ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ইঁচড়ে পাকা
১৪৯. আকাশ ভেঙ্গে পড়া” বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক : ১০ ]
উত্তর: (ক) হঠাৎ বিপদ হওয়া
১৫০. ‘বজ্র আঁটুনি ফস্কা গেঁরো।’-কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা
১৫১. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (গ) মারা
১৫২. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবোধক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ
১৫৩. দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক :১৯ ]
উত্তর: (ঘ) রাবনের চিতা
১৫৪. “রাঘব বোয়াল” বাগধারার অর্থ কী ? [ সিজিডিএফ এর জুনিয়র অডিটর : ১৯ ]
উত্তর: (খ) সমাজপতি
১৫৫. 'শ্রীঘর' বাগধারাটির অর্থ কী? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) জেলখানা
১৫৬. শব্দের ব্যবহার দুই প্রকার। যথা- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বাচ্যার্থ, লক্ষ্যার্থ
১৫৭. ‘তাসের ঘর’-বাগধারাটির সার্থক প্রয়োগ হয়েছে কোন বাক্যে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) এ দুনিয়ার তাসের ঘর, ধ্বংশ হবে দুদিন পর
১৫৮. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? [ ১২তম বিসিএস ]
উত্তর: (খ) বক ধার্মিক, বিড়াল তপস্বী
১৫৯. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- [ এনএসআই এর ওয়াচার কনস্টেবল : ১৯ ]
উত্তর: (খ) ভেদাভেদ
১৬০. ’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? [ সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) : ১৩ ]
উত্তর: (ক) রাবণের চিতা
১৬১. 'রুই কাতলা' বলতে বোঝায়--[ বাংলাদেশ গ্যাস ও মিনারেল কর্পোরেশন সহকারী ম্যানেজার :১১ ]
উত্তর: (ঘ) ক্ষমতাশালী ব্যাক্তি
১৬২. 'সুসময়ের বন্ধু' কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
উত্তর: (ক) সুখের পায়রা
১৬৩. 'সাপে নেউলে' এর সঠিক অর্থ কোনটি? [ কর্মসংস্থান ব্যাংক সিনিয়র অফিসার : ০৯ ]
উত্তর: (ক) শত্রুতা
১৬৪. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (গ) সাতেও না পাঁচেও না
১৬৫. 'হাতের পাঁচ ' -এর সঠিক অর্থ কোনটি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (খ) শেষ সম্বল
১৬৬. ’হাত চালাও’ বাগধারার অর্থ কি? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (ঘ) তাড়াতাড়ি করা
১৬৭. ’হাত জুড়ানো’ বাগধারাটির অর্থ কী? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (ক) স্বস্তি লাভ করা
১৬৮. 'হাত জোড়া থাকা' বাগধারাটির অর্থ কী? [ অগ্রণী ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) কর্মব্যস্ত থাকা
১৬৯. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ কী? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার : ১৭ ]
উত্তর: (ঘ) কৃপণ
১৭০. “হালে পানি পাওয়া” বাগধারার অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সুবিধার হওয়া
১৭১. “হালে পানি পাওয়া” অর্থ কী? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৪ ]
উত্তর: (খ) বিপদমুক্ত হওয়া
১৭২. হাড় হাভাতে' - বাগধারাটির অর্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) হতভাগ্য
১৭৩. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? [ সোনালী ও জনতা ব্যাংক অফিসার : ১৯ ]
উত্তর: (খ) রুই-কাতলা
১৭৪. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ? [ ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন :১১ ]
উত্তর: (ঘ) নিরেট বোকা
১৭৫. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ? [ বাংলাদেশ বেতার সহ সম্পাদক :১৯ ]
উত্তর: (খ) শরতের শিশির
১৭৬. কোন বাগধারাটির অর্থ ভিন্ন ? [ সোনালী ব্যাংক অফিসার :১৮ ]
উত্তর: (ঘ) তাসের ঘর
১৭৭. 'শিকায় তোলা' বাগধারাটির অর্থ - [ সাধারণ বীমা কর্পোরেশন - জুনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (ক) মুলতবি রাখা
১৭৮. 'রাই কুড়িয়ে বেল' - বাগধারাটির অর্থ কোনটি? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ক্ষুদ্র থেকে বড়
১৭৯. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: ক ও গ
১৮০. 'হা -ঘরে' বাগধারাটির অর্থ কী? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) গৃহহীন
১৮১. 'অন্ধ অনুকরণ' নিচের কোনটির অর্থ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) গড্ডলিকা প্রবাহ
১৮২. ‘হাততোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রহার করা
১৮৩. ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) আত্মসম্মান রক্ষা করা
১৮৪. ‘আমড়া কাঠের ঢেঁকি-এ প্রবাদটির সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অকালকুষ্মাণ্ড
১৮৫. সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) একাদশে বৃহস্পতি
১৮৬. ‘হাতে স্বর্গ পাওয়া’ কি অর্থ বহন করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দুর্লভ কিছু পাওয়া
১৮৭. "কৃপণের কড়ি"- কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) যক্ষের ধন
১৮৮. কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সাতেও না পাঁচেও না
১৮৯. 'আগড়ম বাগড়ম' বাগধারাটির অর্থ---[ গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী সহকারী প্রকেীশলী (সিভিল) : ১১ ]
উত্তর: (ঘ) অর্থহীন কথা
১৯০. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি? [ ১৪তম বিসিএস ]
উত্তর: (খ) চির অশান্তি
১৯১. নিচের বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
১৯২. ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ- [ উপজেলা নির্বাচন অফিসার : ০৮ ]
উত্তর: (গ) সুসময়ের বন্ধু
১৯৩. ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ- [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (আলফা ) : ১৪ ]
উত্তর: (গ) একই দলের লোক
১৯৪. ‘তাসের ঘর’ অর্থ কি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন ) : ১৩ ]
উত্তর: (ঘ) ক্ষনস্থায়ী
১৯৫. ‘গা করা’ দ্বারা নিচের কোনটি বুঝায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ)
১৯৬. উড়নচণ্ডী বাগধারাটির অর্থ নির্ণয় কর। [ পরিসংখ্যান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার : ১৪ ]
উত্তর: (ক) অমিতব্যয়ী
১৯৭. ‘খাল কেটে কুমির আনা’-কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) নিজের দোষে বিপদ ডেকে আনা
১৯৮. বাংলা বাগধারায় ‘কাঁঠালের আমসত্ব’- এর অর্থ কি? [ সমবায় অধিদপ্তরের ২য় শ্রেণির গেজেটেড অফিসার : ৯৭ ]
উত্তর: (খ) অসম্ভব ব্যাপার
১৯৯. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি? [ ১৩তম বিসিএস ]
উত্তর: (ক) নিতান্ত অলস
২০০. ‘যে সহে সে রহে।’-এর সমার্থক প্রবাদ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সবুরে মেওয়া ফলে
২০১. ‘পায়াভারী’ কথাটির অর্থ কি? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক : ০০ ]
উত্তর: (ক) অহংকার
২০২. জ্যাঠামি করো না- এই বাক্যে জ্যাঠামি শব্দটির অর্থের- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অপকর্ষ ঘটেছে
২০৩. ‘গোল্লায় যাওয়া’ প্রবাদটি কি অর্থ বহন করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) নষ্ট হওয়া
২০৪. উভয় সংকট বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) শাঁখের করাত
২০৫. 'গাছপাথর' বাগধারাটির অর্থ- [ ৩২তম বিসিএস ]
উত্তর: (খ) হিসাব-নিকাশ
২০৬. ‘যত দোষ নন্দ ঘোষ।’-অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সবার দোষ একজনের ঘাড়ে চাপানো
২০৭. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (পদ্মা) : ১৩ ]
উত্তর: (খ) অবাস্তব
২০৮. ‘ঘাঘু’ শব্দে বোঝায়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অভিজ্ঞ
২০৯. "ভিজা বিড়াল" বাগধারাটির অর্থ কী? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (ক) কপট
২১০. কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? [ ১৪তম বিসিএস ]
উত্তর: (ক) আট কপালে
২১১. ‘অতি দর্পে হত লঙ্কা’ কোন ধরনের বাক্য? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) প্রবাদ
২১২. 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ কী ? [ সেসিপ এর সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা : ১৫ ]
উত্তর: (গ) অতি বৃদ্ধ
২১৩. এ হচ্ছে পাকা রাঁধুনির রান্না- এই বাক্যে পাকা শব্দের অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) দক্ষ
২১৪. ‘তীর্থের কাক’-বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) প্রত্যাশী
২১৫. ছেলের হাতের মোয়া কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সহজপ্রাপ্য
২১৬. এবার গিন্নীর মুখ ছুটেছে- এই বাক্যে 'মুখ' শব্দটি কি অর্থ প্রকাশ করে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গালিগালাজ আরম্ভ
২১৭. কোন বাক্যটির অর্থ ভিন্ন? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) আদায় কাঁচকলায়
২১৮. ‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল- [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১৯ ]
উত্তর: (ক) সামান্য ধনে অহংকর
২১৯. ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি? [ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র অফিসার : ১৪ ]
উত্তর: (ঘ) নির্বুদ্ধিতার দণ্ড
২২০. ‘অনুরোধে ঢেকিঁ গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে- [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ৯৯ ]
উত্তর: (খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা
২২১. যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে? [ ১৪তম বিসিএস ]
উত্তর: (ঘ) ঢাকের বাঁয়া
২২২. 'কেঁচো গণ্ডুস' বাগধারাটির অর্থ কী? [ জনতা ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (খ) নতুন করে শুরু
২২৩. ‘গোপনে কাজ করা’-এর প্রবাদ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ডুবে ডুবে জল খাওয়া
২২৪. 'নাটের গুরু' বাগধারাটির অর্থ- [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (গ) মূল নায়ক
২২৫. ‘গোবরে পদ্মফুল’-বাগধারা দিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল
২২৬. “ডান হাতের ব্যাপার”-এর অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) ভোজন করা
২২৭. ‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে- [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ১১ ]
উত্তর: (খ) চুরির অভ্যাস
২২৮. নিচের কোন দুটি সমার্থক [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অহিনকুল -দাকুমড়া
২২৯. ‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি? [ আইসিবি ব্যাংক অফিসার : ১১ ]
উত্তর: (ক) ভণ্ড
২৩০. বাগধারা বা বাগ্বিধি কোন শব্দ বা শব্দগুছের-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিশেষ অর্থ প্রকাশ করে
২৩১. ‘বুকে বসে দাড়ি উপড়ানো’ অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) আশ্রয়দাতার অনিষ্ট করা
২৩২. ‘যারা বাইরের ঠাট বাজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? [ ১৬তম প্রভাষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (গ) লেফাফা দুরস্ত
২৩৩. ‘বকধার্মিক’-কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ভণ্ড ধার্মিক
২৩৪. 'সেচ্ছাচারী ব্যাক্তি' বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ধর্মের ষাঁড়
২৩৫. ‘কান পাতলা’ অর্থ কি? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
উত্তর: (খ) বিশ্বাসপ্রবণ
২৩৬. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- [ ২৩তম বিসিএস ]
উত্তর: (গ) গোমড়ামুখো লোক
২৩৭. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ- [ ১১তম বিসিএস ]
উত্তর: (ক) গলা ধাক্কা দেয়া
২৩৮. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সুখের পায়রা
২৩৯. 'পাথরে পাঁচ কিল' বাগধারাটির অর্থ কী? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১১ ]
উত্তর: (গ) সুখের সময়
২৪০. ‘শিরে সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কি? [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (ঘ) আসন্ন বিপদ
২৪১. 'কাষ্ঠ হাসি' বাগধারাটির অর্থ- [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১১ ]
উত্তর: (গ) শুকনো হাসি
২৪২. ‘মশা মারতে কামান দাগা’-অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) সামান্য কাজের জন্য বিরাট আয়োজন
২৪৩. ‘শকুনি মামা’ এর অর্থ কি? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) কুচক্রী মামা
২৪৪. শব্দের আভিধানিক অর্থই হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) বাচ্যার্থ
২৪৫. ‘উড়োচিঠি’ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) বেনামী চিঠি
২৪৬. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়, তাদের কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) লক্ষ্যার্থ
২৪৭. শ্রী রামকৃষ্ণ পরমহংস এই বাক্যে পরমহংস শব্দটির- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) উৎকর্ষ প্রাপ্তি
২৪৮. ‘চিনির বলদ’ কথাটির অর্থ কি? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৬ ]
উত্তর: (গ) ভারবাহী কিন্তু ফলভোগী নয়
২৪৯. 'কেউ কাটা' অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সামান্য
২৫০. ‘ভুষণ্ডির কাক’ অর্থ কি? [ রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার : ১৯ ]
উত্তর: (ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
২৫১. নিচের কোন বাগধারাটির অর্থ 'অর্থের কু প্রভাব'? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) তামার বিষ
২৫২. ‘আপ্ ভালো তো- ভালো।’ শূণ্যস্থানে কি বসবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) জগৎ
২৫৩. ‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) গোঁফ-খেঁজুরে
২৫৪. ‘কানে তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) কোনো কথা উত্থাপন করা
২৫৫. ‘সাক্ষী গোপাল’- অর্থ কি? [ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী : ১৪ ]
উত্তর: (খ) নিষ্ক্রিয় দর্শক
২৫৬. ‘ডুমুরের ফুল’বলতে বোঝায়- [ বিদ্যুৎ,জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩ ]
উত্তর: (গ) বিরল বস্তু
২৫৭. ‘মগের মুল্লুক’ কথাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) অরাজক দেশ
২৫৮. নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) অকূল পাথার
২৫৯. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী? [ ৪০তম বিসিএস ]
উত্তর: (গ) একমাত্র সন্তান
২৬০. 'বাঁ হাতের ব্যাপার' বলতে বুঝানো হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঘুষ গ্রহণ
২৬১. ‘উলুবনে মুক্তা ছড়ানো।’-এ প্রবাদ বাক্যটির সঠিক অর্থ কোনটি? [ আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৬ ]
উত্তর: (গ) অপাত্রে কোন কিছু দান করা
২৬২. নিচের কোন বাগধারাটি অতিরিক্ত চালবাজি অর্থ বুঝাচ্ছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ফপর দালালি
২৬৩. নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চোখের পর্দা
২৬৪. 'কূপমণ্ডুক' বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) ঘরকুনো
২৬৫. অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) শাপে বর
২৬৬. ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি? [ ডাচ বাংলা ব্যাংক ( এমটিও) : ১২ ]
উত্তর: (গ) উভয় সংকট
২৬৭. ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২ ]
উত্তর: (খ) দুদিকেই বিপদ
২৬৮. 'ভূতের বেগার' বাগধারা কোন অর্থে ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) অযথা শ্রম
২৬৯. ‘রাজঘোটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩ ]
উত্তর: (ক) চমৎকার মিল
২৭০. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী ? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক : ০৪ ]
উত্তর: (ঘ) বাইরের ঠাট বজায় রেখে চলা
২৭১. ‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৪ ]
উত্তর: (ঘ) লুকোচুরি
২৭২. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কী ? [ ২৩তম বিসিএস ]
উত্তর: (খ) সঞ্চয়ের প্রবৃত্তি
২৭৩. ‘বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) উচ্ছন্নে যাওয়া
২৭৪. ইনি আমার বৈবাহিক- এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থ- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সংকোচন হয়েছে
২৭৫. নিচের কোনটি 'অগস্ত্য যাত্রা' বাগধারার অর্থ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) চিরদিনের জন্য প্রস্থান
২৭৬. ‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) চুরি
২৭৭. 'কান কাটা'— [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯ ]
উত্তর: (গ) বেহায়া
২৭৮. বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) দুই ভাগে
২৭৯. ‘যেমন কুকুর তেমন মুগুর।’-প্রবনের অর্থ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ)
২৮০. ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) সোনায় সোহাগা
২৮১. ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯৩ ]
উত্তর: (ক) অকর্মা
২৮২. ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো- [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯ ]
উত্তর: (খ) কপটচারী
২৮৩. ‘রাজা উজির মারা’-এর সঠিক অর্থ কি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) লম্বা চওড়া কথা বলা
২৮৪. বাগধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে কি বলে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) রীতি সিদ্ধ প্রয়োগ
২৮৫. এখন তার------ ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) একাদশে বৃহস্পতি
২৮৬. ‘উভয় সংকট’এর প্রবাদ হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কুল রাখি না শ্যাম রাখি
২৮৭. 'উনপাজুরে' শব্দের অর্থ - [ আইসিবি ব্যাংক লি সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (ঘ) দুর্বল
২৮৮. খুব বিপদ' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? [ বিএডিসির উপ-সহকারী পরিচালক: ২০ ]
উত্তর: (ক) অকুল পাথার
২৮৯. 'বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী? [ বেসামরিক বিমান চলাচলের সহকারী নিরাপত্তা কর্মকর্তা :২১ ]
উত্তর: (গ) অদৃষ্টের পরিহাস
২৯০. 'আটঘাট বাঁধা' বাগধারায় অর্থ- [ এনএসআই এর ফিল্ড অফিসার : ২১ ]
উত্তর: (ঘ) প্রস্তুতি নেওয়া
২৯১. 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? [ পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক : ২১ ]
উত্তর: (খ) এক কথার মানুষ
২৯২. 'ইতিকথা' বাগধারাটির অর্থ কি? [ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]
উত্তর: (ঘ) উপরের সবকটি
২৯৩. কোন বাগধারার অর্থ 'পক্ষপাতিত্ব'? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]
উত্তর: (ঘ) একচোখা
২৯৪. 'উপরোধে ঢেঁকি গেলা' বাগধারাটির অর্থ কী? [ বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার : ২২ ]
উত্তর: (খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
২৯৫. 'উভয় সংকট' বাগধারাটির অর্থ কী? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী : ২২ ]
উত্তর: (খ) দুইদিকে বিপদ
২৯৬. 'অকাল বোধন' বাগধারাটির অর্থ কী? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা : ২৩ ]
উত্তর: (খ) অসময়ে আবির্ভাব
২৯৭. 'আঁকুপাঁকু' বাগধারার সঠিক অর্থ কী? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর : ২৩ ]
উত্তর: (ঘ) ব্যস্ততার ভাব