বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
বিষয়: বাংলা ব্যাকরণ
অধ্যায়: যতি বা ছেদ চিহ্ন mcq প্রশ্ন উত্তর অনুশীলন ।
মোট প্রশ্ন: (৬৫)
১. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (খ) বিরাম চিহ্ন
২. বিরাম-চিহ্ন কেন ব্যবহৃত হয়? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১০ ]
উত্তর: (গ) বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
৩. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? [ একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী : ১৭ ]
উত্তর: (গ) ১২টি
৫. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না? [ ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (ঘ) বক্তার মেজাজকে স্পষ্ট করতে
৬. পাদচ্ছেদ কার পরিভাষা? [ থানা সহকারী শিক্ষা অফিসার : ৯৯ ]
উত্তর: (ক) কমা
৭. ‘কমা’ কোথায় বসে ? [ ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (গ) সম্বোধন পদের জন্য
৮. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ? [ ১০তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (খ) কমা
৯. বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতি চিহ্ন বসে? [ ১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) কমা
১০. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? [ ৭ম বেসরকারি প্রভাষক শিক্ষক নিবন্ধন : ১১ ]
উত্তর: (খ) সেমিকোলন
১১. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? [ পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১০ ]
উত্তর: (ঘ) সেমিকোলন
১২. বাক্যে সেমিকোলন(;) থাকলে কতক্ষন থামতে হয়? [ ১১তম বেসরকারি প্রভাষক শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) ১ বলার দ্বিগুণ সময়
১৩. বাক্যে "কমা" অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন কি বসে? [ ১২তম বেসরকারি প্রভাষক শিক্ষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) সেমিকোলন
১৪. কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে? [ ৯ম বিজেএস(সহকারী জজ) : ১৪ ]
উত্তর: (গ) সেমিকোলন
১৫. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? [ ৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (ঘ) প্রশ্নচিহ্ন
১৬. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? [ ১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ঘ) ড্যাস
১৭. 'কি বললে,আমি পাগল __________ ' শূন্যস্থানে কি বসবে? [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার (ক্যাশ) :১৪ ]
উত্তর: (খ) বিস্ময়চিহ্ন
১৮. বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়? [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫ ]
উত্তর: (ক) এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
১৯. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? [ ৬ষ্ঠ বেসরকারি নিবন্ধন : ১০ ]
উত্তর: (ক) বিস্ময়
২০. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? [ ১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (খ) এক সেকেন্ড
২১. কোনটি 'কোলন'? [ ৩৩তম বিসিএস ]
উত্তর: (খ) :
২২. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? [ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (গ) কোলন
২৩. কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে-- [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]
উত্তর: (গ) ড্যাশ
২৪. সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ? [ ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৬ ]
উত্তর: (গ) হাইফেন
২৫. দু'টি পদের সংযোগস্থলে কি বসে? [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন :১০ ]
উত্তর: (ক) ড্যাশ
২৬. নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? [ ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৩ ]
উত্তর: (খ) হাইফেন
২৭. কোন বিরামচিহ্নে বিরাম নিতে হয় না? [ ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (ক) হাইফেন
২৮. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (ক) বিলুপ্ত বর্ণের জন্য
২৯. ইলেক বা লোপচিহ্ন-এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:০৯ ]
উত্তর: (খ) এক সেকেন্ড
৩০. বর্জনস্থানে শব্দের উপর লেখা কমা কে বলা হয় - [ জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার : ১৫ ]
উত্তর: (ঘ) ইলেক
৩১. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? [ ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (গ) সংলাপে
৩২. 'উদ্ধতি চিহ্ন ‘ কত প্রকার ? [ ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২ ]
উত্তর: (ক) দুই প্রকার
৩৩. বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয়, এমন বিরাম চিহ্নের সংখ্যা--- [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০ ]
উত্তর: (গ) ৪টি
৩৪. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ? [ ১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৪ ]
উত্তর: (ক) হাইফেন
৩৫. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয়-- [ ১৫তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (গ) কোলন
৩৬. বিরাম চিহ্নের অপর নাম কী? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ছেদ চিহ্ন
৩৭. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি চিহ্ন বসে --- [ প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার :১৭ ]
উত্তর: (ঘ) কমা
৩৮. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) উদ্ধরণ চিহ্ন
৩৯. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) বিন্দু
৪০. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) দাঁড়ি
৪১. কোন বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ইলেক বা লোপ চিহ্ন
৪২. যতি বা ছেদচিহ্ন বাক্যে ব্যবহৃত হয়--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝানোর জন্য
৪৩. যতি বা ছেদ চিহ্ন কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ইংরেজি
৪৪. কোলন ড্যাস কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) :-
৪৫. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের ) বসাতে হবে- [ ১৫তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (খ) কমা
৪৬. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ড্যাস
৪৭. বাক্যে সম্বোধন পদ থাকলে তার পরে কোন চিহ্ন বসে? [ ১৬তম শিক্ষক নিবন্ধন : ১৯ ]
উত্তর: (খ) কমা
৪৮. কমার(,) বিরতিকাল কতক্ষণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) ১ বলতে যে সময় লাগে
৪৯. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? [ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ০৫ ]
উত্তর: (ঘ) ব্যাখ্যামূলক অর্থে
৫০. প্রাচীন যুগে কয় দাঁড়ির প্রচলন ছিল? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) এক ও দুই দাঁড়ি
৫১. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]
উত্তর: (গ) দাঁড়ি
৫২. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (খ) কোলন ড্যাস
৫৩. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? [ ২৩তম বিসিএস ]
উত্তর: (গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
৫৪. বাক্যে "কমা" অপেক্ষা বেশি বিরতির প্রয়োজনে কি বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ক) সেমিকোলন
৫৫. নামের পূর্বে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কোন বিরাম চিহ্ন বসে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (গ) কমা
৫৬. জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
উত্তর: (ঘ) ১ সেকেন্ড
৫৭. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]
উত্তর: (ক) কোলন
৫৮. পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয়- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১ ]
উত্তর: (গ) ... চিহ্ন
৫৯. কোনটি বিরাম চিহ্ন নয়? [ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার: ২২ ]
উত্তর: (গ) ঃ
৬০. 'হায় এ আমার কী হল' বাক্যটিতে পর্যায়ক্রমে বিরামচিহ্ন বসবে- [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]
উত্তর: (গ) বিস্ময়সূচক, দাঁড়ি । ব্যাখ্যা: বিরামচিহ্ন বসিয়ে বাক্যটির শুদ্ধরূপ: হায়! এ আমার কী হল।
৬১. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যববহৃত হয়? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]
উত্তর: (গ) ব্যাখ্যামূলক
৬২. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে বসে- [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৩ ]
উত্তর: (ঘ) কমা
৬৩. বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন? [ প্রাণিসম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান:২৩ ]
উত্তর: (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬৪. 'হাইফেন'কে বাংলায় কী বলে? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩ ]
উত্তর: (ঘ) সংযোগ চিহ্ন
৬৫. কোন যতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩ ]
উত্তর: (ক) কমা