প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮ (রাজশাহী বিভাগ)
পরীক্ষার তারিখ : ২০০৮
মোট সময়: ১ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৫০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
১০
- ক. যারা স্বাবলম্বী আল্লাহ তাদেরই সাহায্য করেন।
- খ. আকাশে এত অধিক তারা যে আমরা সেগুলো গণনা করতে পারি না।
- গ. সবসময় অন্যের দোষ ধরো না।
- ঘ. কোন কাজ কাল করবো বলে ফেলে রেখো না
- ঙ. তোমার এ বদ অভ্যাস ছাড়তে হবে।
- চ. তুমি খুব বকুনি খেয়েছিলে।
- ছ. মেয়েটি মচমচে আলুভাজা পছন্দ করে।
- জ. যত বড় মুখ নয় তত বড় কথা।
- ঝ. বেশি হলে তোমাকে আমি পঞ্চাশ টাকা দিতে পারি।
- ঞ. অঙ্কটি এত কঠিন যে কেউ সেটা করতে পারলো না।
৪২. বাংলায় অনুবাদ করুন:
১০
- a. Neil A Armstrong commanded the Gemini 8 mission.
- b. Education is the backbone of a nation.
- c. I hardly go out after dusk.
- d. Leave the place this very moment.
- e. He broke off in the middle of his story.
- f. It took him two months to come round from illness.
- g. Day and night and change of season occur by the rotation of earth.
- h. He is no other than my brother.
- i. The people of Bangladesh are peace-loving.
- j. We should keep the environment balanced.
৪৩. নিচের যে-কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- ক. কালো টাকা;
- খ. একাকীত্ব
৪৪. নিচের যে-কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- a. Good manners
- b. My loving mother.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ/বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. আবিষ্কৃত (সন্ধি-বিচ্ছেদ)
- খ. বাগদত্তা (ব্যাসবাক্যসহ সমাস)
- গ. আঠারো মাসে বছর (বাক্য রচনা)
- ঘ. আকুঞ্চণ (বিপরীত শব্দ)
- ঙ. দ্বারে থাকে যে (এক কথায় প্রকাশ)
৪৬. Change/use the following words/sentences as directed:
৫
- a. Cock and bull story (Make sentence)
- b. Stones throw (Make sentence)
- c. All must submit to destiny (Make it negative)
- d. People know that he was unhappy (Change voice)
- e. My mother said to me. "What did you want"? (Make indirect speech)
৪৭. একটি জিনিস ৩৪৩২ টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর ১০% লাভ হয়। সেটি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে ?
৫
৪৮. সমাধান করুন:
৫
3y + x = 2, y² + xy + x² = 1