প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮ (বরিশাল বিভাগ)
পরীক্ষার তারিখ : ২০০৮
মোট সময়: ২ ঘন্টা
পূর্ণমান: ৯০
ক অংশ : নৈর্ব্যক্তিক-৪০
বি: দ্র: প্রত্যেক প্রশ্নের মান সমান । ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ।
সঠিক উত্তর: 0
ভুল উত্তর: 0
খ. অংশ (রচনামূলক)-৫০
[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]
৪১. ইংরেজিতে অনুবাদ করুন:
১০
- ক. এটা বোঝার জন্য করিম যথেষ্ট চালাক।
- খ. অবশেষে সকল ঘটনা প্রকাশিত হলো।
- গ. বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর একটি স্মরণীয় দিন।
- ঘ. তিনি তার ছেলেকে চোখে চোখে রাখেন।
- ঙ. তার নাম মুখে এনো না।
- চ. তিনি বিপুল সম্পত্তি রেখে গেছেন।
- ছ. প্রত্যহ সকালে আমি খোলা বাতাসে ভ্রমণ করি।
- জ. স্কুলের পরীক্ষায় তাঁর কৃতিত্ব ছিল অসাধারণ।
- ঝ. মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।
- ঞ. জ্ঞান লাভ এবং চরিত্র গঠন দুটোই প্রয়োজন।
৪২. বাংলায় অনুবাদ করুন:
১০
- a. The sooner the better.
- b. Bees fly from flower to flower to collect nectar.
- c. Their way of living is very peculiar.
- d. He would not spend the money for his own comfort.
- e. Japan is called the land of the rising sun.
- g. It is desired by all that agricultural studies be given priority in education.
- h. A lie never remains secret.
- i. Peal off the mango.
- j. Practice makes a man perfect.
৪৩. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- ক. ইন্টারনেট যোগাযোগ;
- (খ) নিরাপদ পানি।
৪৪. নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন (কমপক্ষে দশটি বাক্য):
৫
- a. Fishing as a hobby.
- b. Information is power.
৪৫. ভাব ঠিক রেখে নিচের শব্দ বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন:
৫
- ক. অরণ্য (সন্ধি বিচ্ছেদ)
- খ. বৌ-ভাত (ব্যসবাক্যসহ সমাস)
- গ. আগুন লাগা সংসার (বাক্য রচনা)
- ঘ. ঈদৃশ (বিপরীত শব্দ)
- ঙ. কামনা দূর হয়েছে যার (এক কথায় প্রকাশ)
৪৬. Change/use the following words/ sentences as directed:
৫
- a. Dark horse (make sentence)
- b. At home (make sontence)
- c. Milk is white (make it negative)
- d. We hope that we shall finish the work soon (change voice)
- e. Mamun said to me, Shall I wait for you? (make indirect speceh).
৪৭. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির নিকট ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত?
৫
৪৬. সমাধান করুন:
৫
7x + y = 2; x² - xy = 6