অক্ষয়কুমার দত্ত

অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)

বাংলা সাহিত্যে প্রাবন্ধিক হিসেবে সমধিক খ্যাত অক্ষয়কুমার দত্ত ছিলেন প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক, সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও আদি ব্রাহ্মসমাজের প্রধান কর্মপুরুষ । তিনি ১৮৩৮ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় ‘সংবাদ প্রভাকর' পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন।

অক্ষয়কুমার দত্তের সাহিত্যকর্ম

সাহিত্যিক উপাদান সাহিত্যিক তথ্য
জন্ম অক্ষয়কুমার দত্ত ১৫ জুলাই, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের চুপী গ্রামে জন্মগ্রহণ করেন।
পত্রিকা সম্পাদনা তিনি ছিলেন ‘তত্ত্ববোধিনী' (১৮৪৩) পত্রিকার সম্পাদক। এ পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র এবং এর উদ্দেশ্য ছিল ব্রাহ্মসমাজের মাহাত্ম্য প্রচার । তিনি ‘দিগদর্শন' (১৮৪২) নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন ।
প্রথম রচনা তিনি মাত্র ১৪ বছর বয়সে ‘অনঙ্গমোহন' নামে কাব্য রচনা করেন । এটি তাঁর প্রথম রচনা ।
তাঁর নাতি কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর নাতি ।
বাগান তৈরি তিনি বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষচারা সংগ্রহ করে বালিগ্রামের নিজ বাসভবনে ‘শোভনোদ্যান' নামে একটি বাগান তৈরি করেন ।
সাহিত্যকর্ম অক্ষয়কুমার দত্তের সাহিত্যকর্মসমূহ হল: ‘ভূগোল' (১৮৪১), বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির সম্বন্ধ বিচার' (১ম খণ্ড- ১৮৫২, ২য়- খণ্ড ১৮৫৩), ‘চারুপাঠ' (১ম খণ্ড- ১৮৫২, ২য় খণ্ড- ১৮৫৪, ৩য় খণ্ড- ১৮৫৯), ‘ধর্মনীতি’ (১৮৫৫), ‘পদার্থবিদ্যা’ (১৮৫৬), ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়' (১ম খণ্ড- ১৮৭০, ২য় খণ্ড- ১৮৮৩)।
মৃত্যু ১৮ মে, ১৮৮৬ সালে তিনি মারা যান ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নসমূহ পড়তে ও পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

নবীনতর পূর্বতন